নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০৭

আমি একটা মৃতদেহ খুজছি। জরুরী ভিত্তিতে একটা মৃতদেহ খুজছি। ভীষন দরকার। দেহটি হবে আমার শারিরীক বৈশিষ্টের। আমি নিজেকে লুকিয়ে ফেলতে চাই! চিরতরে!!

কাজটা কঠিন কিছু না। শুধু বদলে দেবো পরিচয়। সবাই ভাববে আমি মরে গেছি...

কিন্তু আমি বেঁচে থাকবো... নাম পরিচয় বিহীন।

একবার পেয়েও গিয়েছিলাম একটা। কিন্তু সেটা ছিলো লোকে লোকারন্য একটা স্থানে। কোন সুজোগ ছিলো না পরিচয় বদলে নেবার।

তাই ইদানীং নির্জন স্থানে খুজে বেড়াই... যাতে পরিচয় বদলের কাজটা সহজে করে ফেলতে পারি।

আজো তেমনি খুজছিলাম... একটু অন্নমনস্কভবে হাটছিলাম রেললাইনের পাশদিয়ে... আর ভাবছিলাম কিভাবে আমার পরিকল্পনা বাস্তবায়িত হবে। একটা মৃতদেহ - আর কতদিন খুজে বেড়াতে হবে আমাকে…

হঠাত প্রচন্ড একটা ধাক্কা....

কয়েকমুহুর্ত সব ভুলে গেলেও সামলে নিলাম। রেলপথ ধরে হাটছিলাম খেয়ালই করিনি...

উঠে দাড়িয়ে শুধু পেছনটা দেখতে পেলাম। একটা ট্রেন!! চলে গেছে আমার পাশ দিয়ে...

পিছনে তাকাতেই দেখি পড়ে আছে একটা কিছু। রক্তে মাখামাখি।

ওহ্ একটা দেহ! উপুড় হয়ে পড়ে আছে। আমার মতোই শারীরিক গঠন!

আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। মনে হচ্ছে মরে গেছে!

আরে!, এরকমই তো আমি খুজছিলাম! যাতে চেনা না যায় সহজে... কেউ যাতে চিনতে না পারে সহজে...

আমি দ্রুত কাজ শুরু করলাম। পরিচয় বদলের কাজ। করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ওর পরিচয় সরিয়ে ফেলে আমারটা রাখতে হবে ওর কাছে... কেউ এসে পড়ার আগেই...

আমি দ্রুত ওর সমস্ত পকেটগুলো চেক করলাম।

...তেমন কিছু নেই। শুধুমাত্র একটা আই, ডি, কার্ড ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই নেই…

রক্তে মাখামাখি হয়ে আছে কার্ডটি। কোনমতে ময়লা-রক্ত মুছে চোখের সামনে ধরলাম। ছবি ও নাম দেখে ভয়ানক চমকে উঠলাম আমি! আরে এতো আমারই আইডি কার্ড…

ভয়ংকর একটা অনুভুতি মাথা থেকে পা পর্যন্ত বয়ে গেলো এক মুহুর্তে!! আমি দ্রুত দেহটাকে চিত করলাম। মুখের দিকে তাকাতেই শিউরে উঠলাম...

আরে এতো আমি! এটাতো আমারই মৃতদেহ!!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি কি “সাম্রাজ্য” নামক কোনো গল্প পড়েছিলেন রহস্য পত্রিকাতে? গল্পটি ছাপা হয়েছিলো ১৯৯১ এ। আরেকটি গল্প ছাপা হয়েছে সাপ্তাহিক যায় যায় দিন এর “ - - - দূত” নামে ১৯৯৬ ঈদুল আজহা বিশেষ সংখ্যায়!

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

ফিউজিটিভ বলেছেন: না ভাই, পড়া হয়নি!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: এরকম লেখা আগেও পড়েছি।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৯

ফয়সাল রকি বলেছেন: গল্প ভালো হয়েছে, তবে অর্ধেক পড়ার পরই অনুমান করা যাচ্ছিল। আরেকটা কথা, তিন ডটের ব্যবহারটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.