নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

আসুন দেখে নিই যুগে যুগে সামুর চেহারা কেমন ছিল?? ( স্ক্রীনশট ফ্রম ২০০৫ টু ২০১৩) - টাইমট্রাভেলিং

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩০

আসুন আজকের পোষ্টে দেখে নিই সামুর সেই পুরাতন যুগের কিছু স্নেপশট।অনেকটাই ধারনা পাবেন আগে সামু কেমন ছিল - এখন কেমন আছে।সামুর বিবর্তন সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারনা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই পোষ্টে।তাই, শুরু হোক টাইমট্রাভেলিং।





সামুর সাথে আছি অনেকদিন ধরে।একধরনের ভালবাসার বন্ধনে যেন আবদ্ধ হয়ে গেছি।ব্রাউজারের যতগুলো ট্যাব থাকুক না কেন - সামুর একটা ট্যাবও খোলা থাকে। পাশের বাসার এক ছেলে একদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে এসেছে আমার কাছে।রেজাল্ট দেখার জন্য এডুকেশন বোর্ডের ওয়েবসাইট খোলার আগে,খুলে নিলাম সামু।ঐ ছেলে আমার দিকে অবাক হয়ে তাকালো।আমি বললাম , দাড়া স্টিকি পোস্টটা পড়ে নি।ঐ ছেলে , আমার দিকে এমন আগুন চোখে তাকাল - আমি নিশ্চিত ওর চোখের দিকে বেশিক্ষণ তাকালে আমি ভস্ম হয়ে যেতে পারি।তাই, তাড়াতাড়ি স্টিকি পোস্টের দিকে মনোযোগ দিলাম।১টা কমেন্ট করে তারপর রেজাল্ট দেখে দিলাম।ভাগ্যিস,এ+ ছিল।তাই, আগুন আগুন ভাবটা পুরা যায় নাই , তবে একটু কমছিলো!



যাই হোক - এখান থেকেই আমাদের টাইমট্রাভেলিং শুরু হোক।



একদম শুরুর দিকে ২০০৫ সালে সাইট থিম ছিল-



২০০৬ এর দিকে এধরনের বিজ্ঞাপন দেওয়া হত -







প্রথমেই, অগাস্ট ১২,২০০৭







তখনকার সময় সর্বোচ্চ ব্লগার লিস্টও ছিল।



তখনকার সেরা ব্লগারদের আজ অনেকেই নেই!



এইবার আরো কিছুদিন এগিয়ে যাই ,



সময়ঃ নভেম্বর ১৪ ,২০০৭








খবর আছে?

এখনি ব্লগে জানিয়ে দিন



5455 –এ sms করুনঃ

@bba

eg., @bba curfew relaxed from 8am to 10pm

বিস্তারিত




ইন্টারেস্টিং ব্যাপার, ব্লগ সে সময়ে খবর সংগ্রহেও ব্যবহৃত হত।



এইবার আসি এপ্রিল ১৪,২০০৮এ







নোটিশবোর্ড নববর্ষের শুভেচ্ছা দিচ্ছে।ভালইতো...





এপ্রিল ১ , ২০০৯ এ যাওয়া যাক...




স্ক্রীনশট দেখুনঃ

যুদ্ধাপরাধী বিচার নিয়ে তখনি তোড়জোড় শুরু হয়ে গিয়েছিলো।দিন অনুসারে পোস্টের ব্যাপারটা তখন ছিল।পোস্ট হয়ত কম ছিল-এজন্য।

তখনকার সময় হাত বাড়িয়ে দাও , নিয়ে একটা ক্যাটাগরি ছিল



নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ ছিল।অনেক মানুষ উপকৃত হয়েছিল এর দ্বারা।এছাড়া , নতুন বলে সেসময়ে মন্তব্য খুব কম ছিল(এখনকার অনুপাতে) ।



মে ১৩ , ২০১০





তখনকার সময়ে স্টিকি পোস্ট বলে কিছু ছিল না, ছিল দৃষ্টি আকর্ষণ পোস্ট।





আগস্ট ১১ , ২০১০






সে সময়ে রেটিং এর ব্যাপার ছিল।ব্লগাররা ভাল লেখাকে রেটিং দিয়ে উৎসাহিত করত।কালের বিবর্তনে , সেটি হারিয়েছে-

নির্বাচিত বলে তখন কিছু ছিল না ছিল - সংকলিত পোস্ট!



