| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
গল্প শুনেন বলি-
আমরা পড়ালেখা গুছগাছ কইরে চাকরীতে ঢুকছি।হঠাৎ বন্ধু গো ইমেইলের গ্রুপে মেসেজ (নাম ধরেন রফিক), রফিক যে পাড়ায় (রেড লাইট এরিয়া) যাইতো সেখানের একজন সার্ভিস প্রোভাইডাররে বিয়া কইরা তার যৌথ ফ্যামিলিতে তুলছে। ওগো বাসায় বিরাট অশান্তি।রফিকের বাপ মা ভাই বোন আমাদের সবাইরে বিচারাচারের জন্য ডাকছে। তো, আমরা বললাম বিয়ে যেহেতু করেই ফেলেছে ।কি আর করা মেনে নেন।কিন্তু আসলে ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধানই নাকি ভানে।
রফিকের বউ তাই আত্মবিশ্বাসের সাথে তার দায়িত্ব পালন করতে শুরু করলো।এখন ঘরের বউ হবার পরেও সেই সার্ভিস প্রোভাইডার পাড়া প্রতিবেশী সবাইরেই সার্ভিস দিতে যায় স্বতঃপ্রণোদিত হইয়া। ইহাতে সবাই খুবই খুশি । কিন্তু রফিকের পরিবারের কি অবস্থা তা না হয় আপনারাই উপলব্ধি করতে থাকেন ।
রফিকের অবস্থা হইলো না কাউরে কিছু কইতে পারে,না বউরে ছাড়তে পারে-
----------
যারা জুলাইয়ে জাইনা বুইঝা গেছে তারা তো জুলাইরে ডিজওন করতে পারবেনা ।তাই এই অংশ কি করবে,বা কি করতাছে সেদিকে খুব বেশি মনোযোগ না দিয়া নিজের নিজের উপর অর্পিত দায়িত্ব (দেশরে জ/ঙ্গীমুক্ত করতে একতাবদ্ধ থাকা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি) পালন করাই শ্রেয়।
------
যারা জাইনা বুইঝা জুলাই এনার্কির সঙ্গী। তারা লোভী,সুবিধাবাদী ও নার্সিসিস্ট অংশ ।তারা বাংলাদেশকে কখনোই নিজেদের মাতৃভূমি হিসেবে গ্রহণ করতে পারেনি ।তাই তাদের কাজ অনবরত দেশরে অস্থিতিশীল,অকার্যকর,ব্যর্থ ও জ/ঙ্গীবাদের চারণভূমি করা তা তারা রফিকের বউয়ের মতো ঘরে তুললেও কইরাই যাবে,কারণ এটাই তাদের ১৯৭১ সালে থেকে একমাত্র আইডেন্টিটি ও ডিএনএ মার্কার।
আশা করি স্বাধীনতার স্বপক্ষের শক্তি পরবর্তীতে দেশ পরিচালনার ক্ষেত্রে । এই রকম বিষয় গুলো মাথায় রেখে কাজ করবে ।
ধন্যবাদ, লড়াই করে জিতে যাবে বাংলাদেশ । আমরাই গড়বো আমাদের স্বদেশ ।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৩
ক্লোন রাফা বলেছেন: এখনও দপ্তর পাননি আপনি ‼️হইত পারে শত হলেও একজন মন্ত্রী বলে কথা । তবে বাংলাদেশের মন্ত্রীদের উপর আমার আস্থা নাই ![]()
২|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: শুনেছি গাছে ঝুলাই আন্দোলনের নেতারা নাকি এবার উত্তর বঙ্গে শীত বস্ত্রের জন্য গেঞ্জি বিতরণ করবেন।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৬
ক্লোন রাফা বলেছেন: গেলে কিন্তু খবর আছে। বন্যার টাকার হিসাব চেয়ে প্যাদানি দিতে পারে‼️ ![]()
৩|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩৯
সুলাইমান হোসেন বলেছেন: ভাই,যাকে টিক্কা উপাধী দিয়েছেন,ও মুলত ভুট্টো উপাধী পাওয়ার যোোগ্য ![]()
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১
ক্লোন রাফা বলেছেন: না! যেভাবে গলার রগ ফুলিয়ে কুকুরের মত ঘেউ ঘেউ করে। তা শুধু কসাই টিক্কা খানের সঙ্গে মিলে ![]()
৪|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫
রাসেল বলেছেন: প্রতিটা মানুষের ভুল ক্রটি থাকবে, আমরা সকলক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার চেস্টা করতে পারি।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭
ক্লোন রাফা বলেছেন: নিরপেক্ষতা , আপেক্ষিক । নিরপেক্ষতা ও একটি পক্ষ। আমি নিরপেক্ষ নই। আমি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের ।
তবে আমি অবশ্যই ন্যায় বিচার ও সুশাসনের বাংলাদেশ চাই ।রাজাকার’কে আমি ক্ষমা করে দিতে পারি প্রয়োজনে। কিন্তু আমার পাশে এনে বসানোর পক্ষে আমি নই । যদি নতুন প্রজন্ম স্বাধীনতা বিরোধীদের পক্ষাবলম্বন করে । আমার দৃষ্টিতে তারা নব্য রাজাকার।
এটা কোনো বিভেদ নয়। যারাই আমাদের স্বাধীনতার জন্য হুমকি তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই ।
৫|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওরে বাটপার!
ওরে চিটার!!
