নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

৭১-কে ফিরে পেতে,১৩ই নভেম্বরের লকডাউন সফল করুন।

১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:১৬

হেই ,ধরো বৈঠা
মারো টান।
জঙ্গি যাবে পাকিস্তান!

লুঙ্গি গামছা ফালাইয়া
ইউনুস তুই যা পালাইয়া।


কি লাভ দেশ’কে ভালোবেসে!
দেশ প্রেমিকরা জীবন দেয়,
আর সুবিধাবাদী রাজাকার এবং
ক‍্যান্টনমেন্টের ঔরষজাত একটি
ক্লাবের জঙ্গিরা ফায়দা লুটে‼️
সতেরো বছরে আন্দোলনের নামে-
দেশ ধ্বংস করা গোষ্ঠীর ধোকায়,
জিবন দিয়ে শহীদ হয় নিরপরাধ/
ছাত্র জনতা ।
ঐ কুলাঙ্গারদের কথায় রাস্তার নেমে,
শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী হারিয়ে-
আমরা এখন অনুতপ্ত ।
প্রতিটি শহীদের পরিবার অবহেলিত!

“জুলাই শহীদ আনাসের মা”

নিচে দেখুন পাকিস্তানি জঙ্গির কি হুন্কার‼️


৭১–এর মুক্তি যুদ্ধের চেতনা, দেশের সার্বভৌমত্ব ।
আমর সোনার বাংলা “ জাতীয় সঙ্গীত ।
৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র ও
৭২-এর সংবিধান রক্ষার লড়াই করছি আমরা ।
দেশের এই ক্রান্তিকালে আপনার অবস্থান যেনো থাকে দেশের আপামর সাধারণ মানুষের পক্ষে ।


১৩ তারিখের লকডাউন সফলতার উপর নির্ভর করছে । বাংলাদেশ কি ৭১-এর পরাজিত হায়েনাদের কবলে যাবে কিনা।
এই লকডাউন সফল না হোলে আপনার আমার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত । অন্ধকারে নিমজ্জিত হবে পুরো বাংলাদেশ ।

এ লড়াই আমার আপনার অস্তিত্ব রক্ষার লড়াই ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ॥

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: ছাগলেরা দেশটাকে শেষ করে দিচ্ছে।
এইসব জামাত শিবিররের বিচার হবে। হতেই হবে।

২| ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৯

আলামিন১০৪ বলেছেন: দালালী বাবদ কত পান? র এর মজুরী তো কম হবার কথা না। লাইনঘাট কী, বলবেন? আমরাও টু-পাইস কামাইতে চাই

১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:০২

ক্লোন রাফা বলেছেন: দিকে দিকে চারিদিকে দেখি রাজাকার! আলামিন নামটার অপমান করছেন আপনি। এভিডেভিট করে নাম পরিবর্তন করে তারপর বেহেস্ত বিক্রিতে যোগ দিন। ঐ টা হলো আপনার উপযুক্ত স্থান । এমনকি আপনার চৌদ্দ পুরুষের দায়িত্ব নিবে রাজাকারের দলটি ।

৩| ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ইউনুস সরকার এবং জামাত মিলে অন্যায় করেছে। আওয়ামীলীগের এই অন্যায়ের প্রতিশোধ নেওয়া ফরজ।

৪| ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই আগুন সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য।

১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৮

ক্লোন রাফা বলেছেন: রাজাকার ছানার লেজে কি আগুন লেগেছে⁉️ দখলদার সুদী মহাজন’কে কি লাগবে সেই আগুন নেভাতে ‼️

৫| ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: এই পত্রিকা ভুয়া।

১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

ক্লোন রাফা বলেছেন: আমার দেশ “ হইলো সহি পত্রিকা ।

৬| ১১ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

কিরকুট বলেছেন: দেখা যাক কি হয় ?

কোন বেগুন টা ছিড়তে পারেন দেখি ।

পরে না কমেডি হয়ে যায় এইটাই ভাবার বিষয় ।

১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১

ক্লোন রাফা বলেছেন: জোকারদের কাছে সব কিছু কমেডিই মনে হয়। কিছু করতে পারি আর না পারি । জিবন বাজী রেখে সংগ্রাম অবশ্যই করবো।৫২, ৬৬, ৬৯, ৭১, ৯০, ৯৬, ২০০৮ সব আমরাই করেছি । এবারও আবার নতুন ইতিহাস সৃষ্টি করেই ফিরবে ইংশাআল্লাহ্..

