![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
গোপালগঞ্জের বীর শহিদের রক্ত বৃথা যাবে না। গোপালগঞ্জের প্রতিটি শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
গোপালগঞ্জ জেলার সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুর জন্মভূমির মানুষ প্রমাণ করেছে বঙ্গবন্ধুর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের এই সাহসিকতা বাংলাদেশের ৫৬ হাজার বর্গ মাইল এলাকায় সন্চারিত হবে। আগ্নেয়গিরির মতো জেগে উঠবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রজন্ম। এই আগুন থেকে বাঁচার কোনো সুযোগ নেই জঙ্গি , রাজাকারের বাচ্চা তথাকথিত জুলাই সন্ত্রাসীদের।সমগ্র জাতির সাথে প্রতারণা করেছে এই টোকাই গ্যাং । সোশাল মিডিয়ায় মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার শাস্তি তাদের পেতেই হবে।
এরা সত্যিকার অর্থেই রাজাকারের বাচ্চা। দিবালোকের মতো সত্য কথা বলেছিলো শেখ হাসিনা। ওদের দাদা রাজাকার,বাবা রাজাকার,চাচা রাজাকার। অনেক কিছু করে তারা তাদের এই কলঙ্কিত ইতিহাস মুছে দিতে চেষ্টা করেছে। বাংলাদেশের স্বাধীনতার সকল সুফল ভোগ করেছে এই নর পিশাচ বরাহ শাবকের বাচ্চারা। রাজাকারের তকমা মুছতে পারেনি নিজেদের অস্তিত্ব থেকে। তাই তারা রাজাকার শব্দটি মহিমান্বিত করতে চেয়েছে। নির্লজ্জের মতো শ্লোগান দিয়েছে তুমি কে ,আমি কে রাজাকার,রাজাকার। কারণ তাদের দাদা রাজাকার, বাবা রাজাকার চৌদ্দগুষ্টি রাজাকার।
বাংলাদেশের প্রতিটি দেশ প্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব ।এদেরকে পরাজিত করে ৭১ এর চেতনায় দেশ ফিরিয়ে আনার শপথ গ্রহণ করা। একই ভুল বারবার না করা। ৭১ আমাদের জন্মের ইতিহাস। সেই ইতিহাস ধ্বংস করে বাংলাদেশ কোন দিন এগিয়ে যাবে না। ৯০ আসবে,৯৬ আসবে , ২০০৮ আসবে অসংখ্য বার , বারবার। ২০২৪ হলো রাজাকারের চেতনার ঘৃণ্য ইতিহাস। আর যেনো ফিরে না আসতে পারে সেই লক্ষ্যে দরকার ইস্পাত কঠিন ঐক্য। ঠিক একাত্তরের মতো।
এই পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে যারা শহীদ হয়েছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। প্রতিটি শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের সমবেদনা জানাই।আমরা আমাদের সামর্থ্য নিয়ে আপনাদের পাশে আছি ইংশাআল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥
২| ১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশপ্রেমিক সোনা বাহিনী।
৩| ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: !!
৪| ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: টিভিতে দেখলাম টুংগি পাড়া কবর পাহারা দিতেসে । আপনারা এতো রিয়াকশান কেন দেখালেন ? এনসিপি কি সমাবেশ করবে না ? বহুবছর পলিটিক্স করা দল কোনটা আসল কোনটা নকল সেটা বুঝবে না ? গোপাল কি শুধু শেখ মুজিবুর রহমানের ? এটা বাংলাদেশের একটা জেলা। ওয়াকার উজ জামান থাকতে আপনারা যা আশংকা করছেন এমন কিছু হবে না।
মুজিব বাদ মুরদাবাদ বললে শেখ মুজিব শেষ ? এনসিপির পলিটিক্স তো এটার উপর বেইসড করেই।
১৯ শে জুলাই, ২০২৫ রাত ৩:৫৩
ক্লোন রাফা বলেছেন: প্রভোক করবে আর গোপালগঞ্জের মানুষ প্রতিক্রিয়া দেখাবেনা‼️ তারা’তো আর এনছিপির মত নপুংসক না। আমরা প্রথমেই বুঝে গেছি ওয়া....কি জিনিস। রাজনীতি করতে তাদের পুলিশ,বিজিবি, সেনাবাহিনীর এপিসি লাগে।বাংলাদেশের ইতিহাসে দুই জন সেনা প্রধানের দলও এই কাজ করে নাই।
মাত্র একটি জেলার মানুষ প্রতিরোধ করেছে তাতেই এই অবস্থা! যখন ৬৮ জেলার সকল স্বাধীনতার স্বপক্ষের মানুষ তাদের প্রতিরোধ করবে । এখনো থেকে ভাবতে থাকেন। আওয়ামী লীগ জানে কিভাবে টিকে থাকতে হয়। ৭১-এ প্রতিটি গ্রামে , শহরে , মহল্লায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে ছারখার করা হয়েছে। হাজার হাজার সমর্থক, কর্মী ও নেতাকে হত্যা করেছে। সেখানে তাদের পরাজিত করতে পারেনি। বিএনপি তাদের শাসনামলে ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে নিশ্চিন্হ করতে পারলে হয়তো আপনাদের বাংলাস্থান কায়েম করতে সুবিধা হতো। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামিলীগ স্বাধীন বাংলার মাটিতে অক্ষয় অমর । আমরা এখনো ফিরতে শুরু করিনি ......
৫| ১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৭
ঢাবিয়ান বলেছেন:
৬| ১৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৮
ঢাবিয়ান বলেছেন: এক কমেন্টে দেখলাম , আপনাকে একজন রুপক বলে সম্বোধন করছে। আপনি কি আসলেই রুপক বিধৌত সাধু?
১৯ শে জুলাই, ২০২৫ রাত ৩:২৯
ক্লোন রাফা বলেছেন: নিক নেম ঢাবিয়ান / বিদ্যার বহর দেখে মনে হয় ছাত্রলীগের মুখোশে রাজাকার ছানা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৫৪
কাঁউটাল বলেছেন: বাল রাফা, ক্লোন চাঘল। হাউয়ামিদের মাথা দিয়ে ফুটবল খেলা উচিত। বাঁচতে চাইলে তোদের পভুপাদ মুদির দেশ ভঁড়ৎে গিয়া লেদা।