নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

এই পত্রিকায় মবের মাধ্যমে হামলা হোতে পারে। এই উপদেষ্টা প্রকৃত পক্ষে একজন জঙ্গি।

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১:০২



যুব উন্নয়নের হাজার কোটি টাকা মিলিশিয়া তৈরি, আইটি প্রশিক্ষণ বাদ দিয়ে অস্ত্র প্রশিক্ষণ শুরুর অভিযোগ

আজকের কন্ঠ ডেস্ক,

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ১৫ দিনব্যাপী আত্মর‌ক্ষামূলক প্রশিক্ষণের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন প্রশাসনের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সমালোচকদের দাবি, বিগত সরকারের আমলে তথ্য প্রযুক্তি খাতে যুবকদের প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সার তৈরির জন্য বরাদ্দকৃত হাজার হাজার কোটি টাকার প্রকল্পগুলো স্থগিত রেখে বর্তমানে সে অর্থ ব্যয় করা হচ্ছে অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে মিলিশিয়া বাহিনী তৈরি করার কাজে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পোস্ট করা বিজ্ঞপ্তিতে দেখা যায়, আগামী ২২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে জুডো, কারাতে ও তায়কোয়ান্ডোর পাশাপাশি 'অস্ত্রশস্ত্র' (Weapon Training) প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বিজ্ঞাপন সামনে আসার পরপরই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যপ্রযুক্তি খাত ও যুব উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তাদের অভিযোগ, যুব উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থ জনকল্যাণমূলক ও টেকসই উন্নয়ন প্রকল্প থেকে সরিয়ে বিতর্কিত সামরিক প্রশিক্ষণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

যুব উন্নয়ন ও প্রযুক্তির জন্য বরাদ্দকৃত বিপুল অর্থ:

পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, বিগত শেখ হাসিনা সরকার যুব উন্নয়নের মাধ্যমে দেশের তথ্য প্রযুক্তি খাতে বিপুল সংখ্যক ফ্রীল্যান্সার তৈরির লক্ষ্য নিয়ে যুব অধিদপ্তরকে প্রায় ৩,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল।

এছাড়াও, ২০২৪-২৫ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় বাবদ মোট ২ হাজার ২১১ কোটি ৯৫ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে যুবকদের আইটি প্রশিক্ষণ, স্থানীয় পর্যায়ে খেলার মাঠ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে ব্যয়ের পরিকল্পনা ছিল।

কিন্তু গত ৫ই আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে শেখ হাসিনা সরকারের নেওয়া যুব উন্নয়নের এই সকল গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ অসম্পূর্ণ ও স্থগিত হয়ে যায়।

বিতর্কিত অস্ত্র প্রশিক্ষণ ও মিলিশিয়া তৈরির অভিযোগ:

যুব উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ কোথায় যাচ্ছে, সেই প্রশ্ন তুলে সমালোচকরা বলছেন, আইটি প্রশিক্ষণ বা মাঠ উন্নয়নের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্প ফেলে রেখে অন্তর্বর্তীকালীন প্রশাসনের উপদেষ্টারা এখন এই বরাদ্দের টাকা দিয়ে যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে নিজেদের জন্য একটি 'মিলিশিয়া বাহিনী' তৈরির চেষ্টা করছেন।

সমালোচকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যখন অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং বেকারত্ব দূর করতে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ জরুরি, তখন যুব উন্নয়ন মন্ত্রণালয় অস্ত্র প্রশিক্ষণের মতো বিতর্কিত এবং উদ্দেশ্যমূলক কার্যক্রমে অর্থ ব্যয় করছে।

তারা বলছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ হলো সুস্থ খেলাধুলা এবং আত্মরক্ষামূলক কৌশল শেখানো, কিন্তু 'অস্ত্রশস্ত্র' প্রশিক্ষণ কার্যক্রমের অন্তর্ভুক্তিকরণ সরকারি অর্থের অপব্যবহার এবং যুবসমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ইঙ্গিত দেয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য কী এবং এর অর্থায়ন কোথা থেকে আসছে, তা নিয়ে অবিলম্বে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে।

#যুবউন্নয়ন #অস্ত্রপ্রশিক্ষণ #মিলিশিয়া #আর্থিকঅনিয়ম #আইটিপ্রশিক্ষণ #যুবওক্রীড়ামন্ত্রণালয় #বাংলাদেশ

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১:১৯

ওয়াসিম ফারুক হ্যাভেন বলেছেন: এটা কোন গন মাধ্যম নয় এটা গুজব ছড়ানোরর একটি ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ মাতৃর।

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৪২

ক্লোন রাফা বলেছেন: তাহলে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক । যদি তা না হয় বুঝতে হবে অবস্থা আরো ভয়ংকর। গণমাধ্যম সংবাদ করতে ভিত সত‍্য প্রকাশে।

২| ২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৩১

জেনারেশন একাত্তর বলেছেন:




