| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’এর
শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল ও জনমতে বিভ্রান্ত সৃষ্টির নেপথ্যে
রয়েছে একাধিক সাবেক সমন্বয়ক ও তাদের নিয়ন্ত্রণে থাকা কিশোরগ্যাংয়ের সন্ত্রাসীরা।-এদের থেকে সর্তক থাকুন।
৫ই আগস্টের পর একটি বেসরকারি চ্যানেলের টকশোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সমন্বয়ক আরিফ সোহেল স্বীকার করেছেন,গতবছর জুলাই মাসে পুলিশ হ'ত্যা,অগ্নিসংযোগ,ভাংচুর সহ একাধিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডসংগঠনের পেছনে ঢাকার স্থানীয় কিশোরগ্যাংয়ের সদস্যদের ব্যবহার করা হয়েছিল।তিনি জানান,এটি তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ ছিল, যা ২০১৭ সাল থেকে শুরু হয়ে ২০২৪ সালে পূর্ণতা পায়।
বিভিন্ন সমন্বয়কদের ফেসবুক স্ট্যাটাস বিশ্লেষণ করে জানা যায়, কিশোর গ্যাংগুলোকে সংগঠিত করতে মাদকদ্রব্য ও আর্থিক প্রলোভন দেওয়া হয়েছিল।বিশেষ অর্থ বরাদ্দের মধ্য দিয়ে জুলাই-আগস্টে তথাকথিত কোটা আন্দোলনের নামে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও হত্যা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল।এদের অর্থায়নের নেপথ্যে ছিলো আমেরিকান ইউএসএইডস, ডঃ ইউনুসের একাধিক এনজিও সংস্থা ও বিভিন্ন দেশের রাষ্ট্রীয় দূতাবাস।
১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ব্যর্থ করতে ও জনসাধারণের মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষ তৈরী করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে আতংক ছড়ানোর নেপথ্যে আবারো এই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। অনেকের মতে, এর পেছনে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে অসাংবিধানিক ইউনুস সরকার ও বর্তমান কিংসপার্টি এনিসিপির নেতারা।
-বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই সহিংসতা, নৈরাজ্যের
রাজনীতিতে বিশ্বাসী নয়।অবৈধ ইউনুস ও তার সন্ত্রাসীদের ষড়যন্ত্র ছেদ করে আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করবে বাংলাদেশের মুক্তিকামী জনগণ।
২|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন:
![]()
৩|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: ঢাকা লকডাউন শুনে উপদেষ্টাদের কলিজা শুকিয়ে গেছে।
জামাত শিবিরের ঘুম হারাম হয়ে গেছে।
৪|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৪
আমি নই বলেছেন: লকডাউন আবার ধ্বংস করে কেমনে?
@রানু বিভিন্ন সময় সময় সিপিবির ডাকা হরতালের কথা মনে পরতেছে, সিপবির নেতারাও বলত তাদের হরতালের কথা শুনে সরকারি দলের কলিজা শুকিয়ে গেছে।
৫|
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৩
তানভীর_আহম্মেদ বলেছেন: -বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই সহিংসতা, নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাসী নয় ![]()
৬|
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩
মেঠোপথ২৩ বলেছেন: রাজীব নুরের কাছে এই ব্লগ হচ্ছে হাসি তামাশার জায়গা। তাই বিনোদনমুলক কমেন্ট করে সবাইকে বিনোদিত করে। বাস্তবে উনি খুবই ধার্মিক মানুষে রুপান্তরিত হয়েছেন। স্ত্রী কন্যা হিজাব পড়া শুরু করেছে। তিনি ১৮০০ টাকা খরচ করে আজাহারী হুজুরের বই কিনে পড়েন
এই ব্লগের উনার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে স্বঘোষিত শিবির/ হিজবুত কর্মী শাইয়্যান
উনার বর্তমান কিবলা বুঝতে কারো সমস্যা হবার কথা নয় ![]()
৭|
১২ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০
আলামিন১০৪ বলেছেন: আপনে জেলে ঢুকবার চান, বাহে?
