![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিপলুর পহেলা বৈশাখ
পর্ব -১
ডিপলু এখন বড়ো শহরের নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।এখানের বৈশাখ উদযাপন মানেই একটা বিলাসিতার ছাপ।গরম ভাত পান্তা করে,ইলিশ মাছ তিনগুন বেশি দামে কিনে,পান্তা ইলিশ দিয়ে শুরু হয় বৈশাখের সকাল।দিনভর থাকে নানা আয়োজনে ব্যস্ত এবং মুখোরিত ডিপলুর ক্যাম্পাস। ডিপলুর বিশ্ববিদ্যালয় জীবনে এর আগে তিনটি বৈশাখ কেটেছে আজ তার চতুর্থবাবের মতো বৈশাখ কাটানোর দিন। অবিশ্বাস্য হলেও সত্য গত তিনটি বৈশাখের একটিও উদযাপন করেনি সে।সে শহরে এসে এখানের মানুষের সাথে, সংস্কৃতির সাথে গা ভাসাতে পারেনি।ডিপলু একটু যুক্তিবাদী মানুষ।বন্ধু মহলে সে ফিলোসপার নামে পরিচিত। সব কিছুর পিছনে তার থাকে নিখুত যুক্তি দেয়ার চেস্টা।তার কাছে শহরের এই বৈশাখ উদযাপন কৃত্রিম মনে হয়।শুধুমাত্র বছরের একটি দিন এখানে গ্রামের সংস্কৃতি তুলে ধরার বৃথা প্রচেস্টা করা হয় আর কি!তার বন্ধু মহলের সাথে এই ব্যাপার নিয়ে অনেকবার বাগবিতন্ডায় জড়িয়েছে সে। বিগত বছরগুলোর মতো সে আজকেও রুমে ঘুমিয়ে কাটানোর চিন্তায় অটল।
হঠাৎ, ডিপলুর রুমের দরজায় নক করার শব্দ।তার সবচেয়ে কাছের বন্ধু শোভন দরজা নক করছে।
ডিপলুঃ কে?
শোভনঃ আরে ভাই আমি শোভন।
ডিপলুঃ বন্ধু একটু দ্বারা খুলছি।
শোভনঃ কিরে ভাই!আজকেও কি তুই ঘুমিয়ে কাটাবি?ভার্সিটি জীবনের শেষ বৈশাখ পরে আফসোস করেও আর পাবিনা।
ডিপলুঃ আমার দরকার নেই ভাই।আমার কোন আফসোস নেই।
শোভনঃভাই তুই এভাবে না থেকে তোর গ্রামে যেতে পারতি।তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আমার এগুলো ভালো লাগে না।
ডিপলুঃবাড়ি কিভাব যাব?প্রতিবছর তো বৈশাখের ভিতরেই ফাইনাল পরীক্ষা শুরু হয়।
শোভনঃএটা ঠিক বলছিস।ভাই আমি কিছু জানিনা তুই আজকে না বের হলে আমিও বের হবো না।
ডিপলুঃ শোন দোস্ত তুই তো কোনদিন গ্রামে যাসনি,আজ আমি তোকে আমাদের গ্রামের বৈশাখের অবস্থা বর্ণনা করি।এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমার শৈশব এবং কিশোর বয়সের অনেক স্মৃতি আছে।
শোভনঃদোস্ত, সেটাই বেটার হবে।আর আমারও আজকে শরীরটা ভালো লাগছেনা।তুই বল আমি শুনি।
ডিপলুঃ দোস্ত একটা সিগারেট ধরা,পিছনের দিনের কথা মনে পড়লে সিগারেট ছাড়া হবে না।
শোভনঃআচ্ছা ধরাইতেছি।তুই শুরু কর ভাই।
ডিপলুঃআমি তখন ক্লাস থ্রিতে পড়ি।আমার বয়স তখন আট বছর হবে।দোস্ত আমার স্পস্ট মনে আছে।একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা পড়তে বসতে বলছেনা।ঘরের বিছানার চাদর,দরজার পর্দা সবকিছু নতুন। আমি মাকে প্রশ্ন করলাম মা আজকে কি পড়তে বসবেনা? আজকে কি আমার ছুটি? বাসার সবকিছু নতুন লাগছে আজকে কি কোন মেহমান আসবে?মা উত্তর দিলো না বাবা, আজকে নববর্ষ তো।তাই তোমার আজকে ছুটি।আমি মাকে বললাম মা নববর্ষের সময় এভাবে কি সাজাতে হয়।মা খুব ব্যস্ত ছিলো সেদিন।
চলবে গাড়ি।
সাথেই থাকুন,ধন্যবাদ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২
গ্যাটলিন জুনিয়র বলেছেন: ধন্যবাদ # মোস্তফা সোহেল #
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
মোস্তফা সোহেল বলেছেন: ভাল। লিখতে থাকুন। শুভ কামনা রইল আপনার জন্য।