নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় শুরু ...‼️

২৭ শে মে, ২০২৫ রাত ১০:১৪



৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে কোন মুক্তিযুদ্ধ হয়নি! ১৯৭১ সালের সব কিছু মিথ্যা! তখন কোন হত‍্যা হয়নি। কোন কোলাবরেটর ছিলোনা।কোন গণহত্যা ঘটেনি! মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধা বলতে কিছু নেই । সব কিছু ছিলো সাজানো নাটক।
পাকিস্তানের নরপিশাচরা এদেশে কোন হত্যাকাণ্ড ঘটায়নি । এদেশে কোনো রাজাকার, আলবদর,আলশামস কিংবা শান্তি বাহিনী গঠন করা হয়নি । পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় কোন মির্জাফর গো.আজম, নিজামি, দৈল্লা রাজাকার ছিলোনা।

বংলাদেশের এক মাত্র দেশপ্রেমিক দল জামাত ইসলামী। এবং এই দলের নেতা ও জঙ্গিরা বাংলাদেশ গঠণে সর্বোচ্চ ভূমিকা রেখেছে! তাদের সকলকে অভিনন্দন । কারন তারাই বাংলাদেশের সূর্য সন্তান । এই দেশের জন্য তাদের আত্মত্যাগ অবিস্মরণীয় । এবং তাদের’কে যথাযথ মর্যাদায় সন্মানিত করার জন্য ।বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী জনাব সুদ ইউনুস চির স্মরণীয় হয়ে থাকবেন । প্রকৃত পক্ষে শুকুরেই শুকুর চিনে । ঠিক যেমন কুকুরে কুকুর ।

জামাতের নেতা এটিএম আজহার একজন চিহ্নিত যুদ্ধাপরাধের মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামী । তাকে আজ সকল বিচার ব‍্যাবস্থা কলংকিত করে মুক্তি দেওয়া হয়েছে ‼️ বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসের পরাজয় হিসেবে গণ্য হবে এই ঘটনা । ৫৪ বছরের ইতিহাসে এরকম বিরল ঘটনা আর ঘটেনি । বিগত দিনে একমাত্র আওয়ামী লীগই সকল হত্যাকাণ্ডের বিচার করেছে । আর কোনো দলের বিচার করার নজির নাই । বরং বিচার বন্ধ করা কিংবা বিচার না করাই ছিলো তাদের কাজ । কিন্তু বর্তমান মবের সরকারের ভুমিকা চির স্মরণীয় হয়ে থাকবে ।মুক্তিযুদ্ধের অবমাননা ও ষুদ্ধাপরাধীকে নিরপরাধ হিসেবে স্বীকৃতি ও মুক্তি দেওয়া ।

সকল জঙ্গি, খুনি ও হত্যাকারীদের দ্বায়মুক্তি কিংবা মুক্তি দেওয়া এই অবৈধ সরকারের অন্যতম সাফল্য ✌️ । দেশ নিয়ে ছিনিমিনি খেলে চলেছে বর্তমান মবের সরকার । আগামী দিনের শ্লোগান হবে আমরা সবাই রাজাকারের উত্তরাধিকারী । রাজাকারের চেতনায় বাংলাস্থান ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৫ রাত ১০:৫১

ফেনিক্স বলেছেন:



শেখ হাসিনার ভুলের জন্য আমরা পরাজিত-শক্তির কাছে পরাজিত হয়েছি; কিভাবে আমরা স্বাধীনতাকামীদের দেশটাকে রক্ষা করতে পারবো?

২৭ শে মে, ২০২৫ রাত ১১:১৩

ক্লোন রাফা বলেছেন: উত্তর নিচে⬇️

২৮ শে মে, ২০২৫ সকাল ৭:৫৯

ক্লোন রাফা বলেছেন: Click This Link

২| ২৭ শে মে, ২০২৫ রাত ১১:১২

ক্লোন রাফা বলেছেন: যে কোন কিছু শুরু করতে হয় নিজের ঘর থেকে । নিজেকে শুধরে নিতে হবে প্রথম। আওয়ামিলীগের অভ‍্যান্তরে শুদ্ধি অভিযান দিয়ে শুরু করতে হবে। দলের ভেতর গনতন্ত্র অপরিহার্য । নেতৃত্ব কোন ম‍্যাজিক নয় । সেই নেতৃত্ব উঠে আসার পথ করে দিতে হবে দলের মধ্যে । যথাযথ মূল্যায়ন করতে হবে যোগ্যতার ভিত্তিতে ।
সাধারণ মানুষের দল আওয়ামীলীগ, সেটা তাদের কাছে প্রকাশ হয় এমন ধারণা দিতে হবে। সবার নেতা হতে হবে । দলের নয় রাষ্ট্র পরিচালনায় দেশের কর্ণধার হতে হয় । অসন্মান নয় , যোগ্যতা অনুযায়ী সন্মান প্রদর্শন করতে হবে।

