নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

এপিঠ ওপিঠ

২০ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৭

- আজ সকালের হিসাব অনুযায়ী ১০০০ এর বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৬ টি দেশে যেখানে চীন, কোরিয়া, ইরান, আমেরিকা এবং ১২ টি ইউরোপীয়ান দেশ অন্তর্ভুক্ত!
- গোটা বিশ্বে মোট মৃত্যুবরনকারী মানুষের ৯৮% ই এই ১৬ দেশের বাসিন্দা! (৯,৮১০ জন এই ১৬ দেশে মারা গেছে)
- বিশ্বে মোট আক্রান্ত মানুষের ৯২% এই ১৬ দেশে থাকেন! (দুই লাখ ২৬ হাজারের বেশী এই ১৬ দেশে আক্রান্ত)
- এবং এই দেশগুলোর গড় তাপমাত্রা ৭ ডিগ্রি সে. (সর্বোচ্চ ১২ সে.)

- অন্যদিকে বাংলাদেশ সহ ৫৬ টি আফ্রিকা, দ:আমেরিকা ও এশিয়া মহাদেশভুক্ত দেশ যেখানে আজ সকাল পর্যন্ত সর্বমোট ৫২৩ জন আক্রান্ত হয়েছেন (প্রতি দেশে গড়ে ১০ জনের নিচে)
- এই দেশগুলোতে এ পর্যন্ত মারা গেছে ১১ জন (১১ দেশে ১ জন করে এবং বাকি ৪৫ দেশে এখন পর্যন্ত কেউ মৃত্যুবরন করে নাই)
- এবং এই দেশগুলোর তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রী সে. এর উপরে (গড়ে ২৬ ডিগ্রী সে.)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১০:৩৫

সাগর শরীফ বলেছেন: আল্লাহ আমাদের রক্ষা করুন!

২| ২০ শে মার্চ, ২০২০ সকাল ১০:৫৮

ঈশান মাহমুদ বলেছেন: তবে কি করোনা বিস্তারে তাপমাত্রা সত্যি সত্যি ফ্যাক্টর!? যদিও বিশেষজ্ঞরা তাপমাত্রার ব্যাপারটি উড়িয়ে দিচ্ছেন। তবুও আপনার পরিসংখ্যান দেখে আশাবাদী হতে ইচ্ছে করে।

৩| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৪

একনিষ্ঠ অনুগত বলেছেন: পরিসংখ্যান ও ডাটা শিট অনেক তথ্যই একসাথে আমাদের সামনে তুলে ধরে। এদ্বারা যদিও একটা তুলনামুলক ধারণা পাওয়া যায় কিন্তু একেই চূড়ান্ত বলা যায় না। রোগশোক এর গতিবিধি সব সময়ই অনিশ্চিত। পরিবেশ ও জলবায়ুগত কারণে আমাদের দেশকে উপরোক্ত ডাটার আলোকে কম ঝুঁকিপূর্ণ মনে হলেও এই রোগ আমাদের দেশে ভিন্ন মাত্রায় প্রকাশ পেতে পারে। তাই আমাদের উচিৎ আতংকিত না হয়ে সতর্ক থাকা, বেশী বেশী সৎকাজ করা, আল্লাহ্‌কে ভয় করা এবং আল্লাহ্‌র কাছে দোয়া করা এর থেকে আমাদের হেফাজত করার জন্য।

৪| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: মালোয়েশিয়া ৩০ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ৯০০, মৃত ২
কাতার ২৫ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ৪৬০, মৃত ০
পাকিস্তান ২৪ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ৪৫৮, মৃত ২
সিংগাপুর ৩০ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ৩৪৫, মৃত ০
ইন্দোনেশিয়া ৩০ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ৩০৯, মৃত ২৫
সৌদিআরব ২৫ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ২৭৪, মৃত ০
বাহরাইন ২৫ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ২৭৯, মৃত ০১
ফিলিপাইন ৩৩ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ২১৭, মৃত ১৭
ইন্ডিয়া ২৯ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ২০১, মৃত ৫
কুয়েত ২৫ ডিগ্রী সেলসিয়াস +, আক্রান্ত ১৪৮, মৃত ০


এই ১০ টা দেশে মোট আক্রান্ত ৩৫০০+, মৃত ৫২। আবহাওয়া ও আক্রান্তের হিসেব weather.com ও worldmeters.info থেকে এই মুহূর্তে নেওয়া। মধ্যপ্রাচ্যের অনেক দেশে মাত্র সকাল হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ছে। কোনকোন দেশে ৩৫ ছাড়িয়ে যাবে। সুতরাং ভুলবাল তথ্য দিয়ে গোঁজামিল করে, গরম ঠাণ্ডার হিসেব কষে অবহেলা করাটা ঠিক হবে না। নিজে সতর্ক থাকুন, আশপাশের সবাইকে সতর্ক রাখুন।

৫| ২০ শে মার্চ, ২০২০ দুপুর ২:১৪

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

৬| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: সচেতন হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.