![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
বঙ্গবন্ধু তার তার মহানুভবতার মুল্য পরিশোধ করে গেছেন বুকের রক্ত দিয়ে। হায়েনারা শুধু সেখানেই থেমে থাকেনি।
পৈশাচিকতার দৃষ্টান্ত উপস্থাপন করে রেখেছে ।শিশু, নারী , অন্তসত্বা মা,মেহেদী রাঙা হাতের বধু কাউকে রেহাই দেয়নি নরপিশাচদের দল!
শেখ হাসিনা তার কৃতকর্মের জন্য যে মুল্য দিলেন তার কিন্চিত পরিমানও ফিরে পাবেনা নিশ্চিত। শেখ হাসিনা কাদের দ্বারা অবরুদ্ধ ছিলো তিনি কি জানতেন না⁉️তিনি মনে করেছিলেন তার প্রাণ ভোমরা সাত সাগরের অতল গহব্বরে রক্ষিত আছে। যা মানুষ্য জাতির ধরা ছোয়ার বাইরে।
এবার আসি বর্তমান প্রেক্ষাপটে! যারা বাংলাদেশের বুকে ক্ষত তৈরি করছে তারা কল্পনাও করতে পারছেনা কি পরিনতি অপেক্ষা করছে তাদের জন্য‼️বঙ্গবন্ধু’র একজন অনুসারিও যদি জিবিত থাকে এই বাংলার বুকে এর প্রতিশোধ অবশ্যই নিবে।যদি তারা ভেবে থাকে তারা শেখ হাসিনা’কে অতিক্রম করে হোলেও আজিবন ক্ষমতায় থাকবে সে আশায় গুড়েবালি। কোথাও না কোথাও গিয়ে হোঁচট খাবে অবশ্যই। যদি তারা ভেবে থাকে তারা আন আইডেন্টিফাইড । তাহলে তারা মহামূর্খ বলেই মনে করি। গ্রিন সিগন্যাল কোথা থেকে আসছে তাও আমরা জানি। ইতিহাস স্বাক্ষী সাদ্দাতের বেহেস্তে প্রবেশের বাধা হয়ে দাঁড়িয়েছিলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র মশা। যদি আজকের ফেরাউনরা নিজের জিবন রক্ষা করতে চায় নিদেন পক্ষে এক কোটি আওয়ামিলীগের সমর্থক হত্যা করতে হবে। মৃত্যু যেমন গর্দানের এত কাছে থাকে তা উপলব্দিতেই আসেনা। ঠিক তেমনি বঙ্গবন্ধুর সৈনিকরা তাদের কত কাছে বিচরণ করছে । তা তাদের সচেতন বা অবচেতন মনের চাইতেও কাছে।
সেই অধ্যায়ের অংশিদার যদি নাও হোতে পারি । অন্ততপক্ষে অবলোকনের মাধ্যমে ধন্য হোতে চাই। এটা না দেখা পর্যন্ত জিবনের প্রতিটি মুহুর্ত অন্তর্দাহ হোতেই থাকবে। ইংশা আল্লাহ জয় বাংলা প্রতিধ্বনিত হবে বাংলার আকাশে বাতাসে অনন্তকাল॥
ইতিহাস কখনই বিদায় বলেনা । ইতিহাস বলে একটু ধৈর্য্য রেখে , আবার দেখা হবেই হবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫০
ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগ সময়ের পুর্বেই ফিরবে। আতকে উঠার সময়ও পাবেনা দেশের ও আওয়ামিলীগের শত্রুরা।
বঙ্গবন্ধু’কে আশ্রয় করেই ফিরবে বাঙালী। ৭১-এর চাইতে কঠিন আর ইস্পাত কঠিন হবে এবারের ঐক্য।
অপেক্ষা করুন বজ্র কন্ঠের জয় বাংলা ধ্বনির জন্য। ইংশাআল্লাহ্ অন্ধকার যত ঘনিভূত হবে আলোর দেখা তত দ্রুতবেগ॥
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুনীরা পালাবে।
সেই সময় চলে এসেছে।
জয়বাংলা।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটা যারা মনে করে তারা এখনো বুকার রাজ্যে রয়েছে। ”সেরে সোয়া সের” রয়েছে। দেখার অপেক্ষায় থাকুন, খায়েস পুরণ হবে যেমনটা দিয়েছে তার নিয়ে লন আগে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮
পুরানমানব বলেছেন: হাসিনার আমলে মানুষ মত প্রকাশ করিতে পারে নাই, আর এখন অমানুষও স্বাধীনভাবে মতামত প্রকাশ করিয়া যাইতেছে। ইহাই ইউনুস সরকারের সফলতা। আয়না ঘর বা গুমের ভয় নাই আর।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮
ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনার সময় না বলা কোন কথাই নাই‼️এমন কোন নতুন কথা কি বলছে মানুষ যা পুর্বে বলে নাই! এখন ডিক্টেট করে বলে দেওয়া হয় কি বলতে হবে । এটুকুই পার্থক্য। এখন মব সন্ত্রাসের নামে পিটিয়ে হত্যা করা হয়। ছয় মাসে যত হত্যাকান্ড ঘটেছে হেফাজতে । হিসেব করলে দ্বিগুনের বেশি হবে আনুপাতিক হারে॥
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫১
কু-ক-রা বলেছেন: আউয়ামিলীগ "জয় বাংলা" হইয়া গিয়াছে। স্বাভাবিক উপায়ে উহার ফিরিয়া আসিবার সম্ভবনা নাই বলিলেই চলে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১২
ক্লোন রাফা বলেছেন: পিপলিকার পাখা গজায় মরিবার তরে। আওয়ামিলীগ ছাই থেকে ফিনিক্স পাখির মত আবারও আকাশে উড়বে॥
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৫
এ পথের পথিক বলেছেন: আম্লিক ইতোমধ্যে ঝয় বাংলা হয়ে গেছে ।
যাই হোক দুঃখ দুর্দশার মধ্যে মাঝে মাঝে ব্লগে পোস্টাচ্ছেন দেখে ভাল লাগল ।
আওয়ামী ধর্মের অনুসারীদের হৃদয়ের অবস্থা ফেদায়ীদের মত । শুধুই রক্ত চাই রক্ত পিপাসুরা ।
সাদ্দাদ আবার কে ? সাদ্দাদ এর কাহিনী কি আওয়ামী ধর্মের ? আর সে কি আওয়ামী ধর্মের বেহেশত ৩২ ঢুকতে চেয়েছিল ? যাকে মেজর ডালিম ঝৈ বাংলা করে দিয়েছে ?
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: সহমত।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮
নতুন বলেছেন: গতকাল একটা ওডিও শুনলাম শেখ হাসিনা ডেনমার্কের নেতাদের সাথে কথা বলছে।
নেতারা শেখ হাসিনাকে সেই আপা আপা আর স্লোগান দিয়ে তাকে বলছেন সব ঠিকই আছে, ঠিক হয়ে যাবে।
শেখ হাসিনাকে কি সত্যি কথা বলার কেউ নাই? তিনি কি এখনো বুঝতে পারছেনা ২০২৪ এ কি করেছে আয়ামীলীগ কেন তাকে পালাতে হলো?
তিনি কি বুঝতে পারছেন না? না কি বুঝতে চাইছেন না?
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩
ক্লোন রাফা বলেছেন: আপনার কি ধারনা শেখ হাসিনা নির্বোধ ⁉️শেখ হাসিনার মত এত দৃঢ মনোবল পৃথিবীর আর কোন নেতৃত্বের নেই! যে কোন নেতে ভেঙে চুড়ে মিসমার হয়ে যেতো। অথচ শেখ হাসিনা এক সপ্তাহের মধ্যে দৃঢ়তার সাথে বলছেন তিনি ফিরবেন।
অথচ মিশরের বাশার কোন আলচনায় নেই।শেখ হাসিনা চরম প্রতিকুল অবস্থায়ও দেশের প্রতিটি কর্ণারের খবর তার নখ দর্পনে। মানুষের কথা বলছেন । শেখ হাসিনা যদি নাও ক্ষমতায় আসেন ভবিষ্যতে তবুও তার তুলনা তিনি! খারাপ হোলেও তিনি
একজন সত্যিকারের নেতা॥
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার কি ধারনা শেখ হাসিনা নির্বোধ ⁉️শেখ হাসিনার মত এত দৃঢ মনোবল পৃথিবীর আর কোন নেতৃত্বের নেই! যে কোন নেতে ভেঙে চুড়ে মিসমার হয়ে যেতো। অথচ শেখ হাসিনা এক সপ্তাহের মধ্যে দৃঢ়তার সাথে বলছেন তিনি ফিরবেন।
