![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আমি হতবাক আমি স্তম্ভিত ‼️ আমি রাজবাড়ীর ঘটনায় স্তব্ধ হয়ে গেছি! আমার বিশ্বাস হোচ্ছেনা বাংলার মানুষ এমন নজির বিহীন ঘৃণ্য কাজ করছে! নিশ্চই আমাদের কোথাও না কোথাও ভুল হোচ্ছে।এরা কোনো ক্রমেই বাঙালি নয়। দিনের পর দিন নিজেদের অপরাধ অতিক্রম করছে এই সরকারী আনুকূল্যে থাকা নিকৃষ্ট মব বাহিনী। পরিকল্পনা করে ঘোষণা দিয়ে নরকে পরিনতি করছে। আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ।
সুদী মহাজন এরপরেও বলছে সভ্য সমাজের সভ্য মানুষই প্রতিহত করবে। সুদী মহাজনের সভ্য সমাজে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিহত করতে গিয়ে । আমাকে নিজের জীবন বিলিয়ে দিতে হবে । তার আনুকূল্যে থাকা মব সন্ত্রাসীদের হাতে । তারপর আমাকে সমাহিত করা হবে কবরে। তার পর সভ্য সমাজের অংশীদাররা আমার কবর থেকে লাশ বের করবে। সেই লাশ নিয়ে আনন্দ উল্লাসে উদ্দাম নৃত্য করবে।তারপরে পেট্রোল ঢেলে লাশ আগুনে পোড়াবে।সেই লাশের ভস্মীভূত ছাই হারগোর’কে সভ্য সমাজ গড়তে হবে। অর্থাৎ আমাকে লাশ হয়ে প্রত্যাখ্যান করতে এই মব সংস্কৃতি ‼️ বাহ্ বাহ্ আমিরুল মোমেনিন ইউনুস সাহেব।
এখানে আমাকে আবার তার তল্পি বাহকরা এসে বলবে ডক্টর সাহেব কি এগুলো করতে বলেছে! উনিই একমাত্র ব্যক্তি যিনি নিজেই তার নিজের সালতানাতের উজির নাজির নিয়োগ দিয়েছেন। কাজেই বিগত তেরো মাসের সকল দায় অবশ্যই তার।
রাজবাড়ীর ঘটনা দেখে মনে হয় নাৎসির সময়ে অথবা বর্তমান ইসরাইলে অবস্থান করছি আমরা।এরপরে হয়তো আরো বিভৎস কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। কারন বর্তমান অপশাসন একের পর এক রেকর্ড করে যাচ্ছে।এরপর হয়তো কবর থেকে কোনো মৃতদেহ বের করে তাকে ধর্ষণ করবে।জানিনা অনাগত দিন গুলোতে আরো কত পৈশাচিকতা দেখতে হবে।
আমর চাওয়া শুধু একটাই। ভবিষ্যতে স্বাধীনতার পক্ষের শক্তি যেনো প্রতিটি ঘটনার সঠিক বিচার করে। ৪০ বছর পর যদি যুদ্ধাপরাধের বিচার হয় । বঙ্গবন্ধু হত্যার বিচার হোতে পারে । তাহলে বর্তমান দখলদার বাহিনীর সঠিক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮
ক্লোন রাফা বলেছেন: ওরা শপথ নিয়েছিলো ক্ষমতায় যেতে শয়তানের সাথেও হাত মেলাত’ও সমস্যা নেই ওদের‼️ বাস্তবতা হচ্ছে ওরা ওদের কথা কাজে পরিণত করেছে ‼️
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঘটনা ঘটার পর বিবৃতি দেয়া বিচিহীন লোকের কাজ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: যারা লাশ পুড়িয়েছে তারা ভয় পেয়েছে । নুরাল পাগলার লাশ নাকি পচে নাই । উহা তাদের মনেও আছর ফেলেছে । ভারতে এরকম ভাবে নিজেকে ডাইনি ডাবি করা ওমেন দের পোড়ানো হয় । ইহা জটিল সাইকোলজি এবং শয়তানি ।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৪
মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: যারা লাশ পুড়িয়েছে তারা ভয় পেয়েছে । নুরাল পাগলার লাশ নাকি পচে নাই । উহা তাদের মনেও আছর ফেলেছে । ভারতে এরকম ভাবে নিজেকে ডাইনি ডাবি করা ওমেন দের পোড়ানো হয় । ইহা জটিল সাইকোলজি এবং শয়তানি ।
প্রশাসনের নীরব সায় মব কালচারকে দেশব্যাপী উৎসাহিত করছে, কারন ইউনুসের গং রাও মববাজি করছে। লোকজনও বুঝে গেছে যে এসব করলে তেমন কিছু হবে না। আর এই ঘটনা স্থানীয় বিএনপির নেতৃত্বে ঘটেছে। এধরনের ঘটনা স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীর সম্মতি এবং উস্কানি ছাড়া হয় না।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২
রাবব১৯৭১ বলেছেন: অসভ্যদের কবলে দেশ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০
নতুন বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: যারা লাশ পুড়িয়েছে তারা ভয় পেয়েছে । নুরাল পাগলার লাশ নাকি পচে নাই । উহা তাদের মনেও আছর ফেলেছে । ভারতে এরকম ভাবে নিজেকে ডাইনি ডাবি করা ওমেন দের পোড়ানো হয় । ইহা জটিল সাইকোলজি এবং শয়তানি ।
কোন মানুষ কিভাবে অন্য একজন মানুষকের লাশ কবর থেকে উঠিয়ে আগুন লাগাতে পারে?
