|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ক্লোন রাফা
ক্লোন রাফা
	আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
 
  
বাংলাদেশের বিচারের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনার ঐতিহাসিক নজির সৃষ্টি করলেন বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট। ২১শে আগষ্ট গ্রেনেড হামলার সকল আসামিকে মুক্তি দেওয়া হয়েছে।এবং বিচারিক প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে!
এর অর্থ যদি বিশ্লেষণ করি তাহলে ২৪ জন মানুষ কোন ঘটণা ছাড়াই মৃত্যুবরণ করেছে! কয়েক হাজার মানুষ আহত হয়েছে তা মিথ্যা।এখনও স্প্লিন্টার শরীরে নিয়ে বেঁচে আছেন যারা তাদের অস্তিত্ব নেই! তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আহত হননি! 
পচাত্তরের পরে যেমন ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা হয়েছিলো। এবার তার চাইতেও জঘন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এনজিওগ্রাম সমন্বয়ক সরকার। আশা করি এই সরকার ও আওয়ামী বিরোধী সরকার আজীবন ক্ষমতায় থাকবে।আওয়ামিলীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনোদিন আর বাংলাদেশে আসবে না!
পৃথিবীর যে কোন দেশে যদি বিচারিক প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হতো। তাহলে সেই জন্যই বিচার করে কঠিন শাস্তি দেওয়া হতো। জজ মিয়া নাটক মঞ্চস্থ হোতে দেখিনি আমরা। সব কিছুই ছিলো আমাদের মস্তিষ্কের ভুল ধারণা থেকে! ২০০১ থেকে ২০০৬ তৎকালীন সরকার  স্বর্গের  মত ।অভূতপূর্ব নজির স্থাপন করেছিল রাষ্ট্র পরিচালনার জন্য! 
২০২৪-এসে জনৈক কর্ণেল আব্দুল হকের নতুন তত্ত্বে আমি চমৎকৃত হলাম!শেখ হাসিনা নাকি জনৈক ব্যক্তি’কে প্রশিক্ষিত করে এনেছিলেন ভারত থেকে! সেই জনৈক ( নাম বলেননি মৃত ব্যক্তির সন্মান রক্ষার্থে)ব্যাক্তির নেতৃত্বে নিখুঁত পরিকল্পনা করে ।শেখ হাসিনার জীবন রক্ষা করার পরিকল্পনা ছিল। পুরো প্ল্যান নাকি হাসিনার! ভ্যানিটি ব্যাগ তত্ত্ব নিশ্চিই মনে আছে আপনাদের। আর্জেস গ্রেনেড নিয়েও ব্যাখ্যা দিয়েছেন উনি।সেগুলো নাকি ভারতে তৈরি ‼️ 
হাসিনার কিছু ভুল । এদের এমন সুযোগ করে দিয়েছে ।এখন ছেলেরা শিশু গর্ভে ধারন করে এটা হাসিনার আমলে সম্ভব। এবং এর পুরো কৃতিত্ব শেখ হাসিনার! এখন বুঝতে পারছি জজ মিয়া নাটকের স্রষ্টা কারা। 
ইতিহাস কখনো বিদায় বলেনা । ইতিহাস বলে আবার দেখা হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যুদ্ধাপরাধের বিচার হয়েছে আরও হবে।৩রা  নভেম্বর জেল হত্যার বিচার হবে। ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার হবেই। শুধু তাই নয় ২০২৪-এর প্রতিটি হত্যার বিচার হবে ইংশাআল্লাহ। 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥
 ১৭ টি
    	১৭ টি    	 +৩/-০
    	+৩/-০  ০২ রা ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৩২
০২ রা ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৩২
ক্লোন রাফা বলেছেন: Click This Link
২|  ০২ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫০
০২ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫০
কামাল১৮ বলেছেন: বিচার হীনতা একটি জাতির পচনের কারণ।বিচারকে প্রভাবিত করা জগন্য খারাপ কাজ।এ বিচার প্রহসনের বিচার।
  ০২ রা ডিসেম্বর, ২০২৪  রাত ১১:২৯
০২ রা ডিসেম্বর, ২০২৪  রাত ১১:২৯
ক্লোন রাফা বলেছেন: বিচার শুধু হয়নি তা নয় , বিচার’কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হোচ্ছে এখানে। এরাই আবার বলে হাসিনার রাষ্ট্র পরিচালনায় কেউ বিচার পায়নি! হাসিনা যতটুকু মানবতা দেখিয়েছেন বিএনপি এবং জামায়াত’কে । তার কিন্চিত পরিমাণ মানবতা পায়নি আওয়ামিলীগ।
বাঙালী গোল্ডফিস মেমোরি জাতি। বিগত ১০ বছরের রাষ্ট্র পরিচালনায় অনেক ভুল, চুর, দুর্নীতি ও অন্যায় হয়েছে। কোন সন্দেহ নেই। কিন্তু ১জন বিএনপি/জামাত নেতা আক্রমনের শিকার হয়ে নিহত হয় নাই! অথচ আমরা ভুলেই গেছি আহসানউল্লাহ মাস্টার  এইচ,কিবরিয়া, মমতাজ সহ অসংখ্য প্রথম সারির নেতাদের কথা!