অথচ মিশরের বাশার কোন আলচনায় নেই।শেখ হাসিনা চরম প্রতিকুল অবস্থায়ও দেশের প্রতিটি কর্ণারের খবর তার নখ দর্পনে। মানুষের কথা বলছেন । শেখ হাসিনা যদি নাও ক্ষমতায় আসেন ভবিষ্যতে তবুও তার তুলনা তিনি! খারাপ হোলেও তিনি
একজন সত্যিকারের নেতা॥
বর্তমান বিশ্বের সবচেয়ে নিবোর্ধ নেত্রী শেখ হাসিনা।
তার নেতারা বঙ্গবন্ধুর ইমেজ বিক্রি করে, বাংলাদেশকে আয়ামী কাল্টের অধীন করে নেতারা কোটি টাকার মালিক হয়েছে।
আমার পরিচিত অনেক নেতাই আমি দেখেছি। গল্প বলছিনা।
তিনি জ্ঞানী নন। তিনি চাটুকারিতায় মমের মতন গলে যেতেন। তিনি অহংকারী এবং সবাই তাকে বুঝিয়েছে আপনি মহান , আপনার মতন জ্ঞানী, বুদ্ধিমান মানুষ বর্তমান জামানাতে নাই।
এবং আপনার নির্বোধ নেত্রি বর্তমানেও বুঝতে পারছেনা এতো গুলি হত্যার জন্য তার অনুতপ্ত হওয়া উচিত। তিনি এখনো দেশের মানুষের কস্ট বুঝতে পারেনাই।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৫
ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনা যদি নির্বোধ রইতেন তাহলে জোড় করে থাকতে পারতেন রক্তের বন্যায়। হ্যা শেখ হাসিনা ঠিক বঙ্গবন্ধুর মত একই ভুল করেছেন। তিনি সেনা প্রধান আর চাটুকারদের বিশ্বাস করেছিলেন।
তিনি যদি সারা বংলাদেশের আওয়ামিলীগের কর্মীদের ডাক দিতেন। ২০ লক্ষ শুধু কর্মী দিয়ে ঢাকা ঘেরাও করে রাখতে পারতেন। তাতে রক্তের গঙ্গা বয়ে যেতো। তিনি তা চান নাই তাই তার ভুলের খেসারত দিচ্ছেন! সামরিক বাহিনী কোনদিন আওয়ামিলীগের পক্ষে ছিলোনা। কারন বাংলাদেশের একমাত্র দল যারা কোনদিনও সামরিক শাসন চায় না।
কাঠের চশমা খুলুন চোখ থেকে । মিডিয়ার প্রোপাগান্ডা শুনে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্তে আশা বোকামি ছাড়া কিছুই না।
আর অল্প কিছুদিন ধৈর্য্য ধরুন । তারপর দেখুন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পরিচয় কি হয়। অলরেডি সিএন এন প্রচার করছে বই মেলার নারে তাকবির শ্লোগানে বুকস্টল ধ্বংসের।
ধন্যবাদ॥
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনা যদি নির্বোধ রইতেন তাহলে জোড় করে থাকতে পারতেন রক্তের বন্যায়। হ্যা শেখ হাসিনা ঠিক বঙ্গবন্ধুর মত একই ভুল করেছেন। তিনি সেনা প্রধান আর চাটুকারদের বিশ্বাস করেছিলেন।
শেখ হাসিনা নির্বোধ না হইলে ঢাবির ছাত্রদের উপরে ছাত্রলীগ আক্রমন করতো না। বরং সাদ্দামকে পাঠাইয়া আন্দলনের সাথে একাত্বতা ঘোষনা কইরা নেতাদের আলোচনায় নিয়া আসতো।
অহংকারী ওবাইদুল কাদের ছাত্রলীগ দিয়ে পিটাইয়া ছাত্রদের ঠান্ডা করতে চাইছে। সেটাই কফিনের শেষ পেরেকে পরিনত হইছে।
পুলিশ, ছাত্রলীগের ক্যাডারেরা মানুষ মাইরা ভীড় সরাইতে পারেতাই। ভিডিও লাগলে দিমু যে পুলিশ ওফিসার আপনার আয়ামীমন্ত্রীকে বলতেছে স্যার একটা মারলে বাকি গুলি পালায় না।
২০ লক্ষ কর্মী থাকলে ওবাইদুল কাদের, শামিম ওসমান, আরাফাত, শেখ হাসিনা পালাইতো না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ কোন দিন শেখ মুজিবুর রহমানের পরিবারের হাত ধরে দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। তৃণমুল শেখের নেতৃত্ব নিয়ে আস্থা রাখছে না।
আওয়ামী লীগের সম্ভাবনা নেই ১০ বছরের মধ্যে।