নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
নিজেকে ভুলে
*দূর--- ঐ দূর
সীমানায় কি যেতে চাও?
ডাকছে তোমায়, কি যেন এক বন্য সুর --
সব বাঁধা ভুলে গিয়ে
সব বাঁধন ছিঁড়ে
সব কিছু ভুলে,
নিজেকে ছাড়িয়ে
যেতে কি চাও-- ও য় ও য়----- য় ।
** নিজেকে ভোলার
সময় এসেছে----
ঐ, দূর আকাশ
ডাকছে দিয়ে হাতছানি।
অনিশ্চিত ,আশায়
থমকে দাড়িয়ে-
হতাশ হবে না---
এ...গিয়ে..এ তুমি যাবে
স্বপ্নে-হের সীমা পেরিয়ে--
একটা নতুন সময় ----গ -ড় -তে।।
** চেয়ে আছে পৃথিবী
তুমি আজ এগু--বে -ই
পিছুটান পিছে ফেলে
জীবনকে বাজি রেখে
নতুন কিছুর খোঁজে-
ঐ ছায়া পিছে ফেলে
সব কিছু হারিয়ে -
কার----ণ --তুমি বড়
তোমার স্বপ্নের চেয়ে... ।।
উৎসর্গঃ শাহবাগের বীর সেনানীদের
যারা ত্রিশ লক্ষ্ শহীদদের
রক্তের সাথে বেঈমানি সহ্য করে নাই।
২য় গানঃ
ক্ষণ
**সময় ---সকাল দশটা
ঘুম ভাঙ্গা সকাল বেলা
শহরের ব্যস্ততম কাক
--- আর আমার চায়ের কাপ
সবই যেন মিলেমিশে একাকার ।।
** সময় -- দুপুর তিনটা
ভাতের প্লেটের ধোঁয়া
জানালার পাশে গনগনে রোদ
---আর আমার কীবোর্ডের খটাখট
সবই যেন মিলেমিশে একাকার।।
** সময়--- রাত একটা
ঝি ঝি ডাকা রাতের বেলা
বিছানার উপরের সিলিং ফ্যান
---আর আমার দুঃস্বপ্নের ক্ষণ
-সবই যেনো মিলেমিশে একাকার।।
উৎসর্গঃ অর্থহীন।উনাদের এরকম গান শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম। তাই নিজেও ট্রাই করলাম।
পৃথিবীতে নন্সেন্স রাইমের ছড়াছড়ি।তাই, আশা করবো, আপনারা আমার এইসকল নন্সেন্স লেখা গুলকেও সহ্য করবেন
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আসলে অনেক কষ্ট থেকে এইটা লিখেছিলাম।
জীবন টা আসলে এক কষ্টের খনি।
মাঝে মাঝে মনে হয় কেনও-- ব্যাকটেরিয়া হয়ে জন্ম নিলাম না।মানুষ হয়ে কেন? ের চাইতে ব্যাকটেরিয়ার জীবন অনেক ভালো।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
আবরার রুমী বলেছেন: ** সময়--- রাত একটা
ঝি ঝি ডাকা রাতের বেলা
বিছানার উপরের সিলিং ফ্যান
---আর আমার দুঃস্বপ্নের ক্ষণ
-সবই যেনো মিলেমিশে একাকার।।
এই কথা গুলো আমার অনুভুতির সাথে না মিললেও বলতাম,,,অসাধারন!!