নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

হিহিমুমুঃ কর্সম্যান!

১৮ ই জুন, ২০২০ দুপুর ১:৪৩

অনেকদিন পর বাইরে বের হলাম। রাস্তাঘাট যতটা ফাঁকা ভেবেছিলাম ততটা না। রিক্সা ভ্যান, শব্জিওলা, সিএনজি, প্রাইভেটকার সবই চলছে - সেই সাথে হন হন করে হেটে চলছে মানুষ!

আমরাও হাঁটতে হাঁটতে শ্যামলী পার্কে চলে এলাম। পার্ক একদম ফাঁকা। অথচ প্রতিদিন এখানে কি ভীড়টাই না হোতো! লোকজনের ভীড়ে পা রাখার যায়গা পাওযা যেত না। আর দিনের শেষে পার্কের উপর অত্যাচারের একটা ছাপ দেখা যেত - বিশেষ করে ঘাসগুলোর উপর। অথচ এখন! কি বড় বড় হয়ে গেছে ঘাসগুলো!! এতো বড়ো যে শরীরের অর্ধেকটাই ঢেকে যাবে!

“ভাইজান, দেখছেন কেমন লকলক করতে আছে ঘাসগুলান!” - মোবারকের চোখে বিষ্ময়! মুখোভংগিতে মনে হচ্ছে গিলে খাচ্ছে ঘাসগুলো!

এদিকে আমি ভাবছি অন্য কথা - পার্কে মানুষ না থাকার অর্থ মানুষ শুধু প্রয়োজনে বের হচ্ছে। কতদিন আর ঘরে বসে থাকা যায়? এইদেশে ঘরে বসে খেতে পাওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। পেটের তাগিদে বের হচ্ছে মানুষ। প্রয়োজন আসলেই কোনো বাধা মানে না।

আমি ধপ করে বসে পড়লাম পাকা বেন্চগুলোর একটিতে।
“আর হাটতে ভালো লাগছে না রে!” - সত্যিই!, অনেকদিন ঘরে থাকার কারনেই কিনা! এটুকু হেটেই কেমন ক্লান্ত মনে হচ্ছে নিজেকে।

“বুজছি আপনের ক্ষিদা লাগছে “ -
আমাকে বসিয়ে রেখে মোবারক - "দেখি কিছু খাওন পাই কিনা" - বলে উধাও হয়ে গেল।

আমি বসে বসে ভাবছিলাম বর্তমান পরিস্থিতি নিয়ে - আর কতদিন লাগবে সবকিছু স্বাভাবিক হতে? আদৌ হবে কি??

"ভাইজান ভালো আছেন?" - আমি পাশফিরে তাকালাম। কখন একজন পাশে এসে বসেছে টের পাইনি। আগাগোড়া অদ্ভুত পিপিই দিয়ে ঢাকা শরীর - এমনকি চোখ মুখও! ঠিক যেন স্পেসসুট পড়া নভোচারী! একটু পরেই উড়াল দেবে আকাশে!!

“আপনাকে কি আমি চিনি?” - আমি জিগেস করলাম। আর চেনা কেউ হলেও মুখ চোখ ঢাকা থাকলে আমি কথা বলতে পারি না। কেমন আনইজি লাগে।

"না চেনেন না। আর চোখ মুখ খুললেও আমাকে চিনতে পারবেন না।" - লোকটি আমার মনের কথা পড়েই মনে হয় উত্তর দিলো! - "তবে আমি আপনাকে চিনি।"

"তা হতেই পারে। আমিও অনেককে চিনি যারা আমাকে চেনে না। দয়া করে পরিচয় দিন!"

"ঠিক আছে পরিচয় দিচ্ছি। তবে পরিচয় দিলে উঠে চলে না যাবেন না আশা করি।"

"হেয়ালী করবেননা তো প্লিজ। পরিচয় দিয়ে যা বলতে চান বলে ফেলুন। নইলে এখনি উঠে চলে যাব।" - কেন জানি লোকটাকে অসহ্য লাগছে!!

"ঠিক আছে শুনুন। আমি হচ্ছি 'করোনা সেপড হিউম্যান' সংক্ষেপে 'কর্সম্যান'!"

"কি?!"

"'কর্সম্যান' - 'করোনা সেপড হিউম্যান' এর সংক্ষিপ্ত রুপ!"

"ও আচ্ছা। ভালো" - আমার আগ্রহ নিমেষে নাই হয়ে গেলো। ঘরে থাকতে থাকতে মানুষ মনে হয় পাগলও হয়ে যাচ্ছে!

"আপনার ভাবনা ঠিক না! আমি পাগল নই। আপনি সবশেষে অবশ্যই বিশ্বাস করবেন। সেটাও আমি জানি।"

আমি এবার একটু নড়েচড়ে বসলাম - মাইন্ড রিডার নাকি এই লোক???

(চলবে...)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২০ দুপুর ২:৪০

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধতা নিয়ে পড়লাম, ভালো লাগলো।

২| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো। চলুক----

৩| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেশতো লাগছিলো
তা রুপাকে আবার আনতে
গেলেন কেন এই মহামারীর সময়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.