![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফুল পরী, মেঘের রাজ্যে ফুলের দেশে আমার বাস। ফুল কুড়াই, মালা গাঁথি, সবাইকে বিলাই।
আমরা কেন কল্পনা করি? কেন আমরা স্বপ্ন দেখি? সেই ছোটবেলা থেকে? কি দরকার? ওইদিন একটা মুভি দেখলাম। দেখে এই কথাটা খুব মনে হচ্ছিল। মুভিটার নাম টুথ ফেইরি।
ডেরিক থমসন একজন হকি খেলোয়াড়। সে তার ভাল খেলার কারণে বিখ্যাত। সে বিখ্যাত 'টুথ ফেইরি' নামে। কারণ খেলার মাঝে সে বিপক্ষ দলের খেলোয়াড়কে এমনভাবে আঘাত করে যেন তাদের দাঁত পড়ে যায়। দাঁত নিয়ে যায় বলে 'টুথ ফেইরি'।
ডেরিক ভালবাসে কার্লিকে, যার আগের সংসারে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, র্যান্ডি আর টেস। ডেরিকের কাজ হল তাদের বাবা হিসেবে নিজের অবস্থান তৈরি করা। টেস যদিও ডেরিকের মহাভক্ত, র্যান্ডি কিন্তু তার মায়ের বয়ফ্রেন্ডকে মোটেই সহ্য করতে পারে না।
ঘটনার শুরু ছোট্ট টেস যেদিন তার একটা দাঁত হারাল সেদিন থেকে। বাচ্চারা বিশ্বাস করে পড়ে যাওয়া দাঁত বালিশের নিচে রেখে ঘুমালে রাতের বেলা টুথ ফেইরি এসে দাঁত নিয়ে ডলার রেখে যাবে। তার মা আগে-ভাগেই ডলার রেখে গেলেও ডেরিক বন্ধুদের সাথে তাস খেলার জন্য সেটা নিয়ে গেল। আর ঘুম ভেঙে তো ডলার না পেয়ে লিলি মহা হৈ চৈ। তার কল্পনার টুথ ফেইরি এল না, ডলার দিয়ে গেল না তাই নিয়ে তার ভীষণ মন খারাপ। তখন ডেরিক এসে বেরসিকের মত বলে বসল, 'ওইসব টুথ ফেইর-টেইরি সব ভুয়া। ওগুলো তোমার কল্পনা ছাড়া আর কিছুইনা। ওইসব বিশ্বাস করতে নেই।' হেন তেন আরো কত কি! লিলি বেচারিরতো কি মন খারাপ।
সেরাতে হঠাৎ করে ডেরিকের ঘুম ভেঙে গেল। বালিশের নিচ থেকে একটা কার্ড বেরুল, যাতে লেখা "অবিশ্বাসের জন্য শাস্তি"। এটা দেখতে দেখতেই তার পিঠে দুটো ডানা গজাল আর সে হঠাৎ করে চলে এল পরীরাজ্যে। সেখানে পাখাওয়ালা সব পরীরা ঘুরে বেড়াচ্ছে। পরীরাজ্যের রানী এসে বলল, 'তুমি ছোট্ট বাচ্চাটির কল্পনা ভেঙে দিয়েছো, তার মনে কষ্ট দিয়েছো। তুমি বলেছো টুথ ফেইরি বলে কিছু নেই। দেখো, আমরাই টুথ ফেইরি। এখন শাস্তি হিসেবে তুমি দুই সপ্তাহ টুথ ফেইরি হিসিবে দায়িত্ব পালন করবে। বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের দাঁত নিয়ে ডলার রেখে আসবে।'
শুরু হল টুথ ফেইরি হিসেবে ডেরিকের দায়িত্ব পালন। তাকে দেয়া হল বিভিন্ন জাদু সরঞ্জাম। একটা পেস্ট, যেটা খেলে ইঁদুরের মত ছোট হয়ে যাবে। একটা স্প্রে, যেটা গায়ে দিলে অদৃশ্য হয়ে যাবে। একটা পাউডার, যেটা ছড়িয়ে দিলে সবাই সব ভুলে যাবে। ডেরিক একেক রাতে একেকটা বাড়িতে যায় আর ভীষণ মজার মজার কান্ড করে দাঁত নিয়ে এসে পরীরানীর কাছে জমা দেয়।