ডিসেম্বর ৩১ , ২০১০





ফিফার সেই পোস্ট

ফ্যাক্টস ফাইল : সামহোয়্যারইন ব্লগ ২০১০

(জানুয়ারি ২০১০ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত)

রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা ৬৫ হাজার।

চলতি বছরে সামহোয়্যারইন ব্লগ ভিজিট হয়েছে ৪৮ লাখ ৪৭ হাজার ১৯৭ বার।

মোট ইউনিক ভিজিটর ছিল ১১ লাখ ১১ হাজার ৪৬০ জন।

মোট পেইজভিউ হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭২৪টি।

..................... ইত্যাদি ইত্যাদি...

সামু যে বিচিত্র থিম ব্যবহার করতো , সেটা দেখাই যাচ্ছে।বিষয়বস্তু নির্ধারণে বৈচিত্র্য ছিল।সেইসময় প্রতিবছর ভিজিটর সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হত।





ফেব্রুয়ারী ১৫ , ২০১২







সেপ্টেম্বর ১ , ২০১২


কিছুটা পরিবর্তন আসে ইন্টারফেসে





সে সময়ে নির্বাচিত পোস্ট আর সকল পোস্ট একসাথে এক পেজে থাকতো।এখন সেই স্টাইলটাকে খুব মিস করি।









অক্টোবর ২৫ , ২০১২



সামু যে সবসময় অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মধ্যে থেকেছে এটা সে সময়ের সাইট থিম থেকেই বোঝা যেতে পারে...



এই ধরনের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আসলেই প্রশংসনীয় ছিল।





জানুয়ারি ১৫ , ২০১৩




স্ক্রীনশট থেকেই দেখা যায় , সামু সর্বদা সামাজিকভাবে দায়বদ্ধ থেকেছে ।







সবশেষে আজকের তোলা একটি স্ক্রীনশট



হালের নোটিফিকেশন সিস্টেম পর্যন্ত যোগ হয়েছে , এখন।







দীর্ঘ সময়ের এই পথচলার সামান্য অংশই তুলে ধরতে পেরেছি।তবুও আশা করতে পারি , এই দীর্ঘ পথচলার সামান্য অংশ হলেও তুলে ধরতে পেরেছি।এইসব স্ক্রীনশট নেয়া হয়েছে , ইন্টারনেট আর্কাইভের সহায়তায়।







এভাবেই , ব্লগ পরিণত হয়েছে মানুষের দাবি আদায়ের হাতিয়ারে।জাতীয় বিভিন্ন ইস্যুতে ব্লগ আমাদের পথপ্রদর্শকের মাধ্যম হিসেবে কাজ করেছে।এর চাইতেও বড় কথা - ব্লগ ছিল মুক্তচিন্তার অন্যতম হাতিয়ার । যা অনেক প্রেরণা যুগিয়েছে - অনেক ফ্রী-থিঙ্কারকে।





দেশের অন্যতম সর্ববৃহৎ এই ব্লগ আমাদের দিয়েছে , মুক্তচিন্তা প্রকাশের সবচেয়ে সেরা হাতিয়ার...তাই আমরা নতুন ব্লগাররা কৃতজ্ঞতা জানাই এই ব্লগের ফাউন্ডারদের।



জয়তু সামু , তুই টিকে থাক আরও শত বছর , সহস্র বছর...





