| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলায় ট্রাইব্যুনাল গঠন করে বিচারক নিয়োগ করা হয়েছিল তিনজন। পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমানকে চেয়ারম্যান করে দুইজন পূর্ব বাংলার বিচারপতির সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা যাবে না। বাঙালিরা বুঝে গিয়েছিলো আগরতলা ষড়যন্ত্র মামলা আইউব খানের বিশেষ চাল। যে কোন মূল্যে শেখ মুজিবের ফাঁসি দিয়া দিবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পুষ্টি বিজ্ঞান ভবন ছিল বিচার পতির বাসভবন। একদিন জনতা দিনে দুপুরে গিয়ে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বিচারপতি এস এ রহমান এক মুহূর্ত দেরি না করে তার ঘরোয়া পোশাক পরা অবস্থায় পিছনের দরজা দিয়া সোজা তৎকালীন তেজগাঁও বিমান বন্দরে চলে যায়। সেখান থেকে পাকিস্তান।
বিচারপতির গদিতো গেছেই, আইউব খানের টাও গেছে, উল্টো জীবন নিয়া টানাটানি। আগরতলা ষড়যন্ত্র মামলাও ডিসমিস। বাঙালরে হাইকোর্ট দেখাইতে গিয়া অবাঙালি পাঞ্জাবিদের লাল সুতা বের হয়ে গেছে।
সেদিনের সেই বিচারপতি সহ পাইক্কাদের সহযোগী রাজাকার, আল বদর, আল শামসের উত্তরসূরীরা আজ আবার বঙ্গবন্ধুর মেয়ের উপর বাপের উপরের প্রতিশোধ নিতে চাচ্ছে। বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদার, পাকিস্তানের প্রধান বিচারপতি তো বাংলায় আইসা ঘরোয়া কাপড় নিয়ে কোন রকমে জান নিয়া পালাইতে পারলেও তুই কই পালাবি ? মনে রাখিস, এই রকম কিছু ঘটলে লুঙ্গি নিয়াও পালাইতে পারবে না।
বিচারপতি : মোঃ গোলাম মর্তুজা মজুমদার।
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৪
ক্লোন রাফা বলেছেন: পুনর্বাসন নির্ধারিত রায় কি হয়েছে সেটা সবার জানা ছিলো। কাজেই এই রায়ে কিছুই যায় আসে না বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে যাদের অবস্থান।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয় শেখ হাসিনার ✅
২|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হুমকি ধামকি দেওয়ার অপ-সংস্কৃতি আর কত দিন বাংলার মাটিতে চলবে!
১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:২৯
ক্লোন রাফা বলেছেন: ডিটেক্টেড রাজাকার, আলবদর,আলশামস, জঙ্গি,টোকাই গ্যাং কিংবা দেশোদ্রহিদের প্রতি কোনো আদিখ্যাতা দেখানোর প্রয়োজন নেই।
৩|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আশা করা যায় আজকেই সন্ত্রাসের প্রধান স্টেকহোল্ডারের পরিসমাপ্তি ঘটবে। দোয়া ইউনুস পইড়াও লাভ হবেনা বলেই মনে হচ্ছে।
![]()
৪|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৩
কিরকুট বলেছেন: হ্যাডম থাকলে করেন। কিন্তু মগর একখান কথা আছে। পাব্লিক যেন না কয় এইডা ঠিক হয় নাই। পাবলিকরে লাইনে আনেন আগে।
৫|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩
নতুন বলেছেন: শেখ হাসিনার করা আদালত, শেখ হাসিনার করা আইন, শেখ হাসিনার বিচার তাহলে তো ঠিক ই হবার কথা।
যেই আদালত ১০০% সহী তরিকায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই আদালতের উপরে আপনার বিশ্বাস নাই?
শেখ হাসিনার আমলে তো বিচারকেরা কোন পক্ষপাতিত্ব করেনাই। এখন কেন করবে?
শেখ হাসিনার আমলে তো বিচারকেরা কারুর কথা শুনে রায় দেয় নাই। এখন কেন করবে?
যদি আপনারা আজ এই আদালতের উপরে সন্দেহ করেন তবে জনগন তো যুদ্ধাপরাধীদের বিচারের উপরে সন্দেহ করবে!!! ![]()
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬
ক্লোন রাফা বলেছেন: রাজাকারের একেক জনের বিচার করতে সময় লাগছে / দেশি বিদেশি পুরো প্যানেল মিলে ডিফেন্ড করার সুযোগ দিছে। লবিং ফার্ম নিয়োগ করছে । পুরো বিশ্বের নজর ছিলো রাজাকারের বিচার প্রক্রিয়ায়। কোথাও থেকে প্রমাণ দিতে পারেনি, বিচারের প্রক্রিয়া নিয়ে।
ঐ আদালত এবং আইন করা হয়েছিলো যুদ্ধাপরাধের এবং তাদের কোলাবরেটরদের বিচারের জন্য/ আদালত জামাতের, প্রসিকিউটর রাজাকারের,আইনজীবী সকল পক্ষের আলবদরের । বিচারকের কথা নাই বললাম।
কমেডি শো উপভোগ করতে থাকেন । কারন সময় খুব অল্প।
৬|
১৭ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা আসবে। দেরী হোক যায়নি সময়।
কোনো অন্যায়কারী বাচতে পারবে না।
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০১
ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনা’কে আসতেই হবে। কারন এদের বিচার আর কারো পক্ষে করা সম্ভব না।আশা করবো এবার আর কোনো ভুল করবেননা। এবার আর বাচ্চা রাজাকার আর কাচ্চা রাজাকার কাউকে অনুকম্পা নয়।
৭|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৯
এ পথের পথিক বলেছেন: ধরো বৈঠা মারো টান, আম্লিক যাবে হিন্দুস্থান
ভাঙ ৩২ জ্বালো আগুন, খুনিদের শৃঙ্খলে ধরবে ভাঙন
১৯ শে নভেম্বর, ২০২৫ রাত ১:৩৪
ক্লোন রাফা বলেছেন: এর পরের অধ্যায় কি?
৮|
১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩০
এ পথের পথিক বলেছেন:
১৭ ই নভেম্বর ২০২৫ ঐতিহাসিক দিন উপলক্ষ্যে দিল্লীর দাসী খুনি হাসুর পক্ষ থেকে মিষ্টি বিতরন । বুকে পাথর চাপা দিয়ে খেয়ে নেন ভাউ
৯|
১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: দোয়া ইউনুস পড়েন।