নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা সিন্ড্রমে আক্রান্ত যারা তারা কি আতঙ্কিত ⁉️

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩

শেখ হাসিনার অনেক ভুলত্রুটি আছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। একজন শেখ হাসিনা পুরো জাতিকে আত্মনির্ভর করতে স্বপ্ন দেখিয়ে খ‍্যান্ত দেননি। তিনি করে দেখিয়েছেন ।কতটা আত্মবিশ্বাসী হোলে দৃঢ়তার সাথে যে কোনো সমস্যা মোকাবেলা করা যায়। শেখ হাসিনা সেটা করে দেখিয়েছেন।

আজকের যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার সিংহভাগ অর্জন শেখ হাসিনার নেতৃত্বে।বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে চেষ্টা অনেকেই করেছে।কিন্তু শেখ হাসিনাই প্রকৃত অর্থে আওয়ামী লীগকে নবজীবন দিতে পেরেছেন। এই বিশাল সংগঠন পরিচালনা করতে গিয়ে অনেক ভুল হয়েছে। কিন্তু শেখ হাসিনা হাল ছাড়েননি।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব বিন‍্যাসে যে অধঃপতন । তা থেকে আওয়ামিলীগও রেহাই পায় নাই! অন‍্য দলের তুলনায় কি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন? সমগ্র বাংলাদেশের রাজনীতিতে যে অধঃপতন হয়েছে তার ঢেউ আওয়ামী লীগকে স্পর্শ করেছে।কিছু কিছু গুরুত্বপূর্ণ পদে অযোগ্য নেতাদের নিয়ে দলকে বিপদে ফেলা হয়েছে। শেখ হাসিনা ইচ্ছে করলে এগুলো এড়িয়ে যেতে পারতেন।

চোখে অনবরত জল গড়িয়ে পড়ছে। মাথায় শুধু একটাই প্রশ্ন - তিনি কখন আসবেন, আদৌ কি আসবেন?আমার মত অসংখ্য মানুষ , নিরাপত্তাহীনতায় , জীবনের অনিশ্চিত যাত্রায় মুখ থুবড়ে পড়েছে। চোখের জলে রোজ রাতে বালিশ ভিজছে ।এটাই কি জীবন?কত বাবা ,ভাই, চাচা, মামা সহ সহযোদ্ধারা গত কয়েক মাস ধরে মিথ্যা মামলায় ফেরারী আসামি হয়ে বৃদ্ধ বয়সে এই শহর ওই শহর করে দিন কাটাচ্ছেন।আমি রোজ অন্ধকারে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে ভাবছি, জয়তু কখন আসবেন? মাঝরাতে চিৎকার করতে গিয়েও থেমে যাই।কেউ কান্নার শব্দ শুনতে পেলেই বিপদে পড়ে যাবো।গৃহহীন হয়ে আমি/ আমরা যদি এমন কষ্টে থাকি , তবে আমাদের জয়তু ধানমন্ডি ৩২ নাম্বার হারিয়ে কতটুকু কষ্টে আছেন? ভাবুন , প্লিজ ভাবুন।।আমার চোখে অশ্রুর বন্যা ,সমস্যা নাই। আমি সবকিছু পরিষ্কার দেখতে পাই। বাংলাদেশ যে দিন দিন নরকে পরিণত হচ্ছে তা আমি হাজার লক্ষ মানুষের কান্নার আর্তনাদ থেকে রোজ অনুভব করি।সম্রাট হুমায়ুন তার রাজ পরিবারের ষড়যন্ত্রে রাজ্য হারিয়ে ছিলেন।রাজা শশাঙ্ক তার রাজ্য হারিয়েছেন। উত্তরসূরীদের চক্রান্ত ও অভ্যুত্থানের রাজ্য হারিয়েছেন সোনহাই সাম্রাজ্যর রাজা আস্কিয়া দ্য গ্রেট।জর্জ হেনরি ব্রুকসের অর্থনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে রাজ্য হারিয়েছেন জেমস প্রথম। ইহুদি জর্জ সোরসের চক্রান্তে আমেরিকার ডিপ স্টেট এর বিলিয়ন ডলারের অপারেশন বিডি প্রকল্পের।

মার্কো রুবিও’র পরামর্শ হোচ্ছে শেখ হাসিনার ফিরে আসা উচিত নেতৃত্বের প্রতীক হয়ে। বাংলাদেশ যদি পথ হারায় তার একমাত্র কারন সঠিক নেতৃত্ব। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি ফিরবেন তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে।বাংলাদেশকে আবর্জনা মুক্ত করবেন বলে কথা দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪২

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনাকে নিয়ে কেউ আতংকিত বলে মনে হয় না। যেমনটা খালেদা জিয়াকে নিয়ে মানুষের তেমন ভাবনা ছিলো না । যাপিত জীবন যেখানে কঠিন করে ফেলেছে পলিটিশিয়ানরা এদের নিয়ে কেন ভাববে মানুষ ?

