![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন ১৯ আগস্ট(খুব সম্ভবত ) সামরিক অফিসারদের একটি প্রোগ্রামে আবারও ৭.৬২ বুলেটের বিষয় প্রশ্ন তুলছেন। তিনি বলেছেন, গত বছর জুলাই আন্দোলনে নিহত প্রায় সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এটা ছিল স্নাইপার অ্যাটাক। আহতদের যারা চোখ হারিয়েছে তারাও স্নাইপার অ্যাটাকের শিকার।পুরো জুলাই আন্দোলন জুড়ে ছিল প্রফেশনাল স্নাইপার অ্যাটাক। এটা বাংলাদেশের পুলিশ করেনি। বাংলাদেশের পুলিশের স্নাইপার রাইফেল প্রশিক্ষণ নেই। বিগ্রেডিয়ার সাখাওয়াত আরও ভয়াবহ, বিস্ফোরক তথ্য দেন। তিনি বলেন,"তিনি এবং সাবেক সেনাকর্মকর্তাদের একটা দল হাটতে হাটতে যখন মহাখালীর শাহীন কমপ্লেক্স পর্যন্ত পৌঁছান। তখন তার কাছে সেনা গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে, স্যার আপনি স্নাইপারদের টার্গেট এরিয়ায় ঢুকে পড়েছেন, দ্রুত ওই এলাকা ত্যাগ করেন"। একবার চিন্তা করেন, ক্যান্টনমেন্টের পাশে মহাখালী শাহীন কমপ্লেক্স এলাকায় স্নাইপার'রা তখন তাদের পজিশনে ছিল। বিগ্রেডিয়ার সাখাওয়াতসহ অন্যান্য সাবেক সেনাকর্মকর্তাদের আন্দোলন পরিস্থিতি দেখাতে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তারা স্নাইপার অ্যাটাকের শিকার হতে পারতেন। সেই সাথে এটাও স্পষ্ট সেনা গোয়েন্দা সংস্থা জানতো ঢাকার কোথায় কোথায় স্নাইপার ব্যবহারকারী জ:ঙ্গিদের অবস্থান ছিল।
গাদ্দাফির বিরুদ্ধে যখন লিবিয়ার রাস্তায় আন্দোলন হচ্ছিল। সেই আন্দোলনের আগে ফ্রান্স বিভিন্ন শ্রেণি পেশার ৫০০ লিবিয়ার তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ছিল। ২০০+ তরুণদের স্নাইপার রাইফেল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়ে ছিল। সেই সাথে বিদেশি গোয়েন্দা সংস্থার সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তারাও নেমে পড়ে লিবিয়ার রাজপথে সাধারণ মানুষের সাথে।
লিবিয়ার মত কি শেখ হাসিনাকে হত্যা করতে আরও অনেক আগে থেকে পেশাদার কিলার তৈরি করা হয়েছে?
জুলাই আগস্টে দেশবিদেশী প্রফেশনাল স্নাইপার রাইফেল ব্যবহারকারী'রা ও ছিল ঢাকার রাস্তায়?
শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে স্নাইপার রাইফেল ব্যবহারকারী পেশাদার কিলার'রা ঢাকায় কি ভাবে ঢুকেছে?
কি ভাবে হাজার হাজার স্নাইপার রাইফেল ঢুকে পড়েছে দেশে?
আওয়ামীলীগ সরকারের এত এত গোয়েন্দা সংস্থা, সেনা গোয়েন্দা সংস্থা, এত এত নিরাপত্তা বেস্টুনী ভেঙে কি ভাবে পেশাদার অস্ত্রদারী, কিলার'রা দেশে ঢুকলো?