কিন্তু সে ত্যক্ত-বিরক্ত। কি দরকার এত ঝামেলা করার? ডেরিক বুঝতে পারে না। পরীরানী তাকে বুঝায়, "ছোট বাচ্চাদের কল্পনা করার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। কল্পনা থেকেই জন্ম নেয় স্বপ্ন। সেই স্বপ্ন তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কল্পনাই গড়ে তোলে একজন সৃষ্টিশীল মানুষকে।"
একসময় ডেরিক ব্যাপারটা বুঝতে পারে। সে র্যান্ডিকে স্বপ্ন দেখায় স্কুলের প্রতিযোগিতায় সেরা গিটারিস্ট হওয়ার। লিলির ভেঙে যাওয়া কল্পনাকে ফিরিয়ে আনে। এমন কি স্বপ্ন দেখে নিজের পতনোন্মুখ কেরিয়ারকে আগের অব্স্থানে ফিরে পাওয়ার এবং সফলও হয়। যে ডেরিক কখনো ভাবতো না "যদি এমন হতো" সেই তার প্রেমিকাকে বলে, "যদি আমরা বিয়ে করি, কেমন হয়?'
মুভিটা দেখে ভীষণ মজা পেয়েছিলাম। একইসাথে মন খারাপ হয়ে গেল আমাদের ছোট ছোট বাবুদের জন্য। আমাদের বাবুদের জন্যতো আমরা কল্পনা করার, স্বপ্ন দেখার, আকাশের পাখি হবার, ফুলের প্রজাপতি হবার কোন সুযোগই রাখিনি। আমরা ওদের বানাচ্ছি যন্ত্র। স্কুলে ওদের যা লিখে দেয়া হবে, হুবহু তাই পড়তে হবে, মুখস্থ, একেবারে ঠোঁটস্থ করতে হবে। নিজে নিজে একটা বর্ণও লেখা যাবে না। তাহলেই মার্কস কাটা। এমনকি ড্রয়িংও নিজের খুশিমত করতে পারবে না। একটা রঙও নিজের পছন্দমত দিতে পারবে না। একগাদা বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে ওদের ভারবাহী গাধা বানাচ্ছি, স্বপ্নচারী মানুষ নয়। ওরা হাসে না, খেলে না, গায় না...গম্ভীর মুখে শুধু বড় হওয়ার চেষ্টা করে। এই বাবুগুলো কি বড় হয়ে কল্পনাবিলাসী কবি, সাহিত্যিক, সৃষ্টিকার হতে পারবে? খুব মায়া হচ্ছিল বাবুগুলোর জন্য.....খুব.....খুব.....
টুথ ফেইরি মুভি ডাউনলোডের টরেন্ট লিঙ্ক
০৭ ই মে, ২০১০ রাত ৮:১১
ফুল পরী বলেছেন: এক্ষুণি পড়ো.......এক্ষুণি........এক্ষুণি........
২| ০৭ ই মে, ২০১০ রাত ৮:১৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এত্ত বড় একটা লেখা লেখছো?
ওয়াও!
কেমন আছো পরী? লেখাটা তো ভালো হৈছে। পরীর দেশের এক পত্রিকায় এই লেখাটা পরছিলাম। ওইখানকার এক দজ্জাল পরী সাংবাদিক ওইটা লেখছিল।
তয় তোমারটা আরো ভালো হৈছে।
০৭ ই মে, ২০১০ রাত ৮:১৬
ফুল পরী বলেছেন: এই এত্ত বড় একটা লেখা লিখতে আমার সারাদিন লেগে গেছে, জানো?
উফফ, টায়ার্ড হয়ে গেছি :-<
আমিতো জানিই তুমি ভাল বলবে। তুমি হলে গিয়ে লক্ষ্মী মামদো ভূত
৩| ০৭ ই মে, ২০১০ রাত ৮:১৬
প্রতীক্ষা বলেছেন: পড়তেছি!
