নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

শিফনের শাদা শাড়ী - প্রেম পত্র।

০৯ ই মে, ২০১৩ সকাল ১১:২৪

জানি না কেন

তোমাকে ভালবেসেছিলাম,

হয়ত অক্ষয় কোন শুভক্ষণ

এ -তোমার মাঝে হারিয়েছিলাম।





নিজেকে ভেবেছিলাম- অন্য অনেকের

থেকে একদম আলাদা

কিন্তু , তোমার সে আকুল জলভরা চোখের

দুর্বোধ্য ভাষা--

আমাকে করেনি আলাদা-

আমি আর দশটা মানুষের মতো -প্রেম করতে শিখে গিয়েছিলাম...।





সেদিন শিফনের নীল শাড়ি পরা এক পথহারা রাজকন্যা

হয়ত ভুল করে পৃথিবীর কোন

অজানা ক্যাম্পাসে বসে, একা।

তোমার শাড়ির বিস্তীর্ণ শুভ্রাচল

ঢেকে দিয়েছিল এক, নাম না জানা ঘাসফুল

আর, তোমার বৈশাখের মেঘের মতো উদ্দাম উড়ন্ত কালো চুল

তাতেই যেন লেখা ছিল আমার

নির্ভুল নিয়তি - প্রেমের প্রথম প্রহর।





দুরালাপনে কখনো হয়নি যোগাযোগ-

তবুও ছিল অপরিসীম, অনিঃশেষ আবেগ।

সেদিন হতে তোমাকে হৃদয়ের প্রতিটা তন্ত্রী দিয়ে তোমাকে অনুভব করতাম ,

রাত জাগা পাখিটার প্রতিটা ডাকে যেন তোমার নাম শুনতাম,

দুঃস্বপ্নের রাতগুলো বদলে যেতে থাকলো...

আর,আমার প্রথম জীবনের মৃত্যু ঘটে দ্বিতীয় জন্ম হল।





তোমাকে কখনো বলিনি ভালবাসি-

কখনো বলিনি তোমার জন্য জীবন দিতে পারি

এমনকি তোমার সাথে কথাও বলিনি।

তোমাকে আজও আমি দূর থেকে দেখি

তুমিও হয়ত দেখো...

ভেবো না। আমি তোমার পাশেই আছি

শুধু তুমি চাইলেই দেখা দেবো।





আমি অপেক্ষায় আছি--

থেকেছি,থাকবো এবং থাকছি ।

ইতি।





উৎসর্গঃ "মুখে ভালবাসি না বলে , মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে"-তাদেরকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.