নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ভুলে...এবং ক্ষণ--- দুটো গান।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

নিজেকে ভুলে



*দূর--- ঐ দূর

সীমানায় কি যেতে চাও?

ডাকছে তোমায়, কি যেন এক বন্য সুর --

সব বাঁধা ভুলে গিয়ে

সব বাঁধন ছিঁড়ে

সব কিছু ভুলে,

নিজেকে ছাড়িয়ে

যেতে কি চাও-- ও য় ও য়----- য় ।



** নিজেকে ভোলার

সময় এসেছে----

ঐ, দূর আকাশ

ডাকছে দিয়ে হাতছানি।

অনিশ্চিত ,আশায়

থমকে দাড়িয়ে-

হতাশ হবে না---

এ...গিয়ে..এ তুমি যাবে

স্বপ্নে-হের সীমা পেরিয়ে--

একটা নতুন সময় ----গ -ড় -তে।।





** চেয়ে আছে পৃথিবী

তুমি আজ এগু--বে -ই

পিছুটান পিছে ফেলে

জীবনকে বাজি রেখে

নতুন কিছুর খোঁজে-

ঐ ছায়া পিছে ফেলে

সব কিছু হারিয়ে -

কার----ণ --তুমি বড়

তোমার স্বপ্নের চেয়ে... ।।



উৎসর্গঃ শাহবাগের বীর সেনানীদের

যারা ত্রিশ লক্ষ্ শহীদদের

রক্তের সাথে বেঈমানি সহ্য করে নাই।





২য় গানঃ

ক্ষণ



**সময় ---সকাল দশটা

ঘুম ভাঙ্গা সকাল বেলা

শহরের ব্যস্ততম কাক

--- আর আমার চায়ের কাপ

সবই যেন মিলেমিশে একাকার ।।



** সময় -- দুপুর তিনটা

ভাতের প্লেটের ধোঁয়া

জানালার পাশে গনগনে রোদ

---আর আমার কীবোর্ডের খটাখট

সবই যেন মিলেমিশে একাকার।।







** সময়--- রাত একটা

ঝি ঝি ডাকা রাতের বেলা

বিছানার উপরের সিলিং ফ্যান

---আর আমার দুঃস্বপ্নের ক্ষণ

-সবই যেনো মিলেমিশে একাকার।।



উৎসর্গঃ অর্থহীন।উনাদের এরকম গান শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম। তাই নিজেও ট্রাই করলাম।







পৃথিবীতে নন্‌সেন্স রাইমের ছড়াছড়ি।তাই, আশা করবো, আপনারা আমার এইসকল নন্‌সেন্স লেখা গুলকেও সহ্য করবেন ;)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

আবরার রুমী বলেছেন: ** সময়--- রাত একটা
ঝি ঝি ডাকা রাতের বেলা
বিছানার উপরের সিলিং ফ্যান
---আর আমার দুঃস্বপ্নের ক্ষণ
-সবই যেনো মিলেমিশে একাকার।।


এই কথা গুলো আমার অনুভুতির সাথে না মিললেও বলতাম,,,অসাধারন!!

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আসলে অনেক কষ্ট থেকে এইটা লিখেছিলাম।


জীবন টা আসলে এক কষ্টের খনি।

মাঝে মাঝে মনে হয় কেনও-- ব্যাকটেরিয়া হয়ে জন্ম নিলাম না।মানুষ হয়ে কেন? ের চাইতে ব্যাকটেরিয়ার জীবন অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.