নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
সদ্য স্বাধীন দেশ’কে অস্থিতিশীল করার জন্যে সৃষ্টি হয়েছিলো স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দলটির! জাতিয় সমাজতান্ত্রিক দল, যার সংক্ষেপ হলো জাসদ। তাদের প্রতিক ছিলো মশাল।স্বাধীনতা আন্দোলনের একটি হাতিয়ার ছিল এই মশাল। ১৯৭০/৭১ সালে মশাল মিছিলের ব্যপক এফেক্ট ছিলো আমাদের রাজনৈতিক অঙ্গনে। সেই জনপ্রিয়তার কারনেই হয়তোবা এই প্রতিক নির্বাচন। আর খুব সহজলভ্য ছিলো সেই কেরোসিনের যুগে।
এক ঝাঁক তারুন্য ব্যপক উদ্দিপনায় যোগ দিয়ছিলো স্বাধীন বাংলার প্রথম রাজনৈতিক সংগঠনে‼️মনে হয়েছিলো এই তারুণ্য আমুল বদলে দিবে বাংলার মানুষের ভাগ্য। বিপ্লবী চেতনায় গঠিত দলটির মুখপত্র পত্রিকা ছিলো , দৈনিক গণকন্ঠ। রক্ত গরম করা/ কিংবা হিমশীতল করা সংবাদে ঠাসা পত্রিকা’টির জনপ্রিয়তা তুঙ্গে যেতে খুব বেশি সময় লাগেনি।
তার সাথে যুক্ত হতো তরুন নেতৃবৃন্দের অগ্নিঝরা বক্তব্যে।অথচ পুরো প্রক্রিয়াটি ছিলো অসংখ্য ভুলে ভরা বৈজ্ঞানিক সমাজতান্ত্রের রাজনীতি।যে দেশের ৮০% মানুষ অশিক্ষিত।জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য সকাল হতে মধ্যরাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয়। তাদের জন্য বিপ্লব বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি কাজে আসবে! গণবাহিনী গঠণ করা ছিলো চরম মূর্খতার কাজ! এই অপরাজনীতি যুবসমাজের জন্য তৈরি করেছিলো মৃত্যু ফাঁদ ।
অথচ তখন প্রয়োজন একতাবদ্ধ হয়ে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন।সর্বশক্তি নিয়োগে একে অন্যের পাশে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করা । সব পরাশক্তি যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । আমাদের ব্যর্থতা যখন তাদের কাম্য! কারন আমরা ব্যর্থ হলেই তারা সফল বলে আত্মপ্রসাদ লাভ করতে পারবে।সেই সুযোগ সৃষ্টি করে দিলাম আমরাই। তারা আবার সেই পুরনো চালে মাত করে দিলো আমাদের!হ্যা ডিভাইড এন্ড রুল। আমাদের স্বাধীনতা বিপন্ন হলো! আমরা তলিয়ে গেলাম অন্ধকারে। ফিরে এলো পাকিস্তানি কায়দায় উত্তর পাড়া’র বুটের তলার আজব গণতন্ত্র ‼️রাতের পর রাত কারফিউ জারি করে দেশ শাসন। হায়রে স্বাধীনতা! পরোক্ষ পরাধীনতার সেই সময়গুলো প্রত্যক্ষ করেনি আজকের তরুণ প্রজন্ম ।
তাই আবার তারা নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ সেই পথে এগিয়ে নিতে চায়‼️এই তথাকথিত লাল বিপ্লবীরা সেদিকেই ধাবিত হচ্ছে।আমি মানলাম শেখ হাসিনার অনেক ভুল অধিকাংশ মানুষের জীবনে ধ্বংস নিয়ে এসেছে। কিন্তু এই দায় শুধু একটি দলের উপর চাপিয়ে দেয়া উচিত না । বিরোধী রাজনৈতিক দলগুলো নপুংসকের দলে পরিণত আজ। তাদের কোন রাজনীতি নেই ।সরকারি দলকে বাধ্য করার ক্ষমতা নেই ‼️কারন তারাও বিভক্ত! শুধু তাই নয় দেশের শত্রুদের সাথে হাত মিলিয়ে আর যাই হোক, দেশের মঙ্গল হবেনা ।জঙ্গি আর স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যুক্ত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ছাড়া কোনো অর্জন সম্ভব নয় ।
লাল বিপ্লবী’রা সেই একই পথে যাত্রা শুরু করে দিয়েছে অলরেডি । এখন যারা দেশ দখল করেছে তারা কি সবাই ফেরেস্তা ⁉️এখন কি দুর্নীতি করছে না তারা ‼️ ৬ দিনে ২৮ বার হেলিকপ্টার ভ্রমণ কি উদ্ধারে ‼️ত্রানের টাকার নয় ছয় ! নিয়োগ বানিজ্য কি হচ্ছে না! উপরন্তু যোগ হয়েছে আইন শৃঙ্খলার অবনতি । তারপর দ্রব্যমুল্যের উর্ধগতি । প্রতিদিন ঘটছে রাজনৈতিক হত্যাকাণ্ড । কাস্টডি কিলিং লিমিট ক্রস করছে ।পুলিশ’কে পঙ্গু করে, সেনাবাহিনী’কে করা হয়েছে আনসারের সমতুল্য । কাজেই সাফল্য বলতে যা কারো কৃতিত্ব নয় । সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়েছে অর্থ পাচার। কিছুদিনের মধ্যেই কলাপ্স করবে আমাদের গার্মেন্টস কারখানা। এর মধ্যেই আমরা নেমে এসেছি ভিয়েতনামের নিচে! ইউনুস সাহেবের দহরম মহররম কোন নতুন দার খুলে দেয়নি আমাদের বানিজ্যের।
