নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

হিহিমুমু-৫

৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১০

মোবাইল ফোন নামক বিরক্তিকর বস্তু এখন আমারও আছে -একটা নয় দু'দুটো।

অনুরোধে ঢেঁকি গেলার মতো আমি আদেশক্রমে মোবাইল ফোন গিলে বসে আছি। অবশ্য গিলে বসে আছি বলা ঠিক হচ্ছে না। সবসময় হাতে নিয়ে আছি। খুবই বিরক্তিকর ব্যাপার।

বেলাল এবং রুপার বিষয়টা কিছুটা অদ্ভুতুড়ে মনে হচ্ছে আমার কাছে। দুজনেই আমার জন্য হুবহু একই রকমের দুটো মোবাইল ফোন নিয়ে এসেছে। ব্রান্ড, মডেল, কালার সব এক। শুধু নম্বর আলাদা।

মোবারকের ধারনা এদের দুইজনের উপর 'জ্বীনের আছর' আছে।

"এইগুলা জ্বীনের কারবার ভাইজান। দুইজনেরেই জ্বীনে ধরছে। রুপা আফারে ধরছে বেডা জ্বীনে আর বেলাল স্যারেরে ধরছে বেডি জ্বীনে। সবকিছু জ্বীনে করতেছে। হেগোরে কুনো হাত নাই এর মইধ্যে।"

"তাই নাকি? তুই কিভাবে বুঝলি?"

"এরাম কাজ মাইনষের করার ক্ষেমতা নাই। দুই জ্বীন হইলো জামাই বউ। দুইজনে বিবাদ হইছে তাই দুইজনে দুই মাইনষের উপরে ভর করছে।"

"তাই নাকি? জ্বীনেদের মধ্যেও জামাই-বউ বিবাদ হয়?"

"হয় মাইনে - চুলাচুলি পর্যন্ত হয়।" - মোবারকের বলার ভঙ্গিতে মনে হলো জ্বীনের চুলোচুলি নিজে দাড়িয়ে দেখেছে।

"তাই? বলিস কি? এদের মতলব কি?"

"সেইটা কইতে পারি না। তয় বজলু পাগলা কইতে পারবো।"

"বজলু পাগলা আবার কে?"

"কাওরান বাজারে থাকে। আমার পুরানা দোস্ত। হেতে সব জানে।"

"তাই নাকি? তাহলে তো বজলু পাগলার সাথেই কথা বলতে হয়। বজলু পাগলার মোবাইল ফোন নম্বর আছে নাকি তোর কাছে?"

"কি যে কন ভাইজান। ওয় মুবাইল পাইবো কই। সারাদিন টাল হই বইসা থাকে।"

"আহা। ওর মোবাইল ফোন থাকলে তো এখনি বিষয়টা জানতে পারতাম। মোবাইল ফোন তো আসলেই দরকারী জিনিস রে।"

"হ ভাই। এইতান আমারো একখান দরকার।"

"তাহলে চল। বজলুর ওখানে যাই। ফেরার সময় একটা ফোন ওকে দিয়ে আসবো।"

"কি কন? কারটা দিবেন? যারটা দিবেন হেতে মাইন্ড করবো তো।"

"দুজনেই মাইন্ড করবে। কারন অন্যটা আমি তোকে দেব। আমার মোবাইল ফোনের দরকার নেই..."

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিহিমুমু (উভয় থেকে এক হি এক মু বাদ দিলে) ই বটে ;)

হা হা হা
কারো মাইন্ড করার সুযোগই থাকলো না ;)

২| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: আরো রসকস ঢালুন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

মোঃ কবির হোসেন বলেছেন: ভাই ভাল লিখেছেন তো। বর্তমানে মোবাইল জীনে আক্রান্ত আমরা সবাই।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিদ্রোহী ভৃগু বলেছেন: হিহিমুমু (উভয় থেকে এক হি এক মু বাদ দিলে) ই বটে )

তা হলে সেটা হবে হুমুয়ূন স্যারের হিমু
আর এটা হলো ফিউজিটিভের হিহিমুমু
যদিও উভয়ের লেখার স্টাইল একই ধাচের (!)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.