০৭ ই মে, ২০১০ রাত ৮:১৮
ফুল পরী বলেছেন: শেষ করো কিন্তু.......আর বলে যেও কেমন হল
৪| ০৭ ই মে, ২০১০ রাত ৮:২২
প্রতীক্ষা বলেছেন: বাহ! অসাধারণ একটি মুভি তো! গল্প পছন্দ হইছে!
পরী পরী পিকটা খুবিই ড্রীমি! আর লিখাটাও অনেক নাইস!
++++
০৭ ই মে, ২০১০ রাত ৮:২৮
ফুল পরী বলেছেন: অনেক অনেক সুন্দর মুভি। আসিতো কাটছাট করে একটুখানি লিখেছি। দেখে নিয়ো। ভাল লাগবে।
প্রতীক্ষাকে এরজন্যই এত্ত ভাল্লাগে। এতগুলো + দিয়ে যায়
৫| ০৭ ই মে, ২০১০ রাত ৮:২৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বেশি কষ্ট করো কেন?
তুমি তো দেখছি ব্লগিংয়ের প্রেমে পড়ে গেছ, খুব খ্রাপ।
০৭ ই মে, ২০১০ রাত ৮:৩০
ফুল পরী বলেছেন: বেশি কষ্ট হয়নিতো। আজকে ভাল আছি
৬| ০৭ ই মে, ২০১০ রাত ৮:৩৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমি তো জানি তুমি ভালো আছো। এক কাজ করবা, বড় কিছু লেখতে গেলে সেইভ করে করে লেখবা।
ওহ, কি বোর্ড নিয়ে কি যেন..........
০৭ ই মে, ২০১০ রাত ৮:৪৭
ফুল পরী বলেছেন: আচ্ছা...আচ্ছা...
আমার মনে আছে।
৭| ০৭ ই মে, ২০১০ রাত ৯:০৫
পাপতাড়ুয়া বলেছেন: লাস্ট প্যারাডার লিগা ওক্কান পিলাচ।তয় তুমি কি পুপা?
০৮ ই মে, ২০১০ দুপুর ১২:০৯
ফুল পরী বলেছেন: সব হারিয়ে ফেলা বোকা ছেলেটা দেখি পিলাচও দিতে পারে
পুপা মানে কি?
৮| ০৭ ই মে, ২০১০ রাত ৯:৩৩
বন্ধু আমার বলেছেন: কেমন আছো ফুলপরী
০৮ ই মে, ২০১০ দুপুর ১২:১১
ফুল পরী বলেছেন: ফুল পরী ভাল আছে।
৯| ০৭ ই মে, ২০১০ রাত ১০:৫৪
রাজসোহান বলেছেন: লাস্ট প্যারা টা অসাধরন +
০৮ ই মে, ২০১০ দুপুর ১২:১৩
ফুল পরী বলেছেন: লিটল এ্যাঞ্জেল, বানান ভুল।
লাস্ট প্যারাটার জন্যইতো কষ্ট করে মুভিটার কথা লিখলাম। সত্যি, আমরাও যদি বাবুদের নিয়ে এভাবে ভাবতাম!
১০| ০৮ ই মে, ২০১০ রাত ২:১৮
আকাশ মামুন বলেছেন: ++
০৮ ই মে, ২০১০ দুপুর ১২:১৫
ফুল পরী বলেছেন: কথা বল না কেন? শুধু ++......
১১| ০৮ ই মে, ২০১০ রাত ২:২৫
আকাশ মামুন বলেছেন: ভাই
টায়ার্ড লাগছে
পরে আসব।
০৮ ই মে, ২০১০ দুপুর ১২:১৭
ফুল পরী বলেছেন: পরে আবার এসো কিন্তু, বুঝলে?