উৎসর্গঃসেইসব ব্লগার যাদের ব্লগিং বয়স ২ বছরের নিচে।




মন্তব্য ৬০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪১

সাদা মনের মানুষ বলেছেন: জয়তু সামু , তুই টিকে থাক আরও শত বছর , সহস্র বছর...

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: টিকে থাকুক শত বছর ধরে...

২| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

এন ইউ এমিল বলেছেন: ;)

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাল তো ,ভাল না!

৩| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোষ্ট।

তবে সামু মনে হয় ব্যানারে একটু গরীব, তাই ঘুরেফিরে এক ব্যানার ব্যবহৃত হইছে

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ।


গরীব , হা হা।ভালই বলেছেন।সবগুলো ব্যানার দিতে পারিনি , তবু চেষ্টা করেছি।


ভাল থাকবেন সবসময়।

৪| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪

অচিন.... বলেছেন: nice post :)

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: থেঙ্কু :)

৫| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

আম্মানসুরা বলেছেন: জয়তু সামু , তুই টিকে থাক আরও শত বছর , সহস্র বছর...

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমাদেরও সেই আশা ...

৬| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: জয়তু সামু , তুই টিকে থাক আরও শত বছর , সহস্র বছর...

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সঙ্গত কারণে , আমরাও সেই আশা করতে পারি ... :)

৭| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

তানভীর আহমেদ সিদ্দিকী বলেছেন: http://archive.org/web/web.php সাইট ব্যাবহার যে কোন সাইটের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখা সম্ভব। এমনকি কেউ যদি কোন ব্লগারের লেখা খুজে বের করতে চায় জা সামু কিংবা সে নিজে সরিয়ে ফেলেছে তবে এই সাইটের মাধ্যমে তা করা সম্ভব।

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হ্যাঁ , ঠিক বলছেন।বিস্তারিত , পোস্ট দিয়েছি এর আগে।

৮| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩

আরজু পনি বলেছেন:

B:-) B:-)

আমার হা করা মুখ বন্ধ হচ্ছে না !
পুরাই এলাহী কারবার করে ফেলছেন !

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :#> :#> :#>

থেঙ্কু।তবে ,একটু বেশিই বলে ফেললেন।আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকবেন।

৯| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

ইমরান হক সজীব বলেছেন: ভাই সামুর অবস্থা তো খুব খারাপ । মাত্র ৫ মাস আগেও এলেক্সা র‍্যাঙ্কিং ছিল ৩২০০ এখন ৫৫০০ । আমি যখন বছর দুয়েক আগে ব্লগিং শুরু করি তখন সামুর র‍্যাঙ্কিং ছিল ২৯০০ । তাহলে বুঝেন কত মানুষ সামু ছেড়ে চলে গিয়েছে ।

উল্লেখ্য আমি এলেক্সার এড অন টা ব্যাবহার করি । ব্রাউজারের ডানপাশে সব সময় র‍্যাঙ্কিং শো করে ।

নাইজেরিয়ার একটা ব্লগ আছে ১০৪০ র‍্যাঙ্কিং । আগে কত আশা করতাম সামু একদিন এটাকে অতিক্রম করবে, পৃথিবীর টপ ৯৯৯ ওয়েব সাইটের একটা হবে । কিন্তু গত তিন চার মাস খেয়াল করছি সামু প্রতিদিন প্রায় ৪০-৫০ ধাপ নিচে নেমে যাচ্ছে :(( এত দুঃখ পেয়েছি ভাই, আপ্নাকেই আজ প্রথম বললাম ।

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: খুব খারাপ বলা উচিত হবে না।একটা কথা আছে -



Quantity is not the matter , quality is the matter.

