|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ক্লোন রাফা
ক্লোন রাফা
	আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
উন্নত সংস্কৃতি কেন প্রয়োজন? 
আসিফ নজরুল যখন সন্ত্রাসীদের সাথে মিলে ডাকাত দল গঠন করে তাতে অনেকে অবাক হবেন না। ইউনুসের চরিত্র যারা জানেন তারাও অবাক হবেন না। কিন্তু আমরা কী দেখলাম :শাখাওয়াত, তৌহিদ হোসেন, সালেহউদ্দিন, ওয়াহিদুজ্জামান, মতি, মাহফুজ আনাম, দেবপ্রিয় ইত্যাদি হতভাগা মানুষগুলি আসিফ, নাহিদ, মাহফুজ, সারজিস, হাসনাত এ সব সন্ত্রাসীদের সাথে এক কাতারে বসে গেছে। 
কেন এমনটা হল? 
এমনটা হল এই জন্য এখানে একটা সাংস্কৃতিক বিভাজন রয়েছে। যেটা আদর্শের বিভাজনও বলতে পারেন। আলোস্টারের মতিমাহফুজ যে সব নাটক সিনেমা করে, কিংবা তৃতীয় মাত্রার জিল্লুর যা রচনা করে,  কিংবা সন্ত্রাসী পিনাকী জাহেদ যে জ্ঞান দেয়, তা তাদের মনন ও সংস্কৃতির পরিচয় নয়। তাদের সংস্কৃতির পরিচয় হল আত্মঘাতী সন্ত্রাসী আসিফ ভুইয়া, যে জানেও না তার কোন পকেটে এবং কোন ব্যাগে কতগুলি একে ৪৭ রাইফেলের বুলেটের থলে আছে। 
বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন না হওয়া আমাদের জাতীয় জীবনে সবচেয়ে হতাশার বিষয়। তারপরও আপনি যদি অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চা করতে সক্ষম হন তা হলে আপনার অন্তরে একটা আলো জন্ম নেবে। যে আলো আপনাকে জানিয়ে দেবে গত বছরের জুলাই মাসে যে তাণ্ডব শুরু হয়েছিল তা শুধুই ষড়যন্ত্র ও জঙ্গিবাদের অনাচার। এর বাইরে আর একটা জিনিস শুধু আপনাকে এদের সহযোগী করতে পারে: তা হল নিজের স্বার্থ। 
গত দশ মাসে যে, দেশ অন্ধকারে ঢুকল, এর কারণ হল দখলকারী ডাকাতদলের অন্তরে জিইয়ে থাকা অন্ধকার। এদের গণহারে বড় বড় ডিগ্রি আছে, ক্ষুদে সন্ত্রাসীগুলি বাদ দিলে। কিন্তু এরা কী এর মধ্যে বাংলাদেশের উপকার হয় এমন একটা কাজও করতে পেরেছে? পারেনি। 
অন্য দিকে দেখেন।  আওয়ামী লীগ সরকারের যত সীমাবদ্ধতার কথাই বলি না কেন, তাদেরকে দিয়ে বাংলাদেশের প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছিল। এর কারণ হল আমাদের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা। এটা এতটাই শক্তিশালী আপনি তা আত্মস্থ করার আগে বুঝতে পারবেন না। আমাদের মুক্তিযুদ্ধের অংশ না হলেতো আপনি পৃথিবীর স্রোতেই ঢুকতে পারবেন না। 
আর অন্য কোনও কারণে না হলেও, শুধু এই স্রোতের বিরুদ্ধে চলার জন্য হলেও ইউনুসের ডাকাতদল ছারখার হয়ে যাবে। অন্তরে অন্ধকার নিয়ে কোনও ভাল কাজ সম্ভব নয়। যদি কেউ কিছু নাও করে এই ডাকাতদলের প্রতিটা সদস্য এক সময় নিজে নিজেই পাগল হয়ে যাবে। 
তা হলে চিন্তা কিসের? শুধু অপেক্ষা করুন। উন্নত সংস্কৃৃতি লালন করুন। অন্তরে আলো জ্বালুন।  আর সুদিনে কী করে দেশ গড়বেন তা কল্পনা করতে থাকুন। কল্পনার শক্তিকে ভালবাসুন।
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৫ ই জুলাই, ২০২৫  রাত ২:৪৫
০৫ ই জুলাই, ২০২৫  রাত ২:৪৫
ক্লোন রাফা বলেছেন: অদ্যাবধি কোন চুক্তি প্রকাশ কিংবা বাতিল করতে দেখলাম না তথাকথিত এই অবৈধ দখলদার মব সরকার কে‼️বরং উল্টো ভারত অনেক চুক্তি বাতিল করেছে। এখন দেখতে পাচ্ছি দেশিয় শিল্প ধ্বংস, কড়িডোর, বন্দর সহ বেস করার মিশন নিয়ে এসেছে রাজাকার তোষণকারি দালাল চক্র! 
