![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
যুদ্ধাক্রান্ত একাত্তর, এপ্রিলের তৃতীয় সপ্তাহ । ভারতের দ্যা স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক, পরবর্তীতে সম্পাদক মানস ঘোষ একজন মুক্তিযোদ্ধার একটি ছবি প্রকাশ করলেন তাঁর পত্রিকায় । ছবিটি প্রকাশিত হবার পর ভারত ও বাংলাদেশের জনগণ জানল ছবিটি একজন নারীর ।
যিনি পুরুষের বেশে পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে পাকিস্তানী হানাদার বাহিনীকে রুখে দাঁড়িয়েছে । সশস্ত্র যুদ্ধ করেছে পাবনার বিভিন্ন রণাঙ্গনে । এই মহীয়সী নারী একাত্তরের প্রীতিলতা শিরিন বানু মিতিল ।
অকুতোভয় এই নারী পাবনা এডওয়ার্ড কলেজে বাঙলায় স্নাতক পড়াকালীন সময়ে সমাজ, প্রথা ও বাধা ভেঙে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাত্র ২০ বছর বয়সে পুরুষের পোশাক পরে অস্ত্র হাতে রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধে নেমেছিলেন ।
রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোয় উদ্ভাসিত মিতিলের পূর্ববর্তী দুই প্রজন্ম । মাতামহ খানবাহাদুর ওয়াসিম উদ্দিন আহমেদ ছিলেন পাবনার প্রথিতযশা আইনজীবী, সমাজসেবী এবং পাবনা পৌরসভার প্রথম সভাপতি ও জেলা বোর্ডের আজীবন সভাপতি ।
শিরিন বানু মিতিলের মা সেলিনা বানু ও বাবা খন্দকার শাহজাহান মুহম্মদ ছাত্রজীবন থেকে ১৯৫২ সাল পর্যন্ত কম্যুনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন । মা ছিলেন পাবনা জিলার ন্যাপ সভানেত্রী এবং ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে সেলিনা বানু এমএলএ নির্বাচিত হয়েছিলেন ।
সেলিনা বানুর এক ভাইও সেই সময়ে মহাত্মা গান্ধীজীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন ।
আজ একাত্তরের প্রীতিলতা খ্যাত শিরিন বানু মিতিলের জন্মদিন ।।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৬
ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ॥
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: বিনম্র শ্রদ্ধা।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৬
ক্লোন রাফা বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৭
কিরকুট বলেছেন: যাক সামুর মাত্রাতিরিক্ত তিড়িং বিরিং ছানারা এসে ওয়াজ মাহাফিল করে নাই ।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৯
ক্লোন রাফা বলেছেন: রাজাকারের ছানাদের কাজ হলো মুক্তিযুদ্ধের মানুষদের অপমান করা।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫
সেজুতি_শিপু বলেছেন: বিনম্র শ্রদ্ধা জানাই। আমি সৌভাগ্যবান, এই মহিয়সী নারীর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। শুনেছি তাঁর বীরত্বগাঁথা- সেইসাথে ক্ষোভ, দু:খ.।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫২
ক্লোন রাফা বলেছেন: বাহ, সত্যি আপনি সৌভাগ্যবান/ তার মত একজন শ্রেষ্ঠ সন্তানের সাথে কথা বলতে পারা।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৪
অপ্সরা বলেছেন: জানাই শ্রদ্ধা !!
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৬
ক্লোন রাফা বলেছেন: আমাদের দেশ সৃষ্টি’তে যাদের ভূমিকা অপরিসীম । তাদের জন্যই আজ আমরা মুক্ত স্বাধীন। তাদের জন্য আমাদের এই শ্রদ্ধা থাকবে আজীবন।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৮
মাথা পাগলা বলেছেন: জানাই বিনম্র শ্রদ্ধা।