নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাবলীল ভাষায় আমার গল্পগুলো লেখার চেস্টা করি এবং সেখানে সাহিত্য রসের মাধ্যমে বিভিন্ন চরিত্র সৃষ্টি করে মানুষের কাছে বার্তা দেয়ার চেস্টা করি।আমার লেখার মূল উদ্দেশ্য মানুষ আনন্দের সাথে গল্প এবং লেখগুলো পরবে তারা যেন বিরক্ত না হয়।

গ্যাটলিন জুনিয়র

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।

গ্যাটলিন জুনিয়র › বিস্তারিত পোস্টঃ

#স্মৃতিকথা

১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

#স্মৃতিকথা।
#স্বাধীনতা।
সেই দিনগুলি সব ভেস্তে গেছে ।
ভেস্তে গেছে আমার স্বাধীনতা ।
রয়ে গেছে শুধু দুর্লভ স্মৃতি ।
ছন্নছাড়া আর আলসে আমি,
বাস্তবতার কাছে হার মেনে ;
আজ বেশ গোছালো !
বাউণ্ডুলে স্মৃতিগুলো প্রায়ই ;
ব্যস্ততার ফাঁকে উকি দেয় ।
হাঁসি পায় তবে পারিনা !
কান্না পায় তবে পারিনা !
অনেক দিন প্রান খুলে হাসতে পারি না।
অনেক দিন প্রান খুলে কাঁদতে পারি না ।
হাসি,তামাশা, কৌতুক !
ব্যঙ্গ করে নামে ডাকা !
আজ সব ভুলে গেছি ।
নিত্য নতুন সংলাপ,
এখন আর মুখ ফুটে ;
বের হয় না ।
ভোমের সাথে লাইব্রেরীতে ,
আস্তিক,নাস্তিকের দ্বন্দ্ব ;
আজ হারিয়ে স্মৃতির পাতায় ।
দুজনের সাহিত্য আলোচনায় ,
টেবিলে এখন আর ঝর উঠেনা ।
লাইব্রেরী থেকে বই ;
এখন আর চুরি করা হয় না,
হয় না বন্ধুদের কাছ থেকে ,
কলম চুরি করা ।
বই চোর,কলম চোর !!
কথাটি কেউ বলেনা আমায় এখন !!
বিপ্লবের সাথে খালার দোকানে,
রং চায়ের চুমুকে আর গোল্ডলিফের টানে ;
রজনীতিতে হার জিত নিয়ে হয় না আর তর্ক ।
রাসেলের সাথে তোলা হয়না সেলফি ।
ক্লাশ শেষে মহির এলাকায় যাওয়ার ব্যস্ততা ,
আর দেখা হয় না ।
প্রেমিকার ফোন এলে দেখা হয় না ,
পাপনের পাগলামী ।
দুর্গা পূজোয় হয় না আর ;
শোভনের বাড়ি যাওয়া ।
বড় আপুর জন্য এখন আর অপেক্ষায় থাকা হয় না।
বৃষ্টিতে ভিজে লুকিয়ে এক পলকে তাকিয়ে দেখা হয় না ।
ভর দূপুরে রমনায় ;
হয় না প্রকৃতিতে গাঁ ভাসানো ।
কাঠবিড়ালীদের সাথে হয় না আর ফটোগ্রাফি ।
গজালিয়া চরের কথা আজ !!
স্বার্থপরের মতো ভুলে গেছি ।
পড়ন্ত বিকেলে গজালিয়া চরের সবুজ ঘাসে ,
বিষখালী নদীর তীরে শরীর বিলিয়ে দিয়ে ;
দেখা হয় না সাদা মেঘ আর কালো মেঘের যুদ্ধ !
মেঘের রাজ্যে জাহাজ,হাতি,খরগোশ,ঈগল,শকুন ;
এখন আর কল্পনায় অঙ্কন করা হয় না ।
সন্ধ্যার পর বাসায় এখন ,
সাহিত্য পাগল ছেলেদের ;
গল্প,গান,কবিতার আর সাহিত্যের আসর হয় না।
আমি এখন গোছালো জীবনের পরাধীন একজন মানুষ ।
দুর্লভ স্মৃতিগুলোই ছিলো কেবল আমার স্বাধীনতা ।
#বড়আপু ।
#কোকেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.