নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

""""""" আর নয় দাদাগিরি """""""

২৯ শে জুলাই, ২০২০ রাত ১:১৬

বন্ধু ভেবেই রেখেছিনু পাশে
আসলে বন্ধু নও।
বন্ধু বেশে শত্রু তুমি
বারবার হানা দাও।

মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে
আমায় ফেললে তলে !
কথা দিয়ে বারবার রাখনি কথা
খোড়া যুক্তি নানান তুলে ।
আশ্বাসে রেখে দিয়েছো ধোকা !
আঘাত করেছো মূলে।
আমার নেয্য অংশ টুকুও
খেতে চাও তুমি গিলে !!
তবে কেন আমি হাবুডুবু খাই,
তোমার বানের জলে ।
তবু্ও তুমি দেখালে না দয়া
মৌত্রির হাত তুলে।

এর চেয়ে চেনা শত্রুই ভাল,
আঘাত করেনি ছলে !!
তোমার দেয়া প্রতিটি আঘাত
যাইনি কো আজো ভুলে !
বারবার কেন ছুড়েছ ঢিল ?
এবার পাটকেল খাও গিলে !!!
গুনে গুনে দেব পাল্টা আঘাত,
জড়ায়ে তোমার গলে ।
আমার যখন আসবে সুযোগ,
চড়ায়ে দেব শূলে ।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা আরো দরকার তাহলে শূলে ছড়ানো লাগবে না।

২| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১:৫২

ফয়াদ খান বলেছেন: কাঁচায় না নোয়ালে বাঁশ
পাকলে করে ঠাঁশ ঠাঁশ !!

৩| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.