| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আপাতত সেভেন সিস্টার পৃথক না করতে পারলেও । সিক্স সিস্টার অত্যন্ত সফলতার সাথে সার্জারি করে পৃথক করে ফেলেছেন । এই কারণে আপনারা সবাই রাজুতে চলে আসুন। উনি অজাতিদের উদ্দেশ্যে পরবর্তী দিক নির্দেশনা দিবেন।
আশা করি আপনারা এই কালা পাঠা’র( কারো কারো মন্তব্যে) যোগ দিয়ে বিশেষ সোয়াব হাসিল করাবেন।
বেহেস্ত যাওয়া নিশ্চিত করার জন্য অবশ্য কিছু সিস্টারের সাথে, ভাই , ব্রাদারদেরও ও অতি আধুনিক সার্জারির মাধ্যমে পৃথকীকরণ সম্পন্ন করেছেন।
উনার ( কারো কারো মতভেদে বস্তির ছেলে) বিশাল টোকাই গ্যাং নিয়ে সদলবলে খেলাফত কায়েমে রাজাকার অধ্যুষিত পার্টির সাথে সম্পৃক্ত হয়েছে । আশা করি উহাদের মনোবাসনা পুরণে আপনারা সহযোগিতা করবেন ।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৭
ক্লোন রাফা বলেছেন: উত্তর⬇️
২|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৭
ক্লোন রাফা বলেছেন: শেষ বলে কিছু নেই তো পুরোনো রাজনীতির ছবক‼️তাহলে ম্যাটিকুলাস পরিবর্তনের অর্জন কি ⁉️
৩|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে ম্যাটিকুলাস পরিবর্তনের অর্জন কি ⁉️
........................................................................
সেখানে যে পরিবর্তন আনতে চেয়ে ছিলেন তা
আপাতত, ভোটের ডামডোলে ব্যর্থ হয়েছে
তবে আশা ছাড়েননি ।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:৪৬
ক্লোন রাফা বলেছেন: এবার তাহলে ম্যাটিকুলাস ডিজাইনে ২০০০ কিলিংয়ের টার্গেট রাইট? তা ছাড়া ওয়ার্ক করবেনা। কারণ একটা ঘটনার চাইতে আরেকটা বড় হতে হবে ।
৪|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:০০
কামাল১৮ বলেছেন: আজকেই আওয়ামী লীগ নিবন্ধন ফিরে পেয়েছে।নির্বাচনেও অংশ গ্রহন করবে।তখন আবার আওয়ামী লীগে যোগদানের হিড়িক পরে যাবে।আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে,সব দলের অংশ গ্রহনে নির্বাচন না হলে তা গ্রহন যোগ্যতা পাবে না।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৫
ক্লোন রাফা বলেছেন: আওয়ামী লীগ সুদী মহাজনের অধীনস্থ কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না । যদি করে তাহলে এই অবৈধ রাজাকার, জঙ্গি। টোকাই গ্যাং, এনজিওগ্রাম পরাশক্তির দালালদের বৈধতা দেওয়া হবে ।
আমরা এটা হোতে দিতে পারি না ।কারণ ১৪০০ তথাকথিত হত্যার বিচার করতে হবে । ম্যাটিকুলাস ডিজাইনারদের বিচার করতে হব।
অদ্যাবধি যত আওয়ামীলীগের নেতা কর্মী হত্যা করেছে । জেলখানায় যত হত্যা । সাধারণ মানুষের হত্যার বিচার করতে হবে।
৫|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:০৮
সৈয়দ কুতুব বলেছেন: নিজের দল নিয়ে লিখেন! কিভাবে মাজা ভেঙে গেল সেটা নিয়ে লিখেন।
।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৭
ক্লোন রাফা বলেছেন: আমার দল এখন রিং-এর বাইরে আছে এখন। যখন ফিরবো তখন আবারও লিখবো ।
৬|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: সব জামাতের খেল। জামাতের ইচ্ছায় সব হচ্ছে।
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৭
ক্লোন রাফা বলেছেন: জামাত/শিবির আরো ঘটনা ঘটাবে ।
৭|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭
জ্যাক স্মিথ বলেছেন: এবারের নির্বাচনে গেঞ্জীরা বিপুল ভোটে জয়লাভ করিবে।
৮|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
জ্যাক স্মিথ বলেছেন: 
৩১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪২
ক্লোন রাফা বলেছেন: ভাল্লাগছে , ভানুমতির খেলা চলছে ।
৯|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২
কিরকুট বলেছেন: জারা মেয়েটা দেখতে ভালোই । এর সাথে প্রেম করা যায় কিন্তু আইন প্রনেতা হিসাবে ভোট দেয়া যায় না ।
১০|
৩১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিরকুট বলেছেন: জারা মেয়েটা দেখতে ভালোই । এর সাথে প্রেম করা যায় কিন্তু আইন প্রনেতা হিসাবে ভোট দেয়া যায় না ।
তার দাঁত সুন্দর না।
১১|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জারা আর শামান্তার বিবেকের প্রতিবাদী কন্ঠস্বর শুনতে চাই
.......................................................................................
যদি ঐক্যমতের সংসদ হয় তাহলে "নারী সংসদ" কোটায় নেয়া হোক
যদি ও কোটার রহমত উনাদের পসন্দ নয় ।
অন্ততপক্ষে যে কোন সংসদ কার্যক্রমে সঠিক কি ? তা জানা যাবে ।
১০ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৪:০৯
ক্লোন রাফা বলেছেন: চাটুকার না হইতে পারলে সেই সম্ভাবনা নেই।
১২|
০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৪
মাথা পাগলা বলেছেন: 
১০ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৪:১১
ক্লোন রাফা বলেছেন: না। আমি সত্যিই ভয় পাইছি
ভয়ে কেন্দেদিয়েছি ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতিতে শেষ বলে কিছু নাই
..............................................................................
তবে জারা আর শামান্তার বিবেকের প্রতিবাদকে স্যালুট করি ।