১ কোটি মানুষের টেকটিউন্স এর চেয়ে কিন্তু সামুর মূল্যই বেশি।কারণ , QUALITY ।


এটা হতে পারে , পুরাতন ব্লগাররা হয়তো অনেকেই চলে গেছেন।তবে অনেক সম্ভাবনাময় ব্লগারের আবির্ভাব ঘটেছে।আলেক্সা রাঙ্কিংতো আর গুনগত মান বিচার করে না , করে ভিজিটর।তাই,ওইদিকে কান দিয়া লাভ নাই।আমরা কোয়ালিটির দিকে নজর দেবো।

একটা ঘটনা বলি - একদিন আমি একজনকে বললাম , সামুকে চিনেন নাকি??
উনি বলল , চিনিতো।
আমি বললাম,লেখেন না ?
না , কপি করি!!!আমি আর আমার বন্ধুরা ৮০ হাজার লাইকের একটা পেজ চালাই তো , এজন্য সামুতে প্রতিদিন কপি করতে যাই!!!!
আমি টাস্কিত হইলাম।

তাইলে বলেন , ৮০ হাজার পেজের এডমিন বড় , না যার লেখা কপি করছে সেই বড়।

অতএব , দুঃখের কোন কারণ নাইক্কা।



১০| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

বাংলার হাসান বলেছেন: ভাল লেগেছে

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জেনে খুশি হলাম , ভাই ।

১১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

না পারভীন বলেছেন: উতসর্গ বুঝিয়া পাইলাম :)

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনের আগে কিন্তু আমি বুইঝা নিছি - ;)

ভাল থাকবেন।

১২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অস্থির প্রশংসনীয় একটা কাজ করেছেন ব্রাদার !! অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

অনেক অনেক ভালোলাগা সহ পোস্ট প্রিয়তে নিলাম ।

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: থাঙ্কু ভাই ,

আপনার প্রশংসা পেয়ে ভাল লাগছে...

আর , আপনাকেও অন্নেক অন্নেক ধন্যবাদ , প্রিয়তে নেবার জন্য:)

ভাল থাকবেন , ভাই।

১৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

আমি তুমি আমরা বলেছেন: উৎসর্গঃসেইসব ব্লগার যাদের ব্লগিং বয়স ২ বছরের নিচে

ভাল কাজ।ভাল লাগল।

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: যেহেতু টাইম ট্রাভেলিং , নতুনদের জন্যই উৎসর্গ করা উচিত।


থ্যাঙ্কু , ভাল থাকবেন।

১৪| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

অনাহূত বলেছেন: দারুন! ভালো লেগেছে টাইমট্রাভেল ++

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ...


টাইমট্রাভেলিং এ উঠছেন , ভাল না লাগার কারণ দেখি না ;)

১৫| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮

প্রিন্স হেক্টর বলেছেন: + না দিলে পাপ হবে

+++++++++++

২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও থেঙ্কু না দিলে পাপ হবে।

গ্রিক নামগুলি দেখলে কেন জানি খুব ভাল লাগে।গ্রিক কাহিনী আমার কাছে স্বপ্নের মত লাগে।আমি চিন্তা করছি-আমার যদি কোনদিন মেয়ে হয় , তাইলে তার নাম রাখবো আফ্রোদিতি।গ্রিসের প্রেমের দেবী বলে কথা!!

১৬| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

কালোপরী বলেছেন: ++++++++++++++

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: প্লাস বুঝিয়া লইলাম :)

