নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব অলস ! লিখতে ভালোই লাগেনা! আচ্ছা পরে একদিন লিখব কেমন। টাটা!!! বাই বাই!

স্বপ্নহীন আলো

ভাবছি কি লিখব

স্বপ্নহীন আলো › বিস্তারিত পোস্টঃ

কিছু স্মৃতি

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০


***"""শুয়ে ছিলাম!!! হঠাৎ বুকের মধ্যে অজানা
এক প্লাবনের তাড়না অনুভব করলাম,!! নিজের
হাত,পা,এবং আয়নার কাছে দাঁড়িয়ে
আপাদমস্তক পরিক্ষন করার জন্য
সুবিশেষভাবে নিরিক্ষন করলাম,,,,,,বুকের
ভিতর মাউন্ট এভারেস্ট এর ওজন উপলব্ধি
করতে আর বাকি রইলনা!!! মনে পড়ছিলো
একটা কথা,,,, ৩য় শ্রেণিতে বোধ হয় পরতাম
তখন,,!! ক্লাসে যাওয়ার জন্য মা আমাকে
ডেকে নিয়ে আসলো,,সম্ভবতঃ গোল্লাছুট
খেলছিলাম,,, অত্যন্ত রাগ হচ্ছিলো,,,,,,ক্লাসে
যাইতে মন চায়না,,,মা একটু মাথার অপর
স্নেহের পরশের মত হাত বুলালো,,,!! মনে
হচ্ছিলো আমি যেন,,,স্বর্গীয় সুখ অনুভব
করছিলাম,,,মা বলল,"" বাবা তুমি অনেক বড়
হবে,,তখন তুমি দেখবে তোমায় সবায় সালাম
দিবে,,আর বলবে,,ছেলেটা অনেক ভালো,!!
মাথায় সরিষার তেল,,আর কপালে একটু কালি
লাগিয়ে দিয়ে বলত,,এটা লাগিয়ে
দিলে,,কারো খারাপ নজর লাগবেনা,,!!
ক্লাসে গেলেও মন পরে থাকতো পাড়ার
ছেলে মেয়েদের সাথে,, ক্লাসে বসে
ভাবতাম,,মনে হয় আমার দল হাইরা গেল!!
ক্লাস থেকে ফিরে খাওয়া নেই দাওয়া
নেই,,আবার সন্ধার সময় লুকোচুরি,!! উফফ!! কি
মজা!! আজ প্রায় ১৮ বছর পরে আবার সেই
ছোটবেলার কথা মনে পরে গেলো,,,,!!!! আর
সেই খেলার মাঠ নেই,,এখন ওই খানে
কারখানা হইছে,!!! এখন মা আর ডেকে নিয়ে
এসে আদর করে মাথায় হাত বুলায় না,!!!
কপালে টিপ দিয়ে আর মজার কোন কথা
বলেনা,!!! আর পারিনা ছোট বেলার মত
দৌড়াতে,!!! আর স্যার বেতের আঘাত
করেনা,,!!! সেই চিন্তাহীন জীবন আর
নেই,,,এখন বেঁচে থাকার জন্য অবিরাম
ছুটছি,,কিন্তু ছোট বেলায় খাবারের কোন
চিন্তা ছিলনা,,ছিলনা কোন ভালো কিছু
করার,,, এক কথায় বলতে গেলে,,, আগের
ভালোবাসা ছিল প্রাকৃতিক,, আর এখন কৃত্রিম
ছাড়া কিছুই বুঝিনা,,,নিজের আপাদমস্তক
দেখে,, নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু
গড়িয়ে পরতে লাগল,,,আজ আমি কত বড়!!!
কিন্তু সবার ভালোবাসা লোপ
পেয়েছে,,কিন্তু মা!!! সে আজও আমার জন্য
অবিরাম দোয়া করে চলছে,,,কোনদিন একটুও
বড় কথা বলেনি,,যদি খারাপ আচরন করি,,তা
হাসি মুখে বরন করে,,ভালো তাই
চেয়েছেন,,,,,,,,আমি সারা জীবন তোমার বুকে
থাকতে চায় মা,!!!! আমাকে ত্যাগ করনা,!!!
আমার সাড়া দুনিয়া দরকার নায়,,তোমার
আচলে একটু ঠায় দিয়ো!! যেমনিভাবে ছোট
বেলায় আগলে রেখেছিলে,,কিন্তু কালের
নিষ্টুর আবর্তনে তা কি সম্ভব,?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.