নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
অনেক পরিশ্রম করে মে মাসের প্রায় ৪০টি গল্পের পিডিএফ সংস্করণ বের করলাম।মামুন রশিদের - সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩ । এই পোস্টের অবলম্বনে সেরা গল্পগুলি একটি ২ মেগাবাইটের ইবুক আকারে নিয়ে আসলাম ।
ইবুক প্রকাশের কথা-
এই পোষ্টটা সামহোয়্যারইন ব্লগে স্টিকি হতে দেখে- চিন্তা করলাম একটা পিডিএফ করলে কেমন হয়।যেই চিন্তা , সেই কাজ । শুরু করে দিলাম।কাজটা খুব সহজ না হলেও , একরকম প্রানের টানেই করে ফেললাম।অনেকসময় , হাতের কাছে ইন্টারনেট থাকে না।আবার ইন্টারনেট থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি।গল্প পড়তে যে মন মানসিকতা দরকার , সেটাও মাঝে মাঝে থাকে না।কিন্তু ,একটি পিডিএফ হাতের কাছে থাকলে কোন সমস্যাই নেই।যেকোনো দিন , যেকোনো সুবিধাজনক সময়ে পড়া যাবে।এছাড়া হাতের কাছে , যখন সেরা সেরা গল্প একসাথে- তখন তো ভাল লাগবেই।অফলাইন হওয়াতে অনেক মানুষের হাতে নাগালে এটা চলে আসবে।
এছাড়া, অনেকে আছেন সামু ব্লগ চিনেন না।এমন শক্তিমান গল্পকার যে এখানে লেখেন তাও অনেকে জানেন না।এর ফলে , এই পিডিএফ বই তাদের হাতে পড়লে তারাও এক সময় ব্লগিং এর আলোকিত ভুবনে পা রাখতে পারবেন। ছোট গল্পকে যে পিডিএফ আকারে প্রকাশ করা হয় – সে ধারনা অনেককেই আরো চমৎকার চমৎকার গল্প লিখতে প্রেরণা যোগাবে।ইবুক সংস্করণ নিয়ে কোন সমস্যায় আমাকে জানাতে পারেন।
---------------মুহম্মদ ফজলুল করিম (১০/৬/২০১৩ )
ডিজিটাল ভার্সন নিয়ে কিছু কথা -
ফন্ট হিসেবে আদর্শলিপি ব্যবহার করেছি।
এছাড়া , সব জায়গায় ছবিও দিয়েছি ।
প্রতিটা গল্পের লিঙ্ক , এবং লেখকের লিঙ্ক - উল্লেখ করে দিয়েছি ।
এছাড়া , এটি ইউনিকোডভিত্তিক হওয়ায় সম্পূর্ণ প্রিন্টেবল (প্রিন্ট করাও যাবে)।কপিও করা যাবে।
পিডিএফ ক্রিয়েটর হিসেবে - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করেছি।
পিডিএফ রিডার হিসেবে - সবচেয়ে সেরা ফক্সিট রিডাররিকমেন্ড করছি।কারণ , এটি এডোবি রিডার থেকে অনেকগুণ ফাস্ট এবং ফ্রিওয়্যার।
সর্বমোট ২৮১ পৃষ্ঠা (৭০ হাজার শব্দ) হওয়া সত্ত্বেও আয়তন খুবই ছোট - মাত্র ১.৯৫ মেগাবাইট। আয়তন ছোট হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় -দেখে এটি মাথায় রাখা হয়েছিল।
_________________________________________________________________________________________________________
আপডেটঃ
কিছু কিছু প্রযুক্তিগত সমস্যা থাকায় - এই বইয়ের ২য় সংস্করণ বের করা হল।আশাকরি আর কোন সমস্যা থাকার কথা না।যদিও বা থাকে আমাকে জানাতে পারেন।লেখার বিন্যাস নিয়ে কয়েকজনের অভিযোগ থাকায় এই সংস্করণে , লেখাকে আরও সুন্দর ভাবে উপস্থাপন করেছি।
মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক - ২য় সংস্করণ ডাউনলোড করুন
______________________________________________________________________________________________________________
আপনাদের কাজে আসলেই এই ক্ষুদ্র প্রয়াসের সফলতা।
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ ভাই ।
স্টিকি চাই না , একজন মানুষের কাজে আসলেও আমার এ পরিশ্রম সার্থক।
২| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
একলা চলো রে বলেছেন: ভাই্য়া, অনেক ধন্যবাদ পিডিএফের জন্য। ++++++++++++++++
প্রিয় পোস্টে এড করলাম।
৩২ টা গল্পে ছবি দিলেন আর আমার গল্পটা (৩৩ নমবর) থেকেই বাদ দিলেন???? : p
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
সরি ভাই ভুল হয়ে যেতেই পারে।কাজ করার সময় তিন বার কারেন্ট গেছে ।তাই , বুঝতেই পারছেন। আপনার টা কোনমতে বাদ পড়ে গেছে।
পরবর্তীতে ঠিক করার চেষ্টা করবো।
শুভেচ্ছা নিরন্তর।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কই ২য় এডিশন করতে যেয়ে আপনার কোন ছবিই দেখতে পাইনি।
৩| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
রহমান জর্জ বলেছেন: ভাইজান, আপনার পিডিএফ ক্রিয়েটরটা আমাকে শেয়ার করবেন প্লীজ। খুবই দরকার। ফ্রি পিডিএফ গুলো খুজে খুজে হয়রান হয়ে গেলাম। মিডিয়াফার লিংক দিলেই বেশি উপকৃত হব।
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই , পিডিএফ ক্রিয়েটর হল এম স অফিস ২০০৭ ।
শুধু এই
অ্যাড অন
লাগিয়ে পিডিএফ হিসেবে সেভ করি।
অনেকেই জানেন না।
৪| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: দারুণ কাজ। +++++
১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই ।
আপনেই তো সব ভাল ভাল গল্পগুলির মালিক ...
