| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন শহরে বসবাস করছেন। সেই দলের মূল নেত্রী অসুস্থ। আর তাকে চিকিৎসার জন্যে বিদেশ যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স দিবে কাতারের আমির। বিএনপি এবং জিয়া পরিবারের কি এতটা দৈণ্য দশা ⁉️আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটুকু করতে রাজি আছি। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যায়ভার বহন করতে শতভাগ প্রস্তুত।
কাতারের বিমান সংস্থা এতটাই অত্যাধুনিক ।মাত্র এক ঘন্টার নোটিশে তারা দশটি এয়ার এম্বুলেন্স পাঠাতে পারে। একেকজন বিএনপির নেতা খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস বলতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলে। তিনবারের প্রধানমন্ত্রী ব্যখ্যা করতে গিয়ে দশ মিনিট ব্যায় করে ডক্টর জাহিদের মত দালাল! সেই প্রাধান্ নেত্রীর জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে পারেনা। এই কথা কি বিশ্বাস যোগ্য !
তারেক জিয়া না হয় নিজের জীবন বাঁচাতে আসতে পারেন না দেশে। কারন, দাউদ ইব্রাহিমের সাথে তার যে ব্যাবসায়িক ডিল হয়েছিলো দশ ট্রাক অস্ত্রের চালান নিয়ে।তা ফুলফিল করতে ব্যার্খ হয়েছেন। লুকিং ফর শত্রুজ খ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী সব গুবলেট করে দিয়েছে । সেই থ্রেট তো আছেই। জামাতের মন্ত্রী’তো বেঁচে গেছে । যুদ্ধাপরাধের বিচারে প্রমাণিত হয়ে। কিন্তু উনার’তো সেই সুযোগ নেই। ৩৫ স্যুটকেস ডলারের বিনিময়ে সেটা’তো সেটেল করা যায়নি।
নিদেনপক্ষে তাদের পারমাণবিক শক্তি সম্পন্ন বন্ধু। পিআইএর একটি বিমানকে এতদিনে এয়ার এম্বুলেন্সে কনভার্ট করে নিয়ে যাওয়া যায়।ইতিপূর্বে নির্বাচনে’তো ৫০০ কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছিলো। যা নিয়ে পাকিস্তানের সংসদে আলোচনা হয়েছে। আদালতেও প্রশ্ন উঠেছিল।
এখন আসি মুল কথায় -খালেদা জিয়া কি বেঁচে আছেন ⁉️নাকি তাকে বিশেষ কায়দায় হত্যা করে , বিএনপিকে রাজনীতির ময়দানে শুণ করে দিয়েছেন ‼️
আসেন একটা ব্যাতিক্রম জরিপ করি । খালেদা জিয়া বেঁচে আছেন নাকি বেঁচে নেই।
হ্যাঁ অথবা না। বেঁচে থাকলে হ্যা আর না থাকলে না॥
ধন্যবাদ॥
২|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৮
জেন একাত্তর বলেছেন:
এবারই হয়তো উনার শরীর বেশী খারাপ; উনি শেষ চেষ্টা করছেন, সাহস দিয়ে তারেককে দেশে আনতে। তবে, উনার প্রাণ জিয়া গ্রুপের মিলিটারী অফিসারদের হাতে। উনি এখনো বেঁচে আছেন বলে মনে হয়।
৩|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৮
আমি নই বলেছেন: বিএনপি দাবী করে আপনারা খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছিলেন। আপনারাই বলতে পারবেন কত দিনে তার কি অবস্থা হতে পারে।
আমরা সাধারন মানুষ, আমরা আপনাদের দাবীও শুনি আবার বিএনপি-জামাতের দাবীও শুনি।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মহান আল্লাহ সোবাহানা তায়ালাই ভালো জানেন।
আমরা নানাদ মানুষ। আমরা কী জানি?