১২| ০৮ ই মে, ২০১০ রাত ২:২৮
আকাশ মামুন বলেছেন: ভাই
টায়ার্ড লাগছে
পরে আসব।
০৮ ই মে, ২০১০ দুপুর ১২:১৮
ফুল পরী বলেছেন: আচ্ছা আচ্ছা পরেই এসো।
১৩| ০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৪৮
পাপতাড়ুয়া বলেছেন: পুপা মানে হইলো পুরান পাপী।যারা আগে অন্য নিকে লিখত,এখন নতুন নিকে।
বোকা রা আসলে বোকা না।চালাক রাই বোকা।
১২ ই মে, ২০১০ বিকাল ৫:৩০
ফুল পরী বলেছেন: আচ্ছা তারমানে দাঁড়াল তুমিও বোকা আর আমিও বোকা, তাইতো?
১৪| ১১ ই মে, ২০১০ বিকাল ৪:১১
ধুপছায়া প্রহর বলেছেন: খুব দারুণ......
আসা করি আমরা একদিন সবাইকে স্বপ্ন দেখাতে পারবো।
১২ ই মে, ২০১০ বিকাল ৫:৩২
ফুল পরী বলেছেন: আমরা স্বপ্ন দেখি স্বপ্নে বাঁচি.....স্বপ্ন বুকে ধরে দেবো পাড়ি......বহুদূর........
১৫| ১১ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫২
নিষিদ্ধ জীবন বলেছেন: অনেক সুন্দর। পরীর মত সুন্দর।
১২ ই মে, ২০১০ বিকাল ৫:৩৪
ফুল পরী বলেছেন: পরীর লেখাতো পরীর মতই সুন্দর হবে, তাই না?
কিন্তু তুমি নিষিদ্ধ কেন হ্যাঁ? কি করেছো?
১৬| ১২ ই মে, ২০১০ বিকাল ৫:৪৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: Congrats!!
১২ ই মে, ২০১০ বিকাল ৫:৫৪
ফুল পরী বলেছেন: Congrats!! কেন দিচ্ছো, হ্যাঁ?
আমি কিন্তু এখনো সেফ হইনি।
১৭| ১২ ই মে, ২০১০ বিকাল ৫:৫৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বলেন কি আপু?
১৪ ই মে, ২০১০ দুপুর ১:০৬
ফুল পরী বলেছেন: হুমম তাইতো। আজকেও হইনি জানো?
১৮| ১২ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২২
চতুষ্কোণ বলেছেন: এইটা অনেক সুন্দর একটা লেখা। ভাল্লাগছে।
অট। একটা প্রশ্ন। আপনি পরীরাণীকে (অপসরা) চিনেন?
১৪ ই মে, ২০১০ দুপুর ১:১০
ফুল পরী বলেছেন: বাক্সবাবু, পরী পরী লেখাতো অনেক সুন্দর হবেই
আমি পরীরাণীকে চিনি না। কিন্তু একজনের কাছে এত গল্প শুনেছি, মনে হচ্ছে চিনে নিতে হবে।
১৯| ১৩ ই মে, ২০১০ ভোর ৪:৩৯
স্বপ্নকথক বলেছেন: শেষের প্যারাটা পড়ে একটা গান মনে পড়লো... We dont need no education, We dont need no thought control.... Pink Floyed-এর এক কালজয়ী গান।
১৪ ই মে, ২০১০ দুপুর ১:১৫
ফুল পরী বলেছেন: We dont need no education, We dont need no thought control
সত্যিইতো, কি দরকার বলতো এতসবের?
আমরা স্বপ্নকে মেরে ফেলে যন্ত্র বানাই। সেই ভাল।
২০| ১৪ ই মে, ২০১০ সকাল ১০:৪৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: ছোট বাচ্চাদের কল্পনা করার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। কল্পনা থেকেই জন্ম নেয় স্বপ্ন। সেই স্বপ্ন তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কল্পনাই গড়ে তোলে একজন সৃষ্টিশীল মানুষকে।"
হায়!!! এখনকার পড়াশোনা সিস্টেমের কথা মনে পড়ে গেল!
++++
১৪ ই মে, ২০১০ দুপুর ১:২১
ফুল পরী বলেছেন: এখনকার পড়াশোনার সিস্টেমের করুন অবস্থার কথা ভাবতে গিয়েইতো লেখা।
এত কষ্ট লাগে বাবুগুলোর জন্য। বইয়ের চাপে, পড়ার ভারে একেকজন যেন নুয়ে পরে, স্বপ্ন দেখার, কল্পনার রাজ্যে হারানোর সময় কোথায় তাদের?