৩০ হাজার জল্লাদ ছেলেমেয়ে পাকী মিলিটারী ও তৈয়বে লস্কর থেকে জংগী ট্রানিং পেয়েছে; এরাই জুলাই ও আগষ্ট ছাত্র ও পুলিশ হত্যা করেছে।

২৭ শে অক্টোবর, ২০২৫ ভোর ৬:৩৬

ক্লোন রাফা বলেছেন: পাকিস্তানের সেনাবাহিনীর অনেক জেনারেল বাংলাদেশের এই ইউনুস গংদের ট্রেনিং দিতে আগ্রহী। পাকিস্তান জঙ্গি রপ্তানি শুরু করে দিয়েছে বাংলাদেশে।
দাউদ ইব্রাহিমের ব‍্যাবসায়িক পার্টনারের জন্য বুলেট প্রুফ গাড়ি কিনছে ইউনুস।অচিরেই নাকি বাংলাদেশে আসছে। দশ ট্রাক অস্ত্রের মুল্য পরিশোধ করতে পারেনি ৩০ স‍্যুটকেস ডলার দিয়ে। এবার বাংলাদেশের অংশ দিতে হবে বাংলার যুবরাজকে‼️

৩| ২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৫৮

জেনারেশন একাত্তর বলেছেন:




এখন ঢাকা ইউনিভার্সিটি থেকেও জংগী বের হবে।

২৭ শে অক্টোবর, ২০২৫ ভোর ৬:৩৮

ক্লোন রাফা বলেছেন: ঢাকা মাদ্রাসা হয়ে গেছে এখন। আবার শিবির নাকি ট্রেনিং দিবে বিনা পয়সায়। এমনকি উল্টা টাকা পয়সা দিবে।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:১৬

জেনারেশন একাত্তর বলেছেন:




দেশকে ইয়েমেন বানায়েছে পাকীরা, ইউনুস ও জামাত-শিবির মিলে।

২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:২৩

ক্লোন রাফা বলেছেন: দেশ যত আনস্টেবল হবে ততোই শক্তিশালী হবে জামাত, শিবির ও জঙ্গিবাদ। ডক্টর ইউনুসও এটাই চায়। কারন তাহলে তাকে আর কেউ সরিয়ে দেবে না।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪৭

আমি নই বলেছেন: কে জানে হয়ত এই তথাকথিত পত্রিকা আপনিই চালান। এই রকম পত্রিকা আগেও ছিল। এই সকল ভুয়া পত্রিকার খবরে কোনো সুত্রের নাম থাকেনা, প্রতিবেদকের নামও থাকেনা এমন কি নিয়মিত খবর প্রকাশও হয়না। একটা ডোমেইন, একটা হোস্টিং, ওয়ার্ডপ্রেশ এর একটা নিউজ থিম ইনস্টল করেই পত্রিকা রেডি। আর আপনারা সেই পত্রিকার সোর্স ব্যাবহার করে গুজব প্রচার করেন। =p~ =p~

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৮

ক্লোন রাফা বলেছেন: হ বেসম্ভব কিছু না। পত্রিকার মালিক আমিই মনে হইতেছে। কারন জঙ্গি আর দেশের শত্রুদের বাঁশ দিয়ে নিউজ করছে প্রায় প্রতিদিনই।

৬| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:০২

নতুন বলেছেন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পোস্ট করা বিজ্ঞপ্তিতে দেখা যায়, আগামী ২২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে জুডো, কারাতে ও তায়কোয়ান্ডোর পাশাপাশি 'অস্ত্রশস্ত্র' (Weapon Training) প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভাবতে ভালোই লাগছে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরর প্রশিক্ষণ যে মিলিশিয়া তৌরি করতে ব্যবহার করতে পারে এমন ভাবনা ভাবার মতন মানুষ পত্রিকা চালায়।

আর মিলিশিয়া বানানোর জন্য সরকারী প্রঙ্গাপন, বিজ্ঞাপন দিয়ে সবাইকে জানায়।

আর পন্চগড়ের অনলাইন পত্রিকা যেহেতু লিখছে তাইলে তো অবশ্যই ঠিক লিখছে।

২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৫

ক্লোন রাফা বলেছেন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যদি সরাসরি জঙ্গি দ্বারা পরিচালিত হয়। এরকমই হওয়ার কথা।কারন এই মন্ত্রণালয়ের এক মন্ত্রীর বাসা থেকে জনৈক মানুষের মাথা দিয়ে ফুটবল খেলোয়ার গ্রেফতার হয়েছিলো। সেই ইতিহাস মনে হয় ভুলে গেছেন ‼️

৭| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৭

শ্রাবণধারা বলেছেন: আওয়ামী লীগের গাধাগুলাই জঙ্গি রাজাকার-আলবদরদের প্রচারণার কাজ বেশি করে করছে বলে মনে হচ্ছে!