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৮
ক্লোন রাফা বলেছেন: তাহলে পুলিশ হত্যার দায় হাসিনার। তদন্ত করতে কোন সমস্যা হওয়ার কথা না তাহলে। ইউসুফ সরকার সব কিছু করছে । কিন্তু তদন্ত করতে চাইছে না। এবং কোনো লাশ পোস্টমর্টেম করতে অপারগ।
রাজাকার মুক্তিযোদ্ধা হওয়ার মত ব্যাপারটা । এখন দেখছি রাজাকারের ৭১ প্রীতি বেশি।লক্ষন ভালো রাজাকার হবে দেশপ্রেমিক আর মুক্তিযোদ্ধা হবে দেশদ্রোহি । পরবর্তীতে চলচ্চিত্র নির্মান হবে এই কাহিনী নিয়ে। প্রডিউসার হবে পাকিস্তান
২| ২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৯
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কে পলিটিক্স থেকে মাইনাস করে দেয়ায় ইউনুস সাহেব কে লাল গোলাপ দিতে চাই । আপনারা শেখ হাসিনা আর কাউয়া কাদের কে এখনো নেতা ভাবেন । শেখ হাসিনা বড়োজোর পরামরশক হতে পারেন।
২৮ শে আগস্ট, ২০২৫ রাত ১২:১২
ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনার অনেক সিদ্ধান্ত আমর পছন্দ নয়। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার মতো সাহসী নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে বিরল।নেই বলা চলে !
শেখ হাসিনার জন্য রাজাকারের বিচার শুরু হয়েছে বাংলার মাটিতে। বঙ্গবন্ধু হত্যার প্রাথমিক বিচার হয়েছে । কভিড মোকাবেলায় অদ্বিতীয় ছিলেন তিনি। সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়ে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করেছে। নিজস্ব স্যাটেলাইট যুক্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ এর যোগাযোগ ব্যবস্থায় বিশাল পরিবর্তন এসেছে । দারিদ্র দূরীকরণে অভাবনীয় সাফল্য । বন্যা মোকাবেলায় কারো কাছে হাত পাতেনি। জিডিপি ছিলো এভারেজ ৬/৭ পার্সেন্ট । সকাল থেকে রাত পর্যন্ত বললে শেষ হবে না।
কোনো সন্দেহ নেই লুটপাট আর দুর্নীতি হয়েছে। আইন শৃঙ্খলা তেমন অবনতি হয়নি। কিছু বাহিনী বাড়াবাড়ি করেছে। আইন বহির্ভূতভাবে হত্যা হয়েছে একটিও সমর্থন যোগ্য নয়। ভালো ভোট হয়নি। আরও অনেক ভুল ছিলো। সব মিলিয়ে ৭০ এবং ৩০ % ছিলো তার সময়।
সর্বোপরি আওয়ামীলীগের একতার জন্য শেখ হাসিনা অপরিহার্য। বাংলাদেশকে আরো অনেক কিছু দিতে পারেন , শেখ হাসিনা।
কাজেই মাছির মত ভ্যান ভ্যান করে কোনো লাভ নেই
৩| ২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৬
বিষক্ষয়রিটার্নস বলেছেন: নাৎসি পার্টির খুনিদের মতো আওয়ামি লীগের খুনিদের প্রকাশ্য ফাসি হওয়া উচিত।
খুনি হাসিনা এবং গনহত্যাকারি দল আওয়ামি লীগের কোন নেতা-কর্মি-সমর্থকের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই যে তারা গত ষোলবছরে হাজার হাজার গুম, খুন ধর্ষন করেছে, চুরি-চামারি লুটপাট করে দেশ থেকে লক্ষকোটি টাকf পাচার করেছে।
২৮ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫২
ক্লোন রাফা বলেছেন: হুম... তাহলে রাজাকারের খুব সুবিধা হয় দেশ’কে পাকিস্তানের প্রদেশ হিসেবে বাংলাস্থান বানানোর।আওয়ামীলীগের নিবেদিত প্রাণ নেতা/ কর্মীরা কোন রাজাকার, জঙ্গি, সুদি , টোকাই এনজিওগ্রাম দখলদারদের কাছে দায়বদ্ধ নয়।
