নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত‍্যকারিরা আবারো তাদের অসমাপ্ত মিশনে দখল করেছে বাংলাদেশ॥

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১১


ফিরে এসেছে আবার সেই শোকের দিন ।
আজ ২৯ আগস্ট,
১৯৭১ সালের এই দিনে কুখ্যাত আলবদর নেতা ❝আলী আহসান মুজাহিদের❞ ইনফরমারের দেওয়া তথ্যে পাকস্তানিদের কাছে ধরা পড়েন এবং পরবর্তীতে শহীদ হন ক্রাক প্লাটুনের অন্যতম গেরিলা যোদ্ধা—
শহীদ বদিউল আলম বদী, বীর বিক্রম
শহীদ শফি ইমাম রুমি, বীর বিক্রম
শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল, বীর বিক্রম
শহীদ বাকের, বীর প্রতীক
শহীদ আলতাফ মাহমুদ
শহীদ সেকান্দর হায়াত
শহীদ হাফিজ
শহীদ মাগফার আহমেদ চৌধুরী আজাদ
শহীদ আবদুল্লাহ-হিল-বাকী
বাংলার এই সূর্যসন্তানরা আর কখনো ফিরে আসেননি।
—বিনম্র শ্রদ্ধায়,
স্বরণ করি বাংলা মায়ের সূর্য সন্তানদের।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:২১

জেনারেশন একাত্তর বলেছেন:



এদের কমান্ডার কে ছিলেন?

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৭

ক্লোন রাফা বলেছেন: এরা খালেদ মোশাররফের নির্দেশনায় হিট এন্ড রান গেরিলা আক্রমণ করতো ।

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৭

ক্লোন রাফা বলেছেন: ক‍্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা কমান্ডার ছিলেন । পরে মেজর এম এ মন্জুরের আন্ডারে ৮ নম্বর সেক্টরে ছিলেন!

২| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৭

জেনারেশন একাত্তর বলেছেন:



খালেদ মোশারফ ও লে: হারুন ছিলেন আগরতলায় ( সেক্টর কমান্ডার ও এসিসটেন্ট ), ঢকায় এরা কার কমান্ডে ছিললো?

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৫

ক্লোন রাফা বলেছেন: মেজর আবু ওসমান চৌধুরীও ছিলেন কিছুদিন।

৩| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৯

জেনারেশন একাত্তর বলেছেন:


ক্যা: নাজমুল হুদা নিশ্চয় ঢাকায় ছিলেন না; ঢাকায় ওরা কার কমান্ডে ছিলো?

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০০

ক্লোন রাফা বলেছেন: তখন ওদের মধ্যে থেকেই একেকজন একেকবার নেতৃত্ব দেয়।

৪| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৫

জেনারেশন একাত্তর বলেছেন:



যুদ্ধের পর, আমি ওদের ব্যাপারটা জেনেছিলাম; অনেক তথ্য পরে সংগ্রহ করেছিলো ব্লগার অমি রহমান পিয়াল। সে মুল তথ্যের সাথে অনেক স্বরচিত গার্বেজ যোগ করেছিলো! তাই, যারা রুমিকে নিয়ে বা ক্রেক প্লাটুন নিয়ে লেখেন, তাঁদের থেকে কিছু তথ্য মিলায়ে দেখার চেষ্টা করি।

আমি মায়ার বক্তব্যও শুনেছিলাম এই গ্রুপ নিয়ে।

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৫২

ক্লোন রাফা বলেছেন: ওরা ঢাকায় মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে কিছু অপারেশন চালায়। তখনকার পাকিস্তান রেডিও আক্রমন করে।ডি,আই ,টি’তে একটি অপারেশন চালায়।
আমি পিয়ালের অনেক অসাধারণ লেখা আছে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। আমি তার গালির জন্য তার পোস্টে খুব অল্প কমেন্ট করেছি।

৫| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৮

সৈয়দ কুতুব বলেছেন: সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে লেখা দেখেছি। জাতির শ্রেষ্ঠ সন্তানরা নিশ্চয়ই আওয়ামী লীগের এমন অধঃপতন দেখে লজ্জায় মরে যাইতেন।

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৭

ক্লোন রাফা বলেছেন: হয়তো ওদেরকেও স্বৈরাচারের দোষর বলে মবের মাধ্যমে হত্যা করতেন । কারন সব দোষ শেখ হাসিনার।

৬| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৩

কামাল১৮ বলেছেন: @কুতুব, এরা বেঁচে থাকলে কি করতো সেটা আপনি জানলেন কি ভাবে।

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১৪

ক্লোন রাফা বলেছেন: কুতুবরা হলো সুবিধাবাদি শ্রেনীর সৈনিক। এরা ব‍্যাক্তিগত দেনা পাওনা মিলিয়ে ফেলে জাতিয় এজেন্ডার সাথে ‼️

৭| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৩

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@কারণ তারা সৎ মানুষ ছিলেন। তারা অন্যায়ের প্রতিবাদ আগেও করেছেন এখনো করতেন।