২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ১:৫৩

ক্লোন রাফা বলেছেন: আপনাদের সমস্যা এখানেই। এটা কান টানলে মাথা আসার মত বষয় না! সুইপিং মন্তব্য কোনো উপসংহারে পৌছুতে সাহায্য করেনা।
বাংলাদেশের দুর্ভাগ্য আওয়ামিলীগ তার সমকক্ষ কিংবা সমমনা কোন দলের সাথে রাজনীতি করার সুযোগ পায়নি। পেয়েছে জামাতের মত একটি জঙ্গি মতাদর্শের অপশক্তি।কিংবা হঠাৎ গজিয়ে উঠা কিংস পার্টির সামরিক শক্তির ভুল রাজনীতির ক্লাব ও পরগাছা। যে বামদের মধ্যে রাজনীতির ছিটেফোটা অবশিষ্ট ছিলো তারা হয়ে গেলো পরগাছা।

আবারো বলছি , খালেদা জিয়া আর শেখ হাসিনা এক কথা নয়। লাউড এন্ড ক্লিয়ার । শেখ হাসিনার নিজস্বতা আর খালেদা জিয়ার পরনির্ভরতার দেশ পরিচালনা কিংবা রাজনীতি এক নয়।

ধন্যবাদ॥

২| ২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

এ পথের পথিক বলেছেন: দিল্লীর দাসী খুনি হাসুকে নিয়ে কেউ আতংকিত নয়, তাদের দলের মানুষজন ছাড়া । তারে আসতে বলুন দেশের মানুষজন তাকে সাদরে গ্রহন করার জন্য অপেক্ষায় রয়েছে ।

৩| ২৫ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন: দলযদি গনতান্ত্রিক থাকে তবে ব্যর্থতায় দায় সবাইকে নিতে হয়।ব্যর্থতাই সফলতার জননী।কিন্তু দলে যদি গনতন্ত্র না থাকে তখন দায় একজনকেই নিতে হয়।

৪| ২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০১

মোঃআশরাফ উদ্দিন খান বলেছেন: আপনি কি একজন লেখক? জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আপনি আপনার লেখাগুলো এক জায়গায় ভেরিফাইড লেখক পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন। এতে থাকবে লেখক আইডি, যা আপনার Bio, CV বা বই—সব জায়গায় ব্যবহারযোগ্য। পাশাপাশি পাবেন লেখার কপিরাইট সুরক্ষা এবং আপনার পেজ এর ফ্রী প্রমোশন।

ফেসবুকে লেখাগুলো কপি হওয়ার আশঙ্কা, কিংবা আইডি ডিজেবল হলে লেখা হারিয়ে যাবে,কিন্তু এক কেন্দ্রিক প্ল্যাটফর্মে প্রকাশ করলে সব লেখা নিরাপদ ও সুসংগঠিত থাকে। বিভিন্ন সাইটে ছড়িয়ে থাকা লেখার কারণে প্রমাণও দুর্বল হয়—আপনি কীভাবে দেখাবেন যে লেখাটি আসলেই আপনার? এক কেন্দ্রিক প্ল্যাটফর্ম যেকোনো লেখা স্ক্যান করে মূল লেখকের পরিচয় শনাক্ত করতে পারে। এমনকি আপনার লেখা কপি হলেও, পাঠক লেখাটি স্ক্যান করে সরাসরি আপনার কাছে আসবে এবং ফলো করবে।

এমন সুযোগ মিস করতে না চাইলে “ই-নলেজ আইডিয়া” লিখে সার্চ করুন, অথবা idea .enolej .com ভিজিট করে এখনই নিবন্ধন করুন, আর গোছিয়ে নিন আপনার লেখালেখির যাত্রা সুশৃঙ্খলভাবে!

ধন্যবাদ।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৫ রাত ২:১৪

আমি নই বলেছেন: মাঝখানের বড় প্যারাটা পড়ে সত্যিই খারাপ লাগতেছে। রাজনিতি এমন হওয়া উচিত নয়, রাজনিতি হওয়া উচিৎ মানুষের সেবার জন্যে। হিংসার কোনো স্থান রাখা উচিৎ নয়। যাইহোক এটাকেই মনে হয় কারমা বলে, আপনাদের অত্যাচারে বিএনপি-জামাতের নেতা-কর্মিরাও বছরের পর বছর বাড়ীতে থাকতে পারে নাই। আমাদের উপজেলার পরিচিত সকল নেতা/কর্মির নামেই ৩০-৪০টা করে মামলা ছিল, অনেক পরিবার একদম শেষ হয়ে গিয়েছিল। এখন উপলব্ধি করেন তারা কতটা কষ্টে ছিল, নিজেদের সংশোধন করেন। নেতার পা চাটা মুরিদ না হয়ে দেশপ্রেমিক হন।

৬| ২৬ শে নভেম্বর, ২০২৫ ভোর ৪:৪৬

রিফাত হোসেন বলেছেন: ৮৩২ ভরি! হাসিনার যোগ্যতা ছিল তবে তা ক্ষমতার লোভে উবে গিয়েছে। উনি যদি ক্ষমতার সমতার চর্চা উনার দলের ভিতর করতেন আমার বিশ্বাস লীগ স্বাভাবিকভাবেই প্রত্যেক নির্বাচনে এগিয়ে থাকত। আজীবন একই দলীয় পদের দলের অবস্থা এমন হবার কথা, দূর্নীতিবাজদের দলে রাখা ইত্যাদি। আজ হোক ৫০ বছর পরে হোক এইভাবে কেউ চললে তা collapsed হতে বাধ্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.