কাজেই উপসংহারে বলতেই হয় লাল বিপ্লবীরা দেশের তেরোটা বাজিয়ে পালাবার পথ খুঁজে পাবেনা। ঠিক যেমন সফল হয়নি বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক চেতনা । এরাও ২০২৪-এর চেতনা’কে ঘৃণার চাদরে ঢেকে দিতে এগিয়ে চলেছে । অনেক দেনা পাওনা চুকাতে হবে এদের ।
৩২ নম্বরের আগুন ছাই চাপা হয়ে ধিকিধিকি জ্বলছে ।বঙ্গবন্ধু’র ম্যুরাল ধ্বংস ও ন্যাক্কারজনক অপমানে ছারখার হয়েছে বাংলাদেশ । গণভবনে লুটপাট ও ঘৃণিত কর্মকাণ্ড ভুলবেনা বাংলাদেশ। তাদের বোঝা উচিৎ ছিলো এই আন্দোলনে নিস্স্ক্রিয় থেকে এক প্রকার সহযোগিতা করেছে আওয়ামীলীগের সাধারণ সমর্থক । তা নাহলে রক্তের গঙ্গাসাগর হয়ে যেত। আওয়ামীলীগ জীবন দেবার বেলায় সব দলের চাইতে অনেক বেশি এগিয়ে ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪
ক্লোন রাফা বলেছেন: 7.62 আশা করি বুঝতে পারছেন ‼️
ধন্যবাদ,আ.সাজিদ॥
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আর আওয়ামী লীগের অবস্থা হবে মুসলীম লীগের মতো।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪
ক্লোন রাফা বলেছেন: ইন্ডিয়ার কংগ্রেস আর বাংলাদেশের আওয়ামিলীগ কখনই বিলুপ্ত হবেনা,ইংশাআল্লাহ্। শকুনের ইচ্ছায় গরু মরেনা
ধন্যবাদ, সৈ.কুতুব॥
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভারতে এখন বিজেপি প্রধান সরকার ক্ষমতায়। অথচ ঠিকই কংগ্রেস দলীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হচ্ছে।
আপনারা কেউ কি এটা বাংলাদেশে প্রত্যাশা করতে পারবেন?
আশা করি পাঠকরা দুই একটা মন্তব্য করে এর উত্তর দিবেন।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৩
ক্লোন রাফা বলেছেন: ভারতে আজ পর্যন্ত কোন সামরিক অভ্যুত্থান হয়েছে ‼️বুটজুতার শাসন কোনদিন চিন্তাও করেনা ভারতিয়রা। বাংলাদেশে রাজনীতি করতে হয় রাজাকার আর কিংস পার্টির সাথে। আওয়ামীলীগের মত আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশে আছে কি⁉️বাংলাদেশের রাজনীতিতে পরাজিত শক্তি ক্ষমতায় এসে সব কিছু ওলট পালট করে দেয় ।এখানে গণতন্ত্র বিস্তারের কোন পরিবেশ কি আছে‼️পৃথিবীতে আর কোথাও পরাজিত শক্তির রাজনীতি করার অধিকারই নেই।
এখানে রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার লড়াই চলে। কাজেই প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে কখনো ছিলেনা । আজও নেই। এখনতো জঙ্গি,রাজাকার,এনজিওগ্রাম আর কিছু টোকাই সমন্বয়ক মিলে দেশের বারোটা বাজাচ্ছে ।
কাজেই কোনো দেশের সাথে তুলনীয় না আমাদের দেশের রাজনৈতিক কালচার ।
ধন্যবাদ,মো.সা.হোসেন।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৭
নতুন বলেছেন: লাল বিপ্লবী’রা সেই একই পথে যাত্রা শুরু করে দিয়েছে অলরেডি । এখন যারা দেশ দখল করেছে তারা কি সবাই ফেরেস্তা ⁉️এখন কি দুর্নীতি করছে না তারা ‼️ ৬ দিনে ২৮ বার হেলিকপ্টার ভ্রমণ কি উদ্ধারে ‼️ত্রানের টাকার নয় ছয় ! নিয়োগ বানিজ্য কি হচ্ছে না! উপরন্তু যোগ হয়েছে আইন শৃঙ্খলার অবনতি । তারপর দ্রব্যমুল্যের উর্ধগতি । প্রতিদিন ঘটছে রাজনৈতিক হত্যাকাণ্ড । কাস্টডি কিলিং লিমিট ক্রস করছে ।পুলিশ’কে পঙ্গু করে, সেনাবাহিনী’কে করা হয়েছে আনসারের সমতুল্য । কাজেই সাফল্য বলতে যা কারো কৃতিত্ব নয় । সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়েছে অর্থ পাচার। কিছুদিনের মধ্যেই কলাপ্স করবে আমাদের গার্মেন্টস কারখানা। এর মধ্যেই আমরা নেমে এসেছি ভিয়েতনামের নিচে! ইউনুস সাহেবের দহরম মহররম কোন নতুন দার খুলে দেয়নি আমাদের বানিজ্যের।
আফসোসলীগের বর্তমানের কাজই হচ্ছে আফসোস করতে থাকা।
এই সরকারকে আসতে হয়েছে আয়ামী সন্ত্রাসীদের দখল থেকে বাংলাদেশকে বাচাতে।
আপনার আফা পালিয়েছে, কেমন নেতা যে তাদের সন্তানদের রেখে পালিয়ে যায়
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫
ক্লোন রাফা বলেছেন: এই কোট করে কমেন্ট করতো কাঁঠাল পাতা ভক্ষণকারীরা। অথবা কপি পেষ্ট! আপনি কি তাদের অনুসারী নাকি⁉️ট্যাগিং কর হইতো সেই গো.আওলাদদের। আপনি কি সেখান থেকেই ট্রেনিং প্রাপ্ত⁉️
আফসোস করার কিছুই নাই এই জগা খিচুড়ি দেশ পরিচালনা দেখে। আপনি আল্লাদিত হইতেই পারেন। কারন সব সমাজেই কিছু মানুষ থাকে না ঘরকা না ঘাটকা। নাচতে থাকেন নতুন, পুরাতন মিলেমিশে ।
ধন্যবাদ . কখনো পুরাতন না
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
নতুন বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভারতে এখন বিজেপি প্রধান সরকার ক্ষমতায়। অথচ ঠিকই কংগ্রেস দলীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হচ্ছে।
ভারতে গনতন্ত্র আছে, বাংলাদেশে রাজতন্ত্র চলছিলো। আরেক রাজপুত্ত ক্ষমতায় আসতে বসে আছে...
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
সৈয়দ কুতুব বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন@আপনারা কেবল নিজেদের ক্ষেত্রে ন্যায় বিচার চেয়েছিলেন। এখন যারা আছে ক্ষমতায় এরাও সেইম।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫
ক্লোন রাফা বলেছেন: না, জনাব সৈ.কুতুব / আমরাও ত্যাক্তবিরক্ত ছিলাম । ২০১৮ নির্বাচনের সময়ই বলছিলাম! সবাইকে নিয়ে হোক নির্বাচন এবং রাজনীতি ।
কিন্তু কাউয়া কাদের আর কিছু উপদেষ্টা । সাথে ছিলো দুর্নীতিবাজ আমলা আর অসৎ ব্যবসায়ী । এরা লুটপাট করার জন্য হাসিনাকে ঘিরে রেখেছিল ।শেষ ৫ বছরে আওয়ামীলীগ ছিলোনা কোথাও । ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছিল লাঠিয়াল হিসেবে ।
ধন্যবাদ ॥
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২
শিশির খান ১৪ বলেছেন:
এই ঘটনার পর আওয়ামীলীগের চার্লি গুলা রাগে দুঃখে মুজিব কোট পুড়িয়ে ফেলছে তারা সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর আওয়ামীলীগ করবে না। কি আজব একটা দল এদের নেতারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশ পালিয়েছে আর এদের সমর্থকরা এখানে বসে মার খাচ্ছে।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪
ক্লোন রাফা বলেছেন: এঁরা কখনো আওয়ামীলীগ ছিলোনা। হালুয়া রুটি খাওয়ার জন্য হাইব্রিড হয়ে যোগ দিয়েছিলো । কাউয়া কাদের আর মাহবুবুল হক হানিফের ইমপোর্ট করা আওয়ামী লীগ ছিল এরা। দেখেন নাই কিভাবে শিবির ঘাপটি মেরে ছিলো ছাত্রলীগের ভিতরে ‼️
এখন আবার দেখবেন কোন সরকারি দলের দালালি শুরু করবে।
ধন্যবাদ,শি. খান১৪
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
মোহামমদ কামরুজজামান বলেছেন: না ভাই।
এতটা খারাপ হবে বলে আমার মনে হয়না কিংবা এত তাড়াতাড়ি এ বিষয়ে কোন সিদ্ধান্তে উপণীত হওয়াও আমাদের উচিত হবেনা।
যা হবার তাই হবে। সব ভূলে,পুরাতন বছরের জরাজীর্ণতাকে পাশে রেখে আপনার জন্য রইলো নতুন বছরের প্রাণঢালা শুভেচছা।
শুভ নববর্ষ ২০২৫।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯
ক্লোন রাফা বলেছেন: আপনার আস্থা দেখে খারাপ লাগছে না ।
তাদের জন্য শুভ ২০২৫ কামনা করেন।
ধন্যবাদ,মো.কামরুজ্জামান॥
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের ট্রেন ২০১৪ সালের নির্বাচনের পর লাইনচ্যুত হয়েছে। এর দায় শেখ হাসিনা এড়াতে পারবে না।
০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:০০
ক্লোন রাফা বলেছেন: হেলিকপ্টার হেলিকপ্টারে Click This Link
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
আঁধারের যুবরাজ বলেছেন: @তাদের বোঝা উচিৎ ছিলো এই আন্দোলনে নিস্স্ক্রিয় থেকে এক প্রকার সহযোগিতা করেছে আওয়ামীলীগের সাধারণ সমর্থক । তা নাহলে রক্তের গঙ্গাসাগর হয়ে যেত। আওয়ামীলীগ জীবন দেবার বেলায় সব দলের চাইতে অনেক বেশি এগিয়ে ।
