নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

আজগুবী-২

০৩ রা আগস্ট, ২০২০ সকাল ৯:৪০

সক্কাল বেলা গরুর হাটে গিয়া দেখি কয়েকজন ঝাকামুটে ছাড়া আর কিছু নাই! ওদের সবার মাথায় বিশাল সাইজের একটা কইরা ঝাকা !
একজন আইসা জিগায়-
"স্যার, কি কিনবেন?"
আমি কইলাম - "আসছি তো কোরবানীর পশু কিনতে! কিন্তু..."
আমার মুখের কথা কাইড়া নিয়া বলে ঝাকামুটে -
"এক্কেরে যায়গা মতো আইসা গেছেন, কি কিনবেন বলেন স্যার, গরু, ছাগল না্কি উট??"
আমি সদ্য পাওয়া ভিসা ক্রেডিট কার্ড এর অস্তিত্ব আবার পরখ করলাম। ইদ উপলক্ষে নিসি কার্ডটা! নিজের মধ্যে ভিআইপি ভিআইপি একটা ভাব চইলা আসছে!!
"তোমরাতো কার্ডে পেমেন্ট নিতে পারোনা! নিলেতো উটই কিনতাম! "
আমিও উল্টা ফাপড় নিলাম! বেটায় উটের ডর দেখায়!!
তবে এইসব ঝাকামুটের সাথে উট, কার্ড এইসব আলাপ করা ঠিক হইতেছে কিনা বুঝতে পারতেছি না।

বেটায় ঝাকা নামাইতে নামাইতে বলে - "কোন চিন্তা কইরেন না স‌্যার আপনের কোন কার্ড?"
আমি তাজ্জব হয়ে দেথলাম ঝাকা বোঝাই POS মেশিন!
"এমেক্স, ভিসা, মাস্টার কার্ড সবদিয়া কিনতে পারবেন! বলেন আপনের কোন ব্যাংকের কার্ড?"
"আমি ঢোক গিলে জিগাইলাম তোমার কোন ব্যাংক?"
বেটায় "এবি, সিটি,ঢাকা ..." - এভাবে গড় গড় করে প্রায় পন্চাশ ব্যাংকের নাম বলে গেল!
আমি আবারো ঢোক গিললাম!

বেটায় আবার জিগায় - "স্যার তাইলে কি উটই নিবেন?"
আমি বললাম - "মাঠে তো কিছুই নাই? তোমরা দেখি সবাই ঝাকা ভরে POS মেশিন নিয়া বইসা আছো! উট না দেইখা আন্দাজে কেমনে কিনি?"

বেটায় হাক ছাড়ে - "ওই মফিজ স্যারেরে ৩৪৭ নম্বর উটটা দেখা!"
মফিজ নামক লোকটা আরেকটা ঝাকা নিয়ে হাজির হইলো!
আমি বলি - "এই ঝাকায় উট ?"
"না স্যার" - এইবলে মফিজ ঝাকা নামালো মাথা থেকে!
আমি দেখি ঝাকায় বিশাল এক টিভি!
মফিজ বলে- "স্যার সনি ব্রাভিয়া, ৭৫ ইন্বচি, মডেল KD-75Z9F, দাম ১০ লাখ!"
আমি বলি - "বেটা মফিজ, এটা কি? আমি কি টিভি কিনতে চাইছি?"
মফিজ বলে - "না স্যার, টিভিতে উট দেখবেন, দেইখা পছন্দ না হইলে অন্যটা দেখামু! উট এখন সৌদি আরবের মাঠে ঘাস খায়, এই দেখেন! এক্কেরে লাইভ!!" -
মফিজ রিমোট চাইপা টিভি অন করলো আর অমনি স্কৃনে ভেসে উঠলো মারদাঙ্গা এক উটের ছবি!
আমি মনে মনে প্রমাদ গুনলাম। তবুও আবার ফাপড় নেওয়ার চেষ্টা করলাম-
"আমারে মফিজ পাইছোস? এই উট আমি কেমনে পামু?"
মফিজ কয় - "কোন চিন্তা নাই স্যার, রাস্তায় যেই জ্যাম লাগছে, আপনে বাড়ী ফিরা যাওয়ার আগেই উট পৌছায়ে যাবে আপনার বাসায়! আমরা হাই স্পীড ড্রোনে মাল ডেলিভারী দেই! সুইচ টিপুম আর ড্রোন খপাত কইরা উটটারে ধইরা আপনার বাড়ির দিকে রওনা হইবো‍! এই দেখেন আমি ডেমো দেখাই" -
মফিজ সুইচ টিপলো - আর অমনি স্কৃনে দেখি কোথা থেকে ড্রােন আইসা উটের পেটের মধ্যে বড় একটা চিমটা দিয়া আটকাইয়া মুহুর্তে আকাশে উড়াল দিলো!
আমি বললাম - "সাব্বাস!"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ৯:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমনে এমনে কি আর দেশ ডিজিটাল হইছে।

২| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩০

শাহ আজিজ বলেছেন: গাঞ্জা না মনে হয় অন্য কিছু হেভভি মাল টানছে এই গ্রুপ ।

অরে জিগাইলে হইত উটের চামড়া কি করমু ? পদ্মা , যমুনা , ভগিরথি , সিন্ধ কোথায় ফালামু ?

বস ইরাকের দজলায় না হয় লোহিত সাগরে , কিছু খরচা দিয়েন ভাসানোর ব্যাবস্থা কইরা ফালামু । জাস্ট এ মোমেন্ট বস একটু ফাদার টাইনা আসি ।

৩| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৫০

মোঃ খুরশীদ আলম বলেছেন: পড়িলাম, আজগুবি বলিয়াই মনে হইল।

৪| ০৩ রা আগস্ট, ২০২০ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: সব সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.