সর্বোপরি অসততা পরিত্যাগ করতে , সততার কোন বিকল্প নাই । ঠিক যেমন সঠিক শিক্ষার কোন বিকল্প নেই । দেশের জন্য বৃহত্তর জনগোষ্ঠীর পি এইচ ডি কিংবা মাস্টার ডিগ্রি নয় । বাস্তবতার সাথে যায় এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন এখন খুব বেশি ।

ধন্যবাদ ॥

৩| ২৮ শে মে, ২০২৫ রাত ১২:২১

কামাল১৮ বলেছেন: জনগনকে নিয়ে আন্দোলন গড়ে তোলতে হবে।

২৮ শে মে, ২০২৫ সকাল ৭:৫৮

ক্লোন রাফা বলেছেন: বাঙালীর কলংকিত ইতিহাস Click This Link

৪| ২৮ শে মে, ২০২৫ সকাল ৮:৫৫

কথামৃত বলেছেন: শেখ হাসিনার হাতে সাজানো-গোছানো সচিবালয়ের চিত্র। দেখে নেই কাদের হাসিনা নিয়োগ দিয়েছিলো।

@বর্তমান সচিব :

১. ঊরুন দেব মিত্র, ২. উজ্জ্বল বিকাশ দত্ত, ৩. রণজিত কুমার বিশ্বাস।
বর্তমান অতিরিক্ত সচিব : ১. স্বপন কুমার সাহা, ২. ভীম চরণ রায়, ৩. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, ৪. স্বপন কুমার সরকার, ৫. শ্যামল কান্তি ঘোষ, ৬. অমলেন্দু মুখার্জি, ৭. প্রণব চক্রবর্তী, ৮. সিতান ঘোষ সেন. ৯. পরীক্ষিত দত্ত চৌধুরী, ১০. দীলিপ কুমার দাস, ১১. সাইমা পাল দে, ১২. বিজন কুমার বাইসা, ১৩. তাপস কুমার রায়, ১৪. প্রকাশ চন্দ্র দাস, ১৫. অসিত কুমার বসাক এডিসি, ১৬. দীলিপ কুমার বসাক এডিসি, ১৭. জগদীশ রায়, ১৮. সুশান চন্দ্র দাস, ১৯. কামাল কৃষ্ণ ভট্টাচার্য, ২০. স্বপন কুমার রায়, ২১. পবন চৌধুরী, ২২. তপন কুমার কর্মকার, ২৩. অপরূপ কুমার সরকার, ২৪. আশিস কুমার চৌধুরী, ২৫. অশোক মাধব রায়, ২৬. তপন কুমার চক্রবর্তী, ২৭. জিসনু রায় চৌধুরী, ২৮. নাভাস চন্দ্র মণ্ডল,২৯. ড. আর রাখান চন্দ্র বরমন, ৩০. মোনজ কুমার রায়, ৩১. অমিতাভ চক্রবর্তী, ৩২. শুভাশীষ বোস।

২৮ শে মে, ২০২৫ দুপুর ১২:৩৪

ক্লোন রাফা বলেছেন: এক ব্যাশ্যার বানানো পোষ্ট এখানে শেয়ার করলেন⁉️

৫| ২৮ শে মে, ২০২৫ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

২৯ শে মে, ২০২৫ রাত ১২:০৪

ক্লোন রাফা বলেছেন: গো.আজমের বাংলাস্তান’এ এটাই বাস্তবতা । বাংলাদেশের মানুষ যদি আবার বাংলাদেশে ফিরে আসে তাহলে আরেকবার বিচার হবে ইংশাআল্লাহ্

৬| ২৮ শে মে, ২০২৫ সকাল ১০:২৬

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: আমি জাশির কিছু শিয়াল কুকুরকে ফাঁসি দিয়েছি আর কিছুকে বাঁচিয়ে রাখছি যেন মানুষ বুঝে কেন আমি এদের ফাসিতে ঝুলাতাম ।
- হিটলারের মতো শেখ হাসিনা একদিন এই কথা বলবে।

৭| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:১১

কিরকুট বলেছেন: যে তার টি শার্টে লিখেছে "আমি রাজাকার" আসলে ও এবং ওর পিতা মাতা পিতামহ সব গুষ্টি শুদ্ধা রাজাকার। আগে প্রকাশ করলে লাথি উষ্টা খাইতো এখন খায় না তাই এখানে সেখানে নোংড়া করে ।

৮| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা শেখ হাসিনাকে উৎখাত করতে যখন রাস্তায় নামলো তখন আপনারা রাস্তায় নামলেন না কেন? রাস্তার কাজ কি আর কলম দিয়ে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.