নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

এখন থেকে ব্লগে মুছে দেওয়া পোষ্টগুলো দেখুন সহজেই( হ্যাকিং পোস্ট ) !!!! :| :-/ :P B-) :-0

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

ইন্টারনেট , এক মুক্তির নাম। এখানে নেই কোন বাঁধা , নেই কোন বন্ধন।আপনি স্বাধীন।কিন্তু এই স্বাধীনতা অনেক সময় খর্ব করা হয়।অনেক অনেক সময় অনেক লেখা , স্ট্যাটাস , ব্লগ ইত্যাদি মুছে দেওয়া হয়।কিন্তু আমরা যখন যেয়ে এই ধরনের ছবি দেখি , তখন মেজাজ খিচড়ে যায়।যাহ শালা - মুখ থেকে বের হয়ে যায়।



কয়েকদিন আগের কথা বলি , প্রথম আলোতে একটা লেখা ছাপা হল।পরে, সেই লেখা মুছে দেওয়া হল।সাধারণ ব্লগারদের দেখা গেল লিঙ্ক খুঁজে হতাশ হয়ে স্ট্যাটাস দিচ্ছে ,ওই লেখা কি কারো কাছে আছে।প্লিজ , লেখাটা দিন ।কিছুক্ষণ পরে দেখা গেলো , ব্লগের নির্বাচিত পাতায় ওই লেখাটির একটা কপি দেওয়া হল।এই হচ্ছে বাস্তবতা।কিন্তু, অনেকেই জানেন না - ইন্টারনেট একটা মুক্তির নাম।স্বাধীনতার সমার্থক শব্দ।এই পোস্টে দেখান হল - কিভাবে সেই ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট দেখা যায় -





এখন আমি আপনাদের যে সাইটটির খোঁজ দেবো -



সেই সাইটটি ইন্টারনেটের শুরু দিকে ১৯৯৬ সাল থেকে আজকে পর্যন্ত সব ওয়েবসাইটের স্ক্রীনশট তুলে রেখেছে।এমনকি আমাদের প্রিয় ব্লগ সামুরও!!!





সাইটটি হল - http://web.archive.org





ধরুন আপনি একটা পোস্টে গেলেন তখন দেখা গেলো -

এই ব্লগটি( এক্সামপল ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,



ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে ।




তখন আপনি দেখতে পারবেন সেই পোষ্টটি যেভাবে -





প্রথমে লিঙ্কটি কপি করুন -

www.somewhereinblog.net/blog/এক্সামপল (কাল্পনিক লিঙ্ক)



ধরুন লিঙ্কটি উপরের মত দেখতে



______________________________________________________________

এইবার সেই ওয়েবসাইট web.archive.org এ যান ।







উপরের ছবির মত একটি সার্চ অপশন দেখতে পাবেন -

বক্সে সেই মুছে দেওয়া কাঙ্খিত লিঙ্ক - Click This Link ( কাল্পনিক লিঙ্ক ) পেস্ট করুন।এরপর , Take me Back এ ক্লিক করুন।

_______________________________________________________________



এরপর একটি ওয়েবপেজ আসবে







স্ক্রীনশটে দেখবেন অনেকগুলো তারিখ মার্ক করা।এর অর্থ ,ওই তারিখে আর্কাইভে ওই লিঙ্কের স্ক্রীনশট রাখা আছে।উপরের স্ক্রীনশটে ৫/২১/২৩/১/৩/২৫ ইত্যাদি তারিখ দেওয়া আছে।যেকোনো তারিখে ক্লিক করলেই , ওই তারিখের স্ক্রীনশটে আপনাকে নিয়ে যাবে।অ্যাজ লাইক অ্যাজ টাইম ট্রাভেলিং।



যেমন ২০১১ সালের ৫ জানুয়ারী সামুর লগইন স্ক্রীন ছিল -



প্রায় দেড় বছর আগের এই লগইন স্ক্রীনের স্ক্রীনশটটি তুললাম আজকে।ইচ্ছা করলে ফিরে যেতে পারি আরও , আরও আগে।নো প্রব্লেম।এটা আপনার

