নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

হিহিমুমু-৯

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৬

হিহিমুমু-৮

এবার খালুকে ফোন দেবার পালা...

খালু ফোন ধরতেই খুব গম্ভীর গলায় বললাম - "খালু সাহেব, সমস্ত আয়োজন কমপ্লিট। আজ সন্ধায়ই কাজ খতম হয়ে যাবে।"

"কিরে হিমু?..অ্যা? কি খতম হয়ে যাবেরে?"

"আপনিতো আর ফোন করলেননা। এদিকে কাজটা ফ্রীতে করার সুজোগ পেয়ে গেলাম। তাই খালাকে খুন করানোর সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।"

"সিদ্ধান্ত নিয়ে ফেললাম মানে? এই আহাম্মক! আমি কি বলেছি খুন করতে?"

"আহা তা বলেননি আবার না ওতো করেননি। তাছাড়া হুরমতি চাচি যেহেতু কোন টাকা পয়সা নেবে না তাই আপনাকে আর বলার প্রয়োজন মনে করি নি।"

"হুরমতি চাচি?" - খালু মনে হয় একটু অবাক হলেন। - "খুনি কি মহিলা নাকি?"

"অবশ্যই মহিলা খুনি। আমার খালাকে পুরুষ খুনি দিয়ে খুন করাবো এটা কেমনে ভাবলেন? এটা খালার মান সম্মানের ব্যাপার। আরে ভাই কি ভাবেন আপনে আমাকে?"

"ভাই!!?? কি রে হিমু তুই কি পাগল হয়ে গেলি?"

"হ্যা ভাই! খালা মারা গেলে তো আর আপনার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। তখন ভাই ডাকলেই কি আর চাচা ডাকলেই কি?"

"আরে কি মহা ঝামেলায় পড়লাম।" - খালু স্বগোতিক করলেন কিছুক্ষন। - "শোন হিমু, কোন খুন খারাপির দরকার নাই। তুমি তোমার হুরমতি চাচিকে না করে দাও।"

"কি বলছেন? এতো কষ্ট করে রাজি করালাম!! আর খুনের কন্ট্রাক্ট তো এমনি এমনিই ক্যান্সেল হবে না। ক্যান্সেলেশন ফি লাগবে। সেও অনেক টাকার মামলা।"

"কি আজব কথাবার্তা বলিস। খুনের আবার ক্যান্সেলেসন ফি!"

"এখন তো এগুলা বললে কাজ হবে না স্যার। চাচী বটি ধার দিয়ে বসে আছেন !"

"বটি দিয়ে? কি বলিস!! তু-তুই তুই বরং ফোন নম্বর দে।" - খালু তোতলাতে শুরু করলেন। - "আমি বলে কয়ে রাজি করাই!"

"কোন লাভ নাই খালুজান! চাচি অপরিচিত কারো সাথে ফোনে কথা বলেননা।"

"আরে কি বিপদে ফেললি তুই? আমি এখন করবোটা কি শুনি?"

"একটা কাজ করা যেতে পারে। আপনি যদি চাচির সাথে দেখা করে শুধু বলেন -আমাকে মাফ করে দাও প্লিজ। এমন ভুল আর হবে না - তাহলে হয়তো মাফ পেয়েও যেতে পারেন।"

"তাই নাকি তাহলেতো ভালোই। কোন খরচ লাগলো না। কিন্তু এতে কাজ হবে তো?!"

"হবে হবে। আগেও হয়েছে। আপনি কোন চিন্তা করবেননা। আমি সব ব্যবস্থা করবো! আপনি দেখা করার জন্য রেডি থাকুন। আমি ফোন দেয়া মাত্রই চলে আসবেন।" - আমি ফোন কেটে দিলাম...

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: না ভালো লাগছে না।

২| ১১ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কি লিখলেন?

৩| ১১ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৯

ফয়সাল রকি বলেছেন: আগের পর্ব পড়ি নি. পড়া দরকার।

৪| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৮

নেওয়াজ আলি বলেছেন: বেশ

৫| ১১ ই মার্চ, ২০২০ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালই লিখেছেন। হিমু ভক্তদের পছন্দ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.