![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
পাক ধরেছে কালো চুলে
শখের ত্বকও যাচ্ছে ঝুলে,
ভেবে দেখ আর কত দিন
ধরার ছায়া তোমার ভালে ।
একাই ছিলে, একাই এলে
একা একাই যাবে চলে ।
থাকবে পরে স্মৃতির মায়া
কারো করুণ নয়ন জলে ।
চুপিটি করে ভেবে দেখ
কিসের টানে ধরায় এলে ।
শ্বাস-প্রশ্বাসের এই যে খেলা
কার ঈশারায় এমনি দোলে ।
কার ঈশারায় হৃদের কাঁপন
ছন্দায়িত নিখুঁত তালে ।
পড়খ করে দেখছে তোমায়
কেমন থাকো মায়ার জালে !
দিন ফুরিয়ে সন্ধা নামে
চলছ যে ধীর হেলে দুলে,
হিসাব সবই রইবে বাকি
সময় কাঠি ফুরিয়ে গেলে।
বন্ধ হবে আনাগোনা
ঠাই হবে ঐ মাটির কোলে !
একটু ভেবে চালাও কদম
নইলে সবই যাবে জলে ।
থাকতে সময় হও হুঁশিয়ার
খোদার নামের আওয়াজ তুলে !!