প্রয়োজন হোলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যাবে। কারন তাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ। তারা যা চাইবে তাই করবে আওয়ামী লীগের কোটি কর্মী সমর্থক ও নেতারা।
৪| ২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩২
খাঁজা বাবা বলেছেন: কি যে গল্প মিলাইলেন
২৮ শে আগস্ট, ২০২৫ রাত ১:৫৩
ক্লোন রাফা বলেছেন: গল্প না, স্পেকুলেশন আর বাস্তব ঘটনা Click This Link
৫| ২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫১
কিরকুট বলেছেন: রাস্ট্র শাসনের নামে হাসিনা ও তার সাংগ পাংগ যা করেছে তা ছিলো জঘন্য অন্যায়। ছাত্রলীগ মানুষের উপর অত্যাচার এর মাত্রা চুরান্ত করে ফেলেছিল। বলতে পারেন ছাত্রলীগের আড়ালে জামাত শিবির এর কাজ এইগুলা। হতে পারে, কিন্তু সেই সব গুপ্ত ঘাতকদের চিহ্নিত করার দায় কার? জনগণের নাকি ক্ষমতাসীন দলের। হাসিনা ও তার সাংগপাংগদের শাস্তি জরুরী। সেই সাথে পূর্ব্ববর্ত্তী ক্ষমতাসীন যারা মানুষ হত্যা ও অস্র পাচারের সাথে জড়িত তাদের বিচার থেকে অব্যাহতি দেয়াটা অন্যায়।
২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:০৯
ক্লোন রাফা বলেছেন: অবশ্যই হাসিনা আপা’র সময় অনেক বিচ্যুতি আছে। এগুলো নিয়ে অজস্রবার বলেছি । নাম দিয়ে দিয়ে বলেছি নব্য আওয়ামীলীগ দলে নেয়ার দরকার নেই।যাদের জন্য আওয়ামীলীগের আজকের পরিনতি। তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করে কঠিন বিচার করতে হব।
আপার প্রতি আমার বিশ্বাস আছে। তিনি তার ভুল সংশোধন করবেন অবশ্যই। প্রয়োজনে মানুষের কাছে ক্ষমা চাইবেন। কিন্তু তার কঠোর হইতেই হবে। প্রতিটি হত্যার বিচার করতে হবে। দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে দলকে শুদ্ধ করতে হব।
৬| ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: আজকে একজন ফেসবুকে পোস্ট দিয়ে বিহারী হত্যার বিচার চাইল। মোহাম্মদ ইশরাক নামে একজন তো মাঝেমধ্যেই এই কাজ করে। এটা কিন্তু সত্যি অনেক নিরীহ বিহারী একাত্তরে খুন হয়েছিল। তো স্বাধীনা উত্তর বাংলাদেশে এটা দাবি করা সম্ভব ছিল? বিজয়ীরা কি নিজেদের দোষ স্বীকার করে? বর্তমান প্রেক্ষাপটে একই ব্যাপার। যারা বিজয়ী তাদের ইতিহাসটাই তো গ্লোরিফাই করা হবে। পুলিশ হত্যা বা অন্যান্য ঘটনা, অগ্নিসংযোগ এসবের বিচার তো বিজয়ীরা করবে না। এগুলো যে পূর্বপরিকল্পত ছিল কয়েকজন সমন্বয়ক কিন্তু সগর্বে মিডিয়ায় বলেছেও। কিন্তু তাদের তো কেউ কিছু করতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বিজয়ী হলে তাকে এখন মহামানব হিসেবে মূল্যায়ন করা হতো। জাপানে যেমন পারমানবিক বোমা মেরেও কোনো শাস্তি হয়নি যুক্তরাষ্ট্রের। বিজয়ী হিটলার আলেকজান্ডার দ্য গ্রেট স্বীকৃতি পেতেন।
২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৬