আপনাদের এই সব গুজব ছড়ানো দেখলে রাজাকার-আলবদরদের বাচ্চারা খুশি হয়ে উর্দুতে সমস্বরে "হুক্কহুয়া" রব তোলে।

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০৫

ক্লোন রাফা বলেছেন: এখন আর সত‍্য শুনতে ভালো না লাগারই কথা। কারন এই জঙ্গি উত্থানে আপনাদের ভূমিকা অপরিসীম। উর্দু এখন বাংলাদেশের জাতীয় ভাষা। কাজেই আপনারা সেই ভাষাতেই হুক্কাহুয়া করবেন।

আমরা জয় বাংলার লোক, একটু অপেক্ষা করেন। আবার আপনাদের দিয় উর্দু না বাংলায় শিখিয়ে দিবো।

৮| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: যে ছাত্ররা জুলাই আন্দোলন করেছে, এরা সকলেই জঙ্গী। এবং জামাতের প্রোডাক্ট।

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১৮

ক্লোন রাফা বলেছেন: এনসিপি হইলো জামাতের সন্তান। জামাত বাপ এনসিপি বেটা।

৯| ২৭ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৬

মোগল সম্রাট বলেছেন:

অর্থনীতির সব দিকে স্থবিরতা । উপায় নাই গোলাম হোসেন । তয় রিজার্ভ নাকি তর তর কইরা বাড়তাছে । খুশিতে বগল বাজাই চলেন। B-)

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৩

ক্লোন রাফা বলেছেন: এই রিজার্ভ কয়েকদিন পরে গলার কাঁটা হবে। ব‍্যবসা বানিজ্য নাই তাই টাকা কোনো কাজে আসছে না। যখন সুদ গুনতে হবে তখন টের পাবে কত ধানে কত চাল!

১০| ২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৭

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার । শেখ হাসিনা আমলে জংগিবাদ দমনের নামে জাতিকে ধোকা দেয়া হয়েছে । আওয়ামি লিগের মতো ধোকা বাঙালিকে আর কেউ দেয় নি । বিগত ১৭ বছরের শাসনামল ছিলো ধোকাবাজি এবং ডিসেপশন এর মহামিলন ।

শেখ হাসিনার কারনে গোটা একটা জেনারেশন শেষ । এডুকেশন সিসটেম শেষ করে দিয়েছেন।

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৬

ক্লোন রাফা বলেছেন: আপনাদের নতুন বাংলাদেশ হইতেছে জঙ্গি মুক্ত/ কারন শতভাগ জঙ্গি শাসিত দেশে আর জঙ্গিদের, জঙ্গি বলবে এত সাহস কার হবে ⁉️
এডুকেশন সিস্টেম ডেভেলপ করেনি কথা সত্য। এত হযবরল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কল্পনা করা যায় না। ফালতু শুধু ডিগ্রিধারী উপহার দিচ্ছে । কোন কাজেই দক্ষতা নেই এই প্রজন্মের। শুধু গুজব রটনা করা ছাড়া। অবশ্য এই গুজব দিয়ে তারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আজকের বাংলাদেশ উপহার দিয়েছে।

১১| ২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪১

কামাল১৮ বলেছেন: এটা আর নতুন খবর কী।এ যে জঙ্গি সারা পৃথীবি জানে।

২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৯

ক্লোন রাফা বলেছেন: হ ঠিকই বলেছেন। এত অস্ত্র সস্ত্র উনার ভান্ডারে যে একে ৪৭-এর ম‍্যাগাজিন নিয়ে প্লেনে উঠে যায়।ঠিক যেমন মুড়ি মুড়কি‼️

১২| ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:১৩

কলাবাগান১ বলেছেন: বিদেশে এত বিশ্ববিদ্যালয় দেখেছি পাশাপাশি ক্যাম্পাস, কখনই দেখি নাই কথায় কথায় দুই ক্যাম্পাস এর মাঝে মারামারি....।বাংগালী ছাত্রদের রক্তে জমে আছে উন্মাদনা, হিংস্রতা, পাশবিকতা, আর শোধ নেওয়ার হিংস্র মানসিকতা..।ক্ষমা করার মানসিকতা, অন্যকে সহ্য করা ধাতে সয় না

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৭

ক্লোন রাফা বলেছেন: এলএেই ঘটনা সাধারন কোনো ঘটনা নয়। সিটি ইউনিভার্সিটি ১জন আওয়ামিলীগের মন্ত্রীর কাজেই সেই বিশ্ববিদ্যালয় ধ্বংস করার জন্যই এই নাটক।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৭:৫৯

কলাবাগান১ বলেছেন: আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে, লীগের সমর্থকদের উচিত হবে ভোটের প্রতিবাদে সিল বিহীন ব্যালট ভোটের বাক্সে ফেলা।

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:২২

ক্লোন রাফা বলেছেন: সেই কাজ করলে তারা সিল মেরে নিবে নিজেরা/ বরং সব মার্কায় সিল দিলে ভালো হয়। তাহলে সবাই একসাথে নির্বাচিত হয়ে যাবে কোনো ফেল নাই।
যেমন ছাত্ররা পরিক্ষা না দিয়ে সবাই পাস/ কোনো বৈষম্য নাই॥ =p~

১৪| ২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৯

ক্লোন রাফা বলেছেন: গুড , পর্যবেক্ষণে রাখলেই পারেন পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.