![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলেয়া
বেধে রেখেছিলাম তোমায়,
বিশ্বাসের শেষ বিন্দু দিয়ে,
বেকার আমি ব্যস্ত ছিলাম,
তোমার রাগ ভাঙ্গাতে।
মনে কি পরে তোমার!!!
আকাশ দেখেছিলে আমার সাথে,
জ্যোৎস্না গায়ে মেখে হারিয়েছিলাম দুজন
সেদিন শুকতারার মাঝে।।
আছো কেমন জানিনা!!!!!
কবিতার কথাগুলো এখনও তোমারি আছে।
বিরহের চাদর আর তোমার দেয়া মিছে চিরকুট নিয়ে ,
এখনও আকাশ দেখি,হারাই শুকতারার মাঝে।
আলেয়া হয়ে এসেছিলে তুমি,
কোনো এক কুয়াশা মাখা ভোরে,
শিশির ভেজা গন্ধ ছিলো,
তোমার শরীরে
চেয়ে ছিলাম অপলক,
পাগল আমি হারিয়ে ছিলাম তোমাতে।
মায়াবি হাসি ছিলো তোমার
সংলাপগুলো ছিলো সরল
কি জানি একককককককক !!
অজানা নেশায়,
গ্রাস করেছিলে আমায়।।
©somewhere in net ltd.