নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাবলীল ভাষায় আমার গল্পগুলো লেখার চেস্টা করি এবং সেখানে সাহিত্য রসের মাধ্যমে বিভিন্ন চরিত্র সৃষ্টি করে মানুষের কাছে বার্তা দেয়ার চেস্টা করি।আমার লেখার মূল উদ্দেশ্য মানুষ আনন্দের সাথে গল্প এবং লেখগুলো পরবে তারা যেন বিরক্ত না হয়।

গ্যাটলিন জুনিয়র

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।

গ্যাটলিন জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

আলেয়া "লিরিক"

০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

আলেয়া
বেধে রেখেছিলাম তোমায়,
বিশ্বাসের শেষ বিন্দু দিয়ে,
বেকার আমি ব্যস্ত ছিলাম,
তোমার রাগ ভাঙ্গাতে।
মনে কি পরে তোমার!!!
আকাশ দেখেছিলে আমার সাথে,
জ্যোৎস্না গায়ে মেখে হারিয়েছিলাম দুজন
সেদিন শুকতারার মাঝে।।
আছো কেমন জানিনা!!!!!
কবিতার কথাগুলো এখনও তোমারি আছে।
বিরহের চাদর আর তোমার দেয়া মিছে চিরকুট নিয়ে ,
এখনও আকাশ দেখি,হারাই শুকতারার মাঝে।
আলেয়া হয়ে এসেছিলে তুমি,
কোনো এক কুয়াশা মাখা ভোরে,
শিশির ভেজা গন্ধ ছিলো,
তোমার শরীরে
চেয়ে ছিলাম অপলক,
পাগল আমি হারিয়ে ছিলাম তোমাতে।
মায়াবি হাসি ছিলো তোমার
সংলাপগুলো ছিলো সরল
কি জানি একককককককক !!
অজানা নেশায়,
গ্রাস করেছিলে আমায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.