-তারা নিষ্ক্রিয় ছিল না ,হেলমেট পরে ,অস্র নিয়ে মাঠে ছিল ৫ই অগাস্ট পর্যন্ত। " আপা " পালানোর পরে তারাও গর্তে আত্মগোপন করেছে। তাদের চুরি ডাকাতির টাকা বাঁচানোর ধান্দায় ব্যস্ত রয়েছে। আশায় আছে ইন্ডিয়া তাদেরকে আবার মসনদে বসাবে। এখনো পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নেই ,আত্মপলব্ধি হয়নি এবং যতদিন এটা না হবে তাদের আশাও পূরণ হবে না।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৮
ক্লোন রাফা বলেছেন: আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দেখে আওয়ামী লীগ নির্ণয় করেন ।আপনার চিন্তা ভাবনার গন্ডি খুব ছোট‼️
আওয়ামীলীগ’কে আবার বাংলার সাধারণ মানুষ শক্তিশালী করবে। ভারতের কিছু করার নেই শেখ হাসিনার জন্য । তার যতটুকু করার করেছে।
আওয়ামীলীগের পরাজয়ে হেরে যায় সমগ্র বাংলাদেশ ও বাঙালি । কাজেই তাদের সহযোগিতায় আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে ।ইংশাআল্লাহ্ ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥
ধন্যবাদ, আ.যুবরাজ আওয়ামিলীগের সমালোচনার জন্য ।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৬
রাকু হাসান বলেছেন:
স্বাধীনতার নায়ক মুজিব এবং ইতিহাসের প্রথম স্বৈরাচার যেভাবে জাসদকে দমন করেছিলো তা কি সমর্থন করেন। সীমাহীন দুর্নীতি,অনিয়মের জন্যই জাসদ তৈরি হয়ে ছিল।
আপনার পোস্টের মূল বক্তব্য : আওয়ামী লীগ/ছাত্রলীগ আবারও ভয়ংকর রুপে ফিরে আসবে- প্রতিহিংসা ছাড়ুন। সুস্থ ধারায় আসুন।
কেউ কি এমন করেছে?
‘সাঁতার শিখতে’ ১৬ কর্মকর্তা যাবেন বিদেশে!
২৭১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নেওয়া এ প্রকল্পের আওতায় কর্মরতারা বিদেশে যাবেন, যার পেছনে ব্যয় হিসেবে ৫০ লাখ টাকা ধরা হয়েছে
করলে অবশ্যই সমর্থন করি না সেটা যে কেউ হোক। শুকরিয়া আমরা একটা সাইকোপ্যাথ,কিলারের শাসন থেকে মুক্তি পেয়েছি। আফসোস করে লাভ নেই । বারবার ১৫ বছরের,গুম,খুন,দুর্নীতি নিয়ে ভাবেন। ক্ষমা চান দেশবাসির কাছে,পারলে রাজনীতি করে আবারও আসুন।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৫
ক্লোন রাফা বলেছেন: আপনার উত্তর নিচে কমেন্ট হয়ে গেছে ⬇️
১২| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৮
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দেখে আওয়ামী লীগ নির্ণয় করেন ।আপনার চিন্তা ভাবনার গন্ডি খুব ছোট
- আমার আত্মীয় এবং বন্ধুদের অধিকাংশ আওয়ামীলীগের সমর্থক না হয় কর্মী। আমি জানি আওয়ামীলীগ কি ! আপনাদের মতো হাসিনা ভক্তদের জন্যই হাসিনা দানব হয়েছে। আশা ভালো ,দুরাশা হতাশার জন্ম দেয় !
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:২২
ক্লোন রাফা বলেছেন: গ্রেট...আপনার জানার গন্ডি বিশাল । আর উপলব্ধি আরো ব্যপক। হাসিনা ভক্ত কিন্তু অন্ধ না। খুব ভালো বুঝতে পারেন কে ভক্ত, কে কর্মী আর কে সুবিধাভোগী চাটুকার ।
ব্যখ্যা দেওয়ার জন্য আবার ধন্যবাদ,আ.যুবরাজ।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৪
ক্লোন রাফা বলেছেন: এখন আপনাদের সবাইকেই স্বৈরাচারী মনে হবে। কারন কাঠের চশমা চোখে থাকলে এমনি হয়। আপনার মনে হচ্ছে সব কিছু ফকফকা। এরা বিদায় নিলে বুঝতে পারবেন! এদের চরিত্র ফুলের মত কিনা।আর প্রকৃতপক্ষেই সব কিছু বলা যাচ্ছে কিনা।
হয়েছেতো অনেক দুস্কর্ম আর অপকর্ম । আর সবাই সেটা আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যবহার করেই করেছে! সেই জন্যই তো আজকের পরিনতি ।
শুধু পর্দার অন্তরালে যা হয়েছে তা দেখেননি আপনি । কারণ সেই বিবেক বুদ্ধি নেই । আমেরিকা আর সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখেন নাই! অপেক্ষায় থাকুন সব কিছু দেখতে পাবেন ইংশাআল্লাহ্।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।
ধন্যবাদ, রা. হাসানের সমালোচনায় মুখরিত হয়ে উঠার জন্য ।✌️
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৭
আঁধারের যুবরাজ বলেছেন: হয়েছেতো অনেক দুস্কর্ম আর অপকর্ম । আর সবাই সেটা আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যবহার করেই করেছে!
