![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১ আমার অহংকার
২১ আমার প্রান
২১ আমার রক্তে রাঙ্গা
ভাষা শহীদের গান ।
২১ আমার বিশের বাঁশী
বাজায় বিষাদ বীন
স্মরণ করে দেয় যে আমায়
সেই না দুঃখের দিন।
মরার আগে মরল...
***দরবেশ খাজা ?? ***
উপরে উপরে
দরবেশ খাজা
ভীতরে নামাজ কাজা,
হাতেতে ইয়া
ব্যাকড়া লাঠি
সাথীরা খায় গাজা।
কোরান হাদিস
ব-কলম
কেদারায় বসে আরাম;
ওরাই করে
ফাতোয়া(?)দ্বারা
একামাতে দ্বীন হারাম,
এই বেটাদের
ঠিক করতে
জাগো মুজাহিদ;
ঘুমন্ত জাতি
সজাগ করতে
ভাংতে হবে নিদ।
দেশ গেলো
দেশ গেলো
বলছে সবাই;
কারো কোন
নাই ফিকির
মফিজেরা জবাই।
চেলাদের
পোয়া বারো
মামুদের ঈদ ;
কখন যে
ভাংবে
জাতির নিদ ?
1. অবশ্যই হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন যাতে অন্তত ৩০ মিনিট আগে ইন্টারভিউ এর অফিস এ পৌছাতে পারেন।
2. মুখে মাউথ ফ্রেশনার ব্যবহার করুন যাতে দুর্গন্ধ না বের হয়...
বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০১৫ সালের স্বীকৃতি পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সংগঠনটি এ বছর ৫(পাঁচ)টি বিষয়ে স্বীকৃতি পুরস্কার প্রদান করছে। স্বীকৃতি পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায়...
****দাদীমার কোলে****
মা বড়
রাগী বটে
আপুটা
ঝগড়াটে|
বাবাওতো
কম নয়
মিছামিছি শাটে|
অতি ভালো
ফুফুটা,
চাচারা
বগচটা |
দাদু শুধু
কান মলে ,
লুকায় তাই
দাদীমার কোলে
***মামা***
বুদ্ধিতে ভালো(?)
মামা
হুশেতে কম,
উর্দ্দূতে
হাসে কাশে
ইংরেজীতে দম ।
ইলটন
বিলটন
হু-আর হাই,
যখন যেটা মনে আসে
জুড়ে দেয়
ডু-আর ডাই।
আরবীতে
কাচা মামা
ফারষীর জম;
জিগাইলে
গাল ফোলা
যেন ইয়া থোম ।
চেষ্টা সাধনায়
সাথীরা এগে গেলো
ভাগ্য বলে ;
সংসার পাগল
ব্যার্থ আমি
পড়ে রইলাম
যাতনার কলে।
©somewhere in net ltd.