____________________________________________________________________



শুধু ব্লগ না ,যেকোনো ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট এভাবে দেখতে পারেন।ব্লগ কে আমি উদাহরণ হিসেবে দেখালাম।আপনি এইভাবেই বিচরণ করতে পারবেন এই অবাধ স্বাধীনতার ইন্টারনেটে।আপনাকে বাঁধা দেবার অধিকার কার নেই।





বিশেষ দ্রষ্টব্যঃ এটি নেহায়েতই একটি শিক্ষামূলক পোষ্ট।এই পোস্টের আর একটি উদ্দেশ্য হল - আমরা মনে করি আমরা কোন খারাপ কিছু লিখে ড্রাফ্‌ট বা মুছে ফেললে সেই লেখার আর কোন অস্তিত্ব থাকে না।কিন্তু বাস্তবে থাকে - প্রমাণ তো দেখতেই পাচ্ছেন।অতএব , লেখালেখিতে সাবধান হবেন।



#ইন্টারনেটে কোন ইরেজার নেই!

মন্তব্য ৪২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:)

ভালো জিনিশ!!!

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এটা প্রায়ই কাজে লাগে ...

দেখবেন আপনারও কাজে লাগবে।

ধন্যবাদ।

২| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

জর্জিস বলেছেন: ++

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্লাসাইয়িত করবার জন্য ধইন্না...

৩| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

তানজিমস্‌ বলেছেন: +++++

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই এইডা কি জিনিস দেখাইলেন পুরাই টাস্কি খাইয়া গেলাম, আমার একটা নিক যা ব্যান করা হয়েছে সেখানে অবলিলায় ঢুকতে পারতেছি।

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হে হে ...

এইডাই বাস্তবতা।

এইটার উদ্দেশঃ সেই শিক্ষা দেওয়া !!!!

৫| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

রসায়ন বলেছেন: পোস্ট অফ দ্যা ইয়ার :)

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার চোখে পোস্ট অফ দ্যা ইয়ার হতে পেরে গর্বে গর্ভবতী বোধ করছি ;)

৬| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মিত্রাক্ষর বলেছেন: প্লাস সহকারে প্রিয়তে :P

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ;) ;) ;)

কামের জিনিস , অকামে ব্যবহার কইরেন না... B-)) B-))

৭| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী জাতক বলেছেন: প্লাস সহকারে প্রিয়তে

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :-B :-B

শুভেচ্ছা নিবেন , আর কাজে লাগাবেন।

৮| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

খাটাস বলেছেন: বাহ অতি বেশ। :) :) টানা দুই ঘণ্টা প্লাস নেন। :) আমি নিলাম বক্সে। ভাল থাকবেন।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অনেকের কাজে লাগতে পেরে ভেবে পোস্টটা করলাম।আপনাদের কাজে লাগবে জেনে আসলেই খুশি হলাম।আর দুই ঘণ্টা প্লাসের জন্য ২*২=৪ ঘণ্টা ধরে ধন্যবাদ নিন ;)

ভাল থাকবেন , আর মনে রাখবেন!!


৯| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

পেন্সিল চোর বলেছেন: পেন্সিল চোরের তো এইটাই দরকার ছিলো। প্রিয়তে নিলাম :D :D :D

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :-B :-B :-B

আমারও দরকার।এক হারামী ছোটভাই কয় , ভাই আসিফের পুষ্ট পড়ুম :-& :-& ।আমি কইলাম -কি কইলিরে B-)) B-)) !!
পরে, অনুরোধে রাইসমিল গিললাম - কয়া দিলাম কেমতে দেখতে হয়!!!মানে এই পোস্ট লিখে দিলাম... :P :P

১০| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মামুন রশিদ বলেছেন: আমরা মনে করি আমরা কোন খারাপ কিছু লিখে ড্রাফ্‌ট বা মুছে ফেললে সেই লেখার আর কোন অস্তিত্ব থাকে না।

কিন্তু বাস্তবে থাকে - :| :-B

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কথা কিন্তু সত্য...


তাই লেখালেখি করতে হবে সাবধানে!!

