নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণধারায় জুলাই'১৩ - ইবুক ভার্শন ডাউনলোড করে নিন...

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২২

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩ - মামুন রশিদ ভাইয়ের এই গল্প সঙ্কলনের পিডিএফ ভার্শন ডাউনলোড করে নিন...

৩য় সংস্করণের কথাঃ



ইবুক ভার্শনের প্রতি অসংখ্য ব্লগারদের আকর্ষণ আমাকে আবারো-আবারো ইবুক ভার্শন প্রকাশের প্রেরণা যোগাচ্ছে।এই গল্পগুলি নির্বাচনের কাজে অসামান্য পরিশ্রম করে যাচ্ছেন ব্লগার মামুন রশিদ , জনৈক গণ্ডমূর্খ , মাননীয় মন্ত্রী মহোদয় , দলছুট শুভ এই চারজন ব্লগার।প্রথমবার উনারা যখন গল্পগুলো বের করেন তখন আমি পিডিএফ ভার্শন বের করার চেষ্টা করি।প্রথম ভার্শন ছিল দেখে , ইবুকটিতে কিছু টেকনিক্যাল সমস্যা থেকে গিয়েছিলো।২য়বার নির্বাচিত পিডিএফ সংস্করণ বের করেন ব্লগার আমিনুর রহমান । এইবার ৩য়বার বের করছি আমি ।আমরা আশা করতে পারি , মামুন রশিদ ভাইরা যদি এই কাজ কন্টিনিউ করে যেতে পারেন, তাহলে আমরা বারে বারে পিডিএফ সংস্করন তৈরির চেষ্টা করেও যেতে পারি।অসংখ্য ব্লগারদের , উৎসাহই আমাদের কাজ করবার প্রেরণা।

মুহম্মদ ফজলুল করিম

পয়লা আগস্ট,২০১৩





---------------------------

ফিচারঃ

আগের চেয়ে অনেক সংশোধন করা হয়েছে, নতুন ভার্শনে...

টেকনিকাল ত্রুটিগুলো সংশোধন হয়েছে...

ফন্ট হিসেবে ব্যবহার হয়েছে - সায়েম রুপালি

৯৪ হাজার শব্দের এই ইবুকের পৃষ্ঠা সংখ্যা ৩৫৫...



ছবিসহ এই ইবুক তৈরি হয়েছে --



এর চেয়ে বড় কথা লিঙ্ক সহ এই পিডিএফ তৈরি হয়েছে , যাতে সবাই কমেন্ট করতে পারে...



ফ্রী অ্যাপস দিয়ে তৈরি করায় লোগো থেকে গিয়েছে...পরবর্তীতে সংশোধন করা হবে।







একটা জিনিশ ভুলেই গেছিলাম...

পৃষ্ঠা নং দেওয়ার কথা ...

ফন্টও পরিবর্তন করে সোলায়মান লিপি ইউয করছি ...

ফাইল সাইজ 2.96MB এ নামিয়ে এনেছি...



2nd edition:



ডাউনলোড লিঙ্ক - http://www.mediafire.com/download/3prc9s7cf8vrufv সাইজ 2.96 এমবি ।









ধন্যবাদ সবাইকে...

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ ।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :) ধন্যবাদ ভাই

২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ ভালো কাজ করেছেন।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ...

৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫০

মামুন রশিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফজলুল করিম ভাই । আপনার এই কাজে পাঠকেরা উপকৃত হবে । অফলাইনে থেকেই গল্পগুলো পাঠ করা যাবে ।

আপডেটে আরও গল্প যোগ হয়েছে ।


আপনার 'পিডিএফ' ভার্সন আমি এখনি সংকলন পোস্টে আপডেট করে দিচ্ছি ।

:) :)

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনিই মূল কাজ করেছেন..

আমি সামান্যই করেছি...

আপডেটের গল্পগুলোও সঙ্কলন করে দিয়েছি...

অফটপিকঃ জুন সঙ্কলন প্রায় ১ হাজার কপি পিডিএফ ডাউনলোড হয়েছে - এবং এখনো হচ্ছে...কি বলেন , আমার তো মনে হয় কম না।

৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:



Superb +++

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধইন্না লন , আমিনুর ভাই ...


অফটপিকঃআপনার ভার্সন কয়টা ডাউনলোড হইছে...জানলে বোঝা যেত - পিডিএফ কতটুকু সফলতার মুখ দেখছে।

৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত, অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ!

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাদের প্রেরনাই এই দীর্ঘ পথের চলার সঙ্গী...

শুভেচ্ছা নিরন্তর।।

৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ধইন্যা

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনেও ধইন্না লন

৭| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

মাহমুদ০০৭ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গেলাম ভাই ।
ভাল থাকবেন :)

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা নিবেন , ভাই। :)

৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা কাজ করেছেন। প্রতিবারই আপনি এই কাজটা করে যাচ্ছে। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনার প্রতি।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ ভাই...
আপনাদের উৎসাহই আমাদের এই কাজ বার বার করার প্রেরনা যোগাচ্ছে...
ভাল থাকবেন , ভাই ।

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার ++++++

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার প্লাসগুলোকে সযতনে গ্রহন করিলাম... :)

১০| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:



গত ২ দিন ব্যস্ত থাকায় পিডিএফ ভার্শনটা দেখতে পাইনি।
এখন দেখলাম। সত্যি বলতে ভয়ানক সুন্দর হয়েছে।
আপনি জানতে চেয়েছিলাম কতবার ডাউনলোড হয়েছে।
আমি ড্রপবক্সের লিঙ্ক দিয়েছিলাম গতবার তাই জানতে পারছি কতবার ডাউনলোড হয়েছে। তবে আমার মনে হয় একজনের উপকারে আসলেও এই কাজ সার্থক :)
আমার কাছে সবসময় কালপুরুষ ফন্ট্রটা বেশী ভালো লাগে। কালপুরুষ ইউজ করে দেখতে পারেন।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: থেঙ্কু আমিনুর ভাই...
পিডিএফ আপনে বানাইলে আরও সুন্দর হইত।সে বিষয়ে নিশ্চিত থাকেন।মিডিয়াফায়ারের এইটা আবার একটা সুবিধা - কতবার ডাউনলোড হয় বোঝা যায়।কথা ঠিকই বলেছেনঃ একজনের উপকারে আসলেও এই কাজ সার্থক।

কালপুরুষ ভালই।দেখি ইউজ করে।আর সায়েম রুপালী কেমন লাগে আপনার?আমি আবার অইডারে একটু ভালা পাই।

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৫

মামুন রশিদ বলেছেন: গল্প-সংকলনঃ মে'১৩- প্রায় এক হাজার কপি ডাউনলোড!! এবং এখনও ডাউনলোড চলছে :| :#>


সত্যি দারুণ ব্যাপার । খুব খুব ভালো লাগলো জেনে :) :)

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

এম মশিউর বলেছেন: প্রসংশনীয় উদ্যোগ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.