- জি আওয়ামীলীগের কর্তারা সব "দরবেশ " তেনারা বদমাশদেরকেও ( দলদাস ) ফেরেস্তা ভাবতেন !
শুধু পর্দার অন্তরালে যা হয়েছে তা দেখেননি আপনি । কারণ সেই বিবেক বুদ্ধি নেই ।
- সাধারণ মানুষদের কি আর বিবেক আছে বলুন ? তা না হলে কি আর আপনার আপাকে পালতে হয় ?
আমেরিকা আর সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখেন নাই!
- জি , আমরা ইন্ডিয়ার হস্তক্ষেপও দেখেছি ! আপনাদের কাছে সেটা মিষ্টি ছিল , সাধারণদের কাছে সেটাই তিক্ত ছিল। এখন আমেরিকার এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখছি ,যা আপনাদের কাছে তিক্ত বাকিদের সবার কাছে মিষ্ট !
অপেক্ষায় থাকুন সব কিছু দেখতে পাবেন ইংশাআল্লাহ্।
- আপনাদের হুমকি আমি দেখেছি ভিন্ন পোস্টে। এক দানবকে যারাই সরিয়েছে তাদেরকে দেশের মানুষ সাধুবাদ জানিয়েছে , পুনরায় কেউ দানব হলে তাকেও সরাবে।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৬
ক্লোন রাফা বলেছেন: আপনার আওয়ামিলীগ আর কাউয়া কাদেরের হাইব্রিড আওয়ামী লীগের মিল খুঁজে পাইছি আমি। ক্ষমতার বলয়ে থাকা আওয়ামী লীগই আপনার আওয়ামী লীগ। চোর , ডাকাত লুটেরা দেখেন শুধু ।
নির্লোভ , নিরহঙ্কার আর নিস্পাপ সাধারনদের আওয়ামিলীগ থাকতেই পারেনা ! কারন সব ফেরেস্তা হইলেন আপনারা আর আওয়ামী লীগের বিরোধী অপশক্তি ।বর্তমান সরকার তো ফেরেস্তাদের ফেরেস্তা‼️
ধন্যবাদ, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে প্রকৃত দেশপ্রেমিক জনগণ । ইতিহাস বিদায় বলেনা, বলে আবারো দেখা হবে ।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৫
রাকু হাসান বলেছেন:
আমেরিকা আর সেনাবাহিনীর হস্তক্ষেপ দেখেন নাই!--তৃতীয় বিশ্বের দেশগুলো পরাশক্তিদের হস্তক্ষেপের বাইরে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই বাংলাদেশ মেরুদণ্ড নিয়ে বেড়ে উঠুক। নিজেদের সেরাটা আদায়ে দরকষাকষি করুক। আপনি আমেরিকা ও সেনাবাহিনীর অজুহাতে একটি জনতার গণ অভ্যুত্থানকে ছোটই করা হবে। আপনার ভিন্নমত থাকতেই পারে। ভালো থাকুন সেই মত নিয়ে।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:১৪
ক্লোন রাফা বলেছেন: আপনি স্বাধীনতা ২.০ নিয়ে ভালো থাকুন Click This Link
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:০০
আঁধারের যুবরাজ বলেছেন: আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে প্রকৃত দেশপ্রেমিক জনগণ । ইতিহাস বিদায় বলেনা, বলে আবারো দেখা হবে ।
- আওয়ামীলীগ জনগণের তোয়াক্কা করলে ভোট চুরি করতো না ! " আমি ইন্ডিয়ার প্রার্থী " এই দম্ভোক্তি করতো না ! প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই কথা হাস্যউজ্জল মুখে বলতো না যে , আমি ইন্ডিয়াকে বলে এসেছি আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে। ১৯৯৬ এর মতো জনগনের কাছে গিয়ে ক্ষমা চাইতো , তাদেরকে ভোট দিতে অনুরোধ করতো।
দেশের মানুষ আপনাদেরকে আপাতত বিদায় বলেছে এটা মেনে নিন। বেশি কষ্ট লাগলে আপনাদের মমতাজের একটা গান আছে " ..ফাইট্টা যায় " ঐটা শুনেন না হয় আজম খানের "জ্বালা জ্বালা এই মনেরই .. " গান শুনতে পারেন !
