| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা যে নৃশংসতা চালিয়েছিল তা অত্যন্ত ভয়াবহ। এ সময়ে প্রায় ৩০ লাখ মানুষ নিহত হয়, ২০০,০০০ থেকে ৪০০,০০০ নারী ধর্ষিত হয়, এবং ১ কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় ¹
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল এই নৃশংসতার একটি অংশ। ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক এবং অন্যান্য বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভবিষ্যতকে ধ্বংস করা।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন:
- *শিক্ষাবিদ:*
- গোবিন্দ চন্দ্র দেব (দর্শন)
- মুনীর চৌধুরী (বাংলা সাহিত্য)
- মুফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)
- আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)
- জ্যোতিময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)
- *সাংবাদিক:*
- শহীদুল্লাহ কায়সার
- নজমুল হক
- সেলিনা পারভীন
- *চিকিৎসক:*
- মোহাম্মদ ফজলে রাব্বী (কার্ডিওলজিস্ট)
- এ এফ এম আলিম চৌধুরী (অফথালমোলজিস্ট)
- *বুদ্ধিজীবী:*
- আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)
- ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)
- রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক)
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী আল-বদর বাহিনী। ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে তারা ঢাকায় বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় এবং হত্যা করে। এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিচিত ।
এই ২০২৫ সালে এসে আবারও টার্গেট করা হোচ্ছে মুক্তিযোদ্ধা। এবং স্বাধীনতার স্বপক্ষে থাকা প্রতিটি নাগরিকের উপর।
যাদের জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন। তাদের প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করে স্ব- শ্রদ্ধচিত্তে স্মরণ করছি।
জয় বাংলার সকলের প্রতি আহ্বান আসুন আমরা আমাদের বীরদের সন্মানে আমাদের দেশের প্রতি দায়িত্ব পালনে একতাবদ্ধ হই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
২|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩
কিরকুট বলেছেন: বিনম্র শ্রদ্ধ্যা ।
৩|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২
আলামিন১০৪ বলেছেন: এদের কে হ্ত্যা করল? মোটিভ কী? প্রামণ্য দলিলপত্র কী আছে?
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: আনোয়ার পাশার জন্য বিনম্র শ্রদ্ধা !