নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

''অভিমানী মানুষেরা আজ মালীর ঘামে ভেজা ফুল দিবে না '' এবং "হে বিজয় " -- দুটো কবিতা

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

______________অভিমানী মানুষেরা আজ মালীর ঘামে ভেজা ফুল দিবে না ____________

প্রশ্ন করছি নিজেকে--

আজ কত বছর পেরিয়ে গেলো?

স্বাধীনতা তোমাকে তো আজও দেখিনি---

আর কত বছর পেরিয়ে যাবে,

স্বাধীনতা ,তোমাকে দেখার যে বড় স্বাদ ছিলো ...





ভাঙ্গা,ভাঙ্গা স্বপ্নগুলোকে

জোড়া দেবার নিরন্তর চেষ্টা

অন্ধকার দেয়ালে বাকস্বাধীনতার নির্বাক হাহাকার

নিভে যাওয়া শিখা-অনির্বাণরা

চোখের পানির সাগরে , শোষকদের জলকেলি

নিভৃতে ক্রন্দনরত বিচারের বাণীরা...

—— সব — একনিমিষেই

চোখের পাতার নিচে ভাসছে...

যেন এক দুঃস্বপ্নের মতো।



স্বাধীনতা ------

কি দিয়েছো তুমি আমায়?

অন্যের কাছ থেকে সার্বভৌমত্ব ?

দিতে কি পেরেছো -----

জবাব কি দিতে পারবে ফেলানীর কাছে ?



বুকে জমা ---- দীর্ঘশ্বাস

কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা ।

শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো --

জীবন যুদ্ধে পরাজিত আমরা।



শুধু আনুষ্ঠানিকতা

স্মৃতির বেদিতে মালীর ঘামে ভেজা ফুল দেওয়া

আর নিজেকে সান্তনা দেওয়া,

তুমি এসেছ-- বিজয়।



তুমিতো আসোনি,

অভিমানী মানুষেরা এখনও তোমায় খুঁজছে ---

আমিও যে তাদের দলে...।

------------------------------- ১৫ই ডিসেম্বর, ২০১২

---------------------------------- রাত ১১.৪৫।



২য় কবিতা...

------------- হে বিজয় ----

ইতিহাস,তোমায় ভুলিনি

ইতিহাসের চাকার সশব্দতা

মনে করিয়ে দেয় ,দিয়েছে

বিজয়--- তোমাকে



ভুলিনি, ভুলেছিলাম না এবং ভুলবোও না

তোমাকে , হ্যাঁ বিজয়

তোমাকেই



ভুলোনা আমায়

হে, বিজয়

ক্ষুধার্ত , দরিদ্র শিশুটির দুঃসহ

নিষ্পাপ, নিস্তেজ চাহনি

কেমন জানি অবাক চোখে

তাকিয়ে দেখে---

বুঝেনা কিংবা বুঝাতে

পারব না, তোমাকে

চিনাতে পারব না , বিজয়কে ।



দুঃখ, ত্যাগ কিংবা

চোখের পানি দিয়ে তোমাকে

এনেছিলাম----- এই

ছোট কুঁড়েঘরের কোনায়।

যেও না ফেলে

থেকোনা

এসো আবার , ফিরে।



তুমি কি দেখনি ,

ছেলে হারা সেই মায়ের কান্না ।

তুমি কি দেখনি ,

লাঙল ফেলে স্টেনগান ধরা কৃষকটিকে।

তুমি কি দেখনি ,

হাসি মাখা কিশোরীর মুখটির নির্মম মৃত্যু ।

তুমি কি দেখনি ,

মুক্তিযোদ্ধাটির স্বপ্নিল চোখ দুটি ।

তুমি কি দেখনি ,

বন্দীশিবিরের সেই নিষ্পাপ শিশুটির ক্ষুধার্ত মুখ ।

তুমি কি দেখনি ,

স্বপ্নময় কিশোর ছেলেটির হাতের স্টেনগানটি ।

তুমি কি দেখনি ,

মুক্তিযোদ্ধাটির ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা চিঠিটি।

তুমি কি দেখনি ,

উন্মত্ত আগুনে পুড়তে থাকা গ্রামটিকে ।

তুমি কি দেখনি ,

আকাশে উড়তে থাকা শকুনির দলটিকে ।

তুমি কি দেখনি ,

উন্মত্ত হায়েনার দলটিকে ।

তুমি কি দেখনি ,

জলপাই রঙের ট্যাঙ্কটিকে ।

তুমি কি একবারো দেখনি ,

উঠোনে বসা এলোমেলো শাড়ি পড়া বউটিকে অপেক্ষায়।

তুমি কি দেখনি ,

সেই সাতই মার্চের উত্তাল রেসকোর্সকে।

তুমি কি দেখনি ,

ঐ বেতার কেন্দ্রের যুবক মেজরটিকে ।

তুমি কি দেখনি ,

নিষ্পাপ ছেলেমেয়ে দুটির বাবার জন্য নিষ্ফল, নিরন্তর অপেক্ষা।

তুমি কি একবারো দেখনি ,

চোখের নিচে কালি পড়া অপেক্ষায় শহীদ জননীকে ।





তুমি কি দেখনি ,

তুমি কি শোনোনি,

তুমি কি একটুও বোঝোনি।

হে বিজয় দামী একটা বিজয়

ছিনিয়ে আনা বিজয়--

না, ধরে রাখা বিজয়--

বোঝোনি, বল - একটুও কি

বোঝোনি---- ?





অপেক্ষায় আছি ,

থেকেছি এবং থাকবোও আমৃত্যু

তবুও তোমাকে খুঁজে ফিরছি--

যতদিন না নিজের,

একদম নিজের করে পাবো ।





------------------------------- ১৫ই ডিসেম্বর, ২০১১

---------------------------------- রাত ১১.৪৫।



বিজয় দিবস, বা স্বাধীনতা দিবস বা একুশ আসলেই মনের ভিতরে একটা তীব্র অনুভূতি তৈরী হয়। সেই, অনুভূতির থেকেই কবিতা লেখা । বিজয় দিবস আসলেই আমি ১৫ ডিসেম্বর, রাত ১১ টায় কবিতা লেখা শুরু করি । অনেকের কাছে ছেলে মানুষী মনে হলেও, এর পিছনে রয়েছে তীব্র আবেগ। বিজয় দিবস আসতে অনেক দেরী ।তাতে কি হয়েছে, স্বাধীনতা দিবসেই ব্লগে দিয়ে দিলাম।▄ ▄ ▄

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।:)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ, আপু। আপনার মত একজন হিট ব্লগার আমার পোষ্টে মন্তব্য করছে, দেখে খুবই ভাল লাগলো। :)

ভাল থাকবেন।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল:+++++++++

শুভ কামনা নিরন্তর...।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আরে, স্বভাবকবি সাহেব দেখতাছি আমার ব্লগে ।

আপনাদের প্রেরণাই আমার লেখার অনুপ্রেরণা ।

আপনিও ভাল থাকবেন ।
আমাকেও মনে রাখবেন ।


অনেক শুভ কামনা আপনার জন্য। টেক ব্লগ ই মানুষ বেশি খায়্‌, , , কবিতা ব্লগ না।(আপনাদের মত স্বভাবকবি ছাড়া )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.