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:১১
ক্লোন রাফা বলেছেন: আপনার জন্য Click This Link
১৭| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজ শুয়ে শুয়ে একটি বিষয় চিন্তা করে দেখলাম- ইমরান খান এবং শেখ হাসিনার মধ্যে একটি মিল আছে!
উভয়েই প্রকাশ্যে আমেরিকার বিরোধিতা করে তীব্র বাক্য বান ছুড়েছিলেন।
সেটার ফলাফল দু'জনেই পাচ্ছেন ।
সত্যিকার অর্থে আমেরিকার বিরোধিতা করে তৃতীয় বিশ্বের কেউই ক্ষমতায় টিকে থাকতে পারেন বলে মনে হয় না।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ৩:২৪
ক্লোন রাফা বলেছেন: শুধু এই একটি কারনই যথেষ্ট লুটেরাদের জন্য নয় । সাধারন মানুষের কল্যাণে কাজ করার কোন বিকল্প নেই। সবাই বেঈমানি করলেও মেহনতি জনগণ বিশ্বাস ঘাতকতা করেনা।
ধন্যবাদ,মো.সা.হোসেন ।
১৮| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:১৩
আমি নই বলেছেন: আপনার পোষ্টটি পড়ে আমার খুব হাসি পেয়েছে, সত্য বললাম মাইন্ড কইরেন না।
যে সময়য়টা আপনাদের উচিৎ আত্বসমালোচনা করা, ভেবে দেখা কেন এমন হলো, খোজা আওয়ামী লীগ সত্যিই সাধারন জনগনের দল হলে সাধারন জনগন কেন পাশে দাড়ালোনা? উল্টা আপনারা আরো ভয়ংকর ভাবে ফিরে আসার প্লান করতেছেন, গ্রামে-পাড়া-মহল্যায় খুজে খুজে আন্দোলনকারীদের হত্যা করার কথা বলতেছেন (চটি পিয়াল-সাদ্দামের ভিডিওতে শুনেছি)। আন্দোলনকারীরা আমেরিকা থেকে আসে নাই, তারা এদেশেরই সন্তান, তাদের হত্যার প্লান করলে আপনাদের জনপ্রিয়তা বাড়বে ভেবেছেন? অবস্য আপনারা কবেই বা জনগনের মতের মুল্যায়ন করেছেন।
পোষ্টে অনেক অভিযোগ দিলেন, সত্য হলে অবস্যই প্রতিবাদ জানাতে হবে কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে আপনারা কি করেছেন। আপনার দেয়া প্রতিটা অভিযোগ যদি সত্যও হয় তবুও আপনারা এদের চাইতে হাজার হাজার গুন বেশি করেছেন এটাও পাবলিক জানে।
প্রমান ছারাই অভিযোগ করা, হুমকি দেয়া আর রিপাবলিক বাংলার মত গুজব ছরানো বাদ দিয়ে আত্বসমালোচনা করুন, তাহলে অন্তত এটা বোঝা যাবে আপনারা আসলেই দেশপ্রেমিক।
আর একটা কথা প্রকৃত দেশপ্রেমিকরা কখনই কোনো অবস্থাতেই ভিনদেশের তল্পিবাহক, আজ্ঞাবাহী কাউকে ক্ষমতায় বসানোর জন্যে রাস্তায় নামবেনা। যারা নামবে তারা প্রকৃত দেশপ্রেমিকই নয়।
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:১৯
ক্লোন রাফা বলেছেন: সব পর্যবেক্ষণের ফলাফল । ভুল হলে শুদ্ধ করে দিন।
ধন্যবাদ, আ. নই। আপনার মুল্যবান সময় ব্যয় করে পড়ে মন্তব্য করার জন্য
https://www.facebook.com/share/r/1BpLaQfXML/?mibextid=wwXIfr
০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:২০
ক্লোন রাফা বলেছেন: Click This Link
১৯| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:৩২
আমি নই বলেছেন: লেখক বলেছেন: সব পর্যবেক্ষণের ফলাফল । ভুল হলে শুদ্ধ করে দিন।
ধন্যবাদ, আ. নই। আপনার মুল্যবান সময় ব্যয় করে পড়ে মন্তব্য করার জন্য
https://www.facebook.com/share/r/1BpLaQfXML/?mibextid=wwXIfr
উনি অভিযোগ করেছেন ডঃ ইউনুসের প্রেস সেক্রেটারির সামনে, গুড। এটাইতো চাই, যার যে সমস্যা সেটা সরাসরি সামনে বলবে।
০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২৩
ক্লোন রাফা বলেছেন: নিচে আপনার প্রতি মন্তব্য ⬇️
২০| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২২
ক্লোন রাফা বলেছেন: যাক একজন অন্তত পেলাম যে লিংক থেকে ঘুরে এসে মতামত জানায়!
ধন্যবাদ, আ.নই ।
আমি যথা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করি ব্লগে কিছু বলার পুর্বে। যেহেতু আমি মানুষ আমার ভুল হোতেই পার। এবং সেই ভুলটুকু স্বীকারের সৎ সাহস আছে , ইংশাআল্লাহ্.
২১| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবিতে যাদেরকে লাল মার্ক করেছেন তারা কারা??