৮| ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: কুতুবরা হলো সুবিধাবাদি শ্রেনীর সৈনিক। এরা ব‍্যাক্তিগত দেনা পাওনা মিলিয়ে ফেলে জাতিয় এজেন্ডার সাথে

আপনি জাতির কোন এজেন্ডা নিয়ে লিখেন ব্লগে? সারাদিন কেবল মুক্তিযুদ্ধ এবং ইউনুস সরকারের বিরুদ্ধে লিখেন। মুক্তিযুদ্ধ নিয়ে লিখেন আর আওয়ামী পাপা কমানোর চেষ্টায় থাকেন। ইউনুস সরকার নিয়ে লিখেন বড়োই একপেশে রাজনৈতিক ভাবনা থেকে। মজার বিষয় হচ্ছে আমাদের ব্লগের ডার্থ ভেডার যখন প্রতিপক্ষ আপনার মতো লিখে থাকেন তখন সেখানে কমেন্ট করে কড়া সমালোচনা করেন। আর যখন আপনারা লিখেন তখন উনার সুর নরম থাকে। :)

৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:০০

ক্লোন রাফা বলেছেন: মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ৭১ এটা তো সমগ্র জাতির বিষয়। এটা কি শুধুই আওয়ামিলীগের⁉️ আপনাদের মত দেশপ্রেমিকদের কারনেই আওয়ামিলীগ বলে তারা না থাকলে মুক্তিযদ্ধারা সবচাইতে বেশি নিগৃহীত হবে। মিলিয়ে দেখলাম , কথাগুলো শতভাগ সত্য।

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেখেছি নিজামি , মুজাহিদদের আস্ফালন! লাথি দিয়ে বের করে দেওয়ার দৃশ্য দেখেছি সরকারি প্রোগ্রাম থেকে। তখন কি করছিলেন আপনারা! আমরাই প্রতিবাদ করেছি । তাদের সাথে ভাগ করে নিয়েছে সকল অপমান।

৯| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩০

সৈয়দ কুতুব বলেছেন: ঋণের দায়ে আত্নহত্যা করছে অনেকে সেটা নিয়ে লিখেছেন? এই যে প্রতিদিন নদীতে লাশ পাওয়া যাচ্ছে অজ্ঞাত লিখেছেন? দেশের ইকোনমি র হাল হাকিকাত নিয়ে লিখেছেন?

খালি মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন। :-0

৩১ শে আগস্ট, ২০২৫ রাত ১:০৮

ক্লোন রাফা বলেছেন: আপনিই বললেন অনেকে লিখেছে। নদী’তে লাশ নিয়ে তথ‍্যবহুল আলোচনা আছে নবনীতার চ‍্যানেলে। ঐ লাশগুলো আওয়ামিলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা , কর্মীর হোতে পারে। কারন তারাই এখন নিজেদের এলাকা ছেড়ে পালিয়ে গেছে। কাজেই লাশগুলো শনাক্ত হোচ্ছেনা। কারন অনেকে জানে না তাদের আপনজন কে কোথায় আছে।

যখন সময় ছিলো লিখেছি। তনু,মিতু,সাগর,রুনি , সিনহা কিংবা একরামের হত্যা নিয়ে লিখেছিলাম। গুম, ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাদক, সন্ত্রাস নিয়েও লিখেছি।নির্বাচন নিয়ে সমালোচনা করেছি।
বিভিন্ন বাহিনীর অন‍্যায় নিয়ে লিখেছি। তারপর নিক হারিয়ে গেছে।চলে গিয়েছিলাম। আবার ফিরেছি। আরেকজন এই নিক করে দিয়েছে।মাত্র ২ বছরও হয়নি।

এখন আপনারা লিখছেন।

১০| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩০

নতুন বলেছেন: চেতনা বিক্রি করে আর কতদিন চলবে।

পাকি/জাসি এরা সারা জীবনই বাংলাদেশে গদাম খাবে।

কিন্তু আয়ামীলীগ চেতনা বিক্রি করে খেয়ে দেশ শেষ করে ফেলেছে।

বিশ্বের অন্য কোন দেশে চেতনা বিক্রি এতো লাভজনক না।

আর বর্তমানের জেন জি আগের মতন চেতনার ট্যাবলেট খাবেনা।

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫২

ক্লোন রাফা বলেছেন: চেতনা এত সস্তা না যে তা বিক্রি করা যায়। দেশ বিক্রি করে ফেলেছে / তাহলে এখন দেশ কিনে নিলো কে⁉️
জেন জি চেতনার টেবলেট খাবে কেনো! তারা এখন নতুন চেতনার দোকান খুলে বসেছে ‼️

১১| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৯

ধুলো মেঘ বলেছেন: আলি আহসান মুজাহিদের বয়েস ছিল কত তখন? সে আলবদর কমিটির কোন দায়িত্বে ছিল? তাঁকে কি রাজাকার হিসেবে রিক্রুট করা হয়েছিল? এসব ইনফরমেশন দেয়া কি তার কাজ ছিল? আমি যতদূর জানি, স্বাধীনতার আগে তার সমস্ত কার্যক্রম ফরিদপুরেই ছিল। এদের ইনফরমেশন দেবার জন্য কি স্পেশাল এসাইনমেন্ট দিয়ে তাঁকে ঢাকায় আনা হয়েছিল?

৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০১

ক্লোন রাফা বলেছেন: কচি শিশু ছিলো রাজাকার মুজাহিদ! আর ধুলোমেঘ নিজেও হয়তো কচি শিশু কিংবা জন্ম গ্রহণই করেনি। তাই তার পক্ষে জানা সম্ভব হয়নি। কিন্তু রাজাকারের পক্ষে মিথ্যা বয়ান দেওয়ার বয়স ঠিকই হয়েছে

১২| ৩০ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমান অবহেলা করা হচ্ছে। এজন্য দায়ী এই অন্তবর্তী সরকার।

১৩| ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭

নতুন বলেছেন: ধুলো মেঘ বলেছেন: আলি আহসান মুজাহিদের বয়েস ছিল কত তখন? সে আলবদর কমিটির কোন দায়িত্বে ছিল? তাঁকে কি রাজাকার হিসেবে রিক্রুট করা হয়েছিল? এসব ইনফরমেশন দেয়া কি তার কাজ ছিল? আমি যতদূর জানি, স্বাধীনতার আগে তার সমস্ত কার্যক্রম ফরিদপুরেই ছিল। এদের ইনফরমেশন দেবার জন্য কি স্পেশাল এসাইনমেন্ট দিয়ে তাঁকে ঢাকায় আনা হয়েছিল?


ওহ মুজাহিদ ঐ সময় কচি পাকি ছিলেন এটা ঠিক। উনার বয়স ২২ বছর ৯ মাস ছিলো ২৫শে মার্চ এ।

কিন্তু উনার বাড়ী ফরিদপুরে।


১৯৬৮ সালে মুজাহিদ ইসলামী ছাত্র সংঘের ফরিদপুর জেলার সভাপতি নির্বাচিত হন।
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি ঢাকা জেলার ছাত্র সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১৯৭০-এর আগস্ট-সেপ্টেম্বরের দিকে মুজাহিদ পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সেক্রেটারি নিযুক্ত হন; যা ছিল নিখিল পাকিস্তান ছাত্র সংঘের প্রাদেশিক শাখা
১৯৭১ সালের অক্টোবরে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি নির্বাচিত হন।

- উইকিপিডিয়া।


আরেকটা জিনিস বলতে পারি। আমার বন্ধুর বড় ভাই ( উনি মুক্তিযোদ্ধা ছিলেন) ১৯৭১ এ মুজাহিদকে একবার খাবাশপুর মাদ্রাস মসজিদের পুকুরে চুবিয়েছিলেন। বঙ্গবন্ধুর ব্যাপারে কটুকথা বলার জন্য।
উনি কনফার্ম করেছিলেন যে মোহাজিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আছে।

১৪| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৮

নতুন বলেছেন: ধুলো মেঘ বলেছেন: আলি আহসান মুজাহিদের বয়েস ছিল কত তখন? সে আলবদর কমিটির কোন দায়িত্বে ছিল? তাঁকে কি রাজাকার হিসেবে রিক্রুট করা হয়েছিল? এসব ইনফরমেশন দেয়া কি তার কাজ ছিল? আমি যতদূর জানি, স্বাধীনতার আগে তার সমস্ত কার্যক্রম ফরিদপুরেই ছিল। এদের ইনফরমেশন দেবার জন্য কি স্পেশাল এসাইনমেন্ট দিয়ে তাঁকে ঢাকায় আনা হয়েছিল?


১৯৭১ সালের অক্টোবরে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি নির্বাচিত হন।


২০২৪ এ ছাত্রলীগের সাদ্দামের কেমন ক্ষমতা ছিলো? ছাত্রলীগ যেমন রাজাকারের বাচ্চাদের খুজতেছিলো?

পাকিরা যখন ২৫ শে মার্চ আক্রমন করে দেশ থেকে মুক্তি নিধন শুরু করেছিলো। তখন মুজাহিদের কাজও ছিলো মুক্তি খোজা ;)

১৫| ৩১ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৩

কাঁউটাল বলেছেন: ক্লোন ছাগলের নৃত্যকলা

১৬| ৩১ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০২

রোবোট বলেছেন: নিজামি-মুজাহিদরা রাজাকার-আলবদর বাহিনীর নেতৃত্বে ছিলেন আর গোলাম আজম শান্তিবাহিনীর।

লেখক, আপনাকে একটা বুদ্ধি দেই,ঢাকার কোনো থানায় গিয়ে মামলা করেন রুমি-আজাদ-বদি-আলতাফদের গুম করেছিলো হাসিনা-ওবায়দুল কাদের-বেনজির-শমি কায়সাররা। শুধু যে পুলিশ সে মামলা নেবে তাইনা, আসাদুজজামান ফুয়াদ আর নাসিরউদদিন পfটোয়ারী টকশোতে এর পক্ষে নানা যুক্তিও দেবেন।

১৭| ৩১ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০৪

রোবোট বলেছেন: ক্র‌াক প্ল্যটুনের নেতা ছিলেন মেজর হায়দার।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.