১৭| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মো: আতিকুর রহমান বলেছেন: ঝাঝালো পোস্ট ++++++।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ২০০৯ - ২০১০ এ প্রথম সামুতে পড়া শুরু করি। তখন একটি নিক থাকলেও কিছু লিখতাম না। ওই নিকটা পাসও ভুলে গেছিলাম পরে তাই এটাতেই স্থায়ী হয়েছি। তাই এ সময়ের পরের গুলাও দেখা রয়েছে। তবে রেটিং এ প্লাস মাইনাসের বড্ড ভক্ত আমি! জানিনা কেন এটার খুবই অভাববোধ হয় যদিও আমি ইউজার ছিলাম না।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমারও একি অবস্থা।প্রথমে একটা নিক খুলছিলাম - এখন তার আর খবর নাই।১ বছর খালি পড়েছিই , লিখিনি কিছুই । আসলে লেখার চেয়ে পড়তে ভাল লাগে।কোন ব্লগারের প্রিয় লিস্ট শেষ না করে উঠতাম না।ও হ্যাঁ , রেটিং এর ভক্ত আমিও। তবে রেটিং উঠিয়ে দিয়ে ভালই হইছে - নইলে ফেসবুকে রিপোর্ট বাটনের যে অপব্যবহার হয় , ওইরকমই হইত।তবে , পিলাচ , মাইনাচ সিস্টেম আনলে ভালই হইত।

১৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

তন্দ্রা বিলাস বলেছেন: যুগে যুগে সামুর বিবর্তন ! অনেক ভাল কাজ করেছেন। আপনার জন্যই আজ এই সম্পর্কে জানলাম। ধন্যবাদ।

এনঃ বিঃ যুগে যুগে হবে না হবে বছরে বছরে সামুর বিবর্তন। কিন্তু আমরা চাই সামু শত সহস্র বছর বেচে থাকুক।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিবর্তন , ভালই বলেছেন।আর যুগে যুগে দিছি , একটু কাবিকতা দেখানোর জন্য;)।যেমন সহস্র বছর না দিয়ে হাজার বছরও দিতে পারতাম।শুনতে একটু ভাল দেখায় , এই যা!!!


আর , অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১

মনিরা সুলতানা বলেছেন: কত অদেখারে পোস্ট
ভাল লেগেছে :)

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আসলেই কত অদেখারে!!;)

২১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৬

মামুন রশিদ বলেছেন: প্রিয় সামুর পথ চলা দারুণ ভাবে তুলে নিয়ে এসেছেন ;) :)


আমরা ব্লগ আর্কাইভ থেকে অনেক সময়ই পুরোনো পোস্টগুলো পড়ি । আর আপনি যেটা করেছেন, সেটা ইউনিক । ব্লগের শুরু থেকে ইন্টারফেস স্টাইল আর থীমের বিবর্তন এবং ব্লগের ফেস ভিউর ধারাবাহিক পরিবর্তন ।

স্ন্যাপশটের পাশাপাশি ফ্যাক্ট গুলোর ধারা বর্ণনাও অসাধারণ হয়েছে ।

পোস্টে অনেক অনেক ভালোলাগা +++


ব্লগের এই বিবর্তনের ইতিহাস বেশি সংখ্যক পাঠক কে পড়ার সুযোগ করে দেয়ার স্বার্থে,


পোস্ট স্টিকি করা হোক ।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: থ্যাঙ্কু মামুন রশিদ ভাই।

পুরাতন পোস্টগুলো পড়তে ভালই লাগে।মাঝে মাঝেই পড়ি।বিশেষ করে প্রিয়তে থাকা পোস্টগুলো।

আর ব্লগের ধারাবাহিক ইন্টারফেস স্টাইল আর ব্যানারের বিবর্তন দেখানোর চেষ্টা করেছি।

গর্বের সাথে বলতে পারি , এই ব্লগ দেশের সবচেয়ে পুরাতন ব্লগের একটি।

এর গর্বমাখা ঐতিহ্যর কথা বলতে তো ভাল লাগবেই।


বিবর্তনের এই স্কেচ আপনার কাছে ভাল লেগেছে দেখে, আপনাকে আবারো অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।

আর স্টিকি করলে ভালই হয় , নতুন ব্লগাররা জানতে পারবে এই ধারাবাহিক পরিবর্তন।

২২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত একটা পোষ্ট!!!!!!!!!!!!!! অনেক অনেক ভালো লাগল।!!!!!!! পুরাই টাইম ট্রাভেল।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অনেক ধন্যবাদ বাস্তবিক ভালবাসা;)ভাই , পোস্ট প্রথমে লেখার পর পুরাই হাওয়া হয়ে গেছিলো।পরে আবারো সব নতুন করে শুরু করেছিলাম।আপনার ভাল লেগেছে জেনে আসলেই ভাল লাগছে।