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৪
ক্লোন রাফা বলেছেন: আপনি কি কোনো জেলার নাকি ⁉️ আমার মত কত লক্ষ জেলে পুরেছেন? এখন খুব সহজ জেলে দেওয়া।শুধু পুলিশ ডেকে বলে দিন , আওয়ামী লীগের দোষর ব্লগার॥
৮|
১২ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
নতুন বলেছেন: ঢাকা লকডাউন ধ্বংস করতে।
শেষ পযন্ত লক ডাউন শব্দ ব্যবহার করতে হইলো?
পুলাপাইনের দেওয়া লক ডাউন শব্দ ব্যবহার করতে আপার তো শরম করার কথা।
আপা হরতালের ডাক দেবেন। উনি তো বর্তমানে ভারতে আছে, উনি বর্তমানে "ঢাকা বন্ধ" এর ডাকা দেবেন।
লকডাউন ধ্বংস
এই লকডাউন কিভাবে ধ্বংস করা হয়ে থাকে এই ব্যপারে যদি আপনি একটু বলতেন।
আপনাদের কয়েক কোটি ভোটার আছে, কয়েক কোটি আয়ামীলীগার আছে, তারা ঘরে বসে থাকলেই তো ঢাকা লকডাউন হয়ে যাবে।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৯
ক্লোন রাফা বলেছেন: লক ডাউনের ব্যবহার করা হয়েছিলো করোনাকালে। আসলেই আমাদের গোল্ডফিস মেমোরি। রইলো বাকি ধ্বংসের ঐখানে ব্যার্থ লিখতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম সমগ্র বাংলাদেশ ধ্বংসের প্রক্রিয়া চলছে। তাই এটাও তারা ধ্বংস করতেই চাইছে ‼️
৯|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৯
dupur১২৩ বলেছেন: ওও গেদা , এইসব হাউকাউ না করে , লিস্টি করো। আর সবসময় জাইগ্গা পরে চলাচল করবেন , দেখসেন না গত কাল কে , NCP অফিস আর সামনে এক গেদা ধরা খাইয়া , পাবলিক এমন মাইর দিসে যে পেন্ট খুলে যাচ্ছিলো , আহারে দেখে মনটাই খারাপ হয়ে গেসে। আপনি ভাই অবশই জাইগ্গা পরে বের হয়েন , পরে দেখা যাবে আপনার পেন্ট নাই , আর যাই করেন সামু ব্লগার দের ম্যান ইজ্জত রাইখেন।
পেপার এ যদি এমন নিউজ হয় " সামুর ব্লগার ককটেল মারতে গিয়া , ধরা , আর পাবলিক আর গণ পিটানিতে পেন্ট ছিড়ে গেসে , পেন্ট এর নিচে জাইগ্গা না থাকায় ........... দেখা যাচ্ছিলো "
প্লিজ ভাইজান ব্লগার দেড় ইজ্জতের কসম লাগে আপনার।
১০|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৩৪
মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: লিগের লকডাউন নিয়ে কেউ ভাবছে না । কেবল সোশাল মিডিয়ায় হাউকাউ আপনাদের । আপনারাও বিএনপির মতো হয়ে গেছেন। আগে ছিলো খালেদা জিয়ার মুকতি এখন শেখ হাসিনার মামলা বাতিল ।
।
আপনি কোন বাংলাদেশে বাস করেন? ৭~১০ লাখ নিরাপত্তা রাস্তায় নেমেছে। আমি তো দেখি লক ডাউনের আগের দিনই সফল! কারন জনগন সমর্থন দিচ্ছে। দেড় বছর ধরে ইউনুস তার রাজাকার-জঙ্গি গোষ্ঠীরা জনগনের উপর যে অত্যাচার করেছে তার ফল।
নিউজে পড়লাম এনসিপির মশাল মিছিলে পেছন থেকে কেউ একজন "জয় বাংলা" স্লোগান দেয়াতে আতংকে মিছিলের অর্ধেক পালিয়ে গিয়েছে ঠিক যেমন জয়-বাংলা শুনলে রাজাকাররা ভয় পেতো। ৭১'-এর ট্রমা এখনো মুছে যায়নি - উত্তরাধিকারসূত্রে পরের প্রজন্মও তা বহন করছে। ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: লিগের লকডাউন নিয়ে কেউ ভাবছে না । কেবল সোশাল মিডিয়ায় হাউকাউ আপনাদের । আপনারাও বিএনপির মতো হয়ে গেছেন। আগে ছিলো খালেদা জিয়ার মুকতি এখন শেখ হাসিনার মামলা বাতিল ।
।
কাজ হবে না ।