| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আওয়ামী লীগকে ফেরাতে চান কেনো এখন পর্যন্ত সাতটি মানবাধিকার সংগঠন সহ পশ্চিমা দেশগুলো ⁉️
ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুলের একটি আওয়ামীলীগ নিষিদ্ধ করা বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে মাত্র দুটি পক্ষ বিরাজমান। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য। আওয়ামীলীগের না থাকার অর্থ হলো গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক অধিকার, স্যাকুলারিজম এমনকি ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয়। কারন এন্টি আওয়ামী লীগ হলো মৌলবাদী কট্টরপন্থি এবংদক্ষিণ পন্থী রাজনীতির ব্যাপক উত্থান। আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক মিশন ঝুঁকিপূর্ণ। পৃথিবীর অনেক দেশের সাথে দিপাক্ষিক সম্পর্কের অবনতি। আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য বাধাগ্রস্ত হয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিচে নেমে আসে। আইন-শৃঙ্খলার চরম অবনতি।দেশের অগ্রগতি নেমে আসে শুণ্যের কোঠায়!
উপরের প্রতিটি সমস্যা বাংলাদেশের উন্নয়নের পার্টনার যারা আছে তাদের ব্যবসা বানিজ্য স্থবির হয়ে যাবে। যে কোনো দেশের অবকাঠামোগত উন্নয়ন বন্ধ থাকলে সে দেশের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কারণ উন্নয়নের সাথে অর্থনৈতিক লেনদেন শতভাগ প্রাসঙ্গিক।বাস্তবতা হলো বাংলাদেশের ৯০ভাগ অর্জন আওয়ামী লীগের হাতে হয়েছে।বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে যতটুকু কাজ হয়েছে পুরোটাই আওয়ামী লীগের মাধ্যমে।
আওয়ামী লীগ যদি বাংলাদেশে নিরাপদ না থাকে তাহলে কেউ নিরাপদ থাকবে না।আওয়ামী লীগ ‘কে যত কোনঠাসা করা হবে ততই বিপদ বাড়বে সবার। এই এনজিওগ্রাম সরকার বিদায়ের সাথে সাথেই ঝুঁকিপূর্ণ হবে প্রতিটি গ্রামীন প্রতিষ্ঠান।নিরাপত্তা ঝুকির মধ্যে পড়বে এনসিপির টোকাই বাহিনীর অকালকুষ্মান্ড তথাকথিত নেতা।সর্বোপরি জঙ্গি উত্থান হবে উল্লেখযোগ্য। বাংলাদেশের রাজনীতিতে অন্য যে কোনো দলের চাইতে আওয়ামী লীগের স্টেক বেশি। যদি প্রতিটি দল সম্পূর্ণ পৃথকভাবে নির্বাচন করে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নব্বইয়ের পর এই কারণে বিএনপি জোটের রাজনীতি শুরু করে। যা আওয়ামিলীগের জন ক্ষতিকারক।
মুল কথা হলো আওয়ামী লীগ বিহীন দেশ একটি জঙ্গি রাষ্ট্র ছাড়া আর কিছু নয়॥
২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ২:০৪
ক্লোন রাফা বলেছেন: একেবারেই সঠিক বলেছেন, কাজেই এই জঙ্গিবাদের আবর্জনা কিভাবে পরিষ্কার করতে হবে সেটা আওয়ামিলীগ জানে।সেই বলদ প্রজন্ম এখন মনে করছে আমি কি হনুরে‼️কাজেই সকল কিছু বিবেচনায় নিয়ে এটাই বলতে হয়। আওয়ামী লীগের বিকল্প একমাত্র আওয়ামী লীগ। এই সকল প্রজন্ম এবং গোষ্ঠীকে সঠিক পথে আনতে পারে একমাত্র আওয়ামী লীগ।
যদি নষ্ট করতে পারে তাহলে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে আওয়ামী লীগই।
২|
২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২১
খাঁজা বাবা বলেছেন: আপনার মত ২/১ জন ছাড়া কেউই আওয়ামীলিগ কে ফেরাতে চায় না
আওয়ামীলিগ নিজেই জংগি দল।
৩|
২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮
কামাল১৮ বলেছেন: ভোটে নির্বাচিত সরকারে হাতে।
৪|
২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৮
আমি নই বলেছেন: হুমকি দিচ্ছেন? হুমম দিতেই পারেন, আপনাদের হাতে অনেক টাকা আর অস্ত্র আছে। লবিং করে ব্যাবসা বন্ধ/কমিয়ে দিতে পারবেন আর অস্ত্র দিয়ে জঙ্গীবাদ শুরু করতে পারবেন।
৫|
২৪ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬
নতুন বলেছেন: বাংলাদেশ কোন দলের হাতে নিরাপদ?