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
ক্লোন রাফা বলেছেন: ৭.৬২ স্নাইপার রাইফেল ব্যবহারকারি কিলার গ্রুপ।
২২| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিয়া এরশার খালেদা যতটা না অন্যায় করেছে তার কয়েগুন বেশি অন্যায় করেছে হাসিনা। হাসিনার মতো কেউ এতো মানুষ হত্যা ও গুম করেনি। গুম হয় বাংলাদেশে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে, কী আশ্চর্য!
হাসিনার মতো এতো অর্থও কেউ পাচার করেনি। তার আমলা মন্ত্রী, এমপি, নেতা, পাতি নেতা , ধেরে নেতা, তেড়ে নেতা সবাই কোটি টাকার মালিক। কোটি বললে ভুল হবে যেটাই ধরা পড়ে সেটাই কমপক্ষে শতকোটি টাকার মালিক! হাসিনার কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক! এগুলো আপনারা কেন বলেন না? নিরপেক্ষ বলে কেউ নেই তাই বলে এতো অন্ধ হলে চলবে কীভাবে?
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৯
ক্লোন রাফা বলেছেন: আপনার পরিমাপের মাধ্যম কি⁉️কিভাবে নির্ণয় করলেন অপরাধের মাত্রা ⁉️ দুর্নীতি হয়েছে এটা’তো শেখ হাসিনাই হাজার বার বলেছে । সেই জন্যই তো আজকের পরিনতি ভোগ করছে ‼️কিন্তু হাসিনার চুরি কিংবা দুর্নীতির প্রমাণ কি? অন্তত এক টাকার হোলেও একটা প্রমাণ দিন। আমি জিবনেও তার পক্ষে কথা বলবোনা। ভিজিবল প্রমান দিবেন। ঠিক খালেদা জিয়ার যেমন দিয়েছে ডকুমেন্টেড, তারেক জিয়ার মত প্রমান দিবেন/ যেমন এফবিআই বাংলাদেশের কোর্টে এসে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছে। তারেকের ছোট ভাইয়ের পাচারকৃত অর্থ সিঙ্গাপুর থেকে ফেরত এনে দেখিয়েছে বিগত সরকার । ঠিক তেমন প্রমাণ দিন অন্তত একটা।
এই যে ৪০০ কোটি বলেন আর শত শত হাজার কোটির কথা বলেন। এগুলো হাসিনা বলেছে বলেই জেনেছেন। অভিযোগ আর প্রমাণিত সত্য এক কথা নয়।
জিয়া, কিংবা এরশাদ কোন ক্যাটাগরিতে প্রেসিডেন্ট হয়েছিলো ‼️ এই একটি অপরাধের বিচার করলে আজীবন জেলে থাকতে হয় তাদের। ন্যায় থেকে সবচাইতে বেশি খুন করেছে জিয়া। তার শাসন কালে ২০টির বেশি ক্যু হয়েছে।কিন্তু হাসিনার একটি অন্যায় খুনের পক্ষে নই আমি। যে কোন খুনের সাথে তার সংশ্লিষ্টতার প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। কিন্তু সেটা করতে হবে আইনের মাধ্যমে ।
আশা করি উত্তর পেয়েছেন।শুধু হুক্কা হুয়া বলে হুজুগে চিৎকার করলেই মিথ্যা সত্য হয়ে যায়না। এটা হলো জামাত/শিবিরের পদ্ধতি সত্য মিথ্যা প্রমাণ না করে বিতর্কিত করার অপচেষ্টা করে এই দলের প্রতিটি কুলাঙ্গার!আশা করি সেই পথে হাঁটবেন না ।
ধন্যবাদ ॥
২৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২২
ক্লোন রাফা বলেছেন: আপনার প্রতিক্রিয়া কি জানান।
নব্য রাজাকার খুঁজে পাওয়া গেলে জানাবেন ।
ধন্যবাদ ॥
২৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৬
হাসান রাজু বলেছেন: কংগ্রেস আর আঃ লীগ এক হইলো।
মনিবের সাথে গোলামের তুলনা হয়।?
কংগ্রেস হল স্বাধীনতার জন্য লড়ে যাওয়া সৈনিক।
আঃ লীগ হল স্বাধীন দেশটাকে বিকিয়ে দেয়া লুটেরা গ্রুপ।
কংগ্রেস দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটা আদর্শ দল।
আঃ লীগ একটা স্বৈরতন্ত্র / বাকশাল প্রতিষ্ঠা করা স্বেচ্ছাচারি দল।
কংগ্রেসের কাছে দেশ আগে।
আঃ লীগের কাছে ভারত আগে।
কংগ্রেস কুত্তা পালে।
আঃ লীগ কুত্তা হয়ে চাটে
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৮
ক্লোন রাফা বলেছেন: করে মনিব আর কে গোলাম⁉️অপদার্থের মত কেন মন্তব্য করে ‼️কংগ্রেসের সমসাময়িক আওয়ামিলীগ। বৃটিশ বিরোধী আন্দোলনেও ভুমিকা আছে এই দলের। পাকিস্তান সৃষ্টির কৃতিত্বও আছে।কিছুটা লেখাপড়ার প্রয়োজন আছে আপনার।ভারতিয় মন মানসিকতার অসুস্থ মানুষ আপনার মত কথা বলে‼️
বাকশাল কি আপনি জানেন? বাকশালের শাসনামল কি প্রতিষ্ঠা হয়েছিলো বাংলাদেশে! যা শুরুর পুর্বেই শেষ হয়ে গেছে তা নিয়ে কথা বলতে আসছেন ! জানেনইনা বাকশাল কি কেনো করা হয়েছিলো‼️অন্ধের মত চিলের পেছনে দৌড়ানো মূর্খ। হিন্দুদের পর আওয়ামিলীগ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মৃত্যুবরণ করেছে সবচাইতে বেশি। দেশের জন্য প্রয়োজন হোলে আবার এই আওয়ামিলীগ সবার আগে যুদ্ধে যাবে। আওয়ামিলীগ ইতিহাসের পরিক্ষিত রাজনৈতিক শক্তি। আওয়ামিলীগেরও অন্যায় বিচ্যুতি প্রচুর। ঠিক তেমনি জাতিয় রাজনিতিতে ভূমিকাও প্রচুর। উপমহাদেশের ইতিহাসে আওয়ামিলীগ সব সময় আলোচনায় থাকবে।
কুকুর সবাইকে কুকুর মনে করে । ৭১-এ নরপিশাচ ছাগল বিদায় করেছি এবার কুকুর বিদায় করতে হবে।
২৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাদর চিন্তায় মরিচিকা ধরেছে। ওরা তরুন, ওদের হাতে দেশ নিরাপদ থাকবে। শুকুনরা বিদায় হয়েছে, কিছু শুকুন আবার ফিরতে চায়।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯
ক্লোন রাফা বলেছেন: ওঁরা তরুন না । ওরা জামাত,শিবির আর জঙ্গিদের হাতিয়ার । ওরা প্রচন্ড লোভী আর হিংসাত্মক প্রাণি বিশেষ। ওরা সুযোগ সন্ধানি , সুযোগের অভাবে সৎ মানুষের অভিনয় করা ভন্ড।তবে আশার কথা এই,ওরা সংখ্যায় অতি ক্ষুদ্র অংশ।
লেখাপড়া বাদ দিয়ে সব কাজে নাক গলানো প্রজাতি। মুল কাজ হলো পড়ালেখা করা অথচ সেটা বাদ দিয়েছে ওদের সিলেবাস থেকে।
ধন্যবাদ, স্বজাতির পক্ষে দাঁড়ানোর জন্য ‼️
২৬| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশ মোটামুটি গোছানো একটা দেশ। দুর্নীতি চরম মাত্রায় বেড়েছিল; এটা সত্যি। কিন্তু আইনশৃঙ্খলা কি বর্তমানের মতো ভয়াবহ ছিল? অথচ এখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই যাচ্ছে না। মোটামুটি গোছানো একটা দেশেই যদি এই অবস্থা হয়, তাহলে একাত্তর পরবর্তীতে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় কেমনে এত সুশাসন আনা সম্ভব হতো যখন চারদিকে অস্ত্র ছড়ানো ছিটানো, যখন লোকজন লোকজন খেতেপরতে পারছিল না? কয়েক জায়গায় দেখলাম লোকে জাসদকে, সর্বহারাকে মহান করছে। যারা এসব করছে তারা কি ভুলে গেছে ওই সময় এদের কাজকর্ম কী ছিল?
০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৪
ক্লোন রাফা বলেছেন: ভুল পথে হেঁটে সঠিক গন্তব্যে পৌঁছানো গেলেও সেটার মুল্য দিতে হয় প্রচুর। অনেক সময় সেই ক্ষতি পুরন করাও অসম্ভব হয়ে যায়। যারা ৭১-এর পরবর্তী প্রেক্ষাপট আলোচনা বা পর্যালোচনা করে । তারা বর্তমানের অবস্থা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে । ন্যুনতম জানার আগ্রহ বা প্রয়োজনিয়তা অনুভব করেনা।
আঙুলের টিপে সমাধান পাওয়া প্রজন্মের এত ধৈর্য্য কোথায়⁉️এরা খলনায়ককে নায়কের মর্যাদায় প্রতিষ্ঠিত করে!আর পরীক্ষিত নেতা কে নির্বোধ মনে করে অসন্মান করার সাহস দেখায়।নিজেরাই নিজেদের পতন অনিবার্য করার প্রতিযোগিতা করছে।দেশ এবং নিজেদের মানুষ নিয়ে হীনমন্যতায় ভুগছে। কাজেই এদের দিয়ে আর যাই হোক দেশ এগিয়ে যাবেনা নিশ্চিত ।
ধন্যবাদ, রু.বি.সাধু । অনেকদিন পর মন্তব্য করলেন মনে হয় আমার লেখায়!
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৪
আমি সাজিদ বলেছেন: রাজনৈতিক মন্তব্যে যাবো না। তবে এই লাল মার্ক করা লোকগুলোকে? এদের দেখে সাধারণ মনে হচ্ছে না। নিচে ক্যাপ পড়া যুবকটি বিশেষ করে।