নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন‍্যায়ের বিচার হবে একদিন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১০



ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা। জেড আই খান পান্না এবং বিএনপির নেতা ফজলুর রহমানকে। তাজুলের আদালত অবমাননার জন্য ক্ষমা চাইতে হলো।

আমি তীব্র ঘৃনা প্রকাশ করছি তাদের প্রতি ,যারা এই কার্যক্রমের সাথে যুক্ত। জনাব , বিচারপতি নাকি ফজলুর রহমানকে চেনেন না। অথচ ফজলুর রহমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নন। তিনি একজন আইনজীবী হিসেবে পরিচিত। বিগত ৩৩ বছর যাবৎ আইন পেশায় নিয়োজিত। আমাদের তাকে না চিনলেও চলে। কিন্তু একই পেশার মানুষ হয়ে । নির্দিষ্ট এলাকায় কাজ করে তারা একে অপরকে চিনতে পারে না! আদালত তাদের বিরুদ্ধে প্রতিটি শব্দ ব্যবহার করেছে অবজ্ঞার মাধ্যমে ‼️নিঃশর্ত ক্ষমা চেয়েও মুক্তি মেলেনি তাদের! বয়োজোষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।সাস্থগত জটিলতার কথা বলে নিস্তার পেলেও। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্বশরীর হাজির হয়ে ব‍্যাখ‍্যা দিতে বলেন।
এর মাধ্যমে আরো পরিষ্কার হলো বাংলাদেশ সত্যিই রাজাকারের দখলে । বাংলাদেশে কোনটি যে আদালত অবমাননা আর কোনটা যে দেশদ্রোহের অপরাধ। তা আজো পরিষ্কার বোধগম্য হয় নি। মবের মাধ্যমে বিচারকদের পদত্যাগ করানো আদালত অবমাননা নয়! এজলাসের ভেতরে আইনজীবীদের মারধর আদালত অবমাননা নয়। আদালতে বিচারাধীন অভিযুক্তকে হামলা এবং হত‍্যার হুমকিতেও আদালত অবমাননা হয়না।

আদালত বলে রায় নিয়ে, আদালতের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যাবে। বিচারকদের এবং আইনজীবীদের সমালোচনা করা যাবে এমনকি রায় নিয়ে মন্তব্য করতে বাধা নেই।
আবার এগুলোর কোনো একটা করলেই আদালত অবমাননা হবে।আসলে আইনের লোকগুলো সবচেয়ে বেশি আইন লঙ্ঘন করছে। আমরা সাধারণ মনুষ্ যখন তাদের অপরাধ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই তখনই সমস্যা ‼️

বাংলাদেশের সুপ্রিম কোর্টের উচিত একটি স্পষ্ট চার্ট তৈরি করে রুল জারি করা। কি কি করলে বা বললে আদালত অবমাননা হবে তা প্রকাশ করা এবং দেশদ্রোহ হয় কোন কোন অপরাধে।এগুলো পরিষ্কার ব‍্যখ‍্যা করে প্রকাশ করা উচিৎ।

ধিক তাজুল গং এবং তার ক‍্যাংগারু কোর্ট এবং বর্তমান দখলদার বাহিনী।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিজের বিচার আগে করেন? আম্লিগ থেকে মানুষ হ'ন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

ক্লোন রাফা বলেছেন: আমি আপনাদের মতো গিরগিটি নই। আমি সৃষ্টির সেরা জীব মানুষ।
মানুষের মত দেখতে হোলেও সবাই কিন্তু মানুষ নয়। তার জলজ্যান্ত প্রমাণ আপনি। নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন। দেখবেন আপনাদের কোন বিবেকেই নেই। এবং তখনি বুঝতে পারবেন আপনার মত আরো অসংখ্য দেখতে মানুষের মতো হোলেও আসলে মানুষ না‼️

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১

যারীন তাসনীম আরিশা বলেছেন: কে বলেছে আপনি মানুষ আপনি আম্লিগ এখনো মানুষ হতে পারেনি যদি মানুষ হতেন তাহলে হাসিনার হত্যাকান্ড, গুম, খুন, আয়নাঘর, চুরি ডাকাতী, শেয়ার বাজার লুট, ব্যাংক লুট করে বিদেশে পাচার এগুলোর সাপোর্টার হতেন না। আপনারা আরো অসংখ্য দেখতে মানুষের মতো হোলেও আসলে মানুষ না আম্লিগ

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৭

ক্লোন রাফা বলেছেন: আপনার নিকে আপনার বাচ্চার ছবি ব‍্যবহার ঠিক না। এটা মানুষ হিসেবে আমার উপলব্ধি।কারন আপনার অপরাধ এবং অন্যায় এর দায় কেনো দিচ্ছেন তাকে⁉️
আমার একটি পরিচয় অবশ্যই আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। এবং এই পরিচয় দিতে আমি আপনাদের মত কুন্ঠিত কিংবা লজ্জিত নই।বাংলাদেশের ইতিহাস আর আওয়ামী লীগের ইতিহাস এক এবং অভিন্ন। আওয়ামী লীগ অনেকের সহযোগিতা নিয়ে বাংলাদেশ জন্ম দিয়েছে। কাজেই এই গৌরব স্বাধীনতার স্বপক্ষের প্রতিটি মানুষের।