ধর্ম আমাদের সমাজের মানুষে কি শিক্ষা দিচ্ছে? আর এরা এই কাজ করছে ধর্মের নামে?
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাগলার লাশ পোড়ানো সমর্থন করা যায়না কিন্তু এটা নিয়ে এতো হাহুতাশ যখন ২ হাজার মানুষ হত্যা করলো ৮/১০ হাজার পঙ্গু করলো কুত্তা লীগ তখন আন্নে কই ছিলেন???????
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
শেরজা তপন বলেছেন: এভাবে মৃত অর্ধগলিত লাশকে আঘাত করা ও পুড়িয়ে দেয়া ধর্ম,সমাজ, মানবতা কোন দিক থেকেই সমর্থনযোগ্য নয়।
কিন্তু বঙ্গবন্ধুর অতিযোগ্য সমর্থক; গত বছরের সাভারে যে ভ্যানের উপরে যে ছয়টা লাশ পোড়ালো পেট্রল দিয়ে- তাঁর মাঝে একজন তখনো জীবিত ছিল সেই ব্যাপারে কিছু বলুন?
এটা তো দুই সপ্তাহ আগের মৃত লাশ। তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ ছিল। নুরাল পাগলা আমার এলাকার লোক, আমি ছেলেবেলা থেকেই তাকে চিনি। তাঁর এই লাশ পোড়ানো আর মাজার ভাঙ্গা নিয়ে কি অদ্ভুত রাজনীতি হচ্ছে সেটা দেখে হতবাক-বিহ্ববল!
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
নতুন বলেছেন: , ২০২৫ সন্ধ্যা ৬:৪৯০
শেরজা তপন বলেছেন: এভাবে মৃত অর্ধগলিত লাশকে আঘাত করা ও পুড়িয়ে দেয়া ধর্ম,সমাজ, মানবতা কোন দিক থেকেই সমর্থনযোগ্য নয়।
কিন্তু বঙ্গবন্ধুর অতিযোগ্য সমর্থক; গত বছরের সাভারে যে ভ্যানের উপরে যে ছয়টা লাশ পোড়ালো পেট্রল দিয়ে- তাঁর মাঝে একজন তখনো জীবিত ছিল সেই ব্যাপারে কিছু বলুন?
এটা তো দুই সপ্তাহ আগের মৃত লাশ। তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ ছিল। নুরাল পাগলা আমার এলাকার লোক, আমি ছেলেবেলা থেকেই তাকে চিনি। তাঁর এই লাশ পোড়ানো আর মাজার ভাঙ্গা নিয়ে কি অদ্ভুত রাজনীতি হচ্ছে সেটা দেখে হতবাক-বিহ্ববল!
সেটা শেখ হাসিনার পক্ষের মানুষেরা করেছে সেটা নিয়ে কথা বলা যাবেনা। তখন মুখে কুলুপ গুজে বসে থাকতে হবে ভাই।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
কামাল১৮ বলেছেন: কবর থেকে তুলে লাশ পোড়ানো অমানবিক।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩১
রাসেল বলেছেন: আমরা সকলে নিজেকে সদাসর্বদা নিষ্পাপ প্রমানে ব্যস্ত থাকি, অথচ নিজের পাপ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি কে
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এরকম অসভ্য ও বর্বর ঘটনা সারা পৃথিবীর কোথাও আগে কখনো ঘটেনি।
শুধু মাত্র বাংলাদেশের রাজবাড়ীতে ঘটেছে।
এটা জাতি হিসাবে আামদের মাথা হেট করে দিয়েছে।
মব ভায়োলেন্সের পরিণতি এটা।
সরকার যদি মবকে প্রশ্রয় না দিত তাহলে এটা হয়তো ঘটতো না।
আমি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তির দাবী করছি।