বিএনপির কোন মিটিং এ বোমা মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে কি ⁉️ 
অথচ ১৫ই আগস্টের পর থেকে সিরিজ বোমা গ্রেনেড হামলার শিকার শুধু মাত্র একটি দল। মানুয কতটা নির্লজ্জ হোলে মিথ্যচার করেই যাচ্ছে ‼️আওয়ামিলীগ শুধু নিষ্ঠুরতার শিকার হয়নি !বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে বারবার ‼️
অতএব ন্যায়বিচার আওয়ামিলীগ করবেই ইংশাআল্লাহ।
৩|  ০২ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪৩
০২ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল হত্যার বকেয়া বিচার করতে হবে।
  ০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৫৬
০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৫৬
ক্লোন রাফা বলেছেন: বুঝলাম আওয়ামিলীগ প্রচন্ড খারাপ একটা দল সব কিছু ধ্বংস করে দিয়েছে। এখন বলেন কোন দল দেশের জন্য কি গড়েছে ⁉️ বিচারের ক্ষেত্রেও বলুন জাতির জন্য করনীয় কোন বিচারটা করেছেন ‼️ আমি’তো জানি আইন করে বিচারের অধিকারকে কেড়ে নেয়া হয়েছে। এমনকি নিজেদের লিডারদের হত্যার বিচারও করেনি‼️
অবশ্যই আওয়ামিলীগ সরকারের অন্যায়, ভুল , চুরি সহ অজস্র অপরাধ করেছে। কিন্ত দিন শেষে জাতি, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে কাজও করেছে। এখন বুঝতে পারবেননা। যখন তুলনামূলক কেউ কিছু করবে তখন বুঝতে পারবেন।
তারিখ দিয়ে লিখে রাখবেন। প্রতিটি হত্যর বিচার করতেই হবে আওয়ামিলীগের নিজের অস্তিত্বের স্বার্থে।
৪|  ০২ রা ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:০৭
০২ রা ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:০৭
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ভালো। দেখা যাক অপরাধীরা কতদিন রক্ষা পায়।
  ০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:০৮
০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:০৮
ক্লোন রাফা বলেছেন: Ultimately রক্ষা পাওয়ার কথা না । কিন্তু কেউ কেউ ইহকালে রক্ষা পেয়ে যায় । মানবতাবাদী সুপার পাওয়ার ও তথাকথিত হিউম্যান রাইটস ধ্বজাধারিদের কল্যাণে রক্ষা পেয়ে যায়।তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না! কারন খুনিদের ক্ষমা করার অধিকার শুধুই একান্ত রক্তের সম্পর্কের সাথে জড়িত ‼️ 
কাজেই কার্মা ফিরে আসে কর্মের কারণে।
৫|  ০২ রা ডিসেম্বর, ২০২৪  দুপুর ২:১২
০২ রা ডিসেম্বর, ২০২৪  দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
  ০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৬
০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৬
ক্লোন রাফা বলেছেন: নট এ্যাট অল। এরকমই হওয়ার কথা। বিচারকের কল্লা একটাই। আবারও প্রমাণ হলো আওয়ামিলীগ সরকারই বিচার করে। অন্যরা শুধু বিচার বন্ধ করে দিয়ে ক্ষান্ত হয় না। বিচার যাতে না করতে পারে সেই ব্যবস্থা করে!
ধন্যবাদ॥
৬|  ০২ রা ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৫২
০২ রা ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৫২
জেনারেশন৭১ বলেছেন: 
১৫ই আগষ্ট, ২১শে আগষ্ট, ৫ই আগষ্ট সবই একই গোষ্ঠী হত্যাকান্ডের ক্যালেন্ডার।
  ০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২০
০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২০
ক্লোন রাফা বলেছেন: নিচে ক্যালেন্ডার দিয়ে দিয়েছি ।শুধু সাল গুলো বসিয়ে নিবেন !
ধন্যবাদ॥
৭|  ০২ রা ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:১৫
০২ রা ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:১৫
পবন সরকার বলেছেন: প্রত্যেকটা হত্যারই বিচার হওয়া দরকার
৮|  ০২ রা ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:০৪
০২ রা ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:০৪
নান্দাইলের  ইউনুছ বলেছেন: 
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী মিসেস আইভীর রহমান কি বেঁচে আছেন?
৯|  ০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৫৭
০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৫৭
ক্লোন রাফা বলেছেন: 
  ০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০০
০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০০
ক্লোন রাফা বলেছেন: তারিখগুলো খোদাই করা আছে প্রতিটি বঙ্গবন্ধুর অনুসারীর মধ্যে।
১০|  ০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৫১
০৩ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৫১
ক্লোন রাফা বলেছেন: Click This Link 
স্বাধীনতা ২.০’র অবদান ! পুলিশ অফিসার কেস নিচ্ছে না ⁉️
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৪৪
০২ রা ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৪৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আসল কথা হচ্ছে ২১ শে আগস্ট কোন গ্রেনেড হামলাই হয়নি। ইহা ছিল অপপ্রচার মাত্র। উপযুক্ত বিচার হয়েছে। ইহাকে বলে কাজীর বিচার।