কোনটা অকাজ আর কোনটা কাজ এটা শিখতে হবে রাজাকার তোষনকারিদের কাছে! বিচিত্র সেলুকাস এই ....
২|  ০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ৭:২১
০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ৭:২১
ওমর খাইয়াম বলেছেন: 
দেবপ্রিয় গংরা আমেরিকা ও ইউরোপ থেকে বেতন পায়; এইবারের ক্যু'কে তারা সাপোর্ট না করলে, তাদের বেতন বন্ধ হয়ে যেতো।
  ০৫ ই জুলাই, ২০২৫  সকাল ৭:৪৬
০৫ ই জুলাই, ২০২৫  সকাল ৭:৪৬
ক্লোন রাফা বলেছেন: হত্যাকারিhttps://x.com/aminsony017/status/1940500596693639181?s=46&t=Lxg6QD0MEBp-mD1Yci6Zew
৩|  ০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ৭:৩৯
০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ৭:৩৯
কামাল১৮ বলেছেন: আমরা যদি বায়ান্ন বা একাত্তরের চেতনা ধরে রাখতে পারতাম তবে আমাদের এ অবস্থা হয় না।মৌলবাদের বিস্তার রোখাতে না পারা আরেকটা বড় ব্যর্থতা।
  ০৭ ই জুলাই, ২০২৫  ভোর ৪:২৪
০৭ ই জুলাই, ২০২৫  ভোর ৪:২৪
ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগ তার স্বকীয়তা হারিয়েছে যখন লুটেরা ধনী ও সন্ত্রাসীদের দলে ভিরিয়েছে। আওয়ামিলীগের প্রাণভোমর হলো শিক্ষিত সংস্কৃতিমনা মধ্যবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এদের’কে অবহেলা করে ভুল করেছে। দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা বন্ধ করেছে ওবায়দুল কাদের গংরা। লতায় পাতায় জড়ানো স্বজনের কারনে বন্চিত হয়েছে প্রকৃত ত্যাগি কর্মী বাহিনী।
৪|  ০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ৯:২২
০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেবকে কোন কারাগারে রাখা হবে?
  ০৭ ই জুলাই, ২০২৫  ভোর ৪:২৬
০৭ ই জুলাই, ২০২৫  ভোর ৪:২৬
ক্লোন রাফা বলেছেন: গুয়েন্তেনামা কারাগারে অথবা বরাহ শাবকের খাচায়...
৫|  ০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ১০:০৭
০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ১০:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামিলিগ মাফিয়া দল। এরা লুটেরা । জনগন তাদের পাহারাদার হিসাবে আর কোনোদিন মেনে নিবে না ।
  ১৬ ই জুলাই, ২০২৫  রাত ১:০১
১৬ ই জুলাই, ২০২৫  রাত ১:০১
ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের যতটা অর্জন প্রতিটি স্তরে মিশে আছে আওয়ামিলীগ ।কাজেই এসব ভন্ডামি কথায় কাজ হবেনা । আওয়ামিলীগের সাময়িক অনুপস্থিতি খুব বেশি প্রয়োজন ছিলো । দেশ কোথায় যাচ্ছে সেটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছে মানুষ । 
২০১৮ সালের নির্বাচনে সুযোগ হয়েছিলো আওয়ামী লীগের সততা প্রমাণের। ভূল করেছিলো আওয়ামী লীগ । আমি তখন বলেছিলাম যদি আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয় । তাদের খেসারত দিতে হবে । সেটা সত্যি হয়েছে।ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য এটা একটা নতুন চ্যালেঞ্জ হবে ।আওয়ামিলীগের বিকল্প আওয়ামী লীগ, কাজেই সাধারণ মানুষ ফিরিয়ে আনবে আওয়ামী লীগকে ।
৬|  ০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ১০:০৮
০৪ ঠা জুলাই, ২০২৫  সকাল ১০:০৮
কাঁউটাল বলেছেন: ক্লোন ছাগল এবং ছগল নুর, দুই চাঘলের কাছে আমার প্রস্তাব। উহারা উহাদের পভুপাদ মুদির দেশ ভঁড়ৎে গিয়া লেদাক।
৭|  ০৪ ঠা জুলাই, ২০২৫  দুপুর ২:০৯
০৪ ঠা জুলাই, ২০২৫  দুপুর ২:০৯
অপলক  বলেছেন: ৩৬জুলাই আন্দোলন এখন একটা বিষ ফোঁড়া... অনেকটাই পেকে গেছে। এখন পুঁজ বের হবার অপেক্ষা।
হাসিনাকে হটানো দরকার ছিল, কিন্তু যোগ্য কাউকে সরকার বানানোর মত থাকলে তবেই ওটা সঠিক সিদ্ধান্ত হত। অবশ্য দেশের রাজনীতি তো আর দেশের আমজনতার উপর নির্ভর নয়। প্রভাবশালী দেশের আঙ্গুলের ইশারায় চলে। গত দুই নির্বাচনে আমেরিকাকে যখন হাসিনা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল, তখনই বুঝেছিলাম, দাবার গুটি পড়তে যাচ্ছে।
এখন আমেরিকার এজেন্ট চেয়ারে বসেছে, দেখা যাক ২৬এর জুলাইয়ে কি হয় ?
