নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন ২

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৬

হন হন করে বাড়ির পথে হেটে চলেছে পাককু মিয়া। সে আজ প্রথম বেতন পেয়েছে। আট হাজার নয়শত সাইত্রিশ টাকা। বারবার সে পরীক্ষা করে দেখছে টাকাটা যথাস্থানে রয়েছে কিনা।
অবশ্য বারবার পরীক্ষা করতে কিছুটা লজ্জাই লাগছিল। কারন সে টাকাটা রেখেছে তার আন্ডারঅয়ারের গোপন পকেটে। বারবার ওখানে হাত দিচ্ছে - কেউ যদি দেখে ফেলে? সামনের গলি পথটা একটু অন্ধকার। ওখানে ঢোকার পর সে আরো পোক্তভাবে তার হাত দুই পায়ের মাঝখানে দিয়ে রাখল। আশেপাশে কেউ নেই। অতএব টাকাটা হাত দিয়ে ধরেই রাখা যায়।
“অই খানকীর পোলা” - তীক্ষ্ন বাক্যটা কানে যেতে চমকে ফিরে তাকাল পাককু মিয়া। তাকেই কি কেউ ডাকছে? অন্ধকারে ঠিকমত ঠাহর করতে না পারলেও ছুড়ির ঝিকিমিকিটা তার ঠিকই চোখে পড়লো। সাথে সাথে তার মাথাটা আউলা হয়ে গেল।
“জে আব্বা, আমারে ডাকছেন?” - পাককু মিয়া বাকি হাতটাও দুইপায়ের মাঝে চেপে এগিয়ে গেল প্রশ্নকর্তার কাছে।
“নাম কি?” - জিজ্ঞেস করে কেউ একজন।
“জ্বে আব্বা পাককু মিয়া আব্বা।“
“তো শালা পাককু মিয়া আব্বা। তোমার পককু নীচে কি? হাত ঐখানে ক্যান?”
“জ্বে কিছু নাই। বিশ্বাস করেন আব্বা কিছুই নাই।“ - পাককু মিয়া হাতদুটো দিয়ে আরো জোরে টাকা চেপে ধরে রাখে।
“কিছুই নাই?” - সশব্দে হেসে ওঠে কেউ একজন।
"জ্বে আব্বা, আসলেই নাই।" - পাককু মিয়া কেঁদে ফেলে। সে বুঝে ফেলে তারা কারা... কি হতে যাচ্ছে এখন...
“তা পাককু মিয়া আব্বা! আপনার পোলাপান কয়জন? “
“জে আববা? কি কন?” - অবাক হয় পাককু মিয়া। এই কথা জিগায় ক্যান ব্যাটা । বিষয় কি? মনে ক্ষীন আশা জেগে ওঠে, হয়তো টাকাগুলো নিতে পারবে বাড়িতে... খুবই দরকার টাকাগুলোর... খুবই!
“পোলাপান কয়জন?” - এবার গর্জে উঠে ছুড়িধারী।
“জে আব্বা, দুই পোলা এক মাইয়া।“ - পাককু মিয়া এবার জোরে কেঁদে ওঠে।
“অই হালার পুত, কিছু না থাকলে তোর পোলাপান হইল কি কইরা?” - কুৎসিত ভাবে হেসে ওঠে কেউ একজন!
পাককু মিয়া ফ্যল ফ্যাল করে তাকিয়ে থাকে ছুড়িধারীর দিকে।
এদিকে তার গোপন পকেটের ভেতরে রাখা টাকাগুলো - সারামাসের কষ্টার্জিত টাকাগুলো, নিমেষে লোপাট হয়ে যায়...
কিছুক্ষন পরেই দেখা যায় - কাঁদতে কাঁদতে বাড়ির পথে চলছে পাককু মিয়া... একটা হাত আগের মতোই - আন্ডারঅয়ারের গোপন পকেটে। কেন কে জানে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা । বেশ

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: কেন জানি বাজে শব্দ পড়তে ভালো লাগে না। যদি সমাজে বাজে বকা টকা বেশ আছে। কিন্তু পড়ার সময় বাজে গালি পড়তে ইচ্ছা করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.