৫| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার কাজ হয়েছে।
আপনার একটা ধন্যবাদ প্রাপ্য।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:২৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ--প্রোফেসর শঙ্কু ।
আপনার দুইটা গল্প আসলেই সুন্দর হয়েছে।
৬| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:১৪
খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর এবং স্বার্থক একটা কাজ করেছেন মুহম্মদ ফজলুল করিম ভাই।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনাদের অনুপ্রেরণাই কাজ করার পরবর্তী অনুপ্রেরণা।
৭| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৪১
~মাইনাচ~ বলেছেন: কাজটা ভাল, তবে এডিটিংটা আরেকটু পরিপক্ষ হওয়া দরকার ছিল।
গল্পের নাম এক পাতায় তো গল্প আরেক পাতায়। সেটা খেয়াল রাখা দরকার ছিল।
কাজটার জন্য শুভ কামনা
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপডেটঃ
কিছু কিছু প্রযুক্তিগত সমস্যা থাকায় - এই বইয়ের ২য় সংস্করণ বের করা হল।আশাকরি আর কোন সমস্যা থাকার কথা না।যদিও বা থাকে আমাকে জানাতে পারেন।
মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক - ২য় সংস্করণ ডাউনলোড করুন
৮| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮
কয়েস সামী বলেছেন: মাইনাচের মন্তব্য যথার্থ। তবে স্বীকার করতেই হবে কাজটা ভাল হয়েছে। চালিয়ে গেলে আরো ভাল হবে।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মাইনাচের মাইনাচ খেয়ে ২য় সংস্করণ বাইর করলাম।
এবার আর কোন সমস্যা থাকার কথা না।
৯| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:২৮
মামুন রশিদ বলেছেন: সামহোয়্যারইন ব্লগের গল্পকারদের কৃতজ্ঞতায় বাঁধলেন ভাই । সবার পক্ষ হয়ে আমি আপনাকে ধন্যবাদ আর শুভকামনা জানাই । আপনার এই প্রশংসনীয়, পরিশ্রমী আর ইনোভেটিভ কাজ ব্লগিংয়ে নতুন মাত্রা নিয়ে আসবে ।
আমার পোস্টে সব কিছু আপডেট করে দিয়েছি ।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: না ভাই , আমি আর কি করেছি।
মূল কাজটাতো আপনারা করেছেন।যদি কেউ কৃতজ্ঞতার দাবিদার হয় - তবে সে আপনি।আপানাদের অনুসন্ধিৎসু চোখে ধরা পড়া উজ্জ্বল গল্পগুলি - আসলেই অসাধারণ।
ভাল থাকবেন ভাই । পরবর্তীতে যদি ধরনের কোন পোস্ট করেন- ইবুক তৈরির দায়িত্বটা দিলে আরও খুশি হবো।
১০| ১০ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪
জানা বলেছেন:
দারুণ একটা কাজ করেছেন @মুহম্মদ ফজলুল করিম।
সত্যিই আমি বিষ্মিত হই আপনাদের এইসব চমৎকার উদ্যোগগুলো দেখে। শ্রম, সময় এবং ভালবাসার অসাধরণ মিশ্রণ আপনাদের কাজে। কৃতজ্ঞতা জানাচ্ছি। যাবতীয় ভাল কাজে আপনাদের ভালবাসাময় শ্রম সার্থক হোক, অনুকরনীয় হোক।
পোস্টটি সন্ধ্যাবেলাতেই আমার নজরে পড়েছিল (মোবাইল ফোন থেকে)। জরুরী কাজে বাইরে থাকায় যা বলতে চয়েছি তা বলতে দেরী হয়ে গেল।
অশেষ ধন্যবাদ।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জানাপু , এসব কাজ আমরা করি প্রানের টানে।
ব্লগিং আমাদের প্রেরণা - আমাদের শক্তি।এই শক্তিকে হাতিয়ার করে নিয়ে আমরা এইসব কাজ করে যাই।মামুন রশিদ ভাইদেরও অনেক পরিশ্রম হয়েছে এই ধরনের পোস্ট তৈরি করতে।এরপর ইবুক তৈরি করতে একটু সময় লাগলেও-আপনার অনুপ্রেরণা - আমাদের উপর ১০০০ পাওয়ারের অ্যান্টি-বায়োটিক এর মতো কাজ করা শুরু করে দিয়েছে।
ভবিষ্যতে আমরা এই ধরনের কাজ আবারো আবারো করতে চাই।
ভাল থাকবেন।শুভেচ্ছা নিরন্তর।
১১| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
১২| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার কোন অবকাশই নেই। দারুন কষ্টের একটা কাজ করেছেন। অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার জন্যও রইলো অসংখ্য শুভকামনা।।
ভাল থাকবেন , ভাই ।
১৩| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:২১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার কাজ করেছেন । +++++++
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৪৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনিওতো সিলেক্টর।
আপনিও অসংখ্য ধন্যবাদের দাবীদার।
১৪| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:২২
সোহাগ সকাল বলেছেন: অনেক ভালো একটা কাজ করেছেন।
পোস্টে প্লাস+++