ক্লোন রাফা বলেছেন: এই বয়ান জামাত/শিবির বহু পুর্ব থেকে করে আসতেছে।এমনকি মুক্তিযুদ্ধের বাংলাদেশে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের’কে যুদ্ধাপরাধী বলার দৃষ্ঠতা দেখায়।এদের কেউ নিরিহ বিহারি নয় । বিহারীরা পাকিস্তানি হানাদারদের সহায়তায় এবং আলবদর। রাজাকারের সহযোগিতায় বাঙালিদের দোকানপাট, ঘরবাড়ি ধ্বংস ও লুটপাট করে পুরো নয় মাস। আমাদের এলাকায় সেই পাকিস্তান আমলের ব্যবসায়ী অনেকটা সেই যুগের সুপার মার্কেটের মত স্টোরে প্রকাশ্য লুটপাট করে পুরো দোকান ধ্বংস করে দিয়েছে।
এই বিহারিদের সাহায্য নিয়ে রাজাকার, আলবদর বাহিনী হিন্দুদের হত্যা করে । আমার একমাত্র খালা একটি হিন্দু পরিবারের তিন মেয়েকে নিজের মেয়ে পরিচয় দিয়ে রক্ষা করে। তাদেরকে মুসলমানদের মত করে পর্দা করে রাখা হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রতিটি ঘরে ঘরে আছে। ১৯৭১-এর উচ্চতা হিমালয়ের চাইতে অনেক বেশি, আকাশ ছোঁয়া উচ্চতায়। নিরিহ না আমি একটি ডকুমেন্টারি’তে একজন বিহারী মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার দেখেছিলাম। তাদের নির্মমতা এতই ভয়ানক ছিলো যে তা দেখে সেই বিহারী নিজের স্বজাতির বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলো।!
২০২৪ কোন যুদ্ধ হয়নি। এটা ৯০, ৯৬, ২০০৮ এর মতো । বাংলাদেশ থাকলে আরো অনেকবার গণআন্দোলন হবে। ২০২৪শের পার্থক্য জামাত/ শিবিরের গুপ্ত নেতৃত্ব এই দেশ দখল করেছে জঙ্গি ও সম্রাজবাদি অপশক্তি।মুলত আমেরিকা এবং আংশিক ইউরোপ কলকাঠি নেড়েছে। জাতিসংঘের আজ্ঞাবহ আমাদের সেনাবাহিনী বিরাট ভুমিকা রেখেছে এই তাদের প্রতি লয়াল থেকে। আমি অত্যন্ত দুঃখের সাথে স্বীকার করছি । বাংলাদেশ সেনাবাহিনী পুরোপুরি আমেরিকার পকেটে ঢুকে গেছে।এবং তারা আমেরিকার প্রভুত্ব মেনে নিয়েছে। আমি খুবই লজ্জিত তাদের এই লাঠিয়াল বাহিনীর ভুমিকার জন্য। ইতিহাস নিজেই সাক্ষ্য দিবে তাদের এই বশ্যতার।
কাজেই আওয়ামীলীগ ধারনার চাইতে অনেক পুর্বে ফিরবে। আরো সুসংগঠিত হয়ে নতুন স্বপ্ন পুরণের প্রত্যয় নিয়ে ফিরবে বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের দলটি। এখন কাজ চলছে পরিশুদ্ধ আওয়ামিলীগের প্রস্তুতি করনে। বাংলাদেশের সাধারন মানুষের ভালোবাসা নিয়েই ফিরবে। তাদের দল তারা যা চাইবে তাই হবে। তাদের অধিকার আছে আওয়ামীলীগ’কে যা খুশি তা করার।কারন তাদের শেষ ভরসা ও ভালোবাসার দল আওয়ামী লীগ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥
৭| ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ৭.৬২ বুলেট শেখ হাসিনার রক্ষায় আসেনি তো? কিন্তু পরাজিত হয়ে তারা হয়ত শেখ হাসিনার সাথেই পলায়ন করেছে।
২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:২২
ক্লোন রাফা বলেছেন: শুধু এই কারণেই’তো আরো বেশি ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করে আনা উচিত। লেটস টেল ইউর ইউসুফ গং এন্ড টোকাই টেরর গ্যাং দখলদার টু প্রুভ ইউর ডাউট।
৮| ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
