![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
কালের গর্ভে হারিয়ে গেল
আরো একটি বছর ,
যেন অন্ধকূপের অতলে পতিত
ঘন কালো কেশর।
সেই সাথে আজ হারিয়ে গেল
নানান স্মৃতি, রঙিন কিবা ধূশর।
এলো আবার নব আশার দিন
নিয়ে নবীন খবর ।
ইচ্ছে করে ঐ নীলিমায় যাই হারিয়ে
হয়ে কালের খেচর।
ইচ্ছে জাগে কালের হাতে হাতটি রেখে
যাই অজানার দেশে,
যেথা এক সাথে সব শুদ্ধ মনে
থাকছে মিলেমিশে ।
কিংবা শ্যামল মাঠের পবন
মিশছে ধানের শীষে।
হৃদয়ের স্বপ্নীল নানা রঙে রাঙা
ইচ্ছে ঘুড়ির বেশে !
আনমনে ঐ সুদূরে যাই হারিয়ে
অনন্ত পাড় শেষে ।
পূনঃউদয় বার্তা জানায় যেথা অস্তরবি
কুশুম লালিমা হেসে।
এবারের মত বিদায় জানাই তোমায়,
তবে আধার রজনী শেষে !!
এসো আবার আশাবাদী কোন রূপে
শুভদিনের সূর্যদয়ে মিশে !!
২| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮
ফয়াদ খান বলেছেন:
৩| ০২ রা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা ।
৪| ০২ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪
মেহেদি_হাসান. বলেছেন: ভালো লেগেছে
৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৯
ওমেরা বলেছেন: যেদিন যায় সেদিন আর আসে আসে একটা নতুন দিন । কবিতা সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।