নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাবলীল ভাষায় আমার গল্পগুলো লেখার চেস্টা করি এবং সেখানে সাহিত্য রসের মাধ্যমে বিভিন্ন চরিত্র সৃষ্টি করে মানুষের কাছে বার্তা দেয়ার চেস্টা করি।আমার লেখার মূল উদ্দেশ্য মানুষ আনন্দের সাথে গল্প এবং লেখগুলো পরবে তারা যেন বিরক্ত না হয়।

গ্যাটলিন জুনিয়র

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।

গ্যাটলিন জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

#বড়আপু

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১

#আবেগ
সে বলেছিলো আমায় !!
নীল পাঞ্জাবি গাঁয়ে ,
বেলী ফুলের মালা নিয়ে,
তার জানালার দক্ষিনে আসতে।
সে বলেছিলো আমায় !!
নীল টিপের কথা আবার ভুলে যেওনা !!
আমি নীল শাড়িতে জানালার দক্ষিনে দাঁড়িয়ে।
তুমি এসে ,
খোপায় বেলী মালা আর কপোলে নীল টিপে,
পরিপূর্ণ করবে আমায়।
সে বলেছিলো আমায় !!
সাঝবেলায় নদীর পাড়ে,
মোর কাঁধে মাথা রেখে,
দল বেধে,
সাদা বকের বাড়ি ফেরা দেখবে।
কোন বক হারিয়ে গেলে,
তার দুঃখে গাঁ ভাসাবে।
সে বলেছিলো আমায় !!
পূর্ণিমা রাতে,
জোনাক পোকার রাজ্য,
হিজল গাছের নিচে,
পিঠে পিঠ রেখে ,
জোনাকীর আলো গাঁয়ে মেখে,
নির্ঘুম রাত কাটাবে।
সে বলেছিলো আমায় !!
শীতের সকালে,
শিশির ভেজা ঘাসের চাদরে,
জীবনের সকল কোলহল ভুলে,
নূপুর পরে খালি পায়ে,
মোর পায়ে পা রেখে,
সবুজ মাঠে দাঁড়িয়ে,
প্রান খুলে নিঃশ্বাস নিবে।
সে বলেছিলো আমায় !!
ফাগুনের হাওয়া শরীরে লাগিয়ে,
তার কপোলে চুমে এঁকে দিয়ে,
দু বাহু জড়িয়ে ধরে,
চিৎকার করে বলতে,
একটি কথা !!
আমি ভালোবাসি তাকে।
আমি ভালোবাসি তাকে।
#বড়আপু
#কোকেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.