  ১৬ ই জুলাই, ২০২৫  রাত ১:০৫
১৬ ই জুলাই, ২০২৫  রাত ১:০৫
ক্লোন রাফা বলেছেন: আওয়ামী লীগের বিকল্প এখনো বাংলাদেশে সৃষ্টি হয়নি । অনেক দল নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে । কিন্তু বাস্তবতা হলো কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি । কাজেই আরো ৫০ বছর আওয়ামিলীগ বেনিফিট পাবে ।
৮|  ০৪ ঠা জুলাই, ২০২৫  বিকাল ৪:৩২
০৪ ঠা জুলাই, ২০২৫  বিকাল ৪:৩২
রিফাত হোসেন বলেছেন: শেখ হাসিনা দলকে নিয়ন্ত্রণ করতে পারলে আর নেতৃত্ব বদলের মত রাখলে আজকে এই দিন দেখতে হত না কিন্তু উনি যেমন কর্ম করেছেন তেমনি ফল ভোগ করছেন। লীগকে ১৯৭১ এর জামাতের মত আচারণে দেখা গিয়েছে। নিজ জাতিকে যখন কেউ হত্যা করতে হুকুম দেয়, তখন সেই জাতি তাকে অপছন্দ করা শুরু করে। হিটলারও সেই কাজ করতে ২ বার ভাবত, সেটা উনি না ভেবেই নির্দেশ দিয়েছিলেন। 
লীগ, দল, জামাত টামাত আগে নয়। সবার আগে বাংলাদেশ হওয়া উ্চিত ছিল। উচিত ছিল না, এটাই হওয়া উচিত।
  ০৭ ই জুলাই, ২০২৫  ভোর ৪:৩০
০৭ ই জুলাই, ২০২৫  ভোর ৪:৩০
ক্লোন রাফা বলেছেন: সহমত, শেখ হাসিনা চাটুকার দ্বারা পরিচালিত হয়েছেন । লুটেরাদের দখলে চলে গেছে দল।
৯|  ০৬ ই জুলাই, ২০২৫  ভোর ৪:১৫
০৬ ই জুলাই, ২০২৫  ভোর ৪:১৫
জিকোব্লগ বলেছেন: কি রে খুনি হাসিনার ল্যাসপেন্সার ! প্রতিটা ব্লগ লেখার জন্য কেমন টেকা দেয় তুমার মাম্মি ?
  ০৬ ই জুলাই, ২০২৫  দুপুর ১২:০০
০৬ ই জুলাই, ২০২৫  দুপুর ১২:০০
ক্লোন রাফা বলেছেন: রাজাকারের আওলাদদের বয়ান সব সময় অপরিবর্তিত। কিরে রাজাকারের আওলাদ জামাতের বেতনভুক্ত জারজ প্রতিদিন ৭১কে হেয় করার পারিশ্রমিক কত?
১০|  ০৬ ই জুলাই, ২০২৫  সকাল ১১:১৭
০৬ ই জুলাই, ২০২৫  সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২৫  ভোর ৬:৪৪
০৪ ঠা জুলাই, ২০২৫  ভোর ৬:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: অকাজ থেকে আত্মরক্ষার চিন্তা একটু বেশী করতে হবে। কারণ এক পক্ষ অকাজ করলে অন্য পক্ষ সুযোগ নেয়। মানুষ খায় তাইবলে এত খায়? ছিঃ ইউনুছ তো ঋণ শোধ করতে করতেই শেষ, উন্নয়ন করবে কি? আরেক দেশের পকেটে নিজের দেশ ঢুকিয়ে দেওয়া কোন কাজের কাজ নয়।