| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
জামাত শিবির ২০০১ নির্বাচনের পরে নাজিরহাট বাজারে চল্লিশ জনের নামের তালিকা ঝুলিয়ে দিয়েছিল । যাদের হত্যা করবে তাদের নাম। বাবা কথাগুলো বলছিল মাকে, আমি ওখানেই ছিলাম। মা রান্না করছিলো, মুখ না তুলেই জিজ্ঞেস করেছিল “ তোমার নাম তো এক নম্বরে?” বাবা স্বভাবসুলভ ভঙ্গিতেই বলেছিল , “না, আট নম্বর। এক নম্বরে বাদশা আলমের নাম।”
আর একবার শুধু ১৬ই নভেম্বর ২০০১ এর আগে মা’র কাছে একটা ফোন আসে, আমিই রিসিভ করে মাকে দেই। হুমকি ফোন । মাকে বলে আপনার হাসব্যান্ড বেশী বাড়াবাড়ি করছে, সাবধান করেন, খুব খারাপ হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে আছে । মা’র উত্তর ছিল “আমার হাসব্যান্ড কোনো অন্যায় করছে না, মানুষের শিক্ষার জন্য কাজ করছে । উনি কোনো অন্যায় আবদারের সামনে কখনো মাথা নোয়াবেন না। আর তাছাড়া উনাকে যেদিন নাজিরহাট কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে সেদিন থেকে আমি জানি উনি জীবনের ঝুঁকিতে আছেন । “ সেই অচেনা মানুষটি আবার বলল, ওই মাথার জন্য শুধু দুটো বুলেট খরচ হবে । বাবা বাড়ি ফেরার পর মা’র থেকে ঘটনা শুনে একটু মুচকি হেসেছিল। আমি সেদিনও সেখানে ছিলাম ।
ওরা ওদের কথা রেখেছিল । বাবার মাথা উড়িয়ে দিতে শুধু দুটো বুলেটই খরচ করছিল।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:০৪
ক্লোন রাফা বলেছেন: ২০০১-এর নির্বাচনের পর তাদের কারনামার অতি ক্ষুদ্র একটি বললাম মাত্র।
২|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৬
নিমো বলেছেন: ব্লগের জা-শির কুকুরগুলো একটু বেশিই ঘেউ ঘেউ করছে।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:০৭
ক্লোন রাফা বলেছেন: এর জন্য ওরা দলিয়ভাবে পুরস্কৃত হয়। কাজেই পারফরমেন্স অব্যাহত রাখার বিকল্প নেই এই নরপিশাচ জানোয়ারদের।
৩|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫২
কামাল১৮ বলেছেন: জামাত শিবির কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:০৯
ক্লোন রাফা বলেছেন: এসেছিলো বিএনপির সাথে যৌথ ভাবে। আবারও আসবে যৌথ ভাবে কারো সাথে।
৪|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: জামাত শিবির ভয়ংকর। ১৯৭১ এ ভয়ংকর ছিলো, আজও ভয়ংকর।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:১১
ক্লোন রাফা বলেছেন: কারন পাকিস্তানী নরখাদকদের ডিএনএ আছে এদের শরীরে।
৫|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭
নতুন বলেছেন: জাসি আর ছাত্রলীগ প্রতিহিসংসা পরায়ান।
বিএনপি/জাপা দূনিতির পেছনে লেগে থাকে।
জাসি+লীগ ক্ষমতা আর প্রতিশোধ নিতে বসে থাকে।
জাসি ১৯৭১ এর কস্টের প্রতিশোধ নিচ্ছে। আর ছাত্রলীগের নেতারা তো প্রতিশোধ নিতে কি কি করবে সেটা বলে বেড়াচ্ছে। আপাও তো কি কি করবে সেটার লিস্টি বানাচ্ছেন। ![]()
৬|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩১
শ্রাবণ আহমেদ বলেছেন: সিনেমার কল্পকাহিনি লিখে গেলেন। দারুণ, এগিয়ে যান।
৭|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমার ছোট ভাইয়ের বাপ "স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকাদার" ছিল। (হাসিনার সময়)
হাসিনার পতনের পর ২৪ আর বিল উঠাইতে পারে নাই ৩২০ কোটি টাকা কট।
ছোট ভাই ও ২ দিন পর পর আপনার মতো ফেসবুকে পোষ্ট দেয়।
ইহা কি ৭১ এর চেতনা নাকি টাকা ৩২০ টাকা হারানোর কষ্ট সেটাই বুঝেতেছি না....
৮|
১১ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০০
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রশিবির এবার লিস্ট করেছে ৪০০ জন একটিভিস্টের। এরা নাকি গত একবছর ধরে জাশির সর্বনাশ ঘটিয়েছে। সত্য মিথ্যা জানি না।
৯|
১২ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কালসাপ দুধে ভাতে বড় করলে কি হবে,
সুযোগ পেলে দংশন করবেই ।
১০|
১২ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
১১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩
আলামিন১০৪ বলেছেন: জামাত নিজের আখের গুছানোর রাজনীতি করে না
১৩ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:১৫
ক্লোন রাফা বলেছেন: সঠিক জামাতি প্রোডাক্ট/ ইসলাম এবং বেহেশতের ঠিকাদার হলো জামাত, শিবির!!!!!!! সাতটা এক্সপ্লানেশন হলো জামাত অষ্টমাশচর্য⁉️
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:২৮
কলাবাগান১ বলেছেন: সরি টু হিয়ার দিস....ক্ষমতায় না থেকেও এমন অবস্হা...।এর চেয়ে ১শ গুন বেশী করবে সামনে সামান্য একটু ক্ষমতা পেলেই....।এদের মত এত উগ্রবাদীতা পৃথিবীর আর কোথাও নেই এই সময়ে