কামাল১৮ বলেছেন: প্রতিটা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।সুষ্ঠু তদন্ত হলে সব সত্য জানা যাবে।শাখাওয়াত কিছু গুরত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার আলোচনায়।এই সরকারের সময় এটা সম্ভব না।তাছাড়া ইউনুস যাতে ভেগে যেতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।সে হলো পরিকল্পনাকারী।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫৪
ক্লোন রাফা বলেছেন: এই দখলদার টেরোরিষ্ট গ্রুপ সঠিক তদন্ত ব্যাতিত সব কিছু করতে চায়। জিয়াউর রহমানের পথেই হাঁটছে! ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচারের আগেই হত্যা করছে।মব সন্ত্রাস করে জাষ্ঠিফাই করার কদর্য জঙ্গি কায়দা গ্রহণ করেছে‼️
৯| ২৭ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
বিজন রয় বলেছেন: সবকিছু একদিন বেরিয়ে আসবে।
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১:০০
ক্লোন রাফা বলেছেন: যুদ্ধাপরাধের সঠিক বিচার যদি হয়। এদের বিচারও হবেই হবে। এরা ভাবতে কোনো সাক্ষ প্রমাণ নেই ‼️এই আধুনিক টেকনোলজির মাধ্যমে সব রেকর্ড থাকছে। তাদের প্রতিটি অন্যায়ের ভিজিবল প্রমাণের ভিত্তিতে সঠিক বিচার হবে ইংশাআল্লাহ্ ।
১০| ২৭ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২২
মাথা পাগলা বলেছেন: কিরকুট বলেছেন: বলতে পারেন ছাত্রলীগের আড়ালে জামাত শিবির এর কাজ এইগুলা। হতে পারে, কিন্তু সেই সব গুপ্ত ঘাতকদের চিহ্নিত করার দায় কার? জনগণের নাকি ক্ষমতাসীন দলের। হাসিনা ও তার সাংগপাংগদের শাস্তি জরুরী।
- সহমত!
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা ভারতীয় কিলারদের ঢুকিয়ে যেভা্বে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল ঠিক সেভাবেই আরেকটি ম্যাসাকার করার জন্য হাসিনা চাহিদা পত্র অনুযায়ী ভারত আবারো কিলাদের পাঠিয়েছিল কিন্তু ছাত্র জনতার বিপ্লবের কারনে তা বুমেরাং হয়ে গেছে।
আপনাদের লোক তো এখন পাওয়ারে, পিলখানার বিচার করছে না কেন বলে মনে হয়? এতে সন্দেহ আরও গভীর হয় যে পুরো ঘটনা রাজনৈতিকভাবে আড়াল করা হচ্ছে। আপানার কাছে যেহেতু প্রমান আছে, ভারতের কিলার এসেছিলো - তাহলে সীমান্তে কিলার ঢুকল কীভাবে সেটারও জবাব দিন। আর যারা ঢুকতে সহায়তা করেছে তাদের নাম প্রকাশ করুন। প্রমাণ ছাড়া এসব দাবি শুধু হাস্যকরই শোনায়।
১১| ২৮ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:২৮
মাথা পাগলা বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: ৭.৬২ বুলেট শেখ হাসিনার রক্ষায় আসেনি তো? কিন্তু পরাজিত হয়ে তারা হয়ত শেখ হাসিনার সাথেই পলায়ন করেছে।
৭.৬২ বুলেট, স্নাইপার দিয়ে ঘরে থাকা, ছাদে থাকা মানুষ মারা হয়েছে। রাস্তায় রেন্ডম মানুষ মারা হয়েছে, পানি লাগবে ছেলের নাম ভুলে গেছি তাকেও মারা হয়েছে। এসব হত্যায় জনগন আর ক্ষিপ্ত হয়ে উঠেছিল। ঠান্ডা মাথায় চিন্তা করলে এসব হত্যা হাসিনা করেনি সহজেই বোঝা যায়। ব্যাপারটা ঐ ৭০ সনে জাল পড়িয়ে ছবি তোলার ঘটনার মতোই।