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৯
ক্লোন রাফা বলেছেন: ![]()
৬|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: 
আপনার মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা এর চেয়ে ভিন্ন কিছু নয়।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৮
ক্লোন রাফা বলেছেন: একদার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়। একদার রাজাকার আজীবন রাজাকার । আর কোনো মুক্তিযোদ্ধা জন্ম নেবে না বাংলাদেশে । কিন্তু যারা রাজাকারের লিগ্যাসি বহন করছে বা করবে। প্রত্যেকেই নব্য রাজাকার হিসেবে চিহ্নিত প্রজন্ম ।
দেশ ও জাতির জন্য তারাই সবচেয়ে বেশি বিপজ্জনক, যারা রাজাকারদের পৃষ্ঠপোষকতা করে ।
ধন্যবাদ ॥
৭|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৮
আমি নই বলেছেন: আপনাদের করা পোষ্ট মর্টেমের রেজাল্ট সবসময় আপনারাই সঠিক ছিলেন। কিন্তু জনগনের রায় নিতে ভয় করেন।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৭
ক্লোন রাফা বলেছেন: রায় নিতে সমস্যা নেই । আপনি যদি অংশগ্রহণ করতেই ভয় পান। তাহলে আপনাকে তো আর জোর করে বাধ্য করা যায় না । কারন বর্জন করা আপনার গণতান্ত্রিক অধিকার ।
১টা নির্বাচন দেখান যেখানে বিএনপি কিংবা অন্য কোনও দল নিজের শক্তিতে জয়ী হতে পেরেছে ।বরং প্রতিটি জয় এসেছে কোনো না কোনো শঠতার মাধ্যমে।
কাজেই আপনার অভিযোগ পুরোপুরি সত্যি নয় ।
ধন্যবাদ ॥
৮|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাচ্চাদের দাবড়ানিতে যারা পালাইছে তাদের কথা শুনতে ভাল্লাগে না।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১১
ক্লোন রাফা বলেছেন: আমরা পালাই নাই । ফিরে আসছি দেশের ক্রান্তিকালে । দেশ, দল, কর্মী সমর্থক এবং দেশের মানুষের জন্য ।আমরাই সংখ্যাগরিষ্ঠ, কোনো কিছুর প্রত্যাশা নেই আমাদের । আমরা হলাম সেই সৈনিক, যারা দেশ থেকে কিংবা দল থেকে কি পেলাম । তার পরোয়া করিনা। দেশকে কিছু দিতে পারলাম কিনা। স্বাধীনতা রক্ষার জন্য রুখে দাঁড়াতে হয় । কারন আমাদের অর্জন নিয়ে কেউ ছিনিমিনি খেলছে তা হোতে দেবোনা, ইংশাআল্লাহ্।
আমাদের পুর্ব প্রজন্মের রক্তের উপর দাঁড়িয়ে আছে আমাদের সোনার বাংলা ।
৯|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: জাতীয় চার নেতা নন, এরা জাতীয় জঙ্গী। ভয়াবহ জঙ্গী। এদের তৈরি করেছে জামাত। এরা জাতির জন্য ক্ষতিকর।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৯
ক্লোন রাফা বলেছেন: পুরোপুরি রাজাকারের বাচ্চা/ শেখ হাসিনার কথা প্রমাণ করে দিয়েছে ।
১০|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১০
কিরকুট বলেছেন: এও ছিলো ভাগ্যে?
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫০
ক্লোন রাফা বলেছেন: কোনোই সন্দেহ কি আছে ⁉️
১১|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৭
রাসেল বলেছেন: লেখক বলেছেন: তবে আমি অবশ্যই ন্যায় বিচার ও সুশাসনের বাংলাদেশ চাই ।
আমিও ন্যায় বিচার ও সুশাসনের পক্ষে থেকে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলেছি। সেই নিরপেক্ষতা কতটা বজায় রাখা হয়েছে, তা নিজের তা নিজেই জানি।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪
ক্লোন রাফা বলেছেন: নিরপেক্ষতা কখনো , ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহায্য করেনা। নিরপেক্ষতা নিজেই একটা পক্ষ।
১২|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩৬
মাথা পাগলা বলেছেন: বিগত দেড় বছর লীগ যা যা বয়ান দিয়েছে অক্ষরে অক্ষরে ফলেছে। অনেক কষ্ট করেও শাহবগ-হাদীবাগী ব্যবসা জমাইতে পারে নাই। জামাত ব্যান হতে পারে বলে জামাত এসব A, B, C, D টিম বানিয়েছে। এদের পারপার্স সার্ভ করা শেষ তাই এসব টিম আর দরকার নেই। বিগত ১৬ বছর গুম-হত্যা হয়েছে বলে "সব দোষ হাসিনার" বললে মনে হয় না টিকবে। বাঙ্গালী মেটিক্যুলাস ডিজাইনের ব্যবসা ধরে ফেলেছে।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০০
ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনা শতভাগ সত্য কথা বলেছিলেন/ আমিও একই কথা বলেছিলাম । আমি বলেছিলাম এই আন্দোলন সাধারণ ছাত্র ছাত্রীদের হোতেই পারে না।
এখন রাজাকারের বাচ্চা, নাতি পুতিরা তাদের নিজেদের বাপ দাদার ঘরেই ফিরে গেছে ।
১৩|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৮
একজন নিষ্ঠাবান বলেছেন: যতই ম্যাঁ ম্যাঁ করেন আর স্বপ্নের জাল বুনেন আওয়ামী লীগ সহজে ফিরছেনা ফিরবে না। ৭১ ব্যবসা চলবে না।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৩
ক্লোন রাফা বলেছেন: আমরাই বেশি প্রাসঙ্গিক বর্তমানে । আমরা ছিলাম, আছি , থাকবো । ফিরে আসার প্রশ্ন তখনি আসবে । যখন চলে যায় ।
১৪|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৪
ক্লোন রাফা বলেছেন: খালেদার জানাজায় যাবেন না?
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যতই হাউকাউ করেন আওয়ামী লীগ এত সহজে ফিরবে না। ৭১ ব্যবসা দিয়ে তো নয়ই।