নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

হিহিমুমু-১

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮

"ভাইজান, আমি হেমু হইবার চাই।"
"সেজন্যই কি পান্জাবীর মধ্যে হলুদ মাখিয়েছিস?"
"জে।" মাথা চুলকাতে চুলকাতে জবাব দেয় মোবারক।
"কিন্তু হলুদ তো ঠিকমত মাখাতে পারিসনি। বিশ্রী দেখা যাচ্ছে।"
"ভুই হই গেছে ভাই। দোকান থিকা কম দামি হলুদ গুড়া কিনছি। ইসকয়ার কোম্পানীরটা লাগামু এরপরেরবার।"
"ভালো। তা হেমু সেজে তুই কি করবি?"
"রাইত বিরাইতে রাস্তাঘাটে ঘুরমু।"
"ঘুমাবি না?"
"না ঘুমামু না।"
"যদি পুলিশে ধরে কি বলবি?"
"পুলিশেরে ওর বউ এর নাম কমু। তখন আজিব খায়া খাড়ায়া থাকবো। আমারে গুরু মানবো।"
"যদি ভুল হয়? ঠিকমতো বলতে না পারিস??"
"ভুল হইতো না। আর আমিতো আপনের লগে যামু। পরথম পরথম একা যামু না। আগে শিখ্খা লই। তারপর একা বাইর হমু।"
"গুড। তাহলে চল বেড়িয়ে পরি..."

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনি নিজেও মনে হয় হেমু হতে চান?

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: মজা পেলাম ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: েএটা কী ধারাবাহিক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.