অবশ্যই আমলীগই এতো মানুষ হত্যা করে দেশের জনসংখ্যা কমাতে পারে। আর শিবির রগ কাটতে পারে। এরা দুই দল ছাড়া অন্যরা জনসংখ্যা কমানোর কাজ এতো ভালো করতে পারেবান।
২৫ শে অক্টোবর, ২০২৫ রাত ১:০৭
ক্লোন রাফা বলেছেন: তিনদিন ধরে ব্লগে ডুকতেই পারিনি/ কারন জানে ব্লগ কতৃপক্ষ ‼️ আওয়ামিলীগ যদি দল হিসেবে মানুষ হত্যা করে ।তার বিচার করার আহ্বান জানাচ্ছি। আপনি নিজেই বাংলাদেশের নাগরিক হিসেবে আদালতে যান। আমরা সহযোগিতা করবো বিচার আমাদের বিরুদ্ধে হোলেও।
যে কোনো সরকারের দায়বদ্ধতা আছে নাগরিকদের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষা করার।প্রয়োজনে গুলি করার অধিকার আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার। যদি তারা ব্যর্থ হয় তাদের জবাবদিহি করতে হয় পৃথিবীর সকল দেশে।
আপনার’তো দেখি গোল্ডফিস মেমোরি। হত্যার রাজনীতিতে বিএনপি সবার চাইতে এগিয়ে! সামরিক বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের ও সাধারণ মানুষ হত্যায় । বিদ্যুত ও সার চাওয়ার জন্য গুলি করে মানুষ হত্যা করে। রাজনৈতিক সমাবেশে গুলি করে বিরোধী নেতা কর্মীদের হত্যা করে! ক্ষমতার জন্য সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করে!
আমার ধারণা আপনি বিএনপির সেই রকম সুবিধাবাদী একজন সেই জন্যই
৬|
২৫ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: পড়লাম।
২৯ শে অক্টোবর, ২০২৫ ভোর ৪:১৫
ক্লোন রাফা বলেছেন: ভালো করেছেন।
৭|
০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭
নতুন বলেছেন: আপনার’তো দেখি গোল্ডফিস মেমোরি। হত্যার রাজনীতিতে বিএনপি সবার চাইতে এগিয়ে! সামরিক বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের ও সাধারণ মানুষ হত্যায় । বিদ্যুত ও সার চাওয়ার জন্য গুলি করে মানুষ হত্যা করে। রাজনৈতিক সমাবেশে গুলি করে বিরোধী নেতা কর্মীদের হত্যা করে! ক্ষমতার জন্য সামরিক বাহিনীর মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করে!
আমার ধারণা আপনি বিএনপির সেই রকম সুবিধাবাদী একজন সেই জন্যই
আমলীগের বিচার শুরু হয়েছে। আশা করি রায় পাবেন।
যেই অন্যায় ভাবে হত্যা করবে তার বিচার হতে হবে।
আয়ামীলীগ বা বিএনপির আদর্শের মাঝে পার্থক্য কি? খুব একটা না। জামাত ধর্মীয় রাজনিতি করে সেটা অন্য দলের অন্তভুক্ত।
বাংলাদেশের জন্য আয়ামীলীগই সবচেয়ে ভালো দল হবে যদি তারা ভারতপ্রেম, সন্ত্রাস, দূনিতি বন্ধ করবে।
এই পর্যায়ে যেতে হলে আগে স্বীকার করতে হবে যে আয়ামীলীগের ভেতরে সন্ত্রাসীরা আয়অমীলীগ দখলে নিয়ে ছিলো। সেখান থেকে শুরু করলে সামনে আয়ামীলীগ ভালো করবে।
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:৪৭
ক্লোন রাফা বলেছেন: এখন তো প্রমাণিত সত্য হিসেবে আবিষ্কৃত হোচ্ছে । আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ সহ সকল সংগঠনের মধ্যে ঘাপটি মেরে ছিলো । বর্তমানে দখলদারদের সকল সন্ত্রাসী, জঙ্গি ও টোকাই গ্রুপ।
অন্যায় , দুর্ণীতি , খুন সহ সকল অন্যায় কাজ যে করুক । সবাই সমান অপরাধী। কোনো সুনাগরিক এগুলো সমর্থন করতেই পারে না ।
ভারত প্রেমের কিছু নেই । বাস্তবতা মেনেই কূটনৈতিক এবং সরকারি সম্পর্ক রাখতে হয় সকলের সাথে । মনে রাখতে হব আমেরিকা কিংবা কানাডা আমাদের প্রতিবেশী নয়। ভারত মায়ানমারের সাথেই আমাদের চলতে হবে। কাজেই সীমান্তে অশান্তি সৃষ্টি করে কোনো দেশ এগিয়ে যেতে পারে না! বাস্তবতার নিরিখে হিসাব করেই চলতে হয়। ভারতের নাগরিকদের দ্বারা আমি ব্যাক্তগতভাবে ক্ষতিগ্রস্থ। তারপরও আমি ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার পক্ষে নই ।
ধন্যবাদ ॥
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৯
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ নিজেই জঙ্গীবাদের বীজ বাংলাদেশে বপন করে গেছে। একটা বলদ প্রজন্ম সৃষ্টি করে গেছে। ফটকা উন্নয়নের কারিগর আওয়ামী লীগ। দেশের মানুষের চারিত্রিক গুণাবলি নষ্ট করে দিয়ে গেছে।