৭| ১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের কপালে শনি আছে।

৮| ১১ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: নতুন প্রজন্মকে ৭১ এবং বঙ্গবন্ধু বিমুখ করার দায় আওয়ামী লীগকে নিতে হবে।

১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৪

ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগের দায় পরিশোধ করছে আওয়ামিলীগ । কোনো সন্দেহ নাই আওয়ামিলীগের অসংখ্য ভুল আছে। তাই বলে ২০২৪ এসে নতুন প্রজন্ম অন্ধের মত আচরন করবে সেটা মেনে নেওয়া অনেক কষ্টের। ভুল করলে শেখ হাসিনা করেছে । অনেক নেতৃত্ব ভুল করেছে।
কিন্তু ৩২ নাম্বার ঘোষণা দিয়ে গুড়িয়ে দেওয়ার মত ঘটনা দেখতে হোলো আমাদের‼️বঙ্গবন্ধুর ম্যুরাল শুধু ভেঙে চুরমার করা হয়নি। তার ভাষকর্যের উপর দাঁড়িয়ে মুত্রত্যাগ করার দৃশ্য জ্বলছে চোখে। মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙার মহোত্সব প্রত্যক্ষ করেছে নতুন প্রজন্ম ।এবং এটা খুবই স্বাভাবিক ঘটনা বলে চালিয়ে দিলো। কত বলবো , আমার দৃষ্টিতে মহাপাপ করেছে সমন্বয়ক পরিচয়ের কিছু উন্মাদ।
বাংলাদেশের অনেক দল মুক্তিযুদ্ধের পক্ষে বলে দাবী করে । কিন্তু একটা দলকেও দেখলামনা এর প্রতিবাদ করতে। আমাদের সবচেয়ে বড় অর্জণ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ডিফেন্ড করতে দেখলাম না। আমরা সবকিছু আওয়ামিলীগের দিকে ঠেলে দিয়ে বলি। আওয়ামিলীগ সবকিছু কুক্ষিগত করেছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ! অথচ আমরা পুরো জাতি নির্বাক।

বুকে হাত দিয়ে বলুন আওয়ামিলীগ ছাড়া আর কোন দল কি করেছে । মুক্তিযোদ্ধা বা আমাদের গৌরবজ্জল স্বাধীনতার সংগ্রাম রক্ষায়⁉️
ধন্যবাদ, হা. মাহবুব ভাই।

৯| ১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: মুক্তিযুদ্ধের পক্ষের দলে ১৬ বছর ক্ষমতায় থাকার পরে অবস্থাটা কী দাঁড়িয়েছে? মুক্তিযুদ্ধ কেন নতুন প্রজন্মের কাছে পৌঁছায় নি? আওয়ামী লীগ লুটতরাজে ব্যস্ত ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করেছিল আর বঙ্গবন্ধু আর তার পরিবারকে ঐশ্বরিক ফিগার বানিয়ে বিবমিষা তৈরি করেছিল। কী লাভ তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের দল নিয়ে? এমন অবস্থা তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধে পক্ষে কথা বলতে গেলেই মানুষ ভাবত দালাল। ৩২ নম্বর ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, নতুন যারা আসবে, তারা যতই মুক্তিযুদ্ধকে মুছে দেয়ার চেষ্টা করবে, মুক্তিযুদ্ধের চেতনা ততই শক্তিশালী হবে। আর আওয়ামী লীগকে এর মধ্যে চিন্তা করতে হবে কালচারালি কীভাবে নতুন প্রজন্মকে কাছে আনা যায়। গুন্ডামী, ভাংচুর, আগুন সন্ত্রাস করে হবে না। এগুলি একটু ভাবেন আপনারা।

১০| ১১ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই আগুন সন্ত্রাসীকে গ্রেফতার করার করে ডিম থেরাপী দিলেই বাসে কে আগুন দিয়েছে তার বের হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.