২৩| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার একটা পোস্ট। নস্টালজিক হলাম।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অনেক ধন্যবাদ , হাসান মাহবুব ভাই।

নতুন ব্লগার হিসেবে নস্টালজিক না হয়ে রোমাঞ্চিত হয়েছিলাম।

২৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আগে সেফ ব্লগারদের সব পোস্টই প্রথম পাতায় সঙ্কলিত পোস্ট হিসেবে যেত! সেই সময়টাকে খুব মিশ করি। এখনকার এই নির্বাচিত পাতার সিস্টেমটা খুব বাজে। অনেক ভাল পোস্ট বাদ থাকে, আবার আজে বাজে পোস্ট চলে আসে। :(

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমি আবার এত পুরাতন না!

ঐ সময় দেখার সৌভাগ্য হয়নি।আর এই অভিযোগ পুরাতন না...

আর পুরাতন সবসময় মিস করি...কথায় আছে না

ওল্ড ইজ গোল্ড...

২৫| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ধন্যবাদ । সুন্দর পোষ্ট এর জন্য ।

৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৬| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:




আপনার সাথে ঘুরে এলাম সামুর অতীত থেকে।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সামুর ঐতিহ্য দেখে নয়ন জুড়াই ...


ধন্যবাদ ভাই , শুভেচ্ছা নিরন্তর...

২৭| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!


২০০৮---------------

নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ ছিল।অনেক মানুষ উপকৃত হয়েছিল এর দ্বারা।এছাড়া , নতুন বলে সেসময়ে মন্তব্য খুব কম ছিল(এখনকার অনুপাতে) ।


ঠিক সেই স্বর্ণযুগেই আমি এসেছিলাম এই ব্লগটাতে.....


অবাক হয়েছিলাম মুগ্ধও হয়েছিলাম এত সুন্দর এক মজার জগতের সন্ধান পেয়ে....


অবাক আরও হয়েছিলাম এর পরেও .........


সেসব নিয়ে আমারও একদিন হয়তো অনেক কিছুই বলতে ইচ্ছে হবে। বেঁচে থাকুক সামু ততদিন বা তার চাইতেও আরও বেশী।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ শায়মাপু।

২০০৮ সাল কিন্তু অনেক আগে... সে হিসেবে আপনি কিন্তু বুড়ি;););)ব্লগার...

আমার পরিচয় ২০১১ সালে , অথচ আজকে একদিনও চিন্তা করতে পারি না ...

ব্লগ ছাড়া চলব কেমনে।


সেসব নিয়ে আমারও একদিন হয়তো অনেক কিছুই বলতে ইচ্ছে হবে। -- কবে?আমরা সে আশ্য বসে আছি। :)



২৮| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার পোস্ট ||

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ , ভাই।

২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

খাটাস বলেছেন: অতি আধ্যাত্মিক পোস্ট। প্লাস । !:#P !:#P :)

১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভালোই বলছেন ;)

৩০| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩

মহামহোপাধ্যায় বলেছেন: না পারভীন বলেছেন: উৎসর্গ বুঝিয়া পাইলাম :)


এত আগের খবর বলতে পারিনা। কিন্তু ২০১১ থেকে সামুতে ঘোরাঘুরি শুরু করেছি। কিঞ্চিৎ নস্টালজিক হইলাম। পোস্ট প্রিয়তে।

৩১| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

ইমতিয়াজ ১৩ বলেছেন: আর এখন বিশাল ২টা এ্যাড দিয়া সামুকে নষ্ট করা হয়েছে। বড় বাজে লাগে দেখতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.