আর বদ লোকেরা সারাদিন স্ক্রীনশট নিয়া ব্যস্ত থাকে , কে কি গালগালায করলো - সেইটার ছবি তুইলা রাখে । এটার কন প্রয়োজনই নাই...লেখা কি মুছে??? B-) B-) :#) :P


১১| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: ++++++

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্লাসাইত করবার জন্য ধইন্না

১২| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

পরের তরে বলেছেন: ভাই তো দেহি কামেল আদমি। ভাল থাকবাইন।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :#> :#> :#>

ভাই দেখি নিজের এলাকারে কোনমতেই ভুলতে পারেন না।

১৩| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বিডি আমিনুর বলেছেন: দারুন B-) B-)

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :P :P :P

যাই হোক , ভাল কাজে লাগায়েন।

১৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

করিম ভাইয়ের রকিং পোস্ট। দারুন জিনিস বের করেছেন।

আনলাকি ১৩ রইল।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই কি যে বলেন!! :!> :!>

এইসব পুষ্ট প্রসব করার কারণে , না জানি মডু ভাই ক্ষেইপা যায়।ভুই পাইতাছি :-* :-*

আপনার আনলাকি ১৩ আমার জন্য লাকি হয়ে থাক...


ভাল থাকবেন।

১৫| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: জটিল জিনিস দিসেন । ধুমাইয়া পেলাচ লন ।

আর এই মন্তব্যে লিখক ভাই খিয়াল কইরা কিন্তু

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
লেখক বলেছেন: আপনার চোখে পোস্ট অফ দ্যা ইয়ার হতে পেরে গর্বে গর্ভবতী বধ করছি

B:-) B:-)

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: যাহ্‌... এতো বড় ভুল...

ফান করে লেখছিলাম - আপনার চোখে পোস্ট অফ দ্যা ইয়ার হতে পেরে গর্বে গর্ভবতী বোধ করছি !!!

বোধ যে কেমনে বধ হয়ে গেল বুঝি নাই।ঠিক করে দিতাছি।অভ্র হালারে নিয়া যে কত প্রব্লেম।

আর, পিলাচের জন্য ধন্যবাদ।

১৬| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

মনোহারী দোকান বলেছেন: ও আমার উড়াল পঙ্খিরে

যা যা তুই উড়াল দিয়া যা!

THIS POST IS GREATEST POST OF THIS ERA.

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :#> :#> :#>
ভাইজান লজ্জা দিলেন...

আপনাদের কাজে আসবে জানতাম, তবে এত আসবে এটা জানতাম না।

মনের আনন্দে গান ধরছেন,গান আমরাও শুনি।


এখন থেকে কোন কিছুই আর চোখ থেকে এড়াবে না।ক্রিস্টাল ক্লিয়ার থাকুক সব কিছু।

১৭| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: হে হে !! কামের জিনিশ শিখায় ডিলেন ভায়া!

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আসলে এই জিনিস আমার বারেবারে প্রয়োজন হয়

সেই জন্যই এই পোস্ট করলাম।আপনার কাজে আসবে জেনে খুশি হলাম।

ভাল থাকবেন।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

ইকরাম বাপ্পী বলেছেন: Khub e valo ekta jiniser khoj dilen boss....

১৯| ২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

শীলা শিপা বলেছেন: খুব ভাল একটা জিনিস জানতে পারলাম :)

২০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

ইকরাম বাপ্পী বলেছেন: কাজ করল নাহ......

Click This Link

এই লিঙ্কটা দেখতে চেয়েছিলাম... কাজ করে নাই... কেন করে নাই একটু কী দেখে জানাবেন?

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

ড. জেকিল বলেছেন: এই সব ভালো ভালো জিনিস চোখে পরেনা ক্যান :(( :((

২২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৯

আনমনে বলেছেন: +++++++++++ প্রিয়তে নিলাম

২৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

লিযেন বলেছেন: প্রিয়তে নিলাম

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

আম্মানসুরা বলেছেন: জটিল!!!

কাজে দিব তাই প্রিয়তে

আপনাকে প্লাস

২৫| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

স্বাধীনতা_bd বলেছেন: ব্লগে নতুন মন্তব্য করার মত সাহসী হতে সময় লাগবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.