নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

বাংলাস্থানের বিছিস্ট এনছিপি নেতা হাবদাল্লা।ভারতের সিস্টার না হলেও নিজেদের সিস্টারদের ..।

৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:১০



আপাতত সেভেন সিস্টার পৃথক না করতে পারলেও । সিক্স সিস্টার অত্যন্ত সফলতার সাথে সার্জারি করে পৃথক করে ফেলেছেন । এই কারণে আপনারা সবাই রাজুতে চলে আসুন। উনি অজাতিদের উদ্দেশ্যে পরবর্তী দিক নির্দেশনা দিবেন।

আশা করি আপনারা এই কালা পাঠা’র( কারো কারো মন্তব্যে) যোগ দিয়ে বিশেষ সোয়াব হাসিল করাবেন। :P
বেহেস্ত যাওয়া নিশ্চিত করার জন্য অবশ্য কিছু সিস্টারের সাথে, ভাই , ব্রাদারদেরও ও অতি আধুনিক সার্জারির মাধ্যমে পৃথকীকরণ সম্পন্ন করেছেন।
উনার ( কারো কারো মতভেদে বস্তির ছেলে) বিশাল টোকাই গ‍্যাং নিয়ে সদলবলে খেলাফত কায়েমে রাজাকার অধ্যুষিত পার্টির সাথে সম্পৃক্ত হয়েছে । আশা করি উহাদের মনোবাসনা পুরণে আপনারা সহযোগিতা করবেন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতিতে শেষ বলে কিছু নাই
..............................................................................
তবে জারা আর শামান্তার বিবেকের প্রতিবাদকে স্যালুট করি ।

৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৭

ক্লোন রাফা বলেছেন: উত্তর⬇️

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৭

ক্লোন রাফা বলেছেন: শেষ বলে কিছু নেই তো পুরোনো রাজনীতির ছবক‼️তাহলে ম‍্যাটিকুলাস পরিবর্তনের অর্জন কি ⁉️

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে ম‍্যাটিকুলাস পরিবর্তনের অর্জন কি ⁉️
........................................................................
সেখানে যে পরিবর্তন আনতে চেয়ে ছিলেন তা
আপাতত, ভোটের ডামডোলে ব্যর্থ হয়েছে
তবে আশা ছাড়েননি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.