গত বছর যেভাবে "র" এজেণ্টের নাম শুনেছিলাম আমি তো ভাবলাম হাসিনা পালানোর পর অলি-গলি থেকে "র" এজেণ্ট সারেন্ডার করবে। পরে তো দেখি চিপা-চাপা থেইকা শিবিরের ছানা-পোনারা বাইর হইসে, যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল।
বিষক্ষয়রিটার্নস বলেছেন: নাৎসি পার্টির খুনিদের মতো আওয়ামি লীগের খুনিদের প্রকাশ্য ফাসি হওয়া উচিত।
বিগত ১ বছরে কুখ্যাত সন্ত্রাসী রাজাকারদের ছেড়ে আপনারা তো এখন বিচারপতি, দেখেন যা ভালো মনে করেন।
১২| ২৮ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: জুলাই প্রতারনার বিচার এই বাংলার মাটিতে হবেই।
১৩| ২৯ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৭
মাথা পাগলা বলেছেন: পুলিশের ছররা গুলিতেই আবু সাঈদের মৃত্যু
২০২৪ রিপোর্টঃ Click This Link
আবু সাঈদের মাথার পেছনে রক্ত ঝরছিল
২০২৫ রিপোর্টঃ Click This Link
আবু সাইদের হাত ছড়িয়ে পুলিশের দিকে বুক পেতে দেয়ার ছবি, ভিডিও আমরা সবাই দেখেছি। আজ আদালতে আবু সাইদের বাবা জবানবন্দীতে বলেছেন আবু সাইদের মাথার পেছনে গুলি ছিল এবং রক্ত ঝরছিল (সূত্র প্রথম আলো)।
অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর ২০২৪ এ আবু সাইদের মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্টে (সূত্র প্রথম আলো) বলা হয়েছে আবু সাইদ ছররা গুলিতে আহত হন। ছররা গুলি ঢুকে তার শরীরে গর্ত তৈরি হয় এবং তা থেকে রক্তক্ষরনে তার মৃত্যু হয়। আমি প্রথম আলোর দুটো রিপোর্টের স্ক্রীনশট এবং লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি (চেক পিন কমেন্ট)।
ইউনুস সরকারের আমলে দেয়া ময়না তদন্ত এবং আবু সাইদের বাবার জবানবন্দির ফারাক উত্তর মেরু আর দক্ষিন মেরুর। এখন কথা হচ্ছে আমরা কি ময়নাতদন্তের রিপোর্ট বিশ্বাস করবো নাকি আবু সাইদের বাবার? একজন বাবা তার সন্তানের মৃত্যু নিয়ে মিথ্যা কথা বলবেন না। ঐ সময়ে এরকম একটা লাশের দরকার কার খুব বেশি দরকার ছিল? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে সবকিছু।
~ Azam Khan
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৮
ক্লোন রাফা বলেছেন: প্রকৃত , প্রতিটি ঘটনা অনুসন্ধান করে বিচার করা হোক। কোন হত্যাকাণ্ড সংঘটিত হোলে তার বিচার হওয়া অত্যন্ত জরুরী। এমনকি সবচাইতে নিকৃষ্ট খুনি, সন্ত্রাসী, ধর্ষক, চোর,ডাকাত তাকেও বিচার বহির্ভূত হত্যা করার পক্ষে নই।
এই কথা বলে আসছি সব সময়। কিন্তু এখন যা হচ্ছে তার পরিণতি ভিন্ন কিছু হবে না ্। আরও অনেক ২০২৪ আসবে। তার ক্ষেত্র প্রস্তুত করে নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করে তোলা হোচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা ভারতীয় কিলারদের ঢুকিয়ে যেভা্বে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল ঠিক সেভাবেই আরেকটি ম্যাসাকার করার জন্য হাসিনা চাহিদা পত্র অনুযায়ী ভারত আবারো কিলাদের পাঠিয়েছিল কিন্তু ছাত্র জনতার বিপ্লবের কারনে তা বুমেরাং হয়ে গেছে।