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৪৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপানকেও অনেক ধন্যবাদ।
১৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: হ্যাটস অফ
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাদের অনুপ্রেরণাই আমার শক্তি।
১৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
সালাম রইল
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার একনিষ্ঠ,গুনমুগ্ধ পাঠক হয়ে আপনার সালাম গ্রহণ করলাম।
১৭| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী ওয়েল ডান ||
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: থেঙ্কু ভাই।
১৮| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:০৯
আমিনুর রহমান বলেছেন:
অসাধারণ উদ্যোগ। ধন্যবাদ ভীষন তুচ্ছ হবে আপনার এই উদ্যোগের জন্য।
পোষ্টে অগনিত প্লাস।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৫২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাদের প্রশংসা পেলে এ ধরনের কাজ বারে বারে করতে ইচ্ছা করে।
১৯| ১১ ই জুন, ২০১৩ রাত ১:১২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: দারুণ কাজ। এক্ষুনি ডাউনলোড করছি
+++++
১১ ই জুন, ২০১৩ রাত ১:১৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এক্ষুনি করেন ।
আশা করি ভাল লাগবে।এখন সময় না পেলে পরে পড়বেন।আর ,হারিয়ে যাবে না ভাল ভাল গল্পগুলি।
২০| ১১ ই জুন, ২০১৩ ভোর ৬:২৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: দারুন উদ্যোগ ! অনেক ধন্যবাদ !
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ , দায়িত্ববান নাগরিক
২১| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:১০
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন কাজ ! সকল তরুণতুর্কির জন্য সেলাম। ডাউনলোডালিাম। ফক্সিট রিডার দিয়া রিডামু। শুভেচ্ছা নিরন্তর।
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ফক্সিট রিডার ইউজ না করলে , ইবুক পড়ার কোন মজাই পাবেন না।
এডোবি রিডার ফালতু হয়ে গেছে।একবার , ফক্সিট পড়লে আর কোনদিন এডোবি ধরবেনও না।
ভাল থাকবেন।
২২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৩
লেজকাটা বান্দর বলেছেন: সত্যিই একটা চমৎকার কাজ করেছেন ভাই।
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ,আপনার গল্পগুলিও খুব সুন্দর হইছে।
২৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: ধন্যবাদ চমৎকার উদ্যোগের জন্য। ++++++
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।
সকল প্লাস বুঝিয়া লইলাম।
২৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: জটিল একটা কাজ করছেন -
++++++
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ , ভাই।
২৫| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:১৮
রোকসানা লেইস বলেছেন: এক সাথে গল্পগুলো পড়ে ফেলার একটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এটাই মূলত মাথায় ছিল ।
সময়মত পড়ে নিবেন।
২৬| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫
ঘুড্ডির পাইলট বলেছেন: অসম্ভব পরিশ্রম এর একটা কাজ !!! প্রতিমাসে একটা ইম্যাগাজিনে বের করার একটা চেষ্টা চলছে । আশা করি দ্রুত শেষ হবে ।
১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:১০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হ্যাঁ ভাই,
প্রতি মাসে বের করতে পারলে অবশ্যই ভাল হবে।অনেকেই উপকৃত হতে পারবে।
আপনাদের এই উদ্যোগের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।ইচ্ছা করলে, আমাকেও আপনাদের সাথে নিতে পারেন।
ভাল থাকবেন।
২৭| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
মামুন রশিদ বলেছেন: Click This Link target='_blank' >গল্প-সংকলনঃ রিমঝিম জুন'১৩ চলে এসেছে ।
ভাই, সবাই অপেক্ষায় আছে আপনার পিডিএফ ভার্সনের । আশা করি এবারও উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন ।
২৮| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মামুন রশিদ বলেছেন: সরি, লিংক টা ঠিক মত আসে নি ।
Click This Link target='_blank' >View this link
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
ভবঘুরে জীবন বলেছেন: ১ম ভালো লাগা। অনেক ভাল কাজ । এটাও স্টিকি হতে পারে।