তাই আমি ধ‍্যার্থহীন কন্ঠেই উচ্চারণ করি আমি আপনাদের মত নিকৃষ্ট গিরগিটি নই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: ফজলুর রহমান কে নিয়ে আপনার ভাবতে হবে না । জেড আই পাননা নামক টাউটকে নিয়ে কিছু লিখেন না কেন ? =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৬

ক্লোন রাফা বলেছেন: দু’জন তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে । কাজেই আমি তাদের নিয়ে তেমন উৎসাহী নই। কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো অবমাননা দেখতে চাই না।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উত্তর পেয়েছে ২ নম্বর কমেন্টটাই আমার উত্তর। :D =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৯

ক্লোন রাফা বলেছেন: জানি সব শিয়ালের এক রা- হুক্কা হুয়া , হুক্কা হুয়া .।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭

আমি নই বলেছেন: একজন মুক্তিযোদ্ধা কি সকল দোষ ত্রুটি এবং প্রচলিত আইনের উপরে?

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৫

ক্লোন রাফা বলেছেন: অবশ‍্যই না। শুধু সব মববাজ, রাজাকার , সুদখোর, টোকাই, জঙ্গি আইনের ঊর্ধ্বে।
আগে ব‍্যাখ‍্যা করে বলুন কোন মন্তব্য বা বক্তব্য আদালত অবমাননা এবং দেশদ্রোহের অপরাধ । সুপ্রিম কোর্টের উচিত স্বপ্রণোদিত হয়ে সেই ব‍্যখ‍্য প্রচার করা।তাহলেই সকল ঝামেলা মিটে যায়।
ধন্যবাদ॥

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৬

আমি নই বলেছেন: লেখক বলেছেন: অবশ‍্যই না। শুধু সব মববাজ, রাজাকার , সুদখোর, টোকাই, জঙ্গি আইনের ঊর্ধ্বে।
আগে ব‍্যাখ‍্যা করে বলুন কোন মন্তব্য বা বক্তব্য আদালত অবমাননা এবং দেশদ্রোহের অপরাধ । সুপ্রিম কোর্টের উচিত স্বপ্রণোদিত হয়ে সেই ব‍্যখ‍্য প্রচার করা।তাহলেই সকল ঝামেলা মিটে যায়।
ধন্যবাদ॥


আপনার জানার ইচ্ছে থাকলে আপনি তথ্য জানার অধিকার আইনে নোটিস দিতে পারেন।

তবে কেউই আইনের ঊর্ধ্বে হওয়া উচিৎ নয় কিন্তু এটা বাংলাদেশ, এখানে গত প্রধানমন্ত্রীর সামান্য সমালোচনা করার সোকল্ড অপরাধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ৭ বছর জেল খাটতে দেখেছি। আবার আপনাদের আমলে বিএনপিপন্থী অনেক মুক্তিযোদ্ধাকে চরম অপমানিত হতেও দেখেছি। সমালোচনা করলে সবারটাই করা উচিৎ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৮

ক্লোন রাফা বলেছেন: জানতে চেয়েছি কোনো উত্তর পাইনি।
আওয়ামী লীগের আমলে ভুল ত্রুটি কিংবা অন্যায় হয়নি এটা আমি কখনো বলিনি। আমি অনেক পোস্ট দিয়েছি মিতু, তমা, সাগর/রুনী, একরাম এবং মেজর সিনহা নিয়ে।
ভঙ্গুর হোলেও সাধারণ মানুষ কিছু বিচার পেয়েছে। রাজনৈতিক বিচার গুলো ছাড়া। রাজাকারের বিচারেও যথেষ্ট স্বচ্ছতা ছিলো। এভাবে বিচারকদের ঘাড় ধাক্কা দেওয়া হয়নি। শেখ হাসিনার যে বিচার হয়েছে সেটা কি বিচার বলে গণ্য করার মতো ⁉️বিএনপির অভিযোগ ৯০% মিথ‍্যা।
তার প্রমাণ হলো ২০১৮ সালে যখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আপনাদের কতগুলো রাজনৈতিক হয়রানির মামলা আছে তার তালিকা দিন।তখন ফখরুল সাহেব মাত্র ৩০০ মামলার তালিকা দিয়েছিলেন।
আওয়ামী লীগ ভুল ত্রুটি করে হোলেও বিচার প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। কিন্তু বর্তমানে কোনো বিচার নেই। শুধু আছে বিচার বানিজ্য আর অনাচার,অবিচার।
আমি চ‍্যালেন্জ করে বলছি আজকের বিচার বিভাগের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি পালাবে ক্ষমতার পরিবর্তন হোলে।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বর্তমান সরকারের সব চেয়ে বড় কাজের মধ্যে একটা হচ্চে বিচার বিভাগকে নষ্ট করে দেয়া।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২০

ক্লোন রাফা বলেছেন: পুরো দেশটাই ধ্বংস করে দিয়েছে। এরা সবাই পালাবে নিশ্চিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.