২১| ১৪ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১০
বাবুনি সুপ্তি বলেছেন: মুভি টা দেখব অনেক ধন্যবাদ একটা নাম দেয়ার জন্য।
১৫ ই মে, ২০১০ সকাল ১০:৩২
ফুল পরী বলেছেন: দেখে নিও। অনেক মজার। হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়।
২২| ১৪ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ফেইরী টেলস ভালো লাগে। পরীর মেলার ছবিটাতো অসম্ভব মায়াময়!
ছবিটা দেখা লাগবে
১৫ ই মে, ২০১০ সকাল ১০:৩৭
ফুল পরী বলেছেন: ছবিটা দেখো। এত মজার।
পরীর মেলার ছবিটা কেমন স্বপ্ন স্বপ্ন না? ঘুম ভেঙে যদি সারাঘরে সব লাল-নীল-সবুজ পরী উড়তে দেখি কেমন লাগবে!
২৩| ১৫ ই মে, ২০১০ দুপুর ২:২০
স্বপ্নকথক বলেছেন: গানটার সাথে নিজেরে খুব করে যেন জড়িয়ে নিয়েছি... তাইতো শেষ বর্ষে এসেও এখনো পাস করতে পারছি না... অথচ জীবনে কোনদিন রেজাল্ট খারাপ হয়নি। কি করবো বুঝতাছি না দোস্ত।
১৭ ই মে, ২০১০ রাত ১২:৪৬
ফুল পরী বলেছেন: আমার কথা যদি বলতে হয় তো বলি, ইচ্ছে না করলে আমি কখনো বই নিয়ে বসিনি। কিন্তু যখন পড়েছি কিছু, সেটাকে ভালবেসেই পড়েছি। রেজাল্ট খুব ভাল কখনো হয়নি, কিন্তু খুব খারাপও হয়নি।
পড়ালেখাতো করতেই হবে, তাই না বন্ধু? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, যে অব্যবস্থা আমাদের এত হতাশ করেছে তার একটা ব্যবস্থা করতে...নিজেকে যোগ্য করে তুলতে হবে না!
নাক-মুখ বুজে পড়াশোনা করে যাও। ভাল রেজাল্ট দরকার নেই, কিন্তু আমি চাই আমার বন্ধু পাস করবে, ঠিক আছে?
২৪| ২৪ শে মে, ২০১০ বিকাল ৪:৩১
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: স্বপ্ন দেখা শেষ হইছে?
২৪ শে মে, ২০১০ বিকাল ৪:৩৬
ফুল পরী বলেছেন: স্বপ্নের কোন শেষ নাই বোকা মামদো ভূত।
২৫| ২৪ শে মে, ২০১০ বিকাল ৪:৪৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমি বোকা? আর তুমি কি গো চান্দু?
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০১
ফুল পরী বলেছেন: আমি লক্ষ্মী পরী, বুঝলা মামদো ভূত?
২৬| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমিও অনেক লক্ষী, অনেক
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৫
ফুল পরী বলেছেন: হুমম আমরা সেটা জানি খুব ভাল করেই। তুমি হলে লক্ষ্মী, শান্ত-শিষ্ট, লেজবিশিষ্ট
২৭| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: তোমারে কিন্তু আমি পিটামু
২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
ফুল পরী বলেছেন: হিহিহি....................মামদো ভূত রাগলে তোমাকে কি সুন্দর দেখা যায়
২৮| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩১
সরলতা বলেছেন: আসলেই! ছোট বাচ্চাগুলো সারাদিন ঠেসে ঠেসে মুখস্থ করে। একটুও ভাল লাগেনা দেখতে।
লেখাটা খুব খুব ভাল লাগল ফুলপরী।
১০ ই আগস্ট, ২০১১ রাত ৮:১০
ফুল পরী বলেছেন: আমারও। অনেক কষ্ট হয়
থ্যাংকু সরলতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১০ রাত ৮:০০
রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ
পরে পড়ব