![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে ভাল বাসুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন ঘুষ,দুর্নীতির সাথে নিজেকে সম্প্রক্ত করবেন না,এটা আপনার আমার নৈতিক দায়িত্ব।
খুব অল্প মাত্রায় হলেও আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ এমনকি দুয়েকজন মন্ত্রীর মধ্যে তাদের সরকার ও দলীয় লোকজনের সমালোচনা করার একটা সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছিল। চিরকাল আ'লীগ করে আসা এই নেতা মন্ত্রীরা একটু একটু করে সমালোচনা করতেন, বামপন্থীদের হাতে তাদের দলের স্বাতন্ত্র্যর গ্রাস হওয়া নিয়ে আক্ষেপ করতেন, সরকারী দুর্নীতি আর অনিয়ম নিয়ে সরব থাকতেন। আজ গোলাম মাওলা রনিকে সব নিয়ম কানুন ভেঙ্গে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে আটকে রাখার মধ্য দিয়ে সব সমালোচনাকারীদের উদ্দেশ্যে বার্তা পাঠানো হল। তাদেরকে ইঙ্গিত দেয়া হল, দলের দরবেশ চোর ডাকাতদের সমালোচনা করলে দলীয় লোকদেরও ছাড়া হবে না।
বর্তমান তরুণ প্রজন্ম তাদের বাবা মায়েদের মুখে বাকশালের কথাবার্তা শোনে, শেখ কামাল শেখ জামালের কথা গল্প হিসেবে শুনে। কিন্তু চাক্ষুষ দেখা সুযোগ তাদের কারওরই হয় নাই। এই নতুন প্রজন্মকে এইবার আওয়ামী লীগ প্রকৃত রূপে নিজেদের পরিচয় দিয়ে গেল। আজ যারা মধ্যবয়ষ্ক, বাহাত্তর পঁচাত্তরে তারা ছিল কিশোর ও তরুণ। সে সময়কার বিভীষিকা তাদের আজও মনে আছে। তেমনি আজকের তরুণ কিশোররাও শেখ হাসিনা শেখ রেহানা দরবেশদের এই বিভীষিকাময় আওয়ামী লীগের কথা সামনে যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে।
২| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯
অরন্য জীবন বলেছেন: তাও বুঝতে পারেনা যে কেনো ভোট পায়না।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৯
ই এইচ মানিক বলেছেন: আমি বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করি।বানর থেকে মানুষ হয়েছে আর মানুষ থেকে পরিণত হচ্ছে শুয়োরে। বিশ্বাস হচ্ছেনা?????
বাংলাদেশের রাজনীতিবীদদের দেখুন।তাও বিশ্বাস হচ্ছে না??
তাহলে চক্ষু ডাক্তারের কাছে যান।