নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

J K and Our liberation war১৯৭১

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯



জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি বিমানবন্দরে এই কাজটি করেছিলেন। জ্যাঁ ক্যুয়ে বিমানটি হাইজ্যাক করে ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী চেয়েছিলেন বাংলাদেশের শরণার্থীদের জন্য।

জ্যাঁ ক্যুয়ের এই কাজের পেছনে কারণ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও বাঙালিদের দুর্দশা সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। তিনি টিভিতে দেখেছিলেন কলেরা ও ক্ষুধায় ধুঁকে মরা বাঙালি শিশুদের মুখ, যা তাঁকে বিমান হাইজ্যাক করতে উদ্বুদ্ধ করে।

জ্যাঁ ক্যুয়ে বিমানটি হাইজ্যাক করার পর ফরাসি সরকার ও পুলিশের সাথে তাঁর দীর্ঘ আলোচনা হয়। শেষ পর্যন্ত ফরাসি সরকার তাঁর দাবি মেনে নিতে বাধ্য হয় এবং ১ টন ওষুধ বিমানবন্দরে পাঠানো হয়। তাঁরা আরও প্রতিশ্রুতি দেন যে বাকি ১৯ টন ওষুধও দ্রুত পাঠানো হবে।

জ্যাঁ ক্যুয়ের এই কাজের জন্য তাঁকে কারাবন্দী করা হয়েছিল। কিন্তু তাঁর মানবতাবাদী কাজের জন্য ফ্রান্সের মানুষ তাঁকে নায়ক হিসেবে বিবেচনা করে। তাঁর এই কাজ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে আছে ¹

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: গ্রেট।
স্যলুট জানাই।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩২

ক্লোন রাফা বলেছেন: একরকম অসংখ্য ঘটনা আমাদের মুক্তিযুদ্ধকে অনন্য করেছে।অনেক বিদেশী বীর রয়েছে ৭১-এর পক্ষে।কিন্ত আমাদের ঘৃনিত রাজাকার ছানাদের কোনো পরিবর্তন নেই! তারা সেই বরাহ শাবকের মত নতুন নতুন বয়ান হাজির করে চলেছে!

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫২

Sujon Mahmud বলেছেন: দেশ আবার ও পরাধীনতার পথে

০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪

ক্লোন রাফা বলেছেন: এত সহজ নয়। ২৪ দিয়ে ৭১ রিপ্লেস হবেনা ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:

১৪-১৫ বছর নাকি মুক্তিযোদ্ধের শক্তি দেশে ক্ষমতায় ছিল।
ছাত্রলীগ-যুবলীগ, কোন আওয়ামী লীগের নেতার মুখে তো দুরের কথা
নিউজ পেপার, আর্টিকেল, ফেসবুক পেইজে এইসব দুষ্প্রাপ্য ঘটনাবলির বর্ননা করে নাই.....
চলেছে শুধু চেতনা ব্যবসা।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৭

ক্লোন রাফা বলেছেন: নিচে আপনার মন্তব্যের প্রতিমন্তব‍্য✅⬇️

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৫৫

ক্লোন রাফা বলেছেন:
এই হচ্ছে জামাত/শিবির আর পাকিস্তানের অবদান আমাদের মুক্তিযুদ্ধে‼️ তারপরও আমরা তাদের রাজনীতি আর কুটনীতি করতে দেই আমাদের দেশে‼️
প্রকৃতপক্ষে আমাদের ডিএনএ’তেই ব‍্যাপক সমস‍্যা। ধিক্কার জানাই রাজাকারের আওলাদ আর নব‍্য রাজাকারদের। তার চাইতে বেশি ঘৃণা জানাই তাদের পৃষ্ঠপোষকদের।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.