নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

গ্রামীন ব্যাংক কোথায় নিচ্ছে ‼️ নোবেল বিজয়ী ড.ইউনুস⁉️

১১ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৫





সুযোগের অভাবে সততার পরিচয় দেওয়া এক প্রকার ভন্ড সুশীল এরা! গ্রামীন ব্যাংক নিয়ে তার নতুন চক্রান্ত শুরু করে দিয়েছেন।অর্থনীতির সংস্কার করতে গিয়ে আইএমএফের প্রেসক্রিপশন প্রয়োগ করা হচ্ছে । সাধারণ মানুষের নাভিশ্বাস আরো বৃদ্ধির জন্য একশত পন‍্যের উপর ট‍্যক্স বৃদ্ধি করা হয়েছে । আর্থিক বছরের মাঝামাঝি কোনভাবেই কাম্য নয়।বিগত সরকারের সময় আর্থিক এবং ব‍্যাংক খাতের দুর্নীতি ছিলো লাগামহীন! বর্তমানেও তা থেমে নেই বলেই কোন পরিবর্তন নেই ।বরং নতুন উদ্যোগে লুটপাট করা হচ্ছে ।

তার একটি হোচ্ছে এই গ্রামীণ ব্যাংক । ড.ইউনুস গ্রামীন ব্যাংক নিয়ে সাধারণ মানুষকে। একটি বিষয় প্রতিষ্ঠিত করতে পেরেছেন । যে গ্রামীন তার নিজস্ব তহবিলের মাধ্যমে ব‍্যক্তিগত উদ্যোগ! প্রকৃতপক্ষে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত।এর আইডিয়া টুকুই শুধু তার। এরশাদের আমলে ৮০/৮১সালে ৬৫% বিনিয়োগে সরকারের অংশীদার ছিল। বাকি ৩৫ শতাংশ ছিল পাবলিক ইনভেস্টমেন্ট। এই ব্যাপারটাই কখনও আলোচনায় আসেনি । প্রকৃতপক্ষে সবাই জানে যে এটা তার ব্যক্তিগত প্রজেক্ট ।আসলে আমাদের ট্যাক্সের টাকায় এই ব‍্যাংক।এই ব‍্যাংকের টাকায় প্রতিষ্ঠিত হয়েছে আরো অনেক প্রতিষ্ঠান। সেই টাকা ট্রান্সফারের হিসেবেই ছয় শত কোটি কর ফাঁকি দিয়েছে। যা দিতে বাধ্য ছিলো সরকারের কাছে । সেই মামলা প্রত্যাহার করা হয়েছে প্রথম সুযোগে।এবং এটা পুরোপুরি অন্যায়।


২০১৩ সালে আওয়ামিলীগ, সরকারি অংশ ২৫% নির্ধারণ করে। বাকি ৭৫% সাধারণ জনগণের জন্য নির্ধারিত করে নতুন আইন পাশ করে।এবং পরিচালনা পরিষদে সরকারের ৩জন প্রতিনিধি থাকার আইন পাশ করে ।
এখন সবার অগোচরে ২৫%-এর স্থলে ৫% করা হয়েছে সরকারের অংশ । সরকারি প্রতিনিধি ৩জনের স্থলে ১জন করা হয়েছে। অর্থাৎ পুরোপুরি কব্জা করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন! তার মত নোবেল বিজয়ী এমন কুৎসিত কাজ করা সম্ভব ‼️আসলে যে লংকায় যায়, সেই রাবণে পরিনত হয়।কাজেই আমি মনে করি তার সততা পুরোটাই ভন্ডামি ছাড়া কিছু নয়।ভাগ্য ভালো এই লোক আমদের নেতৃত্বে থাকবেনা।
সবাইকে সোচ্চার হতে হবে। যে যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। কথা বলুন এবং প্রকাশ করুন সকল অন্যায়ের বিরুদ্ধে।দেশের পরিস্থিতি পরিবর্তন করতে ভূমিকা রাখুন ।
ধন্যবাদ ॥

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৭

শার্দূল ২২ বলেছেন: কেমন আছেন রাফা?
আমি ইউনুস সাহেবের এত পাটি গণিত বিজ গণিত বুঝিনা। আমি গ্রমের চা দোকানদার আলিকে বুঝেছিলাম সেদিন। যে ছিলো গ্রামীন ব্যংকের গ্রাহক। বেশ কিছুদিন হলো তার দোকান বন্ধ, মুদি দোকানের বাকি পড়েছে ১৫ হাজার টাকা তাই আর ভয়ে দোকান খুলেনা। সে গ্রামীন ব্যাংক থেকে ২০ হাজার টাকা লোন নিয়েছে । যেদিন টাকা হাতে পেয়েছিলো সেদিন নাকি হিসেব নিকেশ করে ১৩০০ টাকা রেখে দিয়েছে। আলি টাকার দিকে চোখ বড় বড় করে তাকাতে তাকাতে কোথায় এবং কতবার আঙুলের ছাপ দিয়েছে সে নিজেও জানেনা। ম্যানাজার বেটা যে বাংলা ইংলিশে কি বলেছে সেটাও সে বুঝেনি। বুঝার মধ্যে তিনটা শব্দই বুঝেছে । সুদ , কিস্তি আর শনিবার । ১৩০০ টাকা বাদ দিয়ে আলি ১৮৭০০ টাকা নিয়ে ফিরছিলো। পথেই গরু মাংসের দোকান পড়লো, মনে হলো ছেলে মেয়ে গুলো গত একবছর মাংস চোখে দেখেনি। মনে মনে যা হবার হবে বলে ২ কেজি মাংস সহ পোয়াতি বউএর জন্য আরো কিছু । হাতে রইলো ১৫৩০০। এই নিয়ে বাড়ি ফেরা। দোকান খোলা। মানুষ বাকি খায়। সপ্তাহ শেষে কিস্তি। আবার জমতে থাকে মুদি দোকানের বাকি। মাইক্রোক্রডিট কবে যে লার্জক্রেডিটে দাড়িয়েছে সুদে আসলে বুঝতেও পারেনি আলি বেচারা। ব্যাংকের লোক আসলে লুঙি তুলে খাল পেড়িয়ে দৌড় দেয়া ছিলো আলি ভাইয়ার প্রতি শনিবারের কাজ।

একদিন আমি গ্রামে যাই। পথেই আলি ভাইয়ার বাড়ি। গুড়ি গুড়ি বৃষ্টি । আলি ভাইয়ার বউ কোলের মধ্যে ২ মাসের বেবিকে আচল দিয়ে ঢেকে ব্যাংকের লোকটার পা ধরে কাঁদছে । আর কিছু লোক আলি ভাইয়ের ঘরে চাল (টিন) খুলছে । আমিও সেই লোকটাকে অনুরোধ করলাম । ২২ হাজার টাকার জন্য একটু সময় দিতে , শুনেনি। বৃস্টির দিন ২ মাসের বেবি সহ আরো ৩ টা বেবি নিয়ে কোথায় থাকবে পরিবারটি লোকটি ভাবতে রাজিনা। শেষে আমি পরিশোধ করে দেই।
আমাদের গ্রামের এই একটি পরিবার ইউনুস সাহেব থেকে স্বপ্ন কিনেছিলো, যারা যায়নি তারা সবাই উল্টো স্বপ্ন বিক্রি করে পেট চালায় । শুধু আলি ও তার পরিবারের মানুষ গুলো আজও স্বপ্ন বস্তা মাথায় নিয়ে দুঃস্বপ্নের রাস্তায় এলোমেলো হাটছে।

যারা বলে ইউনুস বাংলাদেশ বদলেছে কিংবা বদলাবে তাদের কারো সামনে আলিরা পড়েনি বা কেউ আলিদের খোঁজ নেয়নি।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪০

ক্লোন রাফা বলেছেন: সবাইকে নিয়ে ভালো থাকার যে আনন্দ।তা মনে হয় অধিকাংশ বাংলাদেশী মানুষের নেই। পুরো দেশের মানুষ একটা কঠিন সময় অতিক্রম করছে । এমনিতে ভালো আছি ।
আলী’দের বাস কোন গ্রামে । তাই শহরের মানুষের তেমন মাথাব্যথা নেই এদের সমস্যায়। এরকম প্রচুর আলী , নুরজাহান, মোসলেম, রহিমা’রা জানে ক্ষুদ্র ঋণের যন্ত্রণা। এতদিন দরিদ্র মানুষের রক্ত শোষণ করেছে । এখন পুরো দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে ।
কোর্টে বিচারের মাধ্যমে প্রমানিত হওয়ার পর ।করের টাকা আত্মসাৎ করা মানুষ কোনদিন সৎ হতে পারে না । এবার পুরো গ্রামীন ব্যাংকের দলবল নিয়ে লুটপাট করা হচ্ছে! অন‍্যদিকে সমন্বয়ক নামক কিছু পোকা মাকড়ের, দুর্নীতির পথকে মসৃণ করতে কাজ করছে এই গ‍্যাং সরকার।
আরো বেশি লুটপাটের পুর্বে প্রতিবাদ করতে হবে, প্রত‍্যেকের অবস্থান থেকে। সবাইকে একত্রিত হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাই ।পাশাপাশি দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করলে আমরা আরো বেশি ভুমিকা রাখতে পারবো ।
ধন্যবাদ,শার্দুল ২২॥

২| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৭:২৯

কামাল১৮ বলেছেন: স্বপ্ন বাস্তবায়িত হয়েছে হিলারির আর ইউনুসের ভাগ্যে জুটেছে নোবেল।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৬

ক্লোন রাফা বলেছেন: ২০০১ সাল থেকে আমেরিকা উনাকে ইমপ্লান্ট করার জন্য কাজ করছে । ফাইনালি ২০২৪ এসে সাক্সেস হয়েছে তারা! হাসিনা সেই পথ প্রসস্থ করে দিয়েছেন। সব অযোগ্যদের ক্ষমতায়ন করেছে। লুটপাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। নির্বাচন নিয়ে এক ধরনের বালখিল্য করেছে ।
২০১৮’তে একটি ভালো নির্বাচন করতে পারলে । ২০২৪ -এ এমন ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছেড়ে যেতে হতোনা ।
প্রতিবাদ করুন নিজের অবস্থান থেকে। এদের লুটপাট বন্ধ করতে সোচ্চার হোন ।সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আবার ।
ধন্যবাদ, কামাল ১৮॥

৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৭

শায়মা বলেছেন: গ্রাম থেকে যত কাজের মহিলারা আসে বলে কিস্তির টাকা শোধ করার চেষ্টায় ঘরবাড়ি ছেড়েছে। :(

এই টাকা মনে হয়না এই জীবনে তাদের শোধ করা হবে। :(

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১০

ক্লোন রাফা বলেছেন: গ্রামীন ব্যাংকের ঋণ গ্রহীতাদের মধ্যে ৯০% মহিলা। পুরো পরিবার ধ্বংস করার মিশন এই ক্ষুদ্র ঋনের ফাঁদ!

বাংলাদেশের টাকা পাচার করার কারিগর ড...ইউনুস।বিদেশি অর্গানাইজেশনে ডোনেশনের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন তার প্রভুদের সাথে । বাংলাদেশের টাকায় গড়া হয়েছে বিভিন্ন দেশে গ্রামীণ ব্যাংকের শাখা ‼️ আবার তিনি তা গর্বের সাথে প্রচার করে!

রুখে দিতেই হবে সম্রাজ‍্যবাদের ভয়ংকর চক্রান্ত।এখন থেকেই সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি ।

ধন্যবাদ, শায়মা ॥

৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূসের উচিত ছিলো আরো ভালো জ্ঞানী ব্যক্তি উপদেষ্টা পরিষদে নিয়োগ দেয়া। লটারির মতো নিয়োগ দিয়েছে।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২২

ক্লোন রাফা বলেছেন: কারন উনাকেই নিয়োগ দিয়েছে প্রভুরা । কাজেই ভৃত‍্য’তো তার প্রভুদের ডিক্টেশনেই কাজ করবে । বিন্দুমাত্র দেশপ্রেম নেই এদের! কাজেই দেশের মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তাদের নেই । একে অপরকে সহযোগিতার জন্য সৃষ্টি হয়েছে এই সরকার । লুটপাটের নতুন সংস্কৃতি তৈরি করছে তারা ।

প্রতিবাদে মুখরিত হোন। প্রতিবাদ করুন প্রতিটি অন্যায়ের, অপরাধের ও সর্বোপরি দুর্নীতির। ভারত প্রীতির স্থানে যেনো আমেরিকার দালাল না হয়ে যায় ।আমরা আমাদের যা আছে তাই নিয়ে মুক্ত থাকতে হবে ।
ধন্যবাদ, সৈ.কুতুব।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৭

শিশির খান ১৪ বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে গ্রামীণ ব্যাংক আওয়ামীলীগের হাতে শুরু হওয়া প্রতিষ্ঠান। আপনাদের আওয়ামীলীগের নেতা নেত্রীরা ব্যাংক থেকে বেনামে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে।একেক জন সাংসদ শত শত কোটি টাকার দুর্নীতি করেছে এখন সেই অর্থ থেকে বিনা সুদে গরিব মানুষকে ঋণ দেন তে হইলে তো হয়। গরিব মানুষের তখন আর গ্রামীণ ব্যাংক এ যাওয়া লাগবে না। গ্রামীণ ব্যাংক অটো ডেড হওয়া যাবে। শায়মা আপুর যখন এতো মায়া লাগতেছে উনি কেনো উনার কাজের বুয়াদের ঋণ শোধ করে দিচ্ছেন না পরে বেতন থেকে কেটে নিয়েন।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

ক্লোন রাফা বলেছেন: আমার লেখায় স্পষ্ট বলা হয়েছে এরশাদের হাতে শুরু হয়েছে এই ব‍্যাংকের যাত্রা! মুল অংশীদার সরকার। প্রচারের মাধ্যমে পুরোপুরি নোবেল জয়ী’র প্রতিষ্ঠান করা হয়েছে ‼️দুর্নীতি করেছে বলেই তো আজকের পরিনতি । তাদের প্রত‍্যেকের বিচার দাবি করছি। তাই বলে এখন যারা দুর্নীতি করছে তার প্রতিবাদ করবোনা⁉️
বর্তমান সরকারের দায়িত্ব বিগত সরকারের সকল দুর্নীতির বিচার করা । এবং টাকা উদ্ধার করা । আমি প্রত্যেক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার পক্ষে।
শুধু শায়মা কেন প্রত‍্যেকের অধিকার আছে প্রতিবাদ করার । যেখানেই অন্যায়,অপরাধ কিংবা দুর্নীতি সেখানেই সোচ্চার হতে হবে ।
আর কোন ছাড় নয় । ছাত্র , সমন্বয়ক , উপদেষ্টা বা নোবেল জয়ী হলে কি সব মাপ হয়ে যাবে ⁉️

আপনার ও উচিত প্রতিবাদ করা ।ধন্যবাদ, শি. খান ১৪॥

৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৪

বাকপ্রবাস বলেছেন: ইউনুস এর সমালোচনা হোক এবং কাম্য, তবে সেটা লীগ এর সাথে তুলনা করে নয়, লীগকে সততা দেশপ্রেম এগুলো দিয়ে বিবেচনা করিনা, ওরা ভারতিয়।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭

ক্লোন রাফা বলেছেন: আমি’তো আওয়ামিলীগের সমর্থক এবং শুভানুধ্যায়ী । তাহলে কি আমি ভারতীয় ⁉️বাহ বেশ ভালো ক্রাইটেরিয়া ভারতীয় চেনার।
তাহলে বিপরীত মতাদর্শে বিশ্বাসীরা কি পাকিস্তানের ⁉️আপনিও কি পাকিস্তানের ‼️

প্রতিবাদ করুন অন‍্যায়, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে । কোন দলের বিরুদ্ধে নয়! লক্ষ কোটি মানুষের দল আওয়ামী লীগ ।অপরাধীকে দল দেখে নয় তার অপরাধ দেখে বিচার করতে হবে । সবার নৈতিক দায়িত্ব দেশের জন্য কাজ করা ।
ধন্যবাদ, বাকপ্রতিবন্ধী ।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০০

বিষাদ সময় বলেছেন: ইউনুস যে খুব নীতিবান মানুষ নন সে কথা সত্য। কিন্তু এর চেয়ে হাজার গুন খাারাপ কাজ করা লোক আওয়ামীলীগেই ছিল। শেখ হাসিনার নিজের দলের দুর্নীতবাজদের পিছনে না লেগে্ শুধু শুধু ইউনুসের পিছনে লাগাটা উচিৎ হয়নি।

ড .ইউনুসের গ্রামীন ব্যাংকের কনসেপ্টটা একেবারে অভিনব কিন্তু দারিদ্র বিমোচনে সেটা বংলাদেশে তেমন সফল হয়নি।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯

ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনার আজকের পরিনতি কিন্তু সেই কারনে।
কিন্তু ড.ইউনুস অপরাধ করলে তার কেনো বিচার হবেনা ⁉️
এখন’তো আরো বেশি প্রতিবাদ করতে হবে তার অন‍্যায় অপরাধের। তারাই ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের সহযোগিতা করছে! কোন দুর্নীতিবাজ কেনো গ্রেফতার হলোনা‼️অবশ্যই সেখানেও কোন দুর্নীতি করেই পালানোর সুযোগ করে দিয়েছে!

প্রতিবাদে সোচ্চার হোন॥ প্রতিবাদ করুন অন্যায়ের বিরুদ্ধে । দল দেখে নয় । অপরাধের বিচার করতেই হবে অপরাধীর।
ধন্যবাদ, বি.সময়॥

৮| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৮

সৈয়দ কুতুব বলেছেন: শিশির খান@আপনার সাথে একমত।

৯| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৭

শায়মা বলেছেন: ৫. ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৭১

শিশির খান ১৪ বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে গ্রামীণ ব্যাংক আওয়ামীলীগের হাতে শুরু হওয়া প্রতিষ্ঠান। আপনাদের আওয়ামীলীগের নেতা নেত্রীরা ব্যাংক থেকে বেনামে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে।একেক জন সাংসদ শত শত কোটি টাকার দুর্নীতি করেছে এখন সেই অর্থ থেকে বিনা সুদে গরিব মানুষকে ঋণ দেন তে হইলে তো হয়। গরিব মানুষের তখন আর গ্রামীণ ব্যাংক এ যাওয়া লাগবে না। গ্রামীণ ব্যাংক অটো ডেড হওয়া যাবে। শায়মা আপুর যখন এতো মায়া লাগতেছে উনি কেনো উনার কাজের বুয়াদের ঋণ শোধ করে দিচ্ছেন না পরে বেতন থেকে কেটে নিয়েন।



আহারে কি আল্লাদ!
আমি কেনো দিতে যাবো!!!!!!!!

যারা লোভ দেখিয়ে আবার বিপদে ফেলে দিলো সেই লোভ দেখানো মানুষগুলোকে চিনতে শিখুক।

তোমারও তো দেখি দরদ উথলায় উঠছে ঐ লোন দিয়ে আরও বিপদে ফেলা মানুষগুলোর পক্ষে। যাও তুমি গিয়ে ওদেরকে বলো লোন না দিতে বা বিপদেও না ফেলতে। নইলে আমি জানবো তুমিও গরীবদেরকে বিপদে ফেলার দোসর!!! :(

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৬

ক্লোন রাফা বলেছেন: আমরা স্বাধীন দেশের নাগরিক । আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো, যে কোন অন্যায়ের বিরুদ্ধে ।
আমরা সাদা কে সাদা আর কালোকে কালোই বলবো ।
আমাদের দেশ এবং মানুষের পক্ষে কথা বলবোই ।

১০| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭

হাসান রাজু বলেছেন: হাসিনা বলেন।, গ্রামীণ ব্যাংক হাসিনারই আমলে, হাসিনারই দয়ায় প্রতিষ্ঠা হয়েছে। ততদিন সব ভাল ছিল যতদিন ভেবেছিল ওখান থেকে সুবিধা পাবে । যেদিন দেখল এই লোকতো তার মত দুর্নীতিবাজ অপদার্থ না। হাসিনার চেয়ে ঢের বেশি ব্যাক্তিত্ব সম্পন্ন, এবং অধিক যোগ্যতা সম্পন্ন। সেদিন থেকেই কত ভাবে নাজেহাল করা যায়। সেদিন থেকে সুদি ট্যাগ দিয়ে আওয়ামী কুত্তা লেলিয়ে দিয়েছে। যেখানে হাসিনার বোন সহ দলের সব রাগবরাই সুদি সব ব্যাংকের মালিক। তার উপর ব্যাংক ডাকাত। আর কুত্তা বললাম এই কারনে যে কুত্তার কাজই হল সহজ ব্যাপার গুলো ও বুঝবে না, শুধু নেত্রির মত ঘেউ ঘেউ করা।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৮

ক্লোন রাফা বলেছেন: হাসিনা সরকারের সময় রিফর্ম করা হয়েছিল এবং নতুনভাবে ফান্ড করা হয়েছিলো । কিন্ত গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠার সময় এরশাদের আমলে ।
সুদের হার করা হয়েছিল অতিরিক্ত । শুধু এই কারনেই অনেকে ফেইল করেছে। যা খুবই অস্বাভাবিক এবং অন‍্যায় বলে মনে করি আমি। গ্রামীন ব‍্যাংকের টাকা পাচার করেই ডোনেট করেছে ক্লিনটন ফাউন্ডেশনে। শুধু তাই নয় গ্রামীণ ব্যাংকের টাকায় প্রতিষ্ঠিত হয়েছে আরো প্রতিষ্ঠান । আমেরিকায় গ্রামীণ ব্যাংকের শাখা করেছে । সব কিছুই অস্বচ্ছ । কাজেই তার অপরাধের বিচার করা উচিত বলে মনে করি।

১১| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৩

আহলান বলেছেন: আমরা শুদ্ধ জীবন চাই, নিজে শুদ্ধ হতে চাই না।

১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৫

ক্লোন রাফা বলেছেন: একমত, শুরুটা করতে হয় নিজের ঘর থেকে । সেই কাজটা করিনা আমরা। আমরা প্রশ্ন করিনা বেতনের তুলনায় আমাদের জীবন যাপন নিয়ে ‼️নিজের মানুষের অন‍্যায় চোখে দেখিনা। অথচ সেটা দিয়েই শুরু করা উচিত আমাদের ।
ধন্যবাদ, আহলান ॥

শুরু হোক প্রতিবাদী কন্ঠ দিয়ে । উচ্চারিত হোক সময়ের সাথে । আর নিরবতা নয় ।

১২| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৭

হাসান রাজু বলেছেন: একটা সিনেমা আছে। নাম তার আবার তোরা মানুষ হ । এর সিকুয়াল হওয়ার সময় হয়েছে, নাম হতে পারে, এবার তোরা মানুষ হ ।

কত অভিযোগ রে বাবা ! সেই যে বলে আসছি নেত্রীর তালে তালে হুক্কা হুয়া, হুক্কা হুয়া ।
সুদের হার, টাকা পাচার, গ্রামীণ ব্যাংকের টাকায় প্রতিষ্ঠিত আরো প্রতিষ্ঠান, আমেরিকায় গ্রামীণ ব্যাংকের শাখা। এগুলো সবই হুক্কা হুয়া টাইপের কথা বার্তা।
সুদের হার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। হাসিনা সরকারের সময় রিফর্ম করা হয়েছিল এবং নতুনভাবে ফান্ড করা হয়েছিলো । কি দেখে করল তাহলে।
ড.ইউনুস এর টাকা পাচার একটা অপপ্রচার । বিশ্বাস যোগ্য? কেউ বিশ্বাস করবে? আর হাসিনা করে সে অভিযোগ ! বাহ !
গ্রামীণ ব্যাংকের টাকায় প্রতিষ্ঠিত আরো প্রতিষ্ঠান, আমেরিকায় গ্রামীণ ব্যাংকের শাখা করতে নিষেধ আছে কথাও ? কোনদিন বুদ্ধি বিবেক খাটিয়েছেন হাসিনার কথায় কথায় ঘেউ ঘেউ করার আগে ?

খুব ভাল করে চিন্তা করে দেখেন। আপনাদের গান শুনাইছে একটা, সেইটা শুনে এখনো ঘেউ ঘেউ করছেন। কিন্তু মামলা করছে কি ?
শ্রম আইনে। অভিযোগ কি? ক্যামনে কি ?
এইযে রিপোর্ট শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এসএম আরিফুজ্জামান।

মামলার নথি অনুসারে, আইএফইডি কর্মকর্তারা ২০২১ সালের ১৬ আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশকিছু লঙ্ঘন খুঁজে পান।

সেই বছরের ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির ৬৭ কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি।

এ ছাড়া, কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনো গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল তার পাঁচ শতাংশও পরিশোধ করা হয়নি।


মাথা খাটাইলে বুঝবেন, কত কষ্ট করা হইছে তার বিরদ্ধে অভিযোগ বের করতে। ও! মাথার ভেতরের জিনিস তো ওপারে। :D
সরকারি প্রতিষ্ঠান গুলোর চাকরি স্থায়ী করনে, হয়রানি। লভ্যাংশ না দিতে লস দেখানো। পেনশনের টাকা নিয়ে নয় ছয়। এগুলোর খবর তো পান হর-হামেশা। মামলা হতে শুনেছেন এ জীবনে? আর বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও তে এ নিয়ে মামলা ! এটা এদেশে অকল্পনীয় । হাসিনা কি না পেড়েছে।

১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩

ক্লোন রাফা বলেছেন: টাকা পাচার করার চিত্র ক্রিস্টাল ক্লিয়ার । এ ব্যপারে কোন সন্দেহ নাই। শেখ হাসিনা খুব খারাপ । তার উদাহারন দেওয়া আপনাদের মত শুদ্ধ মানুষের চলেনা। কাজেই ঐ চ্যাপ্টার নিয়ে কথা বলার প্রয়োজন নেই।

লেবার কোর্টের কাজ কি বলেন’তো ⁉️ নিশ্চই শ্রমিকদের স্বার্থ রক্ষা করাই তাদের মুল কাজ। উন্নত দেশে সেটাই প্রত্যক্ষ করেছি আমি।তাহলে ইউনুস সাহেব সেটা বিচারিক প্রক্রিয়ায় সেটেল করলেন না কেনো‼️ ৬ হাজার কোটি টাকা মওকুফ কেনো করালেন⁉️
আগামি ৫ বছর তার প্রতিষ্ঠানকে কোন কর দিতে হবেনা। এটা তিনি আইন পাশ করিয়ে নিয়েছেন। এগুলো কিসের লক্ষন? সো আপনার সততার সার্টিফিকেট আপনার কাছে রাখুন।

আশা করি মন্তব্যে আবোল তাবোল কথা না বলে টু দয়া পয়েন্ট কমেন্ট করবেন। এত গার্বেজ লিখে এটেনসন নেওয়ার কোন অর্থ হয়না। ধন্যবাদ॥

১৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রফেসর সাহেবের সাথে আমার একটা ছবি আছে। নোবেল পুরস্কার লাভের পর তুলেছিলাম।
এখন এই ছবিটি ব্যবহার করে আমি একটি পোস্টার ছাপিয়ে জনগণের দোয়া পেতে চাই।

কাজটি কি ঠিন হবে?

১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩

ক্লোন রাফা বলেছেন: বাধাই করে বানিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারেন।
তাহলে চাঁদাবাজ সমন্বয়কদের থেকে রক্ষা পাবেন।।

ধন্যবাদ, মো.সা.হোসেন। ;)

১৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯

হাসান রাজু বলেছেন: @ মোহাম্মদ সাজ্জাদ হোসেন
ভুল পথ । এই পথে যার দোয়া পাওয়া যেত তিনি ওপারে। জনগণের দোয়া নিতে ভুলে গেসিলেন তিনি।

১৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: গ্রামীন ব্যাংক থেকে লোন নিয়ে লাখ লাখ মানুষ নিজের পায়ে দাড়িয়েছে।

১২ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫

ক্লোন রাফা বলেছেন: সেই লাখ লাখ মানুষ সাইদীর সাথে চাঁন্দের দেশে বাস করে⁉️আমি’তো দেখি কোটি কোটি ভিখারি উপহার দিয়েছে গ্রামীন ব্যাংক।

ধন্যবাদ , রা.নুর।

১৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



রাজীব নুর বলেছেন: গ্রামীন ব্যাংক থেকে লোন নিয়ে লাখ লাখ মানুষ নিজের পায়ে দাড়িয়েছে।

আমি উনার ভাই প্রফেসর ইব্রাহিম সাহেবের এনজিওতে কাজ করেছি।
এরা গরীব বা দারিদ্র লালন করে। গরীব গরীবই থাকে। মাঝখান থেকে অনেক নারীকে আত্নহত্যা করতে হয়েছে। আমাদের দোহারে এই রকম বেশ কয়েকটা আত্নহত্যার রেকর্ড আছে। নারী এই ঋণ নিয়ে নিজের পায়ে দাাঁড়ায় না। মরণ কে বরণ করতে এগিয়ে যায়।

১৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভুল পথ । এই পথে যার দোয়া পাওয়া যেত তিনি ওপারে। জনগণের দোয়া নিতে ভুলে গেসিলেন তিনি।

অনেকেই কোটা সংস্কার না করে উনার দোয়া নিয়ে এখন হেলিকপ্টার ছাড়া যাতায়াত করে না। এরা এখন অনেক দামী মানুষ। তাদের চলাচল করার জন্য অন্য কোন বাহন নেই।

১৮| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাকা যতই ময়ুরপুচ্ছ নিয়ে মাতলামি করুক
দিন শেষে সে কাকই থাকবে ।

১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫

ক্লোন রাফা বলেছেন: সেটাই ॥
ধন্যবাদ,স্বপ্নের শঙ্খচিল।

১৯| ১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৮

নীল আকাশ বলেছেন: যাক বুঝলাম আপনি আফসোস লীগের সদস্য।
হজম কিছুতেই হচ্ছে না।
আগামী বিশ বছর ধরে এভাবেই বদ হজম হবে। অভ্যাস করুন।

১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮

ক্লোন রাফা বলেছেন: সিরিয়সলি ‼️আপনি’তো কমেন্ট করলেন আনকোরা নবাগত ব্লগারের মত।
কিন্তু আপনি’তো তা নন‼️

নাকি লাল স্বাধীনতা উদযাপনে লাল পানির পরিমান বেশি হয়ে গেছে⁉️

২০| ১২ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৫

নতুন বলেছেন: লোনের টাকা দিয়ে মাংস কিনে খেয়ে মাল বাকি দিয়ে ড: ইউনুস কে দোষ যারা দেয় তারাই দিনের শেষে নিজের নিবুদ্ধিতা আর অলসতার কারনে হওয়া ক্ষতি সৃস্টিকর্তার উপরে দিয়ে বসে থাকে।

গ্রামীন ব্যাংক যাদের লোন দেয় সাধারন ব্যাংক তাদের লোন দেবেনা। লোন নিয়ে সেটা শোধ করতে হবে, সেটার জন্য কাজ না করে ড: ইউনুসকে দোষ দিলে চলে?

আর আপনার কস্টের কারনটা বুঝতে পারছে ব্লগের সবাই ;)

১৪ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৫

ক্লোন রাফা বলেছেন: তাইলে আগে গোস্ত খাওয়াইয়া পরে লোন দেন। সহজ সমাধান‼️কারন এদের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করতেও সুবিধা। আজ পর্যন্ত দেখলামনা জাতিয় দুর্যোগে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে । আর উনি দুর করবেন দারিদ্র ।
যত দরিদ্র থাকবে উনার ব্যবসা ভালো চলবে!

আমার কষ্টের কারন আপনাদের মত অকৃতজ্ঞদের কারনে।
আমি আর আওয়ামিলীগ হোচ্ছে বাংলাদেশের। মারুক কাটুক যাই করুক ৭১/ বাংলাদেশকে আমাদেরকে পৃথক করা সম্ভব নয় ।
বুঝলে বুজপাতা আর না বুঝলে তেজপাতা‼️

আপনারা আর পুরাতন বানানো গেলোনা/ এইবার অন্তত রাজাকার পরিহার করেন।

২১| ১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৬

এইচ এন নার্গিস বলেছেন: খুব দুঃখে আছি। দেশটা ভালো নাই। এর চেয়ে কি খারাপ হতে পারে? গরীবের দারিদ্র নিয়ে ব্যাবসা এই গ্রামীণ ব্যাঙ্ক । ঘাড় থেকে কবে নামবে এরা ?

১৪ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০

ক্লোন রাফা বলেছেন: শুরু যেমন আছে শেষও আছে ।।
ইন্নাপালাহার ওয়ামাস সাবেরিন।
ধৈর্যের ফল মিষ্টি॥
Thanks,H.N. Nargis...

২৩| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০০

ক্লোন রাফা বলেছেন: সকল পোষ্টের কমেন্ট লোড হয়ে যাচ্ছে ৫/১০ সেকেন্ডের মধ্যে ।
কিন্তু এই পোস্টের কমেন্ট কেনো লোড হোচ্ছে না⁉️

ব্লগ টিমের দৃষ্টি আকর্ষণ করছি ‼️ অনুগ্রহ পুর্বক সমাধান করুন ।

ধন্যবাদ ‼️

২৪| ১৪ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩

নতুন বলেছেন: আমার কষ্টের কারন আপনাদের মত অকৃতজ্ঞদের কারনে।
আমি আর আওয়ামিলীগ হোচ্ছে বাংলাদেশের। মারুক কাটুক যাই করুক ৭১/ বাংলাদেশকে আমাদেরকে পৃথক করা সম্ভব নয় ।
বুঝলে বুজপাতা আর না বুঝলে তেজপাতা‼️

আপনারা আর পুরাতন বানানো গেলোনা/ এইবার অন্তত রাজাকার পরিহার করেন।


জামাত শিবির, রাজাকারে আমার এলার্জি আছে সেটা সবাই জানে।

আপনার মতন অনেকেই আছে যারা ক্ষদ্র ঋণের বিষয়টা বুঝতে পারেনাই।

আয়ামীলীগের মতন সকল রাজনিতিক দলই চাইবে দরিদ্রতা থাকুক নতুবা তারা মাইক বাজিয়ে খিচুড়ি খাইয়ে ছবি তুলে প্রচার করবে কি ভাবে। ;)

সংস্কৃততে একটা প্রবাদ আছে "ঋণং কৃত্বা ঘृतং पिबेत्। (Ṛṇaṁ kṛtvā ghṛtaṁ pibet.)

যারা ঋণের টাকায় ঘি খাবে সে সর্ব শান্ত হবে, তারপরে গ্রামীন ব্যাংকে দোষ দেবে।

এরা তো আর আয়ামীলীঘ করে না যে কোটি কোটি টাকা লোন নিয়ে খিলাফী হবে ;)

১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

ক্লোন রাফা বলেছেন: ক্ষুদ্র ঋনের বিষয়টা কি খুব কঠিন⁉️যদি কঠিন বলেন তাহলে আমি বলবো এর লক্ষ কোনদিন পুর্ন হবেনা। যাঁদের টার্গেট করে এই প্রকল্প তাদের কনভিন্স করার জন্য হোলেও সহজ করা দরকার। যদি লক্ষ হয় দারিদ্র দুর করা তাহলে প্রথম পয়েন্ট হবে ১/২% সুদে ঋন দেওয়া । দ্বিতীয় সব শর্ত হবে সহজ।তৃতীয় তাদের প্রজেক্ট বাস্তবায়নে সহযোগিতা করা। যে প্রজেক্টে রিস্ক আছে সেখানে ঋন না দেওয়া । আমার ধারনা গ্রামীণ ব্যাংক কোনটা করে নাই ।

রাজনৈতিক দলের মুল কাজ হলো মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা! তারা যদি দারিদ্র্য বিমোচনে কাজ না করে তাহলে সেটা রাজনীতি নয় অপরাজনীতি ।

আপনার রাজাকারের প্রতি এলার্জি আমার চোখে পড়ে নাই! আমার মনে হয় চেতনার কথা শুনলে গায়ে ফোস্কা পড়ে আপনাদের ।
এই বিজয় দিবসেই অনেকটা প্রমাণ হয়ে গেছে ৭১কে কতটা ধারন করে আওয়ামীলীগের বিপরীতে আছেন